All India Medical Services - AIMS

All India Medical Services - AIMS complete patient service.
24/7hs help line number +8801717092626

APOLLO অ্যাপোলো হাসপাতাল চেন্নাই,CMC সি এম সি হাসপাতাল ভেলোর,NH নারায়ণা হৃদয়ালয়া হাসপাতাল বেঙ্গালুরু,SANKAR NATRALOY শঙ্কর নেত্রালয় চেন্নাই,NIMHANS ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস বেঙ্গালুরু,AIIMS এইমস হাসপাতাল দিল্লি,TATA টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল মুম্বাই,CMRI হাসপাতাল কলকাতা সহ দিল্লি, মুম্বাই, বেঙ্গলোর, চেন্নাই, হায়দ্রাবাদ, সিলং, গোয়াহাটি, পুনে সহ ওল ইন্ডিয়

ার সব বড় ও সুনামধন্য হাসপাতাল এর ডাক্তার এপোয়েন্টমেন্ট ব্যাবস্থা,চিকিৎসা এবং ভ্রমন সংক্রান্ত সকল তথ্য,ইন্ডিয়ার সব ভিসা প্রসেসিং,বিমান ও রেলওয়ে টিকেট, হোটেল বা লজ ভাড়া,গাইড বা দুভাষির ব্যাবস্থা, ইন্ডিয়াতে ঘুরতে যাবার সব ব্যাবস্থা ও পরামর্শ

🔴ইন্ডিয়ান মেডিকেল ভিসার নতুন নিয়ম 🔴আগের মতো আর সিএমসি হাসপাতালের ডক্টর এপয়নমেন্ট নিয়ে মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন না...
07/04/2025

🔴ইন্ডিয়ান মেডিকেল ভিসার নতুন নিয়ম 🔴

আগের মতো আর সিএমসি হাসপাতালের ডক্টর এপয়নমেন্ট নিয়ে মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন না।
এখন হতে ইনভাইটেশন লেটার নিতে হলে যে হাসপাতালে চিকিৎসা নিবেন সে হাসপাতালে সমস্ত মেডিকেল রিপোর্ট, পেশেন্ট এবং এটেনডেন্ট এর পাসপোর্ট এর কপি, ইমেইল, হোয়াটসঅ্যাপ নং পাঠানোর পর সংশ্লিষ্ট হাসপাতাল সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে Ayus FRRO potal এ ইনফরমেশন আপলোড করবেন।

তার পর Ayus FRRO একটা রেফারেন্স নং দিবে।সেই রেফারেন্স নং ধরে হসপিটাল হতে ইনভাইটেশন লেটার ইস্যু করবে।
সমস্ত প্রক্রিয়া মেইন টেইন করতে ২৪ হতে ৭২ ঘন্টা সময় লাগবে।সুবিধা একটাই যার ফলে ভিসা রিজেক্ট হওয়ার চান্স অনেক কমে যাবে।
উল্লেখ্য যে হসপিটাল এর কোন কর্মকর্তা ইভালুয়েশন করে তথ্য আপলোড করলেন তার তথ্য ও Ayus Portal এ লিপিবদ্ধ থাকবে।

01/01/2025
Happy new year 2025
01/01/2025

Happy new year 2025

Contact us if necessary.......ইন্ডিয়ার যে কোন হাসপাতালের   সহ  #ভিজিট_ভিসা, #মেডিকেল_ভিসা, #এন্ট্রি_ভিসা, #ডাবল_এন্ট্রি_...
01/01/2025

Contact us if necessary.......

ইন্ডিয়ার যে কোন হাসপাতালের সহ #ভিজিট_ভিসা, #মেডিকেল_ভিসা, #এন্ট্রি_ভিসা, #ডাবল_এন্ট্রি_ভিসা প্রসেসিং করতে এবং ভারতের যেকোনো #ভিসা_সেন্টারের ভিসার আবেদনের জমার #স্লট নিতে এখনই যোগাযোগ করুন।
🏠🏠যোগাযোগের ঠিকানা-

📲যোগাযোগ :- 01717092626 (Whatsapp/Call)
📲যোগাযোগ :- 01615240250 (Whatsapp/Call)
📧 aimstourandtravels@gmail.com
🏠 Office Address:
Aims Tours N Travels

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান...
21/09/2024

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:
একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পর পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।
(Collected)

Important notice from IVAC sylhet...
15/09/2024

Important notice from IVAC sylhet...

রেলওয়ে তথ্য*২ রা জুলাই রেলের অনেক নিয়মগুলি পাল্টাচ্ছে।যেগুলি পাল্টানো হলো সেইগুলো নিচে দেওয়া হলো(( IRCTC RULES ))*1*)...
27/06/2024

রেলওয়ে তথ্য*
২ রা জুলাই রেলের অনেক নিয়মগুলি পাল্টাচ্ছে।যেগুলি পাল্টানো হলো সেইগুলো নিচে দেওয়া হলো(( IRCTC RULES ))

*1*) অপেক্ষমাণ তালিকার(waiting list) ঝামেলা শেষ হবে। রেলওয়ের দ্বারা পরিচালিত সুবিধা ট্রেনে যাত্রীদের নিশ্চিত (confirm) টিকিটের সুবিধা দেওয়া হবে।
*2*) 1 জুলাই থেকে, তত্কাল টিকিট বাতিল করলে 50 শতাংশ টাকা ফেরত দেওয়া হবে।
*3*) ১ জুলাই থেকে তত্কাল টিকিটের নিয়মে পরিবর্তন এসেছে। সকাল 10 টা থেকে 11 টা পর্যন্ত এসি কোচের জন্য টিকিট বুকিং করা হবে এবং স্লিপার কোচ 11 টা থেকে 12 টা পর্যন্ত বুক করা হবে।
,
*4*) ১ জুলাই থেকে রাজধানী এবং শতাব্দী ট্রেনে পেপারলেস টিকিটের সুবিধা শুরু হচ্ছে। এই সুবিধার পরে, শতাব্দী এবং রাজধানী ট্রেনে কাগজের টিকিট পাওয়া যাবে না, পরিবর্তে আপনার মোবাইলে টিকিট পাঠানো হবে।

*5*) শীঘ্রই বিভিন্ন ভাষায় রেলের টিকিটের সুবিধা শুরু হতে চলেছে। এখন পর্যন্ত রেলওয়েতে হিন্দি ও ইংরেজিতে টিকিট পাওয়া গেলেও নতুন ওয়েবসাইটের পর এখন বিভিন্ন ভাষায় টিকিট বুক করা যাবে।

*৬*) রেলওয়েতে টিকিটের জন্য সব সময় ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে ১ জুলাই থেকে শতাব্দী ও রাজধানী ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হবে।
,
*7*) ভিড়ের সময় ট্রেনের আরও ভালো সুবিধা প্রদানের জন্য, বিকল্প ট্রেন সমন্বয় ব্যবস্থা, সুবিধা ট্রেন এবং গুরুত্বপূর্ণ ট্রেনের ডুপ্লিকেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
,
*8*) রেল মন্ত্রক 1 জুলাই থেকে রাজধানী, শতাব্দী, দুরন্ত এবং মেইল-এক্সপ্রেস ট্রেনের লাইনে সুবিধা ট্রেন চালাবে।

*9*) রেলওয়ে 1লা জুলাই থেকে প্রিমিয়াম ট্রেনগুলি পুরোপুরি বন্ধ করতে চলেছে।

*10*) সুবিধা ট্রেনে টিকিট ফেরত দিলে ভাড়ার 50% ফেরত দেওয়া হবে। এছাড়াও, AC-2-এ 100/- টাকা, AC-3-এ 90/- টাকা, স্লিপার-এ যাত্রী প্রতি 60/- টাকা কাটা হবে।

জনস্বার্থে জারি করা হয়েছে

*ট্রেনে নিশ্চিন্ত ঘুমান*, গন্তব্য স্টেশনে পৌঁছতেই রেলওয়ে জাগিয়ে দেবে ...

139 নম্বরে কল করে আপনাকে আপনার পিএনআর(PNR) -এ ওয়েকআপ কল-ডেস্টিনেশন অ্যালার্ট সুবিধা সক্রিয় করতে হবে।
গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগে রাতে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য রেলওয়ে ওয়েকআপ কল-গন্তব্য সতর্কতা সুবিধা শুরু করেছে।

*গন্তব্য সতর্কতা কি*
> এই বৈশিষ্ট্যটির নাম *গন্তব্য সতর্কতা*।
সুবিধা চালু হলে, গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগেই মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে।
> বৈশিষ্ট্যটি সক্রিয় করতে
*সতর্ক* টাইপ করার পর
*PNR নম্বর* টাইপ করতে হবে
এবং পাঠিয়ে দিন 139 নম্বরে।
> 139 *কল করতে হবে*।
কল করার পরে, ভাষা নির্বাচন করুন এবং তারপরে 7 ডায়াল করুন।
*7 ডায়াল করার পর, পিএনআর নম্বর ডায়াল করতে হবে*। এর পরে এই পরিষেবা চালু করা হবে
> এই বৈশিষ্ট্যটির নাম *ওয়েক-আপ কল*।
রিসিভ না হওয়া পর্যন্ত মোবাইল বেল বাজবে
এই পরিষেবা চালু হলে, স্টেশনে আসার আগে মোবাইল বেল বেজে উঠবে। আপনি ফোন রিসিভ না করা পর্যন্ত এই ঘণ্টা বাজতে থাকবে। ফোন পাওয়ার পর যাত্রীকে জানানো হবে যে স্টেশনে আসতে চলেছে।
,
🙏 *অনুগ্রহ করে এই বার্তাটি সবাইকে পাঠানোর অনুরোধ রাখলাম কারণ এটা আপনার এবং সাধারণ মানুষের কাছে জানা খুব দরকারী।কারণ ট্রেন হলো আমাদের মনুষ্য সমাজের লাইফ লাইন।🙏

🙏জনস্বার্থে প্রচারিত 🙏(Collected)


https://www.dhakaprokash24.com/tourism/news/62572?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR08UcGsxnh7esX5n1hZMuq2N093EfuXGegJoDDdAmMoM...
18/05/2024

https://www.dhakaprokash24.com/tourism/news/62572?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR08UcGsxnh7esX5n1hZMuq2N093EfuXGegJoDDdAmMoM2Wwv6vl5BbSQ2o_aem_AU9kKcFUk9bJey19L4ZV2M7RzXHD8y7RjSpY1pKbTEtUAoUeT1Swzq-7Wyb8pqGEQtPyKq_O2tTbf1BlIdolBp29

ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬ট...

শুভ নববর্ষ ১৪৩১, পয়লা বৈশাখ...
14/04/2024

শুভ নববর্ষ ১৪৩১, পয়লা বৈশাখ...

Address

M. Saifur Rahman Road
Moulvi Bazar
MOULVIBAZAR3200

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801717092626

Alerts

Be the first to know and let us send you an email when All India Medical Services - AIMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to All India Medical Services - AIMS:

Share