
08/05/2025
আপনার মনের যত্ন নিন – কারণ, এখানেই শুরু হয় সুস্থ জীবনের গল্প।
আমার এলাকার মানুষের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই।
এই ভাবনা থেকেই প্রতি শুক্রবার ইনশাআল্লাহ চালু থাকবে ফ্রি মানসিক রোগ নির্ণয় ক্যাম্প।
অনেক সময় দেখা যায়—
বিষন্নতা, মন খারাপ, অহেতুক চিন্তা,সন্দেহ বাতিকতা,ঘনঘন মাথাব্যথা,ভয়, বুক ধড়ফড়, হজমের সমস্যা, দুর্বলতা কিংবা নিদ্রাহীনতা
চিকিৎসা নিচ্ছেন, পরীক্ষা করাচ্ছেন—কিন্তু রোগ ধরা পড়ছে না।
শেষে হয়তো বিদেশেও চিকিৎসা নিতে হচ্ছে—
অর্থও যাচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে।
কিন্তু কখনো খুঁজে দেখেননি, হয়তো সমস্যার মূল কারণ ছিল একটি সাধারণ মানসিক অসুস্থতা,
যেটি সঠিকভাবে নির্ণয় হলে ও সময়মতো সঠিক চিকিৎসা গ্রহন করলে এতোটা কষ্টের মধ্য দিয়ে সময় পার করতে হতো না।
সতর্ক হন, সচেতন হোন। আপনার সঠিক ও বাস্তবিক সিদ্ধান্তই পারে আপনার জীবনকে সহজ ও সাবলীল করতে।
মনে রাখবেন, আপনার মানসিক সুস্থতাই আপনার জীবনের ভিত্তি।
স্থান: আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা
সময়: প্রতি শুক্রবার, সকাল ১০টা - সন্ধ্যা ৭টা
যোগাযোগ: ০১৯১১-৭১২১৪০