আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা

আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা মানের সাথে আপোষহীন একটি অত্যাধুনিক কম্পিউটারাইজড ডায়াগনোষ্টিক সেন্টার

এখন থেকে প্রতি সোমবার ও বুধবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রোগী দেখবেনডাঃ নিতু দে--------স্ত্রী-প্রসূতি রোগ বিশ...
14/09/2025

এখন থেকে প্রতি সোমবার ও বুধবার
বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রোগী দেখবেন

ডাঃ নিতু দে
--------
স্ত্রী-প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

সিরিয়ালের জন্য কল করুন: 01911712140

সুখবর সুখবর সুখবরঅত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আরোগ্য মেডিকেল সেন্টারের পক্ষ থেকে মুক্তাগাছা বাসীর জন্য সুখবর।এ...
12/09/2025

সুখবর সুখবর সুখবর

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আরোগ্য মেডিকেল সেন্টারের পক্ষ থেকে মুক্তাগাছা বাসীর জন্য সুখবর।

এখন থেকে প্রতি শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত
শিশু রোগী দেখবেন

নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ

ডাঃ সাবিহা পারভীন (লিজা)
এমবিবিএস, এমডি (শিশু কিশোর)
সহকারী অধ্যাপক, শিশু কিশোর বিভাগ
কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ ময়মনসিংহ।

রোগী দেখার সময়ঃ প্রতি শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত

চেম্বারঃ আরোগ্য মেডিকেল সেন্টার,
পুরাতন বাসট্যান্ড, পোস্ট অফিস সংলগ্ন, সিঙ্গার শোরুমের পাশে, মুক্তাগাছা

যেকোন তথ্য ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ০১৯১১৭১২১৪০

🧠 মানসিক রোগের ডাক্তার খুঁজতেছেন?😟 দুশ্চিন্তা, হতাশা, ঘুম না আসা, রাগ, ভয় অথবা অন্য যেকোনো মানসিক সমস্যায় ভুগছেন?✨ সুখবর...
11/09/2025

🧠 মানসিক রোগের ডাক্তার খুঁজতেছেন?
😟 দুশ্চিন্তা, হতাশা, ঘুম না আসা, রাগ, ভয় অথবা অন্য যেকোনো মানসিক সমস্যায় ভুগছেন?

✨ সুখবর হলো — এখন আর দূরে যেতে হবে না!
মানসিক রোগের ডাক্তার এখন আপনার শহর মুক্তাগাছায়।

📍 প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা-তে থাকবেন —

👨‍⚕️ ডা. আবিদ আল হাসনাত
রেজিস্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ
ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

🌿 থাকছে —
✅ ফ্রি মেন্টাল হেলথ এসেসমেন্ট ক্যাম্প
✅ কাউন্সেলিং ও সাইকোথেরাপি
✅ প্রয়োজনমতো ওষুধের চিকিৎসা

💡 মনে রাখবেন: মন ভালো থাকলে জীবনও ভালো থাকে।

"ঢাকা থেকে আগত অভিজ্ঞ মানসিক রোগ চিকিৎসক এখন মুক্তাগাছায়!"আরোগ্য মেডিকেল সেন্টারে এখন থেকে নিয়মিত রোগী দেখছেনডা. আবিদ আল...
11/09/2025

"ঢাকা থেকে আগত অভিজ্ঞ মানসিক রোগ চিকিৎসক এখন মুক্তাগাছায়!"

আরোগ্য মেডিকেল সেন্টারে এখন থেকে নিয়মিত রোগী দেখছেন
ডা. আবিদ আল হাসনাত
(এমবিবিএস, পিজিটি (মনোরোগ বিদ্যা )
রেজিস্ট্রার মনোরোগবিদ্যা বিভাগ ,
ডেল্টা মেডিকেল কলেজ , মিরপুর ঢাকা।

আপনার বা আপনার প্রিয়জনের মনের অজানা কষ্টের সমাধান এখন কাছেই।
বিশেষ আকর্ষণ: রোগ নির্ণয়ে কোন টাকা লাগবে না!
হ্যাঁ, সঠিক রোগ নির্ণয় সম্পূর্ণ ফ্রি!

আপনার কি নিচের যেকোনো সমস্যাগুলোর একটি বা একাধিক আছে?
অযথা সন্দেহ
ভ্রান্ত বিশ্বাস
কানে কানে গায়েবী কথা শোনা
বিরবির করা অথবা একা একা কথা বলা
একা একা হাসা বা কাঁদা
মুড বারবার পরিবর্তন হওয়া
গর্ভকালীন ও গর্ভ-পরবর্তী মানসিক সমস্যা
মন খারাপ,
আগ্রহ হারিয়ে ফেলা
এংজাইটি
প্যানিক অ্যাটাক বা হঠাৎ দম বন্ধ লাগা, বুক ধড়ফড় করা
ওসিডি বা একই চিন্তা ও কাজ বারবার করা
ঘুমের সমস্যা যেমন ঘুম না আসা বা অতিরিক্ত ঘুম
ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা
ডিমেনশিয়া বা স্মৃতি কমে যাওয়া
আচরণগত সমস্যা যেমন উগ্রতা, হঠাৎ রেগে যাওয়া
মনোযোগের সমস্যা
অতিচঞ্চলতা
নেশা সংক্রান্ত সমস্যা নানা বিধ সমস্যা
পারিবারিক কলহ বা দাম্পত্য সমস্যা
বাচ্চাদের মানসিক সমস্যা
কিশোর-কিশোরীদের মানসিক দ্বন্দ্ব
মানসিক আঘাত বা ট্রমা
আত্মহত্যার চিন্তা
ভয়ভীতি বা ফোবিয়া
মাথা ব্যথা
ব্রেনের কার্যকারিতা সংক্রান্ত সমস্যা
এমন কি শারিরিক অসুস্থতা বোধ করছেন কিন্তু পরীক্ষা নীরিক্ষার পরও রোগ ধরা পরছে না সেক্ষেত্রেও আপনি একবার হলেও ডাক্তার আবিদ আল হাসনাত স্যারের সাক্ষাৎ গ্রহন করুন।

সেবা গ্রহণের স্থান:
আরোগ্য মেডিকেল সেন্টার, পুরাতন বাসস্ট্যান্ড পোস্ট অফিস সংলগ্ন , মুক্তাগাছা ।
সময়সূচী: প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত।
যোগাযোগ: 01911712140
"মনের যত্ন নিন, জীবনের মান বাড়ান।
আপনার পাশে আছেন – ডা. আবিদ আল হাসনাত"

মুক্তাগাছার রাশেদ সাহেব কয়েক মাস ধরে দুর্বলতা, মাথা ঘোরা আর বুক ধড়ফড় নিয়ে ভুগছিলেন। এক ডাক্তার বলেছিলেন এটা হয়তো গ্যাস্ট...
06/09/2025

মুক্তাগাছার রাশেদ সাহেব কয়েক মাস ধরে দুর্বলতা, মাথা ঘোরা আর বুক ধড়ফড় নিয়ে ভুগছিলেন। এক ডাক্তার বলেছিলেন এটা হয়তো গ্যাস্ট্রিক, অন্যজন বলেছিলেন শুধু স্ট্রেসের কারণে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না।

শেষ পর্যন্ত তিনি এলেন আরোগ্য মেডিকেল সেন্টারে, ডা. ইনজয় ঘোষের কাছে।
ডা. ইনজয় তাড়াহুড়া না করে ধৈর্য নিয়ে রাশেদ সাহেবের পুরো ইতিহাস শুনলেন—কোন সময়ে সমস্যা বাড়ে, কেমন জীবনযাপন, পরিবারে কারো এ ধরনের রোগ ছিল কি না, সবকিছু।

👉 বিস্তারিত ইতিহাস নেওয়ার পরই স্পষ্ট হলো আসল কারণ—উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস দুটোই একসাথে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সঠিকভাবে চিকিৎসা শুরু করা হলো।

কয়েক সপ্তাহের মধ্যেই রাশেদ সাহেব বুঝলেন তাঁর শরীর বদলাচ্ছে। এখন তিনি নিয়মিত ওষুধ খান, ডায়েট মেনে চলেন, আর স্বাভাবিক জীবনে ফিরেছেন।

তিনি হাসতে হাসতে বললেন—
“আগে কেউ এভাবে সময় নিয়ে আমার কথা শোনেনি। হয়তো সেই কারণেই রোগটা ধরা পড়েনি। ডা. ইনজয়ের কাছে আসার পরই আমি স্বস্তি পেলাম।”

🌟 সঠিক রোগ নির্ণয়ের শুরু হয় সময় নিয়ে রোগীর কথা শোনার মাধ্যমেই। আরোগ্য মেডিকেল সেন্টারে প্রতিটি রোগীকেই সেই আন্তরিক যত্নে দেখা হয়।

📍 আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা
⏰ প্রতি রবিবার, বিকেল ৩টা – সন্ধ্যা ৭টা
📞 ০১৯১১-৭১২১৪০

প্রতি সোমবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রোগী দেখবেনডাঃ নিতু দে--------স্ত্রী-প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন।সির...
31/08/2025

প্রতি সোমবার
বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রোগী দেখবেন

ডাঃ নিতু দে
--------
স্ত্রী-প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

সিরিয়ালের জন্য কল করুন: 01911712140

💙 আপনার সুস্থ জীবনের পথপ্রদর্শক, ডাঃ ইনজয় ঘোষ।বিশ্বাসের সঙ্গে চিকিৎসা নিন, সুস্থ জীবন উপভোগ করুন।>>> ডাঃ ইনজয় ঘোষ
30/08/2025

💙 আপনার সুস্থ জীবনের পথপ্রদর্শক, ডাঃ ইনজয় ঘোষ।
বিশ্বাসের সঙ্গে চিকিৎসা নিন, সুস্থ জীবন উপভোগ করুন।

>>> ডাঃ ইনজয় ঘোষ

Address

Muktagachha
2210

Alerts

Be the first to know and let us send you an email when আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram