
16/07/2025
#আম
#বারি-৪
আসসালা-মু 'আলাইকুম
আমরা এই বছরের মৌসুমী ফলের পসরার প্রায় শেষ। বেশি পাকা আম কুরিয়ার করলে আম কুরিয়ারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে আগেই আমরা আমাদের কার্যক্রম শেষ করছি। গত কিছুদিন সব আমের হিসাব নিয়ে ব্যস্ত থাকায় কোন পোস্ট দেয়া হয় নাই।
আমাদের রংপুরের বাগানে এখন অল্প পরিমাণে কিছু ব্যাগিং করা আম আছে, বারি ৪ আম। মূল্য ৯০টাকা কেজি, প্যাকেজিং ও ক্যারেটের খরচ সহ, সাথে শুধু কুরিয়ারের খরচ যোগ হবে। ক্যারেট সাইজ ১২কেজি ও ২৪কেজি।
আপনার নাম, ঠিকনা এবং মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলে প্রি-অর্ডার হয়ে যাবে। আমরা আপনার সাথে যোগাযোগ করে পেমেন্ট ও কুরিয়ার বিস্তারিত জানিয়ে দিব।