
01/06/2025
জিলহজ্জের প্রথম ১০ দিনের ফজিলত ও করণীয় আমল
(২০২৫ সালে জিলহজ্জের শুরু হতে যাচ্ছে ইং শা আল্লাহ আজ ২৮ মে সন্ধ্যার সূর্যাস্তের সাথে সাথে)
🔸ফজিলত ও গুরুত্ব:
১– এই ১০ দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম।
২– এই দিনে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
৩–সাহাবিরা জিহাদের চেয়েও এগুলোর ফজিলত বেশি বলে জানতেন (জিহাদে জীবন উৎসর্গ না করলে)।
৪– আল্লাহ কুরআনে এই দিনগুলোর কসম করেছেন – "ওয়াল ফজর, ওয়ালায়ালিন আশর" (সূরা ফজর)।
🔹এই ১০ দিনে যেসব আমল করা উচিত:
▪️ ১· খাঁটি তাওবা করা – গুনাহ মাফ করিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ।
▪️২·পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া, এবং তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা।
▪️৩· দোয়া করা – এই দিনগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে আরাফার দিন (৯ জিলহজ্জ)।
▪️৪· দুরুদ শরীফ বেশি বেশি পড়ুন –
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ।
▪️৫·নফল রোজা রাখা – বিশেষত ৯ জিলহজ্জের রোজায় ২ বছরের গুনাহ মাফ হয় (এক বছর আগের ও এক বছর পরের)।
▪️৬· ইস্তিগফার করা – বেশি বেশি বলুন:
আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মাগফিরলি।
▪️৭·যিকির, তাসবিহ, তাহলিল, তাকবির বেশি বেশি বলা। যেমনঃ
- সুবহানাল্লাহ
- আলহামদুলিল্লাহ
- লা ইলাহা ইল্লাল্লাহ
- আল্লাহু আকবার
- লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
▪️৮· তাকবিরে তাশরিক পাঠ করা (৯-১৩ জিলহজ্জ)
–প্রতিটি ফরয নামাজের পর একবার করে বলুন:
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ"
– নারী-পুরুষ সবার জন্য সুন্নত, বাসায় বা মসজিদে, একা বা জামাতে।
▪️৯·সদকা ও দান খয়রাত করা – অসহায়দের পাশে দাঁড়ান।
▪️১০·কুরআন তিলাওয়াত ও অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করুন।
▪️১১· কুরবানি করার নিয়ত থাকলে, জিলহজ্জ মাস শুরু হওয়ার পর থেকে চুল ও নখ না কাটুন (যারা কুরবানি করবেন)।
▪️১২·পরিবার ও সমাজে এই দিনের গুরুত্ব ছড়িয়ে দিন, ইসলামি পোস্ট/তাবলীগ করুন।
▪️১৩·ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিন, বিশেষ করে গরীবদের খুশি করার চেষ্টা করুন।
🔷এই ১০ দিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেয়ার সুযোগ।
আল্লাহর রহমতের বৃষ্টি ঝরবে – আপনি শুধু নিজেকে প্রস্তুত করুন।