হোমিওপ্যাথিক চিকিৎসা

হোমিওপ্যাথিক চিকিৎসা �সবার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা �

পাকস্থলীর আক্ষেপিক বেদনা ও প্রদাহ[ Gastric pain in stomach(Gastritis)]***সংজ্ঞা :পাকস্থলীতে বেশী মাত্রায় অম্ল নির্গত হল...
15/06/2023

পাকস্থলীর আক্ষেপিক বেদনা ও প্রদাহ[ Gastric pain in stomach(Gastritis)]

***সংজ্ঞা :
পাকস্থলীতে বেশী মাত্রায় অম্ল নির্গত হলে পাকস্থলী কিছুটা উত্তেজিত হয় তখন যে সব লক্ষণ প্রকাশ পায় তাকেই বলে Gastric Pain in Stomach,
যদি অন্তে ক্ষত সৃষ্টি করে তবে Intestinal ulcer,
যদি Duodenum-এ হয় তবে Duodenal ulcer বলে।

***কারণ :
(১) যে কোনও কারণে পাচক রস বেশী মাত্রায় নির্গত হলে বা পেটে ঠিক সময়মতো খাদ্য না থাকার জন্য।
(২) সাধারণত অম্লরোগ বা কোনও জীবাণুর সংক্রমণে হতে পারে। (৩) পাকস্থলীতে যে পাচক রস নির্গত হয় তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। এই অ্যাসিড অধিক মাত্রায় নির্গত হলে এই রোগের সৃষ্টি হয়। (৪) দীর্ঘদিন উদরাময়, আমাশয় রোগে ভোগা। (৫) অতিরিক্ত অম্লঘটিত খাদ্য গ্রহণ বা চা, কফি, মদ বা উত্তেজক দ্রব্য। (৬) অতিরিক্ত উগ্র মশলাযুক্ত খাদ্য, রেচক পদার্থ, বিয় ইত্যাদি। (৭) জন্মগতভাবে অনেকের পাচক রস অতিরিক্ত মাত্রায় নির্গত হয়।। (৮) লিভার, স্প্লীন ও কিডনীর পুরাতন রোগ।

***জটিল উপসর্গ (Complications) : পাকস্থলীর বেদনা ও প্রদাহ সর্বদাই অশুভ লক্ষণ। এই জাতীয় উপসর্গ

তখনই দেখা দেয় যখন পেটের আলসার, গ্যাসট্রিক আলসার, ডিউডেনাল আলসার প্রভৃতি রোগের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর্যন্ত এই রোগে ভুগলে পাকস্থলীতে ক্যানসার হতে পারে। এছাড়া পাকস্থলীতে Perforation হলে ভয়ংকর অবস্থা হয়।

***পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা (Diet and Management ) : যখন রোগ লক্ষণ বৃদ্ধি পায় তখন ঠাণ্ডা জল বা বরফের টুকরো ছাড়া অন্য কিছু আহার না দেওয়া। যেসব খাদ্যে অম্ল হয় তা না দেওয়া। তবে দুধ, অর্ধসিদ্ধ ডিম, শুকনো মুড়ি, মাখন, ভিজানো ছোলা, বিস্কুট দেওয়া যায়। তেলে ভাজা, উগ্রমশলাযুক্ত খাদ্য, বাসি পচা খাদ্য নিষেধ।

লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা সম্ভব
যেমন :Bismuth,Anacardium,Colocynth,etc......

এমন উপসর্গ দেখা দিলে আপনার নিকটস্থ রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দেখান।

🇧🇩 আমি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি 🇧🇩জনাব জাহিদ মালেক স্বপন  এম. পিমাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণা...
04/12/2022

🇧🇩 আমি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি 🇧🇩
জনাব জাহিদ মালেক স্বপন এম. পি
মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

Address

Moulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথিক চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category