Ad-din Akij Medical College, Khulna.

Ad-din Akij Medical College,  Khulna. This Is The Official page of AAMC....
Durbin...
https://www.facebook.com/durbinaamc

আদ্-দ্বীন এর বহরে যুক্ত হল এয়ার এম্বুল্যান্স। ❤️দেশের প্রথম ফ্রি ইয়ার এম্বুল্যান্স সার্ভিস চালু করছেন আদ্-দ্বীন ফাউন্ডেশ...
01/03/2025

আদ্-দ্বীন এর বহরে যুক্ত হল এয়ার এম্বুল্যান্স। ❤️
দেশের প্রথম ফ্রি ইয়ার এম্বুল্যান্স সার্ভিস চালু করছেন আদ্-দ্বীন ফাউন্ডেশন।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহ এ সেবার আওতাধীন।
বাংলাদেশের প্রথম এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন আদ্-দ্বীন এর নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার।
আজ থেকে আগামী এক বছর ফ্রি ইমার্জেন্সি রোগী বহন সেবা প্রদান করবে এই এয়ার এম্বুল্যান্স ইনশাআল্লাহ।
আল্লাহ আদ্-দ্বীনের এ মানবিক ও জনহিতকর প্রচেষ্টা সফল করুন। আমিন❤️

10/11/2024

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আদ্‌-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা- এর সার্জারি বিভাগের প্রাক্তন শিক্ষক ডা. মো: আবু হানিফ (হানিফ ইমন), সহযোগী অধ্যাপক ০৯.১১.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর আকস্মিক মৃত্যুতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।

"তবুও আমি করি রব, বলি বারে বার।আমার AMC আমারই প্রান,আমারই অহংকার"প্রথমবারের মত আয়োজিত খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রীয় খেলার...
05/11/2024

"তবুও আমি করি রব,
বলি বারে বার।
আমার AMC আমারই প্রান,
আমারই অহংকার"
প্রথমবারের মত আয়োজিত খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে গাজী মেডিকেল কলেজ কে হারিয়ে আন্ত:মেডিকেল কলেজ ফুটবল খেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হলাম আমরা।যেখানে খুলনা মেডিকেল কলেজ সহ খুলনার অন্যান্য সব বেসরকারি মেডিকেল কলেজ অংশগ্রহণ করেন।

24/08/2024

"আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার চিকিৎসক-শিক্ষার্থীদের প্রচেষ্টা, একদিনেই ফান্ডিং দেড় লক্ষাধিক টাকা।"

বর্তমান সময়ের সংকট "বন্যা পরিস্থিতি" র ব্যাপারে আমরা দেশবাসী সকলেই অবগত আছি।
ফেনী,কুমিল্লা, দক্ষিনাঞ্চলের পাইকগাছা,কয়রা সহ বাংলাদেশের প্রায় ১৩টি জেলার মানুষ বন্যা কবলিত। এই দূর্যোগে আটকে পড়া মানুষদের পাশে দাড়াতে খুলনার "আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ " পক্ষ থেকে আমরা চিকিৎসক-শিক্ষার্থী রা বন্যাদূর্গতদের চিকিৎসা ও প্রয়োজনীয় ত্রাণের মাধ্যমে সাহায্য করার উদ্যোগ গ্রহণ করেছি।
সে লক্ষ্যে আজ, ২৪ আগস্ট ২০২৪, রোজ শনিবার, আমরা মেডিকেল কলেজের চলমান ০৫টি ব্যাচ, সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং সাধারণ মানুষের থেকে একদিনেই ১,৬২,১৩৬টাকা ফান্ডিং কালেক্ট করতে সক্ষম হয়েছি। যার মধ্যে :-

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ এর এর সম্মানিত টিচারস প্যানেল থেকে ৩০,০৮০টাকা পরিমান অর্থ সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত অর্থের পরিমান:-
১. ব্যাচ ০৫ থেকে ৬৫,২৮০/- ;
২. ব্যাচ ০৬ থেকে ২০,২৪০/- ;
৩. ব্যাচ ০৭ থেকে ৮,০০০/- ;
৪. ব্যাচ ০৮ থেকে ৫,৯০০/-;
৫. ব্যাচ ০৯ থেকে ৩,৭০০/- সংগ্রহ করা হয়েছে।
★ জনসাধারণের একাত্মতায় মোট ২৮,৮৯৬ টাকা পরিমান অর্থ সংগ্রহ করা হয়েছে।

আগামীদিন (রোজ রবিবার,২৫ আগস্ট ২০২৪) ইনশা আল্লাহ আমরা আরো যথেষ্ট পরিমানে ফান্ডিং রেইজ করতে সক্ষম হবো।
আমরা সকল ছাত্র-শিক্ষক এবং সর্বসাধারণের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। সৃষ্টিকর্তা আমাদের এই কাজের পূর্ণ সফলতা দান করুক। আমরা যেনো বন্যাদুর্গত মানুষের সাহায্য করতে পারি, মানুষের আমানতকে আমরা যেনো পূর্ণ সদ্ব্যবহার করতে পারি মানুষের জন্য।
সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি।

নদীমাতৃক আমাদের এ দেশে সাপ খুবই পরিচিত সরীসৃপ। প্রতিবছর আমাদের অসচেতনতা ও অজ্ঞতার কারণে এই সরীসৃপের ছোবলে প্রাণ হারান অস...
21/06/2024

নদীমাতৃক আমাদের এ দেশে সাপ খুবই পরিচিত সরীসৃপ। প্রতিবছর আমাদের অসচেতনতা ও অজ্ঞতার কারণে এই সরীসৃপের ছোবলে প্রাণ হারান অসংখ্য মানুষ। তাই বাচতে হলে ও বাচাতে হলে কিছু তথ্য জানতে হবে ও জানাতে হবে:-

🔴সব সাপ বিষাক্ত নয়, ছোবলের স্থানে পাশাপাশি দুটি ছোট ছিদ্রের মত চিহ্ন বিষাক্ত সাপের দংশন কে নির্দেশ করে।
সাপে কামড়াবার পর সাপ বিষাক্ত কিনা জানার জন্য সাপের পিছু ছুটবার কোন দরকার নেই, কারণ দংশনের পর একটি মিনিট ও অনেক মূল্যবান, একটি মিনিটই হতে পারে বাচা কিংবা মৃত্যুর কারণ। তাই সাপের পিছু না ছুটে নিকটস্থ হাসপাতালে ছুটুন।

🔴 সাপের কামড়ে ঝাড় ফুকের কোন কেরামতি নেই যা বারবার প্রমানিত, কুসংস্কার কখনো জীবন বাচাতে পারে না।

🔴নিকটস্থ সরকারি হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতাল সমূহে সাপের বিষ নিষ্ক্রিয়কারী এন্টিভেনম পাওয়া যাবে, তাই এক মুহুর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালসমূহে মজুতের ওপর নির্ভর করে বিনামূল্যে এন্টিভেনম প্রদান করা হয়ে থাকে।

সাপের কামড়ের একমাত্র প্রতিকার এন্টিভেনম, এন্টিভেনম দেবার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় যার জন্য এ বিষয়ে পারদর্শী চিকিৎসক বা সেবিকার প্রয়োজন, তাই সাপে কামড়াবার পর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে এসে এন্টিভেনম এর ব্যবস্থা করুন।

শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে,
সুস্থ থাকুন, সচেতন থাকুন।

অনুমোদন পেলো আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার কালচারাল ও স্পোর্টস ক্লাব।আজ ০৯-০৬-২০২৪, রবিবার ক্লাবের প্রধান উপদেষ্টা ...
09/06/2024

অনুমোদন পেলো আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার কালচারাল ও স্পোর্টস ক্লাব।
আজ ০৯-০৬-২০২৪, রবিবার ক্লাবের প্রধান উপদেষ্টা ও অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আশফাকুর রহমান স্যারের উপস্থিতি ও অনুমতি প্রদান সাপেক্ষে এ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ক্লাব কমিটির সভাপতি ও অত্র কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আরিফ রায়হান, সাধারণ সম্পাদক বিশ্বাস সাকিব আহম্মেদ মুন্না এবং সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ক্লাবের পক্ষে অধ্যক্ষ মহোদয়ের নিকট হতে অনুমতিপত্র গ্রহণ করেন।
কলেজের অরাজনৈতিক ও সংস্কৃতিমনা পরিবেশ বজায় রাখতে, সুস্থ সংস্কৃতির চর্চা ও খেলাধুলার সুস্থ পরিবেশ সৃষ্টিতে এ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
কালচারাল ও স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা উপলক্ষে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

আদ্- দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার বার্ষিক বনভোজন-২০২৪ আয়োজিত হয়েছে। ১১ফেব্রুয়ারী, ২০২৪ রোজ রবিবার আয়োজিত এই বনভোজনের স...
13/02/2024

আদ্- দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার বার্ষিক বনভোজন-২০২৪ আয়োজিত হয়েছে। ১১ফেব্রুয়ারী, ২০২৪ রোজ রবিবার আয়োজিত এই বনভোজনের স্থান ছিল চিত্রা রিসোর্ট, নড়াইল। এবারের আয়োজনের মূল দায়িত্ব পালন করেন অত্র মেডিকেলের সকল ছাত্র-ছাত্রী। শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক ও সকল স্টাফদের অংশগ্রহণে এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও অত্র মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডঃ আশফাকুর রহমান স্যারের অনুমতিক্রমে সকাল ৮.০০ ঘটিকায় কলেজ ক্যাম্পাস হতে যাত্রা শুরু করা হয়। ভেন্যু তে উপস্থিত হবার পর বিভিন্ন স্পোর্টস ইভেন্ট এর আয়োজন করার পাশাপাশি একটি শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। বনভোজন এর শেষাংশে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে দেশী বিদেশী শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ বনভোজন কে আরো আনন্দময় করে তোলে, র‍্যাফেল ড্র এর বিজয়ী ঘোষণার পর মাননীয় সভাপতি মহোদয়ের বক্তব্যের সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

আদ- দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার ক্যাম্পাসে আয়োজিত হল "পিঠা উৎসব ১৪৩০"।সকাল ১১.০০ ঘটিকায় প্রধান অতিথি ও অত্র কলেজের অধ...
30/01/2024

আদ- দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার ক্যাম্পাসে আয়োজিত হল "পিঠা উৎসব ১৪৩০"।

সকাল ১১.০০ ঘটিকায় প্রধান অতিথি ও অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ আশফাকুর রহমান স্যার ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে মেডিকেল কলেজের AAMC-05, AAMC-06, AAMC-07, AAMC-08 ব্যাচের শিক্ষার্থীরা তাদের তৈরী পিঠা ও অন্যান্য মুখরোচক খাদ্যসামগ্রী পরিবেশন করেন। অনুষ্ঠানটি সকলের জন্যে উন্মুক্ত থাকায় উপচে পড়া ভীড় দেখা দেয়।

চোখের জলে AAMC'ian এর বিদায়।এত মানুষের চোখের জল আর অংশগ্রহণ ই আবারও প্রমান করে ডা:মুবাশ্বির এর জনপ্রিয়তা।মানুষ মারা যাওয়...
28/10/2023

চোখের জলে AAMC'ian এর বিদায়।এত মানুষের চোখের জল আর অংশগ্রহণ ই আবারও প্রমান করে ডা:মুবাশ্বির এর জনপ্রিয়তা।মানুষ মারা যাওয়ার পর আল্লাহর যমিনে থাকা মানুষগুলো তার জন্য স্বাক্ষী হয়ে যায়।এত সিনিয়র, জুনিয়র,কলিগ, স্টাফ,বন্ধু,পরিবার, প্রতিবেশী সবার চোখের পানি স্রষ্টার কাছে জমা দিলাম,আল্লাহ আপনি আমার ভাইয়ের জন্য উত্তম ফায়সালা নির্ধারন করুন,আমিন।

সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ছাত্র ডা:মুবাশ্বির আজ বৃহস্পতিবার  দিবাগত রাত ২ টায়...
26/10/2023

সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ছাত্র ডা:মুবাশ্বির আজ বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাপরাক্রমশালী আল্লাহর মেহমান হয়ে আমাদের নশ্বর পৃথিবী ত্যাগ করেছেন।দীর্ঘ ২৯ দিনের পথচলায় তার চিকিৎসা সেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।তার রুহের মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন,মহান আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে, তাকে শহীদের মর্যাদা দান করুক,আমীন

Transfusion Associated graft versus host disease (TA-GVHD):আমার পেশাগত জীবনের ৪র্থ মৃত্যু দেখতে হল রক্ত পরিসঞ্চানজনিত এই...
12/10/2023

Transfusion Associated graft versus host disease (TA-GVHD):
আমার পেশাগত জীবনের ৪র্থ মৃত্যু দেখতে হল রক্ত পরিসঞ্চানজনিত এই বিরল অথচ প্রায় শতভাগ মৃত্যুসম্ভাবনাযুক্ত জটিলতায়। এই ৪ জনের ৩ জনের ক্ষেত্রেই এই জটিলতার কারন নিকট রক্ত সম্পর্কীয় আত্মীয়ের থেকে রক্ত গ্রহন। এই ৩ জনের ১ম জন ও আজকের (শেষ) জনের রক্তদাতা পূ্ত্র আর ২য় জনের রক্তদাতা সহোদর ভাই। প্রথম জনের ক্ষেত্রে রক্তদাতা পূত্র ছিলেন একজন নবীন চিকিৎসক। সবচেয়ে মর্মান্তিক এই যে, এদের মধ্যে অন্তত প্রথম দুই জনের রক্ত পরিসঞ্চালন না করলেও চলত, সম্ভবত শেষ জনেরও তাই। TA-GVHD এর প্রধান ঝুঁকি ২ টি- (১) রক্ত গ্রহীতার রোগ প্রতিরোধ ক্ষমতার বিশেষ একটি ধরনের ঘাটতি, ও (২) রক্ত সম্পর্কীয় আত্মীয়ের থেকে রক্ত গ্রহন। এ বিষয়ে একাধিকবার বিস্তারিত লিখেছি যার মৌলিক দুটি নির্যাস আবারও বলি।
১) রক্ত পরিসঞ্চালন মারাত্মক অনেক জটিলতার জন্ম দিতে পারে বিধায় নিতান্ত জীবন রক্ষার প্রয়োজন ব্যতীত রক্ত পরিসঞ্চালন নয়।
২) নিকটাত্মীয়ের রক্ত নিরাপদ রক্ত- এই প্রচলিত ধারনা ভুল। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের রক্ত যদি নিতান্তই নিতে হয় তবে তা irradiate করে নিতে হবে।

Dr. Akhil Ranjon Biswas
Professor and Head
Department of Hematology
Dhaka Medical College Hospital

এই কয়দিন আপনারা Dr Mubasshir এর জন্য অনেক সহযোগিতা ও দোয়া করেছেন, করছেন। এখনো ওর অবস্থা আশঙ্কাজনক। আবারো রক্তক্ষরন হয়ে c...
09/10/2023

এই কয়দিন আপনারা Dr Mubasshir এর জন্য অনেক সহযোগিতা ও দোয়া করেছেন, করছেন। এখনো ওর অবস্থা আশঙ্কাজনক। আবারো রক্তক্ষরন হয়ে cerebral edema and intra hemispheric haemorrage হয়ে ওকে আবারো ventilation support এ দেওয়া হয়েছে।
গতকাল GCS 5(আগে ১০ এর মত ছিল,সুস্থ মানুষের এটা ১৫ থাকে) এ নেমে গেছিলো সাথে নিউমোনিয়া, প্রেশার কমে যাওয়া ও জ্বর এর মতো জটিলতাও দেখা দিয়েছে। যা আজকে সকালে GCS 7 ও ফুসফুসিও জটিলতা কিছুটা ইমপ্রুভের দিকে।কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের বন্ধুর জন্য সকলের কাছে একটাই অনুরোধ, সবাই স্রষ্টার কাছে আমাদের বন্ধুর জন্য একবার হলেও একটু দোয়া করবেন,উনি তো সবই পারেন🥹 সৃষ্টিকর্তা যেন ডা: মুবাশ্বিরকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন,আমীন

Address

Mongla

Telephone

0412851309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad-din Akij Medical College, Khulna. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram