Genial Health Care

Genial Health Care It is a subsidiary organisation of Genial Unani Laboratories that specializes in human health and medical services.

20/08/2022
নিচের  ছবির এই ব্যাক্তির নাম রিয়াজ উদ্দিন ( ফেসবুক নাম  Ohedul Islam)  জেনিয়াল ইউনানি ল্যাবরেটরিজ এ একজন এম পি ও ছিল ওনি...
18/07/2022

নিচের ছবির এই ব্যাক্তির নাম রিয়াজ উদ্দিন ( ফেসবুক নাম Ohedul Islam) জেনিয়াল ইউনানি ল্যাবরেটরিজ এ একজন এম পি ও ছিল ওনি কোম্পানীর প্রায় ৩,০০,০০০/- টাকার মেডিসিন বিক্রী করে কোম্পানির পাওনা পরিশোধ না করে এখন পলাতক আছে, এর পাশাপাশি ওনি জেনিয়াল হেলথ্ কেয়ার প্রকল্পের একজন কর্মচারি এবং অংশীদার ছিলো, ওনি এই হেলথ্ কেয়ারের ও সেলস এর প্রায় ২,০০,০০০/- টাকা হাতিয়ে নিয়ে এখন পলাতক।এছাড়া কোম্পানির নাম ভাংগিয়ে এবং ভিবিন্ন অজুহাতে কয়েক জন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে,এখন আবার কোম্পানির নাম ক্ষুন্ন করার জন্য জেনিয়াল হেলথ কেয়ার নিয়ে আজেবাজে মন্তব্য এবং গুজব ছরাচ্ছে, ওনার বিরুদ্ধে জেনিয়াল ইউনানি ল্যাবরেটরিজ, এবং জেনিয়াল হেলথ্ কেয়ার প্রকল্প কতৃক অবিলম্বে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

রুচিবর্ধক সিরাপ, " জেনিটন "ফ্লাট রেটে কিনতে ইনবক্সে যোগাযোগ করুন।
14/12/2021

রুচিবর্ধক সিরাপ, " জেনিটন "
ফ্লাট রেটে কিনতে ইনবক্সে যোগাযোগ করুন।

জেনিয়াল হেলথ্ কেয়ার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ❤❤❤
13/05/2021

জেনিয়াল হেলথ্ কেয়ার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ❤❤❤

06/03/2021
21/02/2021

আত্মত্যাগের বিনিময়ে পাওয়া মায়ের ভাষাতেই বাঙালির আবেগ যেন পূর্ণতা পায়। কারণ মায়ের ভাষাই মিষ্টি বেশি! সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা!

জেনিয়াল হেলথ কেয়ারের নতুন লিফলেট
10/02/2021

জেনিয়াল হেলথ কেয়ারের নতুন লিফলেট

মুন্সীগঞ্জ জেলার, টংগিবাড়ী উপজেলায় রোগী দেখার মাধ্যমে কার্যক্রম শুরু করলেন জেনিয়াল হেলথ্ কেয়ার এর ডাক্তার ডঃ সাজিয়া আফরি...
13/01/2021

মুন্সীগঞ্জ জেলার, টংগিবাড়ী উপজেলায় রোগী দেখার মাধ্যমে কার্যক্রম শুরু করলেন জেনিয়াল হেলথ্ কেয়ার এর ডাক্তার ডঃ সাজিয়া আফরিন।

প্রেসক্রিপশন দেখে ঔষধ দিচ্ছেন এ. এস. এম মোঃ রাশেদুল ইসলাম।

মুন্সীগঞ্জ জেলার, সদর উপজেলার গজারিয়া কান্দি এবং মাখহাটি কেন্দ্রে  রোগী দেখার মাধ্যমে কার্যক্রম শুরু করলেন জেনিয়াল হেলথ্...
02/01/2021

মুন্সীগঞ্জ জেলার, সদর উপজেলার গজারিয়া কান্দি এবং মাখহাটি কেন্দ্রে রোগী দেখার মাধ্যমে কার্যক্রম শুরু করলেন জেনিয়াল হেলথ্ কেয়ার এর ডাক্তার

প্রেসক্রিপশন দেখে ঔষধ দিচ্ছেন এ. এস. এম জোনায়েদ হোসেন লেনীন।

এই পেইজের সকল সদস্য সহ বাংলাদেশের সবাইকে "জেনিয়াল হেলথ্ কেয়ার" এর পক্ষ  থেকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।   Happy New...
31/12/2020

এই পেইজের সকল সদস্য সহ বাংলাদেশের সবাইকে
"জেনিয়াল হেলথ্ কেয়ার"
এর পক্ষ থেকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
Happy New Year
2021

29/12/2020
22/12/2020
 #স্পিরুলিনা (পৃথিবী বিখ্যাত একটি সুপার ফুড , সকলের  জানা প্রয়োজন)স্পিরুলিনা হলো খুবই উচ্চক্ষমতাসম্পন্ন পুষ্টিকর এক ধরন...
15/12/2020

#স্পিরুলিনা
(পৃথিবী বিখ্যাত একটি সুপার ফুড , সকলের জানা প্রয়োজন)
স্পিরুলিনা হলো খুবই উচ্চক্ষমতাসম্পন্ন পুষ্টিকর এক ধরনের সামুদ্রিক শৈবাল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে " বিশ্বের সর্বোৎকৃষ্ট পুষ্টিকর খাদ্য হচ্ছে স্পিরুলিনা যা প্রাকৃতিকভাবেই প্রোটিন, আয়রন, ভিটামিন এবং মিনারেল এর উৎস ।"
পৃথিবীতে স্পিরুলিনা এই হচ্ছে একমাত্র ফুড সাপ্লিমেন্ট যাতে মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন , প্রোটিন, মিনারেল, অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড, অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ,প্রোবায়োটিক উপাদান সহ অন্যান্য স্বাস্থ্যসুরক্ষা গুণসম্পন্ন উপাদান আছে ।
★ ★ স্পিরুলিনা তে যে সকল পুষ্টি উপাদান আছে:
★ প্রোটিন প্রায় 70 পার্সেন্ট
★ ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স ( বি১, বি২, বি৩, বি৯, বি১২ ), ভিটামিন সি, ডি, ই ,কে ।
★ মিনারেলস যেমন: ক্যালসিয়াম ,আয়রন, জিংক,
সেলেনিয়াম ,আয়োডিন ,ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম
★ অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড যেমন: গামা লিনোলেনিক এসিড , ওমেগা 3 ফ্যাটি এসিড ইত্যাদি
★ বিটা-ক্যারোটিন ,অ্যাসটাজেনথিন, ফাইকোসায়ানিন ক্লোরোফিল ইত্যাদি
★ অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের মধ্যে আছে সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিওন পার অক্সিডেজ ,
প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক উপাদান ।
★ গবেষণায় দেখা গেছে এক কেজি স্পিরুলিনা তে যে পরিমাণ পুষ্টিগুণ বিদ্যমান থাকে অন্যান্য সবজির 1000 কেজিতে ঠিক সেই পরিমান পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে ।
★ ★ কি কি রোগে ব্যবহৃত হয়:
★ অপুষ্টি ,
★ সাধারণ দুর্বলতা
★ অকালবার্ধক্য
★ টাইপ টু ডায়াবেটিস
★ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
★গর্ভকালীন দুর্বলতা
★ মাতৃদুগ্ধ বৃদ্ধিতে
★ রক্তস্বল্পতা
★অ্যান্টিবায়োটিক সেবন জনিত দুর্বলতা
★ প্রোটিনের অভাব
★ ভিটামিন ও মিনারেলের ঘাটতি
★ ফ্রিরেডিকেল দ্বারা সৃষ্ট বিষক্রিয়া
★ চর্মরোগ চিকিৎসার সহযোগী হিসেবে
★ চুলপড়া
★ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি
★ অ্যালার্জিক প্রতিক্রিয়া
★ শিশুর সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য
★ ★ সেবন মাত্রা ও সেবন বিধি
500 এমজি সমপরিমাণ একটি ক্যাপসুল বা ট্যাবলেট একজন পূর্ণবয়স্ক এর জন্য দৈনিক চার থেকে ছয় টি সেবন করা যায়। তবে সাধারণত 500 এমজি এর ক্যাপসুল বা ট্যাবলেট সকালে একটি এবং রাতে একটি সেবনের পরামর্শ দেওয়া হয়।

Address

Bangobhondhu Sheikh Mujib Road
Munshiganj
1500

Telephone

+8801830466557

Website

Alerts

Be the first to know and let us send you an email when Genial Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Genial Health Care:

Share