Dr. Abed Hasnat

Dr. Abed Hasnat The main goal of this page is to create mental and physical health awareness among the people of Bangladesh.

আপনার মনের যত্ন নিন – কারণ, এখানেই শুরু হয় সুস্থ জীবনের গল্প।আমার এলাকার মানুষের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই।এই ...
08/05/2025

আপনার মনের যত্ন নিন – কারণ, এখানেই শুরু হয় সুস্থ জীবনের গল্প।

আমার এলাকার মানুষের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই।
এই ভাবনা থেকেই প্রতি শুক্রবার ইনশাআল্লাহ চালু থাকবে ফ্রি মানসিক রোগ নির্ণয় ক্যাম্প।

অনেক সময় দেখা যায়—
বিষন্নতা, মন খারাপ, অহেতুক চিন্তা,সন্দেহ বাতিকতা,ঘনঘন মাথাব্যথা,ভয়, বুক ধড়ফড়, হজমের সমস্যা, দুর্বলতা কিংবা নিদ্রাহীনতা
চিকিৎসা নিচ্ছেন, পরীক্ষা করাচ্ছেন—কিন্তু রোগ ধরা পড়ছে না।

শেষে হয়তো বিদেশেও চিকিৎসা নিতে হচ্ছে—
অর্থও যাচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে।

কিন্তু কখনো খুঁজে দেখেননি, হয়তো সমস্যার মূল কারণ ছিল একটি সাধারণ মানসিক অসুস্থতা,
যেটি সঠিকভাবে নির্ণয় হলে ও সময়মতো সঠিক চিকিৎসা গ্রহন করলে এতোটা কষ্টের মধ্য দিয়ে সময় পার করতে হতো না।

সতর্ক হন, সচেতন হোন। আপনার সঠিক ও বাস্তবিক সিদ্ধান্তই পারে আপনার জীবনকে সহজ ও সাবলীল করতে।
মনে রাখবেন, আপনার মানসিক সুস্থতাই আপনার জীবনের ভিত্তি।

স্থান: আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা
সময়: প্রতি শুক্রবার, সকাল ১০টা - সন্ধ্যা ৭টা
যোগাযোগ: ০১৯১১-৭১২১৪০

14/02/2024

আমার নতুন পেজ

https://www.facebook.com/abedalhasnat

মন সুস্থ তো, শরীর সুস্থ , শরীর সুস্থ তো, আপনার জীবন সুন্দর।

মানসিক ভাবে অসুস্থ রোগীদের জন্য সত্যিই খারাপ লাগে।এই রোগী গুলোর জন্য আমাদের ডাক্তারদেরও কোন কোন ক্ষেত্রে তেমন কিছু করার ...
20/11/2023

মানসিক ভাবে অসুস্থ রোগীদের জন্য সত্যিই খারাপ লাগে।এই রোগী গুলোর জন্য আমাদের ডাক্তারদেরও কোন কোন ক্ষেত্রে তেমন কিছু করার থাকেনা। তবুও যে টুকু করা যেত সেটুকুও সম্ভব হয় না অপচিকিৎসা আর কুসংষ্কারের জন্য।

বছরের পর বছর চিকিৎসাহীন এই মানুষ গুলোকে বয়ে বেড়ানো অধিকাংশ পরিবারের কষ্টের কথা গুলো আমাদের আজ ব্যথিত করেছে ।

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ।2023-এর থিম হল "Zero Male Su***de " যেখানে পুরুষ এবং ছেলেরা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি বুঝতে ...
19/11/2023

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ।
2023-এর থিম হল "Zero Male Su***de " যেখানে পুরুষ এবং ছেলেরা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি বুঝতে এবং মোকাবেলা করতে পারবে ৷

আমার ভালো লাগে যখন রোগীরা বলেন আমার কাছে আসতে তারা স্বাচ্ছন্দ বোধ করেন।।
18/11/2023

আমার ভালো লাগে যখন রোগীরা বলেন আমার কাছে আসতে তারা স্বাচ্ছন্দ বোধ করেন।।

আমাদের সবারই কম বেশি মানসিক সমস্যা আছে। সকল সমস্যার জন্য চিকিৎসার দরকার পড়ে না শুধু মাত্র মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক...
06/11/2023

আমাদের সবারই কম বেশি মানসিক সমস্যা আছে। সকল সমস্যার জন্য চিকিৎসার দরকার পড়ে না শুধু মাত্র মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারনা থাকলেই এসব সমস্যা থেকে আমরা পরিত্রান পেতে পারি ।

মানসিক সমস্যাটি যদি আপনার স্বাভাবিক জীবন যাপনে ও কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করে তখনই আমরা বলবো আপনি মানসিক সমস্যায় ভুগছেন ও চিকিৎসার প্রয়োজন আছে।

যে কোন মানসিক ও শারিরিক সমস্যা বোধ করলে দেরি না করে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

আপনার পরিবারের মানসিক স্বাস্থের যত্ন আপনার হাতে! মানসিক এবং শারীরিক স্বাস্থ্য একে অপরের পরিপূরক। আমি আছি আপনার চিন্তা/মা...
01/11/2023

আপনার পরিবারের মানসিক স্বাস্থের যত্ন আপনার হাতে!
মানসিক এবং শারীরিক স্বাস্থ্য একে অপরের পরিপূরক। আমি আছি আপনার চিন্তা/মানসিক চাপ/কষ্ট শোনাবার জন্য আপনারই পাশে।

আপনি বা আপনাদের পরিবারের কেউ কি মাদক ও অ্যালকোহল জনিত সমস্যা, ইন্টারনেট আসক্তি, পর্ণ আসক্তি, গেইম আসক্তি, বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতা, নিজেকে এবং অন্যকে আঘাত করার প্রবণতা, দুশ্চিন্তা, অতিরিক্ত রাগ , শুচিবায়ু / OCD, ঘুমের সমস্যা, অহেতুক ভয়, পড়াশুনায় মনোযোগের অভাব, হতাশা, মানসিক চাপ, প্যানিক এট্যাক, মনোযৌন সমস্যা, পরীক্ষা ভীতি, শিশু কিশোরদের আচরণগত সমস্যা, দাম্পত্য কলহ, সামাজিক দক্ষতার অভাব, সিদ্ধান্তহীনতা, সামাজিক ভীতি, সিজোফ্রেনিয়া, পারিবারিক সমস্যা, সন্দেহপ্রবনতা, পার্সোনালিটি ডিসঅর্ডার বা অন্য কোনো মানসিক সমস্যায় ভুগছে?

সর্বোচ্চ আন্তরিকতা ও বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।

অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুন -
আরোগ্য মেডিকেল সেন্টার, মুক্তাগাছা ।
প্রতি শুক্রবার ।
+880 1911712140
+880 01611-145911

28/07/2022

আপনি কি মনে করেন মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ?

প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার আরোগ্য মেডিকেল সেন্টারে রোগী দেখবেন .....মেডিসিন, উচ্চরক্তচাপ ও মাসনসিক রোগে অভিজ্ঞডাঃ আবিদ...
01/09/2021

প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার আরোগ্য মেডিকেল সেন্টারে রোগী দেখবেন .....

মেডিসিন, উচ্চরক্তচাপ ও মাসনসিক রোগে অভিজ্ঞ

ডাঃ আবিদ আল হাসনাত
এমবিবিএস (ঢাকা), সিসিএইচ(এনএসইউ)
এইচএমও, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

যোগাযোগ : আরোগ্য মেডিকেল সেন্টার, পুরাতন বাসস্ট্যান্ড (পোস্ট অফিস সংলগ্ন),মুক্তাগাছা।
সিরিয়ালের জন্য কল করুন - 01911712140

আরোগ্য মেডিকেল সেন্টার, আন্তরিক স্বাস্থ্যসেবায় অঙ্গীকারবদ্ধ।

আপনার স্বাস্থ্যসেবার জন্য আমাদের পেজটি লাইক দিয়ে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।
12/07/2021

আপনার স্বাস্থ্যসেবার জন্য আমাদের পেজটি লাইক দিয়ে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।

আরোগ্য মেডিকেল সেন্টারে আগামীকাল মঙ্গলবার চেম্বার করবেন অভিজ্ঞ মহিলা সনোলজিস্ট .....

ডাঃ তাসনীমা তারিন
এমবিবিএস (ঢাকা)
এইচ.এম.ও, রেডিওলজি ডিপার্টমেন্ট,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

সিরিয়ালের জন্য কল করুন - 01911712140

Address

Muktagachha
2210

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801611145911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abed Hasnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share