Dr. Mostofa Kamal Chowdhury - Adil

Dr. Mostofa Kamal Chowdhury - Adil Internal Medicine and Palliative Care specialist and experienced in Endocrinology.

Happy to share my presentation on "Update on Palliative Care in Bangladesh" in the International Scientific Seminar (Hyb...
21/09/2025

Happy to share my presentation on "Update on Palliative Care in Bangladesh" in the International Scientific Seminar (Hybrid) on “Palliative Care – An Integral Part of Caring for the Sick: The Empathy, Caring, and Curing” organized by Department of Palliative Medicine at Bangladesh Medical University (BMU) today.

This Seminar is Co-Badged with Royal College and School of Medicine ARU, United Kingdom.


Feeling truly honoured to be invited as a panelist at the Annual Academic Sessions 2025 of the College of Palliative Med...
18/09/2025

Feeling truly honoured to be invited as a panelist at the Annual Academic Sessions 2025 of the College of Palliative Medicine of Sri Lanka (CPMSL), taking place on 20th September at the beautiful Galle Face Hotel in Colombo. 🌸

I’ll be sharing thoughts (virtually) on “Community based palliative care” during the plenary session “Advancing Palliative Care: Global Reflections on Policy, Practice, and People.”

Looking forward to joining esteemed colleagues including Dr. Marie Joseph (Advance Care Planning) and Dr. Libby Sallnow (Lancet Commission on Good Death) – in this important conversation, and grateful to the CPMSL for this opportunity. 💜

Department of Palliative Medicine at Bangladesh Medical University (BMU) is inviting you to the International Scientific...
17/09/2025

Department of Palliative Medicine at Bangladesh Medical University (BMU) is inviting you to the International Scientific Seminar (Hybrid) on “Palliative Care – An Integral Part of Caring for the Sick: The Empathy, Caring, and Curing.”

(This Seminar is Co-Badged with Royal College and School of Medicine ARU, United Kingdom)

Date: 21st September 2025, Sunday
Time: 10.00 AM – 02.00 PM
Location: Lecture Hall, Room no. 507, Super Specialized Hospital, BMU

This seminar highlights the vital role of palliative care, emphasizing empathy, compassion, and fostering dialogue, awareness, and collaboration to enhance the quality of life for patients and families. The Hon’ble Vice Chancellor, Prof. Dr. Md. Shahinul Alam has graciously consented to attend the seminar as the Chief Guest.

Be part of celebrating and advancing palliative care—your presence makes a difference!

You can join virtually via Zoom!

Zoom Meeting link: https://us06web.zoom.us/j/7687586590?pwd=UDRCWnRDZldVL3F2QzZrREZLV0lHUT09&omn=81554186994
Meeting ID: 768 758 6590
Passcode: 123456

I had the privilege of attending a three-day workshop on Evidence-Based Medicine (EBM) organized by the Institutional Qu...
15/09/2025

I had the privilege of attending a three-day workshop on Evidence-Based Medicine (EBM) organized by the Institutional Quality Assurance Cell (IQAC), Bangladesh Medical University.

The program offered comprehensive insights into the principles and application of EBM in clinical practice, research, and medical education.

I am grateful to the organizers, facilitators, and fellow participants for creating such an engaging and intellectually stimulating environment.

30/08/2025

🌸 Alhamdulillah! All praises to Allah 🌸

I am humbled and grateful to share that I have been invited to the inaugural St. Jude Global Academy Qualitative Research In-Person Training, which will take place in Nairobi, Kenya.

From nearly 550 applicants worldwide, only 80 were selected for the online training. Following the successful completion of that phase, I am deeply honored to be among the few chosen for the in-person workshop from this highly competitive global pool. This training will further strengthen my qualitative research skills through hands-on practice, mentorship, and collaboration with colleagues across diverse healthcare contexts.

I remain sincerely thankful to my mentors, colleagues, and well-wishers whose constant guidance and encouragement have inspired me throughout this journey.

This opportunity will enable me to contribute more meaningfully to the advancement of palliative care and global qualitative research. 🌍✨



29/08/2025

🩺 #স্টেথোস্কোপের_ওপাশে - ১: রোগীর মুখে 🎙️

গত সপ্তাহের এক রোগী আজ ফলো-আপে এলেন। তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে জ্বর, জয়েন্ট পেইন আর শরীর ব্যথা নিয়ে এসেছিলেন।

আজ তিনি হেসে বললেন— "ডাক্তার সাহেব, আপনার ওষুধ মাত্র একদিন খাওয়ার পরেই আমি একেবারে ভালো হয়ে গেছি! আশ্চর্যজনকভাবে দেখলাম, ৫ দিনের সেই সব ওষুধের দাম মাত্র ১২০ টাকা! আপনি কোন অ্যান্টিবায়োটিক দেননি! অথচ আপনার কাছে আসার আগে প্রতিবার আমাকে অ্যান্টিবায়োটিক কিনতে হয়েছে, আর একেক ডোজের দাম ছিল ৬০–৭০ টাকা!"

শিক্ষণীয় বিষয় 📌

1️⃣ জ্বর মানেই শরীরে অ্যান্টিবায়োটিকের ঘাটতি নয়।
2️⃣ ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই।

👉 সচেতন থাকুন, অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়িয়ে চলুন। 🌿

Internal Medicine stole my heart (passion), Endocrinology keeps it in balance (love), and Palliative Care? Well… it test...
25/08/2025

Internal Medicine stole my heart (passion), Endocrinology keeps it in balance (love), and Palliative Care? Well… it tests my patience and my compassion — daily (challenge)! 😅❤️⚖️🕊️



🌸 ক্যান্সার রোগী ও পরিবারের কষ্ট এবং প্যালিয়েটিভ কেয়ার! 🌸ক্যান্সার শুধুমাত্র শারীরিক অসুস্থতা নয়, এটি অনেক ধরনের চ্যালে...
19/08/2025

🌸 ক্যান্সার রোগী ও পরিবারের কষ্ট এবং প্যালিয়েটিভ কেয়ার! 🌸

ক্যান্সার শুধুমাত্র শারীরিক অসুস্থতা নয়, এটি অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে —
⚡ তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি, বমি থেকে শুরু করে
💔 মানসিক চাপ, ভয়, হতাশা ও দুঃখ।
অনেক সময় মনে হয়, কোথায় সাহায্য চাইতে হবে বুঝতে পারা কঠিন।

✨ এক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার আছে আপনার জন্য।
এটা একটি বিশেষ ধরনের যত্ন যা:
✔️ শারীরিক যন্ত্রণার উপশম দেয়
✔️ মনোসামাজিক ও আত্মিক সমর্থন প্রদান করে
✔️ পুরো পরিবারকে এই কঠিন যাত্রায় সাহায্য করে।

👉 ব্যথা, উদ্বেগ বা শুধু কারো কাছে নিজের কথা বলার প্রয়োজন হোক — প্যালিয়েটিভ কেয়ার দল আপনার পাশে থেকে আরাম, আশা ও শক্তি দেয় — প্রতিটি ধাপে।

👉 ক্যান্সারের অন্যান্য চিকিতসার পাশাপাশি বা জীবনের শেষ সময়েও আপনার কষ্ট কমাতে পাশে থাকতে পারে প্যালিয়েটিভ কেয়ার।

🌟 মনে রাখবেন, ‘আপনি একা নন।’ আপনাকে যতটা সম্ভব ভালো রাখতে ও শান্তিপূর্ণ জীবনযাপনে সচেষ্ট প্যালিয়েটিভ কেয়ার।

📍 প্যালিয়েটিভ কেয়ার সেবা নিতে:
প্রতিদিন সকাল ৮:৩০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত), বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এর মেডিসিন ওপিডি ভবন ১, রুম নম্বর ৫১১-এ আসুন। অবশ্যই সাথে আনবেন আপনার সকল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র এবং OPD টিকিট।

শুভকামনায়,

👨‍⚕️ ডা. মোস্তফা কামাল চৌধুরী (আদিল)
MBBS (DMC), MCPS, FCPS (Medicine)
ফেলোশিপ ইন প্যালিয়েটিভ কেয়ার
সহযোগী অধ্যাপক
প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (প্রাক্তন বিএসএমএমইউ)
🎯 মেডিসিন ও প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট
🎯 ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত রোগে অভিজ্ঞ

🏥 ব্যক্তিগত পরামর্শের জন্য চেম্বার:
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল
২/১ রিং রোড, শ্যামলী
🗓️ শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার
⏰ রাত ৭ থেকে ৯ টা
📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৭৬৭২৯১৯৫৫


🩺 কেন একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট-এর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ? 💡কারণ আপনার শরীরের দরকার একজন গোয়েন্দা, কৌশলবিদ...
13/08/2025

🩺 কেন একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট-এর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ? 💡

কারণ আপনার শরীরের দরকার একজন গোয়েন্দা, কৌশলবিদ আর বিশ্বস্ত গাইড — একসাথে!

ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট (অথবা ইন্টারনিস্ট) এমন চিকিৎসক, যাঁরা প্রাপ্তবয়স্কদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা চিহ্নিত ও নিয়ন্ত্রণে দক্ষ।

জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট থেকে শুরু করে আরও অনেক কিছুতেই এরা পারদর্শী।

✅ শুধু উপসর্গ নয়, রোগের মূল কারণ খুঁজে বের করেন
✅ একাধিক দীর্ঘমেয়াদী রোগ একসাথে পরিচালনা করেন
✅ নিয়মিত পরীক্ষা, টিকাদান ও পরামর্শ দিয়ে রোগ প্রতিরোধে সহায়তা করেন
✅ প্রয়োজনে অন্য বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা সমন্বয় করেন
✅ আপনাকে সামগ্রিকভাবে বোঝেন — শুধুমাত্র একটি অংগের রোগ নয়!

👩‍⚕️ অসুস্থ বোধ করলেই নয়, সুস্থ থাকলেও একটি চেক-আপের জন্য যোগাযোগ করুন।
একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট আপনার স্বাস্থ্য রক্ষার অন্যতম সঙ্গী।

সচেতন থাকুন। আগেই ব্যবস্থা নিন। স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ।




সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল চৌধুরী (আদিল) 🩺

এমবিবিএস (ডিএমসি), এমসিপিএস (মেডিসিন), এফসিপিএস (মেডিসিন)
ফেলোশিপ ইন প্যালিয়েটিভ কেয়ার
মেম্বার অব আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান্স
সহযোগী অধ্যাপক
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)....🏥

ইন্টারনাল মেডিসিন ও প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ
ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত

🏥 চিকিতসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল
২/১ রিং রোড, শ্যামলী
শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার (সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা)
অ্যাপয়েন্টমেন্টের জন্য: ০১৭৬৭২৯১৯৫৫

🕊️ মানবিকতার মৃত্যু নয়, পুনর্জাগরণ চাই! 🕊️শেরপুর জেলায় ঘটে যাওয়া দৃশ্য আমাদের বিবেককে কাঁপিয়ে দেওয়ার মতো—দীর্ঘদিন অসুস্থ...
09/08/2025

🕊️ মানবিকতার মৃত্যু নয়, পুনর্জাগরণ চাই! 🕊️

শেরপুর জেলায় ঘটে যাওয়া দৃশ্য আমাদের বিবেককে কাঁপিয়ে দেওয়ার মতো—
দীর্ঘদিন অসুস্থ থাকার অপরাধে এক বৃদ্ধাকে তার স্বামী টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে, মারধর করে, এমনকি জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করেছে।

💔 কিন্তু অসুস্থতা কখনোই অপরাধ নয়। এটি সৃষ্টিকর্তার ইচ্ছা, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। অসুস্থ মানুষকে অবহেলা বা সহিংসতার শিকার করা শুধু আইন ভঙ্গ নয়—এটি মানবিক মর্যাদার চরম অবমাননা।

🌿 প্যালিয়েটিভ কেয়ার আমাদের শেখায়—

👨‍👩‍👧‍👧 অসুস্থ মানুষও ভালোবাসা, যত্ন ও মর্যাদার দাবিদার

👨‍👩‍👧‍👧 তাদের ব্যথা লাঘব ও মানসিক শান্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব

👨‍👩‍👧‍👧 পরিবার ও সমাজ মিলে শেষ সময়টুকু অর্থবহ করে তোলা সম্ভব

🙏 আসুন, আমরা প্রতিজ্ঞা করি—

¤ অসুস্থ ও দুর্বল মানুষের মর্যাদা রক্ষা করব

¤ প্যালিয়েটিভ কেয়ারের বার্তা ছড়িয়ে দেব

¤ সহানুভূতি ও যত্ন দিয়ে জীবনের শেষ অধ্যায়কে শান্তিপূর্ণ করব

There is a phrase saying, "When nothing can be offered, Palliative Care can be!"

📢 মানবিকতা হারাবেন না—
কারণ, একদিন আপনিও চাইবেন কেউ যেন আপনার হাত ধরে বলে:
"আপনি একা নন, আমরা আছি।" ❤️

ডা. মোস্তফা কামাল চৌধুরী (আদিল) এমবিবিএস (ডিএমসি), এমসিপিএস, এফসিপিএস (মেডিসিন)
সহযোগী অধ্যাপক
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
মেডিসিন এবং প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ





https://www.facebook.com/share/v/1FPYY1MkCr/

A heartwarming surprise! 🎉💐Thank you to my wonderful colleagues and staff at Matriniloy Hospital & Diagnostic for the su...
09/08/2025

A heartwarming surprise! 🎉💐
Thank you to my wonderful colleagues and staff at Matriniloy Hospital & Diagnostic for the sudden birthday wishes and celebration! ❤️🎂

Address

Ring Road
Muhammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mostofa Kamal Chowdhury - Adil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mostofa Kamal Chowdhury - Adil:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram