24/08/2024
"আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার চিকিৎসক-শিক্ষার্থীদের প্রচেষ্টা, একদিনেই ফান্ডিং দেড় লক্ষাধিক টাকা।"
বর্তমান সময়ের সংকট "বন্যা পরিস্থিতি" র ব্যাপারে আমরা দেশবাসী সকলেই অবগত আছি।
ফেনী,কুমিল্লা, দক্ষিনাঞ্চলের পাইকগাছা,কয়রা সহ বাংলাদেশের প্রায় ১৩টি জেলার মানুষ বন্যা কবলিত। এই দূর্যোগে আটকে পড়া মানুষদের পাশে দাড়াতে খুলনার "আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ " পক্ষ থেকে আমরা চিকিৎসক-শিক্ষার্থী রা বন্যাদূর্গতদের চিকিৎসা ও প্রয়োজনীয় ত্রাণের মাধ্যমে সাহায্য করার উদ্যোগ গ্রহণ করেছি।
সে লক্ষ্যে আজ, ২৪ আগস্ট ২০২৪, রোজ শনিবার, আমরা মেডিকেল কলেজের চলমান ০৫টি ব্যাচ, সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং সাধারণ মানুষের থেকে একদিনেই ১,৬২,১৩৬টাকা ফান্ডিং কালেক্ট করতে সক্ষম হয়েছি। যার মধ্যে :-
আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ এর এর সম্মানিত টিচারস প্যানেল থেকে ৩০,০৮০টাকা পরিমান অর্থ সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত অর্থের পরিমান:-
১. ব্যাচ ০৫ থেকে ৬৫,২৮০/- ;
২. ব্যাচ ০৬ থেকে ২০,২৪০/- ;
৩. ব্যাচ ০৭ থেকে ৮,০০০/- ;
৪. ব্যাচ ০৮ থেকে ৫,৯০০/-;
৫. ব্যাচ ০৯ থেকে ৩,৭০০/- সংগ্রহ করা হয়েছে।
★ জনসাধারণের একাত্মতায় মোট ২৮,৮৯৬ টাকা পরিমান অর্থ সংগ্রহ করা হয়েছে।
আগামীদিন (রোজ রবিবার,২৫ আগস্ট ২০২৪) ইনশা আল্লাহ আমরা আরো যথেষ্ট পরিমানে ফান্ডিং রেইজ করতে সক্ষম হবো।
আমরা সকল ছাত্র-শিক্ষক এবং সর্বসাধারণের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। সৃষ্টিকর্তা আমাদের এই কাজের পূর্ণ সফলতা দান করুক। আমরা যেনো বন্যাদুর্গত মানুষের সাহায্য করতে পারি, মানুষের আমানতকে আমরা যেনো পূর্ণ সদ্ব্যবহার করতে পারি মানুষের জন্য।
সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি।