Dr Rafiqul Islam

Dr Rafiqul Islam 01. Natural Homeopathic Medicine
02. Malaysia DXN Food Supplement
03. Physio therapy & Meditation

24/07/2025
DXN Stockist Sumit 19/07/25 DXN Baridhara Office
23/07/2025

DXN Stockist Sumit 19/07/25 DXN Baridhara Office

DXN Stockist Sumit

23/07/2025

DXN Lemonzhi এমনই একটি পানীয় যার মধ্যে পৃথিবীর সেরা Red Mushroom ও লেমন এর মিশ্রণে তৈরি। গ‍্যানোডার্মা মাশরুম এর অসাধারণ ঔষধি গুণ এর কারনে ২০০টি দেশে এই পণ্যটি পাওয়া যায়। প্রধান কাজঃ ১) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ২) দেহে জমা সকল প্রকার টক্সিন ও জীবাণু Detoxify করে বের করে দেয় ৩) আমাদের অক্সিজেন লেবেল বৃদ্ধি করে ৪) রক্তের PHলেবেল নিয়ন্ত্রণ করে। ৫) শরীর এনার্জিটিক ও চাঙ্গা রাখে

23/07/2025

ননীফল যার আদি নিবাস আফ্রিকা। এই ফলটি বতর্মান বাংলাদেশসহ বিভিন্ন দেশে পাওয়া যায়। এই ফল খেলে ১৫০ এর অধিক রোগ আরোগ্য ও প্রতিরোধ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ক‍্যান্সার, বাতব‍্যথা, এলার্জী ও নানাবিধ চর্মলৌগ, ডায়াবেটিসসহ আর অনেক রোগ। পণ‍্যটি পেতে যোগাযোগ করুন Dr Rafiqul Islam BHMS(D.U) BHS(Upper) DHMSDhaka) চেম্বারঃ হোমিওপ্যাথিক স্বাস্থ্য কেন্দ্র। খান প্লাজা শপিং মল, সিপাহীপাড়া, রামপাল, মুন্সীগঞ্জ। Mob; 01927269290 #ননীফল #ননীফলেউপকারিতা #ননীফলচাষ #ননীফলখাওয়ারনিয়ম

23/07/2025

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতাসে ভেসে বেড়ানো অতিক্ষুদ্র জীবাণু, ভাইরাস ও প্যাথোজেন কণার মিশ্রণ।

আমেরিকার ইউনিভার্সিটি অব কলোরাডোর লেজার-ভিত্তিক গবেষণাসহ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ফ্লাশ করার সময় টয়লেটের পানির প্রবল ঘূর্ণি প্রবাহের ফলে এই কণাগুলো ৬ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং কয়েক মিনিট ধরে বাতাসে স্থির থাকে। পরে তা দাঁতের ব্রাশ, তোয়ালে ও বেসিনের মতো জায়গায় বসে যেতে পারে।

এই প্লিউমে E. coli এবং নোরোভাইরাসের মতো ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—বিশেষত যেসব বাথরুমে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খারাপ।

২০২১ সালে Physics of Fluids জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে এই জীবাণু ছড়ানোর পরিমাণ প্রায় ৫০% পর্যন্ত কমিয়ে আনা যায়। এটা একটি সহজ কিন্তু কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ।

তবে ঢাকনা দিয়ে ফ্লাশ করলে জীবাণুগুলো ঢাকনার ভিতরের অংশে লেগে যেতে পারে, কারণ ফ্লাশের সময় সৃষ্ট জলীয় কণাগুলো ঢাকনার নিচে ধাক্কা খেতে পারে। এরপর যখন আমরা সেই ঢাকনা উঠাই বা নামাই, তখন হাত, কাপড় বা ত্বকের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যদিও ঢাকনায় কিছু জীবাণু লেগে যেতে পারে, তবুও এটি বাতাসে ছড়িয়ে পড়ার তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ। তাই ঢাকনা বন্ধ করে ফ্লাশ করাই সেরা বিকল্প।

-কপি

DXN Spirulina best nutritional food in the World. ছোট থেকে বড় সকলেই DXN  Spirulina গ্রহণ করুন। রোগমুক্ত থাকুন। সারাজীবন ...
22/07/2025

DXN Spirulina best nutritional food in the World. ছোট থেকে বড় সকলেই DXN Spirulina গ্রহণ করুন। রোগমুক্ত থাকুন। সারাজীবন তারুণ্য নিয়ে সুস্থ্য থাকুন। Spirulina পেতে ও Spirulina সম্পর্কে জানতে ইনবক্স করুন বা What's app করুন। DR Rafiqul Islam Mob: 01927-269290 খানপ্লাজা শপিং মল, সিপাহীপাড়া,রামপাল, মুন্সীগঞ্জ।

21/07/2025

DXN Linzhi Coffee 3 in 1 Light চমৎকার স্বাদযুক্ত মালয়েশিয়া DXN কফি যা পান করার মাধ্যমে আপনি অপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহের সকল ক্ষতিকর টক্সিন বের করা সহ সকল প্রকার জীবাণু প্রতিরোধ করতে সক্ষম। পৃথিবীর ২০০+ দেশে এই কফি পান করে প্রাকৃতিক ভাবে সুস্থ‍্য থাকছে। পণ‍্যটি পেতে ও বিস্তারিত জানতে What's app করুন 01927269290 Dr Rafiqul Islam DXN Munshiganj Service Center খান প্লাজা শপিং মল। সিপাহীপাড়া, রামপাল,মুন্সীগঞ্জ

Address

Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rafiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Rafiqul Islam:

Share