05/06/2025
রক্তদানে নানান বিড়ম্বনার প্রেক্ষিতে Peace Organization নতুন স্লোগান "রক্ত নয়, রক্তদাতার তথ্য দিচ্ছি" বাস্তবায়নে কাজ আরম্ভ করেছে।
নতুন রক্তদাতাদের তথ্যের সন্ধ্যানে Peace Organization (পিস অর্গানাইজেশন) -এর উদ্যোগে "ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী"র মাধ্যমে এই পর্বে আমরা নতুন করে ৬ জন নেগেটিভ রক্তদাতা সহ ১১৬ জন রক্তদাতার সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ। যা সকল রোগী/রোগীর নিকটাত্মীয়র সুবিধার্থে প্রকাশ করা হলো।
ডোনারদের কল করার পূর্বে যে বিষয় গুলো অবশ্যই মাথায় রাখবেন:-
*অবশ্যই অবশ্যই শিওর না হয়ে ডোনারের শরীর থেকে ব্লাড টানাবেন না, প্রয়োজনে শেষ মুহুর্তেও ডাক্তারের থেকে জেনে নিবেন যে, ব্লাডটা আসলেই লাগবে কি-না?
*এক্সাক্ট টাইমেই ডোনারকে ডাকবেন- দয়া করে হাসপাতাল/ক্লিনিকে নিয়ে ঘন্টা ঘন্টা বসিয়ে রাখবেন না, কারণ সবারই নিজ নিজ অবস্থান থেকে ব্যস্ততা থাকে।
*প্রাপ্য সম্মানটুকু দিবেন- কথা বলার বিনয় ও ভদ্রতা, তার আতিথেয়তা ও যাতায়াত খরচটা মাথায় রাখবেন। সে নিবে কি-না সেটা একান্ত তার ব্যাপার, না নিতে চাইলে আবার বেশি জোরাজুরি করবেন না।
রক্তদাতাদের করণীয়:-
রক্তের জন্য ফোন পেলে অবশ্যই রোগীর লোকের সাথে সাক্ষাতে কথা বলে নিয়ে, রোগীর ব্যাপারে বিস্তারিত জেনে, নিশ্চিত হয়ে রক্ত উপহার দিন। প্রয়োজনে রোগী দেখে তারপর রক্তদান করবেন। তাদের সুস্পষ্ট করে জানিয়ে দিন যে, আপনি স্বেচ্ছায় এবং সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান করছেন। কোন প্রতারক বা দালাল রক্ত ম্যানেজ করে দেওয়ার কথা বলে কোনরুপ আর্থিক লেনদেন এর চাহিদা করেছে কি-না জেনে নিন। আপনার সচেতনতা ও সতর্কতাই আপনার রক্ত সঠিক জায়গায় পৌছাবে ইংশাআল্লাহ।
রক্তদানের পর কী করবেন-?
*রক্তদানের ১ থেকে ৪ ঘণ্টা আগে খাবার এবং অন্তত ৫০০ মিলি পানীয় গ্রহণ করুন। ক্ষুধার্ত অবস্থায় রক্তদান করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
*রক্তদানের পরের ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে ৩-৪ গ্লাস পানি বেশি পান করবেন।
*রক্তদানের পর ১০-১৫ মিনিট বিশ্রাম নেবেন।
*রক্তদানের পর ঝুঁকিপূর্ণ ও ভারী কাজ যেমন গাড়ি চালানো, ব্যায়াম করা ইত্যাদি থেকে অন্তত একদিন বিরত থাকবেন।
*রক্তদান–পরবর্তী কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তৎক্ষণাৎ রক্ত সংগ্রহকেন্দ্র/চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।
নারীদের জন্য নির্দেশনাঃ-
১. গর্ভকালীন ও প্রসব–পরবর্তী বা গর্ভপাতের পর ছয় মাস পর্যন্ত রক্ত দান করা যাবে না।
২. মায়েরা দুগ্ধদানের সময় রক্তদানে সাময়িক বিরত থাকবেন।
আমাদের সংগঠনের কোন দাযিত্বশীল বা স্বেচ্ছাসেবীর সাথে কোন রকম আর্থিক লেনদেন করবেন না, যাতায়াত খরচ বাবদও না, কেউ করার চেষ্টা করলে অনুগ্রহ পূর্বক আমাদের অবগত করবেন। পোস্টটি শেয়ার করে নিজেকেও এই মহৎ কাজে শামিল করুন, অগ্রিম ধন্যবাদ ❣️!