হিজামা হাউজ এন্ড আকুপাংচার সেন্টার,মৌলভীবাজার

  • Home
  • Bangladesh
  • Moulvi Bazar
  • হিজামা হাউজ এন্ড আকুপাংচার সেন্টার,মৌলভীবাজার

হিজামা হাউজ এন্ড আকুপাংচার সেন্টার,মৌলভীবাজার হিজামা হাউজ,মৌলভীবাজার

কাপিং (হিজামা) – সুন্নাতি চিকিৎসা পদ্ধতিতে শত সমস্যার নির্ভরযোগ্য সমাধান!যে কোনো ধরনের ব্যথা, গ্যাস্ট্রিকের জটিলতা, বাত ...
04/05/2025

কাপিং (হিজামা) – সুন্নাতি চিকিৎসা পদ্ধতিতে শত সমস্যার নির্ভরযোগ্য সমাধান!
যে কোনো ধরনের ব্যথা, গ্যাস্ট্রিকের জটিলতা, বাত ও আর্থ্রাইটিস, যৌন দুর্বলতা, ত্বক ও চুলের সমস্যা কিংবা হার্ট ও জয়েন্টের জটিলতা—সবকিছুরই প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান হতে পারে কাপিং থেরাপির মাধ্যমে।

আপনার শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত কাপিং করুন অভিজ্ঞ ও বিশ্বস্ত হাতে।
বিশ্বাস রাখুন সুন্নাহর চিকিৎসায় —হিজামা হাউস এ।

📞 এপয়েন্টমেন্ট নিন: 01715-193073

#সুন্নাহ_চিকিৎসা #ব্যথার_প্রাকৃতিক_সমাধান #আরোগ্যের_পথে #হিজামা_বাংলাদেশ

27/04/2025

ওজন কমানোর জন্য ব্যায়াম করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ব্যায়াম চর্বি কমাতে সহায়ক ভূমিকা পালন করে মাত্র।
ব্যায়াম না করে শুধুমাত্র ডায়েট করেই চর্বি কমানো সম্ভব। তবে এতে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হবে। যার মধ্যে অন্যতম হলো : পেশি ক্ষয়, চামড়া ঝুলে যাওয়া, শরীরে শক্তি কমে যাওয়া, স্ট্রেস হরমোন বৃদ্ধি পাওয়া ও মেটাবলিজম বা পুষ্টি শোষনের ক্ষমতা কমে যাওয়া। এই মেটাবলিজম দূর্বল হবার কারনে আপনি যদি মাত্র কয়েকদিন ডায়েট না করেন তাহলে খুব দ্রুত শরীরে পুনরায় চর্বি জমে আগের অবস্থায় ফিরে যাবে।

ডায়েট ও ব্যায়াম একসাথে করলে এই সমস্যা গুলো হবে না। সাথে কিছু সুবিধা পাবেন যেমন- দম বৃদ্ধি পাবে, পেশি ও হাড়ের জয়েন্ট মজবুত হবে, চামড়া টানটান থাকবে, শরীরে শক্তি বৃদ্ধি পাবে ও স্ট্রেস হরমোন কমবে যার কারনে মন ভালো থাকবে। মেটাবলিজম উন্নত হবে যার ফলে পুনরায় শরীরে চর্বি বাড়ার সম্ভাবনা কমবে।

ব্যায়ামের ধরন অনুযায়ী আলাদা আলাদা উপকার পাবেন। একধরনের ব্যায়ামে সকল প্রকার উপকার একসাথে পাওয়া সম্ভব নয়। মূলত তিন ধরনের ব্যায়াম বহুল পরিচিত।

১. কার্ডিও / এরোবিকস : হাঁটা, দৌড়ানো, সাতার, দড়ি লাফ, নাচ, সাইক্লিং ইত্যাদি। এক কথায় সেসমস্ত ব্যায়াম যা আমাদের হৃদস্পন্দন খুব দ্রুত বাড়ায়। শুধুমাত্র কার্ডিও করলে-

✅হার্ট ও ফুসফুস ভালো থাকবে,
✅ স্ট্রেস হরমোন কমবে,
🚫পেশি মজবুত হবে না।
🚫শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে না।
🚫জয়েন্টের ব্যাথা দূর হবে না।
🚫মেটাবলিজম উন্নত হবে না।

২. স্ট্রেচিং / ইয়োগা : শরীরের নমনীয়তা বাড়াতে সহায়তা করে।
শুধুমাত্র স্ট্রেচিং বা ইয়োগা করলে-

✅শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে।
✅স্ট্রেস হরমোন কমবে,
✅জয়েন্টের ব্যাথা দূর হবে।
✅মেটাবলিজম উন্নত হবে।
🚫হার্ট ও ফুসফুস মজবুত হবে না।
🚫পেশি মজবুত হবে না।

৩. রেসিসট্যান্স ট্রেইনিং: বডিওয়েট বা ফ্রী হ্যান্ড এক্সারসাইজ, ওয়েটলিফ্টিং, ক্যালিসথেনিকস। মূলত যে ব্যায়ামে শরীরের মাংশপেশী ও হাড়ের জয়েন্টে প্রেশার পরে। শুধুমাত্র রেসিসট্যান্স ট্রেইনিং করলে-

✅পেশি মজবুত হবে।
✅জয়েন্টের ব্যাথা দূর হবে।
✅স্ট্রেস হরমোন কমবে।
✅মেটাবলিজম উন্নত হবে।
🚫শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে না।
🚫হার্ট ও ফুসফুস মজবুত হবে না।

সুতরাং ব্যায়ামের মাধ্যমে পরিপূর্ণ ফিটনেস পেতে চাইলে তিন ধরনের ব্যায়ামই রুটিনে রাখতে হবে।

হিজামা বা কাপিং থেরাপি হলো প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের বিশেষ কিছু অংশে কাপ বসিয়ে রক্তের প্রবাহ উন্নত করা ...
22/04/2025

হিজামা বা কাপিং থেরাপি হলো প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের বিশেষ কিছু অংশে কাপ বসিয়ে রক্তের প্রবাহ উন্নত করা হয়। এই পদ্ধতিতে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনা, ব্যথা কমানো, এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সমাধান করা করা হয়।হিজামা বা কাপিং থেরাপির মাধ্যমে যেসব সমস্যা সমাধান করা যেতে পারে:

১. ব্যথা এবং প্রদাহ (Pain and Inflammation):
মাইগ্রেন ও সাধারণ মাথাব্যথা
পিঠে, ঘাড়ে, এবং কাঁধে ব্যথা
আর্থ্রাইটিস বা গেঁটেবাত
পেশি ব্যথা এবং ক্লান্তি

২. শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা (Respiratory Issues):
এজমা (Asthma)
ব্রঙ্কাইটিস
সাইনাস সংক্রান্ত সমস্যা

৩. ত্বকের সমস্যা (Skin Issues):
একজিমা এবং সোরিয়াসিস
অ্যাকনে বা ব্রণের সমস্যা
ত্বকে রক্তের সঞ্চালন বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্যকর ত্বক পাওয়া যায়

৪. মানসিক চাপ ও উদ্বেগ (Mental and Emotional Health):
স্ট্রেস কমানো
উদ্বেগ এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে
স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের সমস্যা কমানো

৫. হজম সমস্যার সমাধান (Digestive Issues):
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)
পেট ফাঁপা এবং গ্যাস এর সমস্যা
কোষ্ঠকাঠিন্য ও হজম সমস্যা

৬. রক্ত সঞ্চালন বৃদ্ধি (Improved Blood Circulation):
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরের বিষাক্ত পদার্থ সহজে বের করে দিতে সাহায্য করে।

৭. নারীদের শারীরিক সমস্যা (Women's Health):
মাসিকের ব্যথা (Menstrual Cramps)
হরমোনের ভারসাম্যহীনতা

এই সকল সমস্যার সমাধান পেতে আসুন হিজামা হাউস কাপিং এণ্ড আকুপাংচার সেন্টার,মৌলভীবাজার -এ
এপয়েন্টমেন্ট: ০১৭১৫-১৯৩০৭৩

শুকনো কাশি যেন সারছেই না। অনেক ঔষধ খেয়েও কিছু হচ্ছে না। অনেকেই সাফার করছেন ২০ দিন/ ১ মাস ধরে। কমার কোন নাম গন্ধ নাই। কার...
13/03/2024

শুকনো কাশি যেন সারছেই না। অনেক ঔষধ খেয়েও কিছু হচ্ছে না। অনেকেই সাফার করছেন ২০ দিন/ ১ মাস ধরে। কমার কোন নাম গন্ধ নাই। কারো কারো কাশতে কাশতে মাথা ব্যথা। গলা ছিলে যাচ্ছে।

সমাধান কিসে?
সমাধান আছে আমাদের চিকিৎসায়। ইনশাআল্লাহ শুকনা কাশি কয়েক দিনের মধ্যেই সেরে যাবে। #ঔষধ ও #কাপিং এর মাধ্যমে আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন।
📱01715-193073

29/11/2023

'আল্লাহ তাআলা বান্দার হৃদয়-নিংড়ানো দুআ কবুল করেন। আর যে মন দিয়ে দুআ করে না, তা কবুল করেন না।'

— আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.)
সূত্র: শুআবুল ইমান, ইমাম বাইহাকী, ২/১০৯৬

23/11/2023

খুশকির সমস্যায় কাপিং😱

Hijama House

পিআরপি কী, আর কেনই–বা ব্যবহৃত হয়? পিআরপিকে পুরো নামে ডাকলে দাঁড়ায়, প্লাটিলেট রিচ প্লাজমা, যা রক্তের বিশেষ প্রক্রিয়াজাত ...
12/10/2023

পিআরপি কী, আর কেনই–বা ব্যবহৃত হয়? পিআরপিকে পুরো নামে ডাকলে দাঁড়ায়, প্লাটিলেট রিচ প্লাজমা, যা রক্তের বিশেষ প্রক্রিয়াজাত অংশবিশেষ। এতে যেসব উপাদান থাকে, তা নতুন কোষ তৈরির পাশাপাশি পুরোনো কোষগুলোকে উজ্জীবিত করে এবং এরই ভিত্তিতে মানবদেহের বিভিন্ন অংশের, যেমন ত্বক, চুল, অস্থিসন্ধি, মাংসপেশির আঘাত, টেন্ডনের আঘাত, পুরোনো ক্ষতের চিকিৎসায় উপকার করে থাকে।

মোবাইল: 01715193073

রাসূলল্লাহ (সাঃ) কাঁধের দপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা লাগাতেন।...
27/09/2023

রাসূলল্লাহ (সাঃ) কাঁধের দপার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা লাগাতেন। (মিশকাত: ৪৫৪৬ )

এই সফর মাসের ১৭, ১৯, ২১ তারিখে আমাদের এপয়েন্টমেন্ট বুক করে ফেলুন আজই।

এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ +8801715193073

আলহামদুলিল্লাহ, আজ সুন্নাহ তারিখে মাদ্রাসার এক শিক্ষক হিজামা গ্রহণ করেছেন...এবার তার দ্বিতীয় সেশন সম্পন্ন হয়েছে, আল্লা...
05/08/2023

আলহামদুলিল্লাহ, আজ সুন্নাহ তারিখে মাদ্রাসার এক শিক্ষক হিজামা গ্রহণ করেছেন...
এবার তার দ্বিতীয় সেশন সম্পন্ন হয়েছে, আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন আমীন
01715193073

মাথা ব্যথার কার্যকর সমাধান আমাদের চিকিৎসা। ব্যথা মুক্ত হতে এপয়েন্টমেন্ট নিন আজই!
05/07/2023

মাথা ব্যথার কার্যকর সমাধান আমাদের চিকিৎসা। ব্যথা মুক্ত হতে এপয়েন্টমেন্ট নিন আজই!

হিজামা করার শ্রেষ্ঠ দিনগুলোর অপেক্ষায় যারা থাকেন, তারা চলে আসতে পারেন এই ৩ দিনের একদিন।
04/07/2023

হিজামা করার শ্রেষ্ঠ দিনগুলোর অপেক্ষায় যারা থাকেন, তারা চলে আসতে পারেন এই ৩ দিনের একদিন।

Address

গোবিন্দশ্রী রোড, ইয়াকুব উল্লা জামে মসজিদ সংলগ্ন কুসুমবাগ, মৌলভীবাজার।, 01715-193073, Https://maps. App. Goo. Gl/Dv92cPvQ9GCJdVUE 6
Moulvi Bazar
3200

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+880 1719-231190

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিজামা হাউজ এন্ড আকুপাংচার সেন্টার,মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share