হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার

হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার, Medical and health, সিপাহিপারা, মসজিদ এর ২য় তলায় কামাল ডেন্টাল সংলগ্ন, Munshiganj.

হিজামা কি❓হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ (الحجم) থেকে এসেছে। যার অর্থ চোষা বা টে...
14/08/2025

হিজামা কি❓
হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ (الحجم) থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে এবং শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হিজামা বা Wet Cupping অতি প্রাচীন চিকিৎসা

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে..ইত্যাদি
01660116869

17/07/2023

Darun offer

13/07/2023

মুন্সিগঞ্জে আমরা প্রথম হিজমা এন্ড ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি।৷ আর দেরি না করে আজই চলে আসুন সিপাহিপারা কামাল ডেন্টাল এর ২য় তলায়।।।
সিরিয়াল দিতে : 01660116869

07/06/2023

> Certified Hijama Practitioner | পুরুষদের জন্য হিজামা | যাত্রাবাড়ী | স্বাস্থ্য সেবা ও সুন্নাহ চিকিৎসা হিজামা কাপিং থেরাপি,
"৮ বছরের অভিজ্ঞতায় সুন্নাহ চিকিৎসা – আপনি কি প্রস্তুত সুস্থতার পথে হাঁটতে?"

07/06/2023

হিজামা কি কি রোগের কাজ করে?
১, উচ্চরক্তচাপ (High Blood Pressure) ২, যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
৩, লিভারের সমস্যা ৪, ঘুম জনিত সমস্যা (insomnia)
৫, কিডনির সমস্যা(Kidney Disease) ৬, আরথ্রাইটিস ৭,জয়েন্টের ব্যথা (Gout Pain) ৮, বাতের ব্যথা (Arthritis) ৯, পায়ের তালুর ব্যথা
১০, রক্ত জমাট বাধা বা অবস ভাব ১১,হাঁটু ব্যথা (Knee Pain ১২, ঘাড়ে ব্যথা (Neck Pain) ১৩, কোমড় ব্যথা (Waist Pain) ১৪, ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা ১৫, মাংসপেশীর ব্যথা (muscles spasm) ১৬, প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis) ১৭, ডায়াবেটিস (Diabetes) ১৮, চুল পড়া (Hair fall) ১৯,মোটা সমস্যা (obesity) ২০, হরমোনাল সমস্যা ২১,মাইগ্রেনের ব্যথা (Migraine) ২২, স্মৃতিহীনতা (Parkinson's disease) ২৩, মনোযোগ বৃদ্ধি ২৪, দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache) ২৫, থাইরয়েডের সমস্যা (Thyroid Problem) ২৬, সাইনুসাইটিস (Sinuses problem) ২৭, এজমা/ হাপানি (Asthma) ২৮,রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system) ২৯, গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer) ৩০, ব্রণ (Acne)
৩১, শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body) ৩২, পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা ৩৩,হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
৩৪, মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা ৩৫, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা ৩৬, রক্তজমাট বাঁধা (Varicose Vein) ৩৭,দূষিত রক্ত পরিষ্কারকরণ ৩৮, সার্জারির পরবর্তী ব্যথা ৩৯,চিকুনগুনিয়ার ব্যথা
৪০, মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করুন। এছাড়াও সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power) । এটি একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা।
রাসূল (সা.) বলেন, আল্লাহ্‌ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি। (বুখারি হা/৫৬৭৮)
অন্য হাদিসে রাসূল (সা.) বলেন, নিশ্চয় হিজামা/কাপিং এর মধ্যে রয়েছে নিরাময়।
(সহীহুল বুখারি, হা/৫৬৯৭ তা.পা.)
আলহামদুলিল্লাহ্‌। মানুষ হিজামার মাধ্যমে উপকার পাচ্ছে। এ পর্যন্ত আমরা যতজন রোগিকে হিজামা করিয়েছি ২-৪ জন বাদে প্রায় ৯৫% মানুষই হিজামা করে পজিটিভ রিভিউ দিয়েছেন। এখন মানুষ মেডিসিন খেতে খেতে তেমন ফল পাচ্ছে না। দিন দিন অসুস্থ রোগির সংখ্যা বেড়েই চলছে। ইদানীং ডাক্তার ও গবেষকরা জানাচ্ছেন যে মানুষের শরীরে এখন আর এন্ট্রিবায়োটিক কাজ করছে না। সেদিন এক নিউজে দেখলাম একজন রোগিকে ২৯ টা এন্ট্রিবায়োটিক ঔষধ দেওয়া হয়েছিল এর মধ্যে ২৮ টা উনার শরীরে কাজ করছে না । মেডিসিন জগতের অবস্থা আপনাদের চোখের সামনেই। তাই আসুন সাইড এফেক্টমুক্ত রাসূল (সা.)এর রেখে যাওয়া সুন্নতি এই চিকিৎসা হিজামা/কাপিং গ্রহণ করি এবং অন্যদের জানাতে সাহায্য করি।
#হিজামা


#হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।
এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)।
হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়।
এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
হিজামা বা Wet Cupping অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয়। এ হিজামা থেরাপী ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হ’লেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।
হিজামা বা Cupping Therapy এখন বিশ্বের জনপ্রিয় চিকিতৎসা গুলোর মধ্যে একটি। এটিতে কোন ধরনের ঔষধের প্রয়োজন হয় না।

যোগাযোগ :সিপাহিপারা, কামাল ডিজিটাল ডেন্টাল এর ২য় তলা মুন্সিগঞ্জ।।
01660116869
01726-472301

> Certified Hijama Practitioner | পুরুষদের জন্য হিজামা | যাত্রাবাড়ী | স্বাস্থ্য সেবা ও সুন্নাহ চিকিৎসা হিজামা কাপিং থেরাপি,
"৮ বছরের অভিজ্ঞতায় সুন্নাহ চিকিৎসা – আপনি কি প্রস্তুত সুস্থতার পথে হাঁটতে?"

✅✅কোমর ব্যথা: বিভিন্ন কারনে কোমর ব্যথা হতে পারে১. সিজার পরবর্তি কোমর ব্যথা২. আঘাত বা টান লেগে কোমর ব্যথা৩. ভারি জিনিস তু...
02/06/2023

✅✅কোমর ব্যথা: বিভিন্ন কারনে কোমর ব্যথা হতে পারে
১. সিজার পরবর্তি কোমর ব্যথা
২. আঘাত বা টান লেগে কোমর ব্যথা
৩. ভারি জিনিস তুলতে গিয়ে ব্যথা
৪. দীর্ঘক্ষন বসে বা দাঁড়িয়ে থাকার কারনে ব্যথা
৫. PLID/ডিস্ক প্রলাপ্স বা সরে যাওয়া/হাড় ক্ষয় জনিত ব্যথা, হাড় সরে যাওয়া বা লিসথেসিস জনিত কোমর ব্যথা, বাত বা আর্থ্রাইটিস জনিত ব্যথা।
✅লক্ষন ও ডায়াগনোসিস জানুন:
১. ব্যথা যদি কোমর থেকে পায়ের দিকে ও হাটুর নিচে নামে,পা ঝিম ঝিম বা অবশ ভাব হয় তাহলে বুঝতে হবে আপনার মেরুদন্ডের ডিস্ক বের হয়ে নার্ভ এ চাপ দিয়েছে বা স্পাইনাল ক্যানেল চেপে গেছে।
২. অনেকের শুধু কোমরে থাকে,সকালে ঘুম থেকে উঠলে ব্যথা করে। এ ধরনের ব্যথা সাধারনত শুধু মাংসপেশিতে থাকে।
✅সমাধান:
১. ব্যথার ঔষধ খেয়ে নিজের ক্ষতি ডেকে আনবেননা।(ব্যথার ঔষধে ব্যথা না কমলে বিপদ হতে পারে) প্যারাসিটামল জাতীয় ঔষধ ও কিছু রিলাক্সেন্ট খেতে পারেন।
২. ব্যথা শুধু কোমরে থাকলে হালকা কুসুম গরম শেক নিন দিনে ২/৩ বার। কিছু হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন।
৩. ব্যথা পায়ের দিকে যদি নামে এবং ৬ সপ্তাহের বেশি সময় ধরে যদি পায়খানা প্রস্রাবের কন্ট্রোল রাখতে না পারেন তাহলে অপারেশন করতে হবে।এই লক্ষনটি না থাকা সত্ত্বেও যারা দ্রুত ভাল হবার আশায় সার্জারি করবেন তারা পরবর্তিতে মহাবিপদের মধ্যে পরবেন।
৪. যা করলে ব্যথা বাড়ে তা পরিহার করবেন।
৫. পর্যাপ্ত পানি পান করবেন।
৬. ব্যথা না কমলে ফিজিওথেরাপি নিবেন।
৭. কোমর ব্যথার কিছু আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই হয়। ম্যাগনেটিক ওয়েভ, শক ওয়েভ, ইলেক্ট্রো -আকুপাংচার, ক্রায়োথেরাপি, টি-কার থেরাপির মত আধুনিক চিকিৎসা গ্রহণ করলে আশা করা যায় দ্রুতই একজন কোমর ব্যথার রোগি স্বাভাবিক জীবনযাপন শুরু করবেন।

হাদিসে উল্লেখআবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন: নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু'কাঁধের ...
31/05/2023

হাদিসে উল্লেখ
আবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন: নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু'কাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেন: যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না।
যোগাযোগ :01726472301

31/05/2023
হাদিসে উল্লেখআবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন: নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু'কাঁধের ...
31/05/2023

হাদিসে উল্লেখ
আবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন: নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু'কাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেন: যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না।
যোগাযোগ :01726472301

হিজামা নিন সুস্থ থাকুন।।।মোবা: 01726-472301
31/05/2023

হিজামা নিন সুস্থ থাকুন।।।
মোবা: 01726-472301

ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হি...
29/05/2023

ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হিজামা করলেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

৮৫% মানুষ জীবনের কোন না কোন সময় কোমর, হাঁটু বা ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন এবং ৫৫% মানুষের ক্ষেত্রে দেখা যায় ব্যথা টা বার বার হয়। যারা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে চাকরি করেন তাদের মধ্যে এটা সবচেয়ে কমন এবং নিউরোলজিক্যাল সমস্যা।

কোমর ব্যথা কিন্তু কোনো specific রোগ নয়। বরং এটি একটি লক্ষণ মাত্র যেটা বিভিন্ন কারণের জন্যে হতে পারে। যেমন: Muscle strain, Degenerative disc disease, Lumber herniated disc etc. তবে প্রায় ৮৫% রুগীর ক্ষেত্রে দেখা গিয়েছে এর সঠিক কারণ জানা যায় না।

কোমর ব্যথা acute বা short term হতে পারে যেমন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যাথা থাকতে পারে আবার chronic বা লং টার্ম ও হতে পারে যেটা ৩ মাসের বেশি সময় ধরে থাকে। ব্যথা টা ধীরে ধীরে বাড়তে পারে, কখনো অনেক বেশি বেড়ে গিয়ে আবার ধীরে ধীরে একটু কমতে পারে। Chronic ব্যাথার cause অনেক সময় জানা যায় না।

কোমর ব্যথার চিকিৎসা অনেক ক্ষেত্রে ব্যায়বহুল। দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে যেতে হয়। তাই এই চিকিৎসায় ওষুধের পাশাপাশি বিভিন্ন থেরাপি ব্যাবহার করার অত্যন্ত জরুরি।

কোমর ব্যথার জন্য হিজামা বা Cupping Therapy কতটা কার্যকরী তা জানার জন্যে সৌদি আরবের মদিনায় ইসলামিক আল হিজামা সেন্টারে একটি স্টাডি করা হয়। ৩০ জন রুগী যাদের back pain আছে তাদেরকে সিলেক্ট করা হয়। স্টাডি তে দেখা যায় প্রায় ৮০% রুগী ব্যথা কমে গিয়েছে এবং তাদের দৈনন্দিন কাজ কর্ম করা সহজ হয়ে গিয়েছে। কোন সাইড ইফেক্ট দেখা যায় নি।

সুতরাং বলা যায় হিজামা বা Cupping Therapy কোমর ব্যথা কমাতে সাহায্য করে।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

এছাড়া, হিজামা / Cupping Treatment একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা, যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ, সবল এবং শক্তিশালী।

হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🔹কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।

যোগাযোগ: সিপাহিপারা, রামপাল মুন্সিগঞ্জ
মোবা: 01660116868/01726472301

সমগ্র বিশ্বেই এখন গতানুগতিক চিকিৎসার বাইরে আরও কিছু চিকিৎসা প্রচলিত। এদেরকে বড় পরিসরে কয়েকভাগে ভাগ করা  যায়, এর মাঝে রয়ে...
27/05/2023

সমগ্র বিশ্বেই এখন গতানুগতিক চিকিৎসার বাইরে আরও কিছু চিকিৎসা প্রচলিত। এদেরকে বড় পরিসরে কয়েকভাগে ভাগ করা যায়, এর মাঝে রয়েছে complementary and alternative medicine (CAM)।

সংজ্ঞাগতভাবে একে বলা যায়, সুস্থতা বজায় রাখার লক্ষ্যে চিকিৎসার মূল ধারাকে অক্ষুণ্ণ রেখে গতানুগতিক চিকিৎসার পরিপূরক চিকিৎসাকে CAM বলে। এ পদ্ধতির মধ্যে কাপিং থেরাপি অন্যতম।

Advertisement

বেশ কয়েক ধরনের কাপিং থেরাপি প্রচলিত রয়েছে। যেমন- wet cupping, retained cupping, flash cupping, moving cupping, medicinal cupping, and needle cupping।

হিজামা বলতে wet cupping কেই বুঝানো হয়। আমাদের মহানবী হযরত মুহাম্মাদ (সা.) হিজামাকে উদ্ধুদ্ধ করেছেন, যা বুখারি শরিফের ৫২৬৩ এবং মুসলিম শরিফের ২৯৫২

তে উল্লেখ রয়েছে। তবে নবী করিম (সা.) কোন কোন রোগের ক্ষেত্রে তা উপকারি তা পরিষ্কারভাবে সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না।

আধুনিক চিকিৎসার সঙ্গে অনেকেই হিজামা ব্যবহারের চেষ্টা করছেন। অনেকেই বলছেন কার্যকরী অনেকেই তা মানছেন না। দ্বিমত থাকতেই পারে। কে কোন রোগে তা ব্যবহারে করছেন, রোগী তাকে কিভাবে গ্রহণ করছেন তার ওপরও নির্ভর করে চিকিৎসার সফলতা কিংবা ব্যর্থতা।

গেল অলিম্পিক খেলায় অনেক তারকা খেলোয়াড়কে কাপিং থেরাপি নিতে দেখা গিয়েছে। তারা বিশ্ব মিডিয়ায় তা প্রচারও করেছেন। তারা ঘাড় ও পিঠের পেছনের ব্যাথার ক্ষেত্রে তা নিয়েছেন বলেই প্রকাশিত হয়েছে।

কাপিং থেরাপি বা হিজামায় কেন রোগীরা আসক্ত হন?

গবেষণায় দেখা গিয়েছে, হিজামা বা কাপিং থেরাপির জন্য প্রথমে সূচ দিয়ে যে ছোট ছোট ছিদ্র করা হয় চামড়ার ভিতরে তার উপরে একটি নির্দিষ্ট চাপে যখন কাপ দেওয়া হয় তখন সেই এলাকায় রক্ত চলাচলের তারতম্য ঘটে।

শরীরে কোথাও ব্যাথার সৃষ্টি হলে তার থেকে কোষ অনুযায়ী, কিছু কেমিক্যাল নির্গত হয়, সেগুলো ব্যাথার মাত্রা নিয়ন্ত্রণ করে। ওষুধ সেবনের ফলে মস্তিষ্কে ব্যাথার অনুভূতি সুনির্দিষ্ট সময়ের জন্য চলে গেলেও ব্যাথা পরিপূর্ণভাবে নিরাময় হয় না। কাপিং দেওয়ার ফলে সেই কেমিক্যালগুলো কিছু মাত্রায় হলেও নিয়ে আসা যায় যেহেতু সেখানে সুনির্দিষ্ট চাপের কারণে রক্ত প্রবাহের গতি ভিন্নমুখী হয়। আর এতেই অনেকেই নিরাময় বোধ করেন।

হিজামা কি কার্যকরী চিকিৎসা?

আসলে চিকিৎসার স্বার্থকতা অনেক কিছুর ওপর নির্ভর করে তার মাঝে রোগীর তৃপ্তি একটি। চিকিৎসাটি কতদিন স্থায়ী হল, এতে ঝুঁকি আছে কিনা তাও কিন্তু দেখার বিষয়। শরীরের যে স্থানে ব্যাথার কারণে একে প্রয়োগ করা হয়েছিল সে স্থানটিতে যে কারণে এটি উদ্ভূত হয়েছে তা কিন্তু অপরিবর্তনশীল থাকে।

কাজেই বারবার একই জিনিষের পুণরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কী কারণে এর সৃষ্টি তার নিরাময় দরকার। দেখা গেল পিঠের পেছনে হাড়ের সমস্যার কারণে এটি হয়েছে, সেক্ষেত্রে সেটি সাধারণেতেই চিকিৎসা নিশ্চিত হয়। আবার যেহেতু এটি রক্তের সঙ্গে জড়িত, তাই এতে রক্তবাহিত রোগ হওয়ার ঝুঁকি থেকেই যায়। যেমন হেপাটাইটিস বি ও সি, এইচআইভি ইত্যাদি।

এসব রোগের লক্ষণ খুব দ্রুত প্রকাশ পায় না বলে যখন ধরা পড়ে তখন বেশ সময় চলে যায়। যার কারণে এই চিকিৎসা পদ্ধতি পশ্চিমা দেশগুলোতে এটি সফল চিকিৎসা নয় বলে তারা দাবি করে। তবে পূর্ব ও মধ্য এশিয়ায় এটি সফল বলেই প্রচলিত রয়েছে।

কাপিং থেরাপির মাধ্যমে রক্ত শরীরের বাইরে নিয়ে আসা যায় বলে রক্তের মাঝে যদি কোনও উপাদান বেশি থাকে তবে তার থেকে পরিত্রাণ পাওয়া যায় বলে অনেকেই দাবি করেন। এখানে আসলে দাবির চেয়ে বিশ্বাস জিনিসটা অনেকাংশেই জড়িত।

এই পদ্ধতিতে যতটুকু রক্ত শরীর থেকে বের হয় তার পরিমাণ দেহের ওজন অনুপাতে নিতান্তই নগন্য। এর চেয়ে নিয়মিত রক্তদান করলে উপকার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে।

হিজামা না রক্তদান কীসে বেশি উপকারিতা?

নিয়মিত রক্তদাতাদের মাঝে গবেষণা করে দেখা গেছে তাদের রক্তচাপ, রক্তের চর্বি, রক্তের আয়রন ইত্যাদি নিয়ন্ত্রণে থাকে। ফলে সুস্থ জীবনযাপন অনেকটাই নিশ্চিত হয়। রক্তদানের ফলে শরীরে নতুন রক্তকোষ তৈরি হয়ে ফলে শরীরের ক্লান্তি ভাব চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

হৃদপিণ্ডের ওপর চাপ কমে যায় ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস পায়। কিছু রোগ রয়েছে যাতে রক্ত নিয়মিত ফেলে দেওয়া লাগে রক্ত বেশি উৎপাদন হয় বলে, যেমন Hemochromatosis ।

তাই হিজামা বা কাপিং পদ্ধতিতে রক্ত ফেলে না দিয়ে সেটি অন্য কাউকে দান করে দেওয়াটা মঙ্গলজনক। কারণ, রক্তদান করলে পাঁচটি রোগের তথ্য নিয়মিত পাওয়া সম্ভব।

আর রক্তদানে যে মানুষিক প্রশান্তি পাওয়া যায় তার তুলনা অন্য কিছুর সঙ্গে মেলানো কঠিন। আমাদের দেশে রক্তের যে চাহিদা তার স্বল্প অংশ পুরণ স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে। চিকিৎসার অংশ হিসাবেও যদি আমরা নিয়মিত রক্তদান করি তাহলে সেই অভাব কেটে যাবে।

যোগাযোগ:-
সিপাহিপারা মসজিদ মার্কেট (২য় তলা),রামপাল, মুন্সিগঞ্জ-
মোবাইলঃ01660116869/ 01715562874

Address

সিপাহিপারা, মসজিদ এর ২য় তলায় কামাল ডেন্টাল সংলগ্ন
Munshiganj

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:15
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram