Bhatera General Hospital

Bhatera General Hospital Charitable Hospital

আসসালামু আলাইকুম ।আগামীকাল ১৭ আগস্ট ২০২৫ইং;  রোজ রবিবার, ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করবেন...
16/08/2025

আসসালামু আলাইকুম ।
আগামীকাল ১৭ আগস্ট ২০২৫ইং; রোজ রবিবার, ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করবেন -

📌 মেডিসিন, চর্ম ও শিশুরোগে অভিজ্ঞ
ডাঃ তানভীর আহমদ

রোগী দেখবেন বিকাল ৪ঃ০০ টা - সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

বিগত ৫ জুলাই ২০২৫ ইং; ভাটেরা জেনারেল হাসপাতালের অন্যতম দাতা ও শুভাকাঙ্ক্ষী,ভাটেরা মাইজগাও এলাকার কৃতি সন্তান জনাব শেখ রা...
11/08/2025

বিগত ৫ জুলাই ২০২৫ ইং; ভাটেরা জেনারেল হাসপাতালের অন্যতম দাতা ও শুভাকাঙ্ক্ষী,ভাটেরা মাইজগাও এলাকার কৃতি সন্তান জনাব শেখ রাজা মিয়া তালুকদার হাসপাতাল পরিদর্শন করেন।
হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ জনাব শেখ রাজা মিয়া তালুকদারকে আন্তরিক অভ্যর্থনা জানান। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের সেবাসমূহ পরিদর্শন করেন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। তিনি হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, হাসপাতাল নির্মাণের সময় জনাব শেখ রাজা মিয়া তালুকদার ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন এবং তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার এই অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে।
ভাটেরা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ উনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানায় এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে উনার অব্যাহত সহায়তা কামনা করে।

ভাটেরা জেনারেল হাসপাতাল- আগামীকাল ৮ আগস্ট ২০২৫, রোজ শুক্রবার যে সকল বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন :- 📌 মেডিসি...
07/08/2025

ভাটেরা জেনারেল হাসপাতাল-
আগামীকাল ৮ আগস্ট ২০২৫, রোজ শুক্রবার যে সকল বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন :-

📌 মেডিসিন বিভাগ
ডা. মামুন মিজানুর রহমান

📌 সার্জারি বিভাগ
ডা. আহমদ আল আমীন

📌 গাইনী বিভাগ
ডা. উর্বশী সিকদার

📌 নাক,কান ও গলা বিভাগ
ডা. মোঃ নাহিয়ান সাবির
(সময় - বিকাল ৫:৩০ টা - ৭ টা পর্যন্ত)

📌 ডেন্টাল বিভাগ
ডা. হেলাল মোহাম্মদ

📌 সনোলজিস্ট
ডা. সৌমিত্র চৌধুরী

🕒 রোগী দেখার সময়:
সকাল ১১:৩০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ:
📱 01760-563622
⏳ যোগাযোগের সময়: সকাল ৯:০০ টা - রাত ৯:০০ টা

বিঃদ্রঃ- অনিবার্য কারনে আগামীকাল চক্ষু বিভাগের ডাক্তার চেম্বার করবেন না। সাময়িক এ সুবিধা না দিতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

02/08/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান
অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া স্যার
অদ্য ০২.০৮.২০২৫ইং রোজ শনিবার সকাল ৭.৪০ মিনিটের সময় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

মরহুমের নামাজে জানাযা আজ বাদ আসর
তাঁর নিজ গ্রাম নাদামপুরে অনুষ্ঠিত হবে।

ঠিকানা: গ্রাম-নাদামপুর, ইউ/পি-ইনাতগঞ্জ, উপজেলা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ।

ভাটেরা জেনারেল হাসপাতালে এখন থেকে প্রতি শুক্রবার চেম্বার করবেন-ইংল্যান্ডের ডিগ্রি প্রাপ্ত নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার...
24/07/2025

