30/06/2025
আলহামদুলিল্লাহ
গত ২৭ জুন ২০২৫, শুক্রবার, ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী র মুহতারাম আমীর ডাঃ শফিকুর রহমান এবং সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভিবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সাবেক কুলাউড়া উপজেলা আমীর মোঃ হামিদ খান, লন্ডন থেকে আগত সুলতান আহমদ, আমীরে জামায়াতের পার্সোনাল সেক্রেটারি নজরুল ইসলাম ও স্থানীয় নেত্রীবৃন্দরা।
হাসপাতালে আগমনকালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান হাসপাতালের মাননীয় চেয়ারম্যান ডাঃ আহমদ আল আমীন এবং ডাঃ মামুন মিজানুর রহমান, ডাঃ হেলাল মোহাম্মদ, জাফর উল্লাহ, ম্যানেজার ইজাজ হাসান খান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে তিনি এক্স-রে, প্যাথলজি ও ল্যাবরেটরি, ডেন্টাল ইউনিট, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি বিভাগ এবং ফিজিওথেরাপি ইউনিট ঘুরে দেখেন। এছাড়াও তিনি কেবিন ও চিকিৎসক চেম্বার রুমসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালে উপস্থিত রোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
আমরা তাঁর আগমন ও মূল্যবান সময়কে আন্তরিকভাবে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
ভবিষ্যতেও এই ধরণের দিকনির্দেশনামূলক উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ইনশাআল্লাহ।