Dr.Jahid hasan Rony

Dr.Jahid hasan Rony Essential health tips for all. Emergency health care service at home.

25/06/2025
ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ ০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখ...
21/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

❌হিউম্যান মেটাপনিউমোভাইরাস (🚫HMPV🚫) একটি ভাইরাস যা সাধারণত সর্দি-কাশির মতো উপসর্গ সৃষ্টি করে। আপনার কাশি বা শ্বাসকষ্ট হত...
07/01/2025

❌হিউম্যান মেটাপনিউমোভাইরাস (🚫HMPV🚫) একটি ভাইরাস যা সাধারণত সর্দি-কাশির মতো উপসর্গ সৃষ্টি করে। আপনার কাশি বা শ্বাসকষ্ট হতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে বা গলা ব্যথা হতে পারে। জ্বর হতে পারে। বার বার হাচি, চুলকানির মতো উপসর্গ দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু, তবে ছোট শিশু, 65 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমের লোকেরা গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকে।
✅সতর্কতা :✅
১. মাস্ক ব্যবহার করা।
২. আক্রান্ত ব্যাক্তির সাথে দুরত্ব বজায় রাখা।
৩. বেশি বেশি বিশুদ্ধ পানি পান করা।
৪. জিবানু নাশক স্পে ব্যবহারের সময় মাস্ক ব্যবহার করা।
৫. আক্রান্তের পর দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেয়া।
৬. কমপক্ষে ২০ সেকেন্ড ভালো করে হ্যান্ডওয়াস করা।

02/01/2025
আলহামদুলিল্লাহ
02/01/2025

আলহামদুলিল্লাহ

কি ভয়ঙ্কর নিউজ😲😲😲যশোরে চলতি বছর ২৫ জন এইচআইভি এইডস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ১২ জন শিক্ষার্থী। যারা প্রত্যেকেই...
29/12/2024

কি ভয়ঙ্কর নিউজ😲😲😲

যশোরে চলতি বছর ২৫ জন এইচআইভি এইডস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ১২ জন শিক্ষার্থী। যারা প্রত্যেকেই সমকামী। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপার ডা. হারুন অর রশিদ। গতকাল মঙ্গলবার হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত এইচআইভি এইডস বিষয়ক দিনব্যাপী কর্মশালায় তিনি এ তথ্য দেন। তিনি জানান, সাধারণত অবাধ যৌনাচারে লিপ্ত শ্রমিক শ্রেণির মানুষরা এইডস রোগী হিসেবে সনাক্ত হতো। এই প্রথমবারের মত ছাত্রদের আক্রান্তের বিষয়টি প্রকাশ পেয়েছে।
এ চিত্র ভয়াবহ উল্লেখ করে ডা. হারুন অর রশিদ বলেন, অনিয়ন্ত্রিত যৌনতা নিয়ন্ত্রণে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরি করতে হবে। এ কাজে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

জেলা পর্যায়ের এ কর্মশালায় বক্তারা বলেন, দেশে বর্তমানে এইডস রোগীর সংখ্যা ১৬ হাজার। ১০ হাজার পরীক্ষা-পরীক্ষার মাধ্যমে এ রোগী শনাক্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে আক্রান্তদের শতকরা ৯৫ ভাগ চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সেভ দ্য চিল্ড্রেনের সহযোগিতায় পিএলএইচআইভি নেটওয়ার্ক (পিএন প্লাস) এবং আশার আলো সোসাইটি (এএএস) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জানানো হয়, সম্প্রতি সমকামীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগের চেয়ে বেশি খোলামেলা চলাফেরা করছে এবং যততত্র আড্ডা দিচ্ছে। যেখানে বাঁধা দেয়ার কেউ নেই। শিক্ষার্থীরা পূর্বের তুলনায় বেশি স্বাধীন চলাচলের অভ্যস্থ হচ্ছে। এক ধরনের পাশ্চ্যত্য ভাবধারায় তারা চলাফেরা করছে। এতে করে সমাজ এক ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে।
কর্মশালায় পিএন প্লাস এর জেনারেল সেক্রেটারি মো. হাফিজউদ্দিন মুন্না তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

Source : Loksamaj.com

News Link :
https://loksamaj.com/?p=452427

 #আলহামদুলিল্লাহ  #বাচ্চার বয়স দেড় মাস  Severe Pneumonia হাসপাতালে ভর্তি হওয়ার উপযুক্ত রোগী,, "ডাক্তার ভাই --বড়ো ডাক্তার...
01/04/2024

#আলহামদুলিল্লাহ #

বাচ্চার বয়স দেড় মাস
Severe Pneumonia
হাসপাতালে ভর্তি হওয়ার উপযুক্ত রোগী,,

"ডাক্তার ভাই --বড়ো ডাক্তার দেখিয়েছি,,, হাসপাতালে ভর্তি হতে পারবো না পারিবারিক আর আর্থিক সমস্যার জন্য" আপনি একটু চেষ্টা করেন

চেম্বারে এটাই প্রথম এত ছোট বাচ্চার ক্যানুলা(খুবই সহজ না ব্যাপার টা)করেছি

৪ হলো চিকিৎসা চলছে,,💉💉💉🍶🍶

আলহামদুলিল্লাহ এখন ভালো আছে,,,,,❤️❤️❤️❤️

নবজাতক শিশুর চোখের পানি পরা থেকে চোখ অন্ধ হতে পারে?অনেক নবজাতক শিশু ,বিশেষ করে যারা সিজারের মাধ্যমে সময়ের আগেই জন্মগ্রহন...
28/05/2023

নবজাতক শিশুর চোখের পানি পরা থেকে চোখ অন্ধ হতে পারে?

অনেক নবজাতক শিশু ,বিশেষ করে যারা সিজারের মাধ্যমে সময়ের আগেই জন্মগ্রহন করেছে,তাদের অনেকের চোখে জন্মের পর অনবরত পানি পরতে থাকে,সাথে ময়লাও হয়।
চোখের নালি ঠিকঠাক মতো তৈরী না হবার জন্য এ সমস্যা হয়।

এটা যত বড় সমস্যা তার চেয়ে বড় কষ্টে থাকেন মা বাবা।তারা ডাক্তারের পর ডাক্তার বদলাতে থাকেন।যখন ভালো হয়না তখন তাদের মনে একটা শঙ্কা তৈরী হয় যে চোখটা হয়তো একদিন নষ্ট হয়ে যাবে।

বিষয়টা এমন নয়।

চিকিৎসকের কাছে গেলে তারা কিছু ড্রপ মলম দেন ও চোখের কানায় ম্যাসেজ করতে বলেন।প্রত্যেক বাবা মা খুব যত্ন সহকারে ড্রপ মলম ব্যবহার করেন কিন্তু ম্যাসেজের ব্যপারে ততটা সিরিয়াস থাকেন না। তাদের ধারনা ড্রপ মলমে এই সমস্যার সমাধান হবে।

মজার বিষয় হলো ড্রপ মলম চোখের বন্ধ নালি খোলার জন্য দেয়া হয়না বরং চোখের ময়লা পরিষ্কারের জন্য দেয়া হয়।বন্ধ নালি খোলার জন্য ম্যাসেজ করতে বলা হয়। তাই ম্যাসেজের নিয়ম না বুঝলে আপনার চিকিৎসকে প্রশ্ন করতে সংকোচ করবেন না।চিকিৎসার সাকসেস নির্ভর করে ড্রপের উপর নয় বরং সঠিক নিয়মে ম্যাসেজের উপর।

ঠিকঠাক ম্যাসেজ করলে প্রায় সব শিশু কয়েক মাসের মাঝে ভালো হয়ে যায়।যদি কারো ঠিক না হয় তবেও হতাশ হবার কিছু নেই।এক বছর পর প্রোবিং করা যায়,অপারেশনও করা যায়।

তাই নালির সমস্যার কারনে চোখ একদিন নষ্ট হবে এমন ধারনা সঠিক নয়।

Address

Monirampur

Telephone

+8801952107044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jahid hasan Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram