
07/04/2025
🔴ইন্ডিয়ান মেডিকেল ভিসার নতুন নিয়ম 🔴
আগের মতো আর সিএমসি হাসপাতালের ডক্টর এপয়নমেন্ট নিয়ে মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন না।
এখন হতে ইনভাইটেশন লেটার নিতে হলে যে হাসপাতালে চিকিৎসা নিবেন সে হাসপাতালে সমস্ত মেডিকেল রিপোর্ট, পেশেন্ট এবং এটেনডেন্ট এর পাসপোর্ট এর কপি, ইমেইল, হোয়াটসঅ্যাপ নং পাঠানোর পর সংশ্লিষ্ট হাসপাতাল সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে Ayus FRRO potal এ ইনফরমেশন আপলোড করবেন।
তার পর Ayus FRRO একটা রেফারেন্স নং দিবে।সেই রেফারেন্স নং ধরে হসপিটাল হতে ইনভাইটেশন লেটার ইস্যু করবে।
সমস্ত প্রক্রিয়া মেইন টেইন করতে ২৪ হতে ৭২ ঘন্টা সময় লাগবে।সুবিধা একটাই যার ফলে ভিসা রিজেক্ট হওয়ার চান্স অনেক কমে যাবে।
উল্লেখ্য যে হসপিটাল এর কোন কর্মকর্তা ইভালুয়েশন করে তথ্য আপলোড করলেন তার তথ্য ও Ayus Portal এ লিপিবদ্ধ থাকবে।