ভাটেরা জেনারেল হাসপাতালে এখন থেকে প্রতি শুক্রবার চেম্বার করবেন-
ইংল্যান্ডের ডিগ্রি প্রাপ্ত নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার (সার্জন)
ডাঃ মোঃ নাহিয়ান সাবির
এমবিবিএস, এমআরসিএস (ইএনটি), ডিওএইচএনএস (লন্ডন)
রেজিষ্ট্রার
নাক, কান ও গলা বিভাগ
জে.আর.আর.এম.সি, সিলেট

চেম্বার সময়ঃ
প্রতি শুক্রবার বিকাল ৫টা - সন্ধ্যা ৭ টা
যোগাযোগ - ০১৭৬০-৫৬৩৬২২

বিঃদ্রঃ- নাক,কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ নাহিয়ান সাবির পূর্বে শনিবার চেম্বার করতেন এখন থেকে প্রতি শুক্রবার চেম্বার করবেন।

আলহামদুলিল্লাহভাটেরা জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সম্মানিত চিকিৎসকডা. মোঃ নাহিয়ান সাবিরসম্প্রতি রয়েল কলেজ অ...
01/07/2025

আলহামদুলিল্লাহ
ভাটেরা জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সম্মানিত চিকিৎসক
ডা. মোঃ নাহিয়ান সাবির
সম্প্রতি রয়েল কলেজ অব সার্জন, ইংল্যান্ড থেকে
MRCS–DOHNS (ENT) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
এই গর্বিত অর্জনে হাসপাতালের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
হাসপাতালের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

30/06/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মুহতারাম আমীর ডাঃ শফিকুর রহমানের ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শনের ভিডিও চিত্র।

আলহামদুলিল্লাহগত ২৭ জুন ২০২৫, শুক্রবার, ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী র মুহতারাম আমীর ড...
30/06/2025

আলহামদুলিল্লাহ
গত ২৭ জুন ২০২৫, শুক্রবার, ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী র মুহতারাম আমীর ডাঃ শফিকুর রহমান এবং সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভিবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সাবেক কুলাউড়া উপজেলা আমীর মোঃ হামিদ খান, লন্ডন থেকে আগত সুলতান আহমদ, আমীরে জামায়াতের পার্সোনাল সেক্রেটারি নজরুল ইসলাম ও স্থানীয় নেত্রীবৃন্দরা।

হাসপাতালে আগমনকালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান হাসপাতালের মাননীয় চেয়ারম্যান ডাঃ আহমদ আল আমীন এবং ডাঃ মামুন মিজানুর রহমান, ডাঃ হেলাল মোহাম্মদ, জাফর উল্লাহ, ম্যানেজার ইজাজ হাসান খান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে তিনি এক্স-রে, প্যাথলজি ও ল্যাবরেটরি, ডেন্টাল ইউনিট, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি বিভাগ এবং ফিজিওথেরাপি ইউনিট ঘুরে দেখেন। এছাড়াও তিনি কেবিন ও চিকিৎসক চেম্বার রুমসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালে উপস্থিত রোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
আমরা তাঁর আগমন ও মূল্যবান সময়কে আন্তরিকভাবে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
ভবিষ্যতেও এই ধরণের দিকনির্দেশনামূলক উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ইনশাআল্লাহ।

ভাটেরা জেনারেল হাসপাতাল- আগামীকাল ২০ জুন ২০২৫, রোজ শুক্রবার যে সকল বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন :- 📌 মেডিসিন...
19/06/2025

ভাটেরা জেনারেল হাসপাতাল-
আগামীকাল ২০ জুন ২০২৫, রোজ শুক্রবার যে সকল বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন :-

📌 মেডিসিন বিভাগ
ডা. মামুন মিজানুর রহমান

📌 সার্জারি বিভাগ
ডা. আহমদ আল আমীন

📌 গাইনী বিভাগ
ডা. উর্বশী সিকদার

📌 চক্ষু বিভাগ
ডা. খালেদ আল রকিব

📌 সনোলজিস্ট
ডা. সৌমিত্র চৌধুরী

🕒 রোগী দেখার সময়:
সকাল ১১:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ:
📱 01760-563622
⏳ যোগাযোগের সময়: সকাল ৯:০০ টা - রাত ৯:০০ টা

বিঃদ্রঃ- অনিবার্য কারনে আগামীকাল ডেন্টাল বিভাগের ডাক্তার চেম্বার করবেন না। সাময়িক এ সুবিধা না দিতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকগণ। ✅  🔹 মেডিসিন বিভাগ🔹 সার্জারি বিভাগ🔹...
17/06/2025

গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকগণ। ✅

🔹 মেডিসিন বিভাগ
🔹 সার্জারি বিভাগ
🔹 গাইনী বিভাগ
🔹 চক্ষু বিভাগ
🔹 চর্ম-যৌন, এলার্জি ও শিশু রোগ বিভাগ
🔹 নাক, কান ও গলা বিভাগ
🔹 অর্থোপেডিকস বিভাগ
🔹 ডেন্টাল বিভাগ
🔹 জেনারেল ফিজিশিয়ান
🔹 বহির্বিভাগ চিকিৎসা সেবা
🔹 ফিজিওথেরাপি সেবা

রোগীদের সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত সচেষ্ট।
আপনাদের আস্থাই আমাদের অনুপ্রেরণা! ❤️

সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করান ও প্রয়োজনীয় চিকিৎসা নিন।
📞 যোগাযোগ করুন আমাদের সাথে।

___
🏥 ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
📍 ভাটেরা, কুলাউড়া, মৌলভীবাজার
📞 ০১৭৬০-৫৬৩৬২২ (সকাল ৯টা থেকে রাত ৯ টা)

ভাটেরা জেনারেল হাসপাতাল- আগামীকাল ১৩ জুন ২০২৫, রোজ শুক্রবার যে সকল বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন :- 📌 মেডিসিন...
12/06/2025

ভাটেরা জেনারেল হাসপাতাল-
আগামীকাল ১৩ জুন ২০২৫, রোজ শুক্রবার যে সকল বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন :-

📌 মেডিসিন বিভাগ
ডা. মামুন মিজানুর রহমান

📌 সার্জারি বিভাগ
ডা. আহমদ আল আমীন

📌 গাইনী বিভাগ
ডা. উর্বশী সিকদার

📌 ডেন্টাল বিভাগ
ডা. হেলাল মোহাম্মদ

📌 চক্ষু বিভাগ
ডা. খালেদ আল রকিব

📌 সনোলজিস্ট
ডা. সৌমিত্র চৌধুরী

🕒 রোগী দেখার সময়:
সকাল ১১:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ:
📱 01760-563622
⏳ যোগাযোগের সময়: সকাল ৯:০০ টা - রাত ৯:০০ টা

আসসালামু আলাইকুম,এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৭ ও ৮ জুন ২০২৫ইং পর্যন্ত ভা...
05/06/2025

আসসালামু আলাইকুম,

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৭ ও ৮ জুন ২০২৫ইং পর্যন্ত ভাটেরা জেনারেল হাসপাতালের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

এবং আগামীকাল ৬ জুন চেম্বার করবেন
ডাঃ মোঃ তানভীর হোসেন
আর এম ও, ভাটেরা জেনারেল হাসপাতাল।
সময় - দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত,

সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।

কার্যক্রম পুনরায় চালু হবে: ৯ জুন ২০২৫ইং, এবং প্যাথলজি বিভাগ চালু হবে ১১ জুন ।

ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

Address

Bhatera, Kulaura
Moulvibazar

Opening Hours

Monday 10:00 - 14:00
17:00 - 21:00
Tuesday 10:00 - 14:00
17:00 - 21:00
Wednesday 10:00 - 14:00
17:00 - 21:00
Thursday 09:00 - 14:00
Friday 09:00 - 17:00
Saturday 10:00 - 14:00
17:00 - 21:00
Sunday 10:00 - 14:00
17:00 - 21:00

Telephone

+8801760563622

Alerts

Be the first to know and let us send you an email when Bhatera General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bhatera General Hospital:

Share

Category