25/01/2022
স্বাস্থ্য টিপস ৭ঃ(খাবার স্যালাইন খাওয়ানোর সতর্কতা)
আমরা সবাই জানি, খাবার স্যালাইন ডায়রিয়া বা কলেরার মহা ওষুধ।
কিন্তু আপনি জানেন কি?
পরিমাণ মত পানিতে খাবার স্যালাইন মিশানো না হলে, এই মহা ওষুধ ই বিপদের কারণ হতে পারে বিশেষ করে বাচ্চাদের।
আপনার ছোট বাচ্চার পতলা পায়খানা হচ্ছে। আপনি ভাবলেন, অল্প পানিতে পুরা স্যালাইন টা মিশিয়ে বাচ্চাকে খাওয়াই,তাইলে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে।
আপনি বাচ্চার ভালো করতে যেয়ে বাচ্চার মারাত্মক ক্ষতি করে বসলেন,কারন অল্প পানিতে স্যালাইন মিশানোর কারনে শরীরে সেই স্যালাইন যেয়ে, শরীরে মধ্যে থাকা লবন পানির তারতম্য ঘটায় এবং হাইপার ন্যাট্রেমিয়া করে, ফলে বাচ্চার খিচুনি হতে পারে। আর সময় মত চিকিৎসা না করাতে পারলে বাচ্চা মারাও যেতে পারে।
সাম্প্রতিক এমন একটা ঘটনা ঘটেছে, বাচ্চার মা অজ্ঞতা বসত এমন করেছিল। শুনেছিলাম,সেই বাচ্চাকে ICU তে নেয়াও লাগছিল।
তাই সঠিক নিয়মে খাবার স্যালাইন পানিতে মিশান।
সঠিক নিয়মঃ
১/২ লিটার বা ৫০০ মিলি পানিতে পুরো স্যালাইন মিশিয়ে নিন।
যারা ১/২ লিটার কতটুকু বুঝে উঠতে পারেন না, তারা ১/২ লিটার পানির বোতলে পুরো স্যালাইন মিশাবেন।
২৫০/৩০০/৪০০ মিলি পানিতে কখনো পুরো স্যালাইনের প্যাকেট গুলাবেন না।
আবার ৬০০/৭০০/৮০০ মিলি পানিতে মাত্র এক প্যাকেট গুলাবেন না।
আর গরম পানি তে স্যালাইন মিশাবেন না,এতে স্যালাইনের গুনাগুন নষ্ট হয়ে যায়।
খাওয়ানো নিয়মঃ
বড়দের জন্যে - প্রতিবার পতলা পায়খানার পর ১/২ লিটার পানিতে ১ প্যাকেট খাবার স্যালাইন মিশিয়ে খাবেন
বাচ্চাদের জন্যেঃ MBBS ডাঃ এর পরামর্শ নিন কারন বাচ্চাদের ওজন ও বয়সের সাথে মিল রেখে কতটুকু খাবে, সেটা নির্ধারন করা হয়।
🙏সেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন