
14/07/2025
চুল পড়া বন্ধে এখন সবচেয়ে কার্যকর ও সেফ সল্যুশন হচ্ছে Korean Hair PRP Therapy 💉✨
এই থেরাপিটা কিভাবে কাজ করে, সেটা চলুন এক ঝলকে জেনে নিই:
🔬 PRP (Platelet-Rich Plasma) হেলদি রক্ত থেকে সংগ্রহ করা হয়।
🧬 এরপর সেই PRP ইনজেক্ট করা হয় স্ক্যাল্পে — যেটা চুলের গোঁড়ায় নিউট্রিয়েন্ট, অক্সিজেন আর growth factors পৌঁছে দেয়।
💪 এতে চুলের গোঁড়া আরও মজবুত হয়, রুট থেকে চুল পড়া কমে এবং নতুন চুল গজানো শুরু হয়।
Korean PRP অন্যান্য PRP-র চেয়ে বেশি অ্যাডভান্সড কারণ:
✅ এটাতে থাকে উন্নত growth booster
✅ ইনজেকশন পদ্ধতি অনেক কম পেইনফুল
✅ মেডিকেলি প্রুভড ও সাইড-ইফেক্ট ফ্রি
🎯 কারা করাতে পারেন?
যাদের চুল হালকা হয়ে গেছে
যাদের চুল পাতলা বা চুল পড়া বন্ধ হচ্ছে না
স্ট্রেস বা হরমোনজনিত চুল পড়ার সমস্যায় ভুগছেন
📍Korean Skin and Health Care-এ এখন চলছে স্পেশাল PRP সেশন!
আজই ইনবক্স করুন — আগের মতো ঘন, শক্ত আর হেলদি