
24/12/2024
*নাকের ড্রপ ব্যবহারে সতর্ক হোন*
ইদানিং দেখা যাচ্ছে অহরহ নাকের ড্রপ ইউস করা হচ্ছে। বিশেষ করে oxymetazoline, xylometazolin গ্রুপের ড্রপ লং টাইম ধরে বাচ্চাদের দেওয়া হচ্ছে এমন কি নবজাতক শিশুরাও বাদ যাচ্ছে না। এই ও*ষু*ধগুলো বাজারে (Afr*n, Ryn*x, Xyloc*n, Antaz*l, Oxyn*x,Zo*i,Nataz*l) ইত্যাদি নামে পাওয়া যায়। সাধারণত দুই বছরের আগের দেওয়া ঠিক না। তারপরও অনেক সময় দুই বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রবিশেষে সাজেস্ট করা হয়। এই ধরনের নাকের ড্রপ গুলা যখন আপনি অনেকদিন ধরে ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে ,যেমন :
*বারবার সর্দি ও নাক বন্ধ হওয়া
*হাঁচি দেওয়া
*নাক ভিতর শুকিয়ে যাওয়া
*নাকের ভিতর জ্বালাপোড়া
*নাকের টিস্যু নষ্ট হয়ে যাওয়া
*অস্থিরতা
*বুক ধরফর করা
*ঘুমের সমস্যা করা
*উচ্চ রক্তচাপ
*চোখে ঝাপসা দেখা, ইত্যাদি
তাই চেষ্টা করবেন এই ধরনের ড্রপগুলো নাক বন্ধ না হলে একবেলাও দেওয়ার দরকার নেই, দিলে চেষ্টা করবেন সর্বোচ্চ দুই বেলা ব্যবহার করতে এবং একটানা ৩-৫ দিনের বেশি যেন না হয়।
নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে নরমাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড জাতীয় যে সকল নাকের ড্রপ পাওয়া যায় সেগুলো সবচেয়ে নিরাপদ । বাজারে (Solo, Happysol, Norsol, N sol, Nosomist ইত্যাদি) নামে পাবেন এই ড্রপ। চাইলে আপনি এক ঘণ্টা বা দুই ঘন্টা পরও প্রয়োজন হলে পুনরায় ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনে একটানা অনেক দিন ব্যবহার করা যাবে।
শিশু স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।