Peace Organization

Peace Organization মানবতার সেবায়
সর্বদা অগ্রণী ভুমিকায়

Peace Organization (পিস অর্গানাইজেশন)

(একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন) মোংলা, বাগেরহাট।

সংগঠনের একনিষ্ঠ কর্মী ও নিয়মিত রক্তদাতা Fardush Khan এর ৭ম বারের লাল ভালোবাসা দান।জয় হোক মানবতার জয় হোক রক্তযোদ্ধাদের ❣️
12/06/2025

সংগঠনের একনিষ্ঠ কর্মী ও নিয়মিত রক্তদাতা Fardush Khan এর ৭ম বারের লাল ভালোবাসা দান।

জয় হোক মানবতার
জয় হোক রক্তযোদ্ধাদের ❣️

এক দিনেই ট্রিপল হিট!!!রাত প্রায় ১১ টায় সুন্দরবন ইউনিয়ন থেকে মোংলা এসে রক্তদান করলেন নিয়মিত রক্তদাতা Riyajul Islam Noyon!
09/06/2025

এক দিনেই ট্রিপল হিট!!!

রাত প্রায় ১১ টায় সুন্দরবন ইউনিয়ন থেকে মোংলা এসে রক্তদান করলেন নিয়মিত রক্তদাতা Riyajul Islam Noyon!

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও যুগ্ম আহবায়ক Mosaddek Billah এর ১৩ তম (ও+) লাল ভালোবাসা দান।
09/06/2025

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও যুগ্ম আহবায়ক Mosaddek Billah এর ১৩ তম (ও+) লাল ভালোবাসা দান।

আলহামদুলিল্লাহ, ১৩ তম লাল ভালবাসা দিলেন Peace Organization (পিস অর্গানাইজেশন)  এর অন্যতম সদস্য Numan Hossain.
09/06/2025

আলহামদুলিল্লাহ,
১৩ তম লাল ভালবাসা দিলেন Peace Organization (পিস অর্গানাইজেশন) এর অন্যতম সদস্য Numan Hossain.

ঈদের ২য় দিনে সংগঠনের সদস্য সচিবের পুত্রকে সাথে নিয়ে পিতার ৮ তম রক্তদান। সাথে ছিলেন সংগঠনের আরো দুজন নিরলস স্বেচ্ছাসেবী।
08/06/2025

ঈদের ২য় দিনে সংগঠনের সদস্য সচিবের পুত্রকে সাথে নিয়ে পিতার ৮ তম রক্তদান। সাথে ছিলেন সংগঠনের আরো দুজন নিরলস স্বেচ্ছাসেবী।

রক্তদানে নানান বিড়ম্বনার প্রেক্ষিতে Peace Organization নতুন স্লোগান "রক্ত নয়, রক্তদাতার তথ্য দিচ্ছি" বাস্তবায়নে কাজ আরম্...
05/06/2025

রক্তদানে নানান বিড়ম্বনার প্রেক্ষিতে Peace Organization নতুন স্লোগান "রক্ত নয়, রক্তদাতার তথ্য দিচ্ছি" বাস্তবায়নে কাজ আরম্ভ করেছে।

নতুন রক্তদাতাদের তথ্যের সন্ধ্যানে Peace Organization (পিস অর্গানাইজেশন) -এর উদ্যোগে "ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী"র মাধ্যমে এই পর্বে আমরা নতুন করে ৬ জন নেগেটিভ রক্তদাতা সহ ১১৬ জন রক্তদাতার সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ। যা সকল রোগী/রোগীর নিকটাত্মীয়র সুবিধার্থে প্রকাশ করা হলো।

ডোনারদের কল করার পূর্বে যে বিষয় গুলো অবশ্যই মাথায় রাখবেন:-

*অবশ্যই অবশ্যই শিওর না হয়ে ডোনারের শরীর থেকে ব্লাড টানাবেন না, প্রয়োজনে শেষ মুহুর্তেও ডাক্তারের থেকে জেনে নিবেন যে, ব্লাডটা আসলেই লাগবে কি-না?

*এক্সাক্ট টাইমেই ডোনারকে ডাকবেন- দয়া করে হাসপাতাল/ক্লিনিকে নিয়ে ঘন্টা ঘন্টা বসিয়ে রাখবেন না, কারণ সবারই নিজ নিজ অবস্থান থেকে ব্যস্ততা থাকে।

*প্রাপ্য সম্মানটুকু দিবেন- কথা বলার বিনয় ও ভদ্রতা, তার আতিথেয়তা ও যাতায়াত খরচটা মাথায় রাখবেন। সে নিবে কি-না সেটা একান্ত তার ব্যাপার, না নিতে চাইলে আবার বেশি জোরাজুরি করবেন না।

রক্তদাতাদের করণীয়:-
রক্তের জন্য ফোন পেলে অবশ্যই রোগীর লোকের সাথে সাক্ষাতে কথা বলে নিয়ে, রোগীর ব্যাপারে বিস্তারিত জেনে, নিশ্চিত হয়ে রক্ত উপহার দিন। প্রয়োজনে রোগী দেখে তারপর রক্তদান করবেন। তাদের সুস্পষ্ট করে জানিয়ে দিন যে, আপনি স্বেচ্ছায় এবং সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান করছেন। কোন প্রতারক বা দালাল রক্ত ম্যানেজ করে দেওয়ার কথা বলে কোনরুপ আর্থিক লেনদেন এর চাহিদা করেছে কি-না জেনে নিন। আপনার সচেতনতা ও সতর্কতাই আপনার রক্ত সঠিক জায়গায় পৌছাবে ইংশাআল্লাহ।

রক্তদানের পর কী করবেন-?

*রক্তদানের ১ থেকে ৪ ঘণ্টা আগে খাবার এবং অন্তত ৫০০ মিলি পানীয় গ্রহণ করুন। ক্ষুধার্ত অবস্থায় রক্তদান করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

*রক্তদানের পরের ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে ৩-৪ গ্লাস পানি বেশি পান করবেন।

*রক্তদানের পর ১০-১৫ মিনিট বিশ্রাম নেবেন।

*রক্তদানের পর ঝুঁকিপূর্ণ ও ভারী কাজ যেমন গাড়ি চালানো, ব্যায়াম করা ইত্যাদি থেকে অন্তত একদিন বিরত থাকবেন।

*রক্তদান–পরবর্তী কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তৎক্ষণাৎ রক্ত সংগ্রহকেন্দ্র/চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।

নারীদের জন্য নির্দেশনাঃ-
১. গর্ভকালীন ও প্রসব–পরবর্তী বা গর্ভপাতের পর ছয় মাস পর্যন্ত রক্ত দান করা যাবে না।

২. মায়েরা দুগ্ধদানের সময় রক্তদানে সাময়িক বিরত থাকবেন।

আমাদের সংগঠনের কোন দাযিত্বশীল বা স্বেচ্ছাসেবীর সাথে কোন রকম আর্থিক লেনদেন করবেন না, যাতায়াত খরচ বাবদও না, কেউ করার চেষ্টা করলে অনুগ্রহ পূর্বক আমাদের অবগত করবেন। পোস্টটি শেয়ার করে নিজেকেও এই মহৎ কাজে শামিল করুন, অগ্রিম ধন্যবাদ ❣️!

এইতো সেদিনের "রক্তাদানে উদ্বুদ্ধকরণ" কর্মসূচিতে এসে উদ্বুদ্ধ হয়ে আমাদের ক্যাম্পেইন থেকে ফ্রি ব্লাড গ্রুপিং করে ব্লাডের গ...
25/05/2025

এইতো সেদিনের "রক্তাদানে উদ্বুদ্ধকরণ" কর্মসূচিতে এসে উদ্বুদ্ধ হয়ে আমাদের ক্যাম্পেইন থেকে ফ্রি ব্লাড গ্রুপিং করে ব্লাডের গ্রুপ জেনে প্রথম বারের মত রক্ত ডোনেট করলেন Md Nahid Hasan ভাই। রক্তের প্রয়োজন রোগীদের জন্য তার এই মহৎ সেবা অব্যহত থাকুক যৌবনভর।

আমাদের কর্মসূচির সফলতা সবটা আমাদের সামনে হয়ত এমন আসবেনা, আসলেও সবটা আবার আমরা এমন পোস্টিং/হাইলাইট করব না। আর্থিক ডোনরদের জন্য এটা যাস্ট একটা উদাহরণ মাত্র।

আমাদের সব কিছুর প্রতিদান প্রাপ্তির প্রত্যাশা শুধুমাত্র আমাদের রবের নিকট! শুভাকাঙ্খীদের নিকট চাওয়া শুধু-- দুয়া, সমর্থন ও ভালোবাসা।

দুষণমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে আজকে BD Clean কর্তৃক আয়োজিত ফরিদপুর জেলার চরভদ্রাসনের ভুবনেশ্বর নদের প্রাণ ফিরিয়ে আনতে প...
23/05/2025

দুষণমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে আজকে BD Clean কর্তৃক আয়োজিত ফরিদপুর জেলার চরভদ্রাসনের ভুবনেশ্বর নদের প্রাণ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ইভেন্টে অংশগ্রহন করেছেন আমাদের দুজন গর্বিত স্বেচ্ছাসেবী Md Anik Hoshen & Mehrrab Maruf সহ মোংলার ১২ জন স্বেচ্ছাসেবী।

তাছাড়াও সংগঠনের অন্যতম স্বেচ্ছাসেবী মুহাঃনাইম বিন রফিক আজ পবিত্র জুম্মার দিনে রক্ত দান করেছেন।

সকল স্বেচ্ছাসেবীর এই নিঃস্বার্থ খেদমত মহান আল্লাহ কবুল করুন, আমিন!

গত ইং ১০/০৫/২০২৫ ইং তারিখ Peace Organization (পিস অর্গানাইজেশন) এর উদ্যোগে "ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক...
12/05/2025

গত ইং ১০/০৫/২০২৫ ইং তারিখ Peace Organization (পিস অর্গানাইজেশন) এর উদ্যোগে "ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী' সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা নতুন করে সর্বমোট ১১৩ জন রক্তদাতার সন্ধান পেয়েছি। যার মধ্যে ৪ জন নেগেটিভ ইয়াংস্টার রক্তযোদ্ধাদের সন্ধান পেয়েছি। আমরা সর্বপ্রথম সেই ৪ জন নেগেটিভ রক্তযোদ্ধাদের তথ্য প্রকাশের মাধ্যমে নেগেটিভ রক্তের প্রয়োজন রোগীদের স্বস্তি দিতে চাই!

১. হাফেজ রাকিব হাসান (২৪)
রক্তের গ্রুপ- এ-
ফোন- 01787-744525
ঠিকানা- বি.এল.এস রোড, মোংলা।

২. মো: নাজমুল ইসলাম (২০)
রক্তের গ্রুপ- বি-
ফোন- 01925-236754
ঠিকানা- খাসেরডাঙ্গা, মোংলা।

৩. মো: সুমন (২৫)
রক্তের গ্রুপ- বি-
ফোন- 01911-777115 (লালন)
ঠিকানা- চিলা বাজার, মোংলা।

৪. শাহরিয়ার রহমান (১৮)
রক্তের গ্রুপ- এবি-
ফোন- 01974-226208
ঠিকানা- বৈদ্যমারী বাজার, মোংলা।

স্বেচ্ছায় পোস্টটি শেয়ার করে মানবিক কাজে নিজেও ভূমিকা পালন করুন।

এই কাঠাল পাকা রৌদ্রে একঝাক স্বেচ্ছাসেবী সকাল থেকে বিনামূল্যে, বিনা লাভে, বিনা স্বার্থে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে আলহ...
10/05/2025

এই কাঠাল পাকা রৌদ্রে একঝাক স্বেচ্ছাসেবী সকাল থেকে বিনামূল্যে, বিনা লাভে, বিনা স্বার্থে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ!

নতুন রক্তদাতাদের খোজে আমরা আগামীকাল ১০/৫/২০২৫ ইং তারিখ "ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ" ...
09/05/2025

নতুন রক্তদাতাদের খোজে আমরা আগামীকাল ১০/৫/২০২৫ ইং তারিখ "ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ" কর্মসূচি নিয়ে আসছি চিলা বাজার সংলগ্ন ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল চত্বরে।

অনেকদিন পর Peace Organization (পিস অর্গানাইজেশন) টিমের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হবে আপনাদের। আমরা প্রত্যাশা করি, সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন।

এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে অসংখ্য রোগীর জন্য আশার আলো হয়ে উঠবে, ফিরবে স্বস্তি ইনশাআল্লাহ।

মোংলা উপজেলার সকল ইউনিয়নের গরিব-অসহায় মানুষের পানির সংকট নিরসনের লক্ষ্যে পুনরায় ট্যাংকি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রত...
22/04/2025

মোংলা উপজেলার সকল ইউনিয়নের গরিব-অসহায় মানুষের পানির সংকট নিরসনের লক্ষ্যে পুনরায় ট্যাংকি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি নির্দিষ্ট আবেদন ফরম আছে। যা পূরণ করে নিজ নিজ ইউনিয়ন অফিসে আগামী ২৭/০৪/২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। সাথে ভোটার আইডি এবং বসবাসকৃত ঘরের ছবিও জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার পরে গঠনকৃত কমিটি এবং উপজেলা নির্বাহী অফিসার যাচাই বাচাই পূর্বক প্রকৃত গরিব-অসহায়দের মধ্যে যারা বাস্তবে প্রাপ্য তাদের মাঝে হস্তান্তর করবেন।

প্রতিটি ইউনিয়ন পরিষদে ট্যাংকি প্রাপ্তির জন্য একটি নির্দিষ্ট ব্যাংকের নির্ধারিত একাউন্টে ১৫০০(এক হাজার পাচশত টাকা) টাকা জমা দিতে হবে।

উল্লেখ্যে যে, উক্ত ইউনিয়ন সমুহে যারা গরীব-অসহায় শুধুমাত্র তাদের জন্য সরকার এই সুবিধা দিয়েছে। তাছাড়া সরকারি বিধি/নিয়ম অনুযায়ী মোংলা পোর্ট পৌরসভার বাসিন্দাদের এই সুবিধা আপাতত থাকছে না।

সকল স্বেচ্ছাসেবীকে উক্ত বিষয়টি গরীব অসহায়দের মাঝে জানিয়ে দেওয়া এবং কোন রকম আর্থিক লেনদেন ব্যতীয় সাধ্যনুযায়ী সহযোগিতা করার জন্য বলা হলো।

Address

Mongla
9350

Telephone

+8801963265728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peace Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Peace Organization:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram