Dr.Kamal Hossain

Dr.Kamal Hossain I SOLEMNLY PLEDGE to dedicate my life to the service of humanity

☞ হাত ভাঙার পর ডাক্তারের কাছে না গিয়ে গিয়েছিলেন কবিরাজের কাছে। ☞Necrosis এর কারনে এখন কেটে ফেলতে হবে হাতের এই অংশটুকু ...
29/08/2023

☞ হাত ভাঙার পর ডাক্তারের কাছে না গিয়ে গিয়েছিলেন কবিরাজের কাছে।
☞Necrosis এর কারনে এখন কেটে ফেলতে হবে হাতের এই অংশটুকু 😢

এই ছবিটা থেকে শিক্ষা লাভ করুন। হাত ভাঙ্গলে কবিরাজের কাছে না গিয়ে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। ❤️
©️

Credit: dr.K.M saifullah
10/07/2023

Credit: dr.K.M saifullah

আপনি জানেন কি? গ্যাস্টিকের ওষুধ দীর্ঘদিন খেলে, উপকারের চেয়ে, বেশি অপকার হয়।১.হাড় ক্ষয় হয়ে যায় ২.বদ হজম হয় ৩.রক্ত শুন্যতা...
04/03/2022

আপনি জানেন কি? গ্যাস্টিকের ওষুধ দীর্ঘদিন খেলে, উপকারের চেয়ে, বেশি অপকার হয়।

১.হাড় ক্ষয় হয়ে যায়
২.বদ হজম হয়
৩.রক্ত শুন্যতা দেখা যায়।
৪.দরকারী খনিজ পদার্থ শরীরে কমে যায়।

তাই,অযথা গ্যাস্টিকের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।

মনে রাখবেন, প্রতিটা ওষুধ ই বিষ, যদি সেটা অতিরিক্ত মাত্রার খাওয়া হয়।

স্বাস্থ্য টিপস ৭ঃ(খাবার স্যালাইন খাওয়ানোর সতর্কতা) আমরা সবাই জানি, খাবার স্যালাইন ডায়রিয়া বা কলেরার মহা ওষুধ। কিন্তু আপন...
25/01/2022

স্বাস্থ্য টিপস ৭ঃ(খাবার স্যালাইন খাওয়ানোর সতর্কতা)

আমরা সবাই জানি, খাবার স্যালাইন ডায়রিয়া বা কলেরার মহা ওষুধ।

কিন্তু আপনি জানেন কি?
পরিমাণ মত পানিতে খাবার স্যালাইন মিশানো না হলে, এই মহা ওষুধ ই বিপদের কারণ হতে পারে বিশেষ করে বাচ্চাদের।

আপনার ছোট বাচ্চার পতলা পায়খানা হচ্ছে। আপনি ভাবলেন, অল্প পানিতে পুরা স্যালাইন টা মিশিয়ে বাচ্চাকে খাওয়াই,তাইলে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

আপনি বাচ্চার ভালো করতে যেয়ে বাচ্চার মারাত্মক ক্ষতি করে বসলেন,কারন অল্প পানিতে স্যালাইন মিশানোর কারনে শরীরে সেই স্যালাইন যেয়ে, শরীরে মধ্যে থাকা লবন পানির তারতম্য ঘটায় এবং হাইপার ন্যাট্রেমিয়া করে, ফলে বাচ্চার খিচুনি হতে পারে। আর সময় মত চিকিৎসা না করাতে পারলে বাচ্চা মারাও যেতে পারে।

সাম্প্রতিক এমন একটা ঘটনা ঘটেছে, বাচ্চার মা অজ্ঞতা বসত এমন করেছিল। শুনেছিলাম,সেই বাচ্চাকে ICU তে নেয়াও লাগছিল।

তাই সঠিক নিয়মে খাবার স্যালাইন পানিতে মিশান।

সঠিক নিয়মঃ

১/২ লিটার বা ৫০০ মিলি পানিতে পুরো স্যালাইন মিশিয়ে নিন।

যারা ১/২ লিটার কতটুকু বুঝে উঠতে পারেন না, তারা ১/২ লিটার পানির বোতলে পুরো স্যালাইন মিশাবেন।

২৫০/৩০০/৪০০ মিলি পানিতে কখনো পুরো স্যালাইনের প্যাকেট গুলাবেন না।

আবার ৬০০/৭০০/৮০০ মিলি পানিতে মাত্র এক প্যাকেট গুলাবেন না।

আর গরম পানি তে স্যালাইন মিশাবেন না,এতে স্যালাইনের গুনাগুন নষ্ট হয়ে যায়।

খাওয়ানো নিয়মঃ
বড়দের জন্যে - প্রতিবার পতলা পায়খানার পর ১/২ লিটার পানিতে ১ প্যাকেট খাবার স্যালাইন মিশিয়ে খাবেন

বাচ্চাদের জন্যেঃ MBBS ডাঃ এর পরামর্শ নিন কারন বাচ্চাদের ওজন ও বয়সের সাথে মিল রেখে কতটুকু খাবে, সেটা নির্ধারন করা হয়।

🙏সেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন

স্বাস্থ্য টিপস ৬ঃ (স্বাস্থ্যকর খাবার)কথায় আছে, "না খেয়ে কেউ মরে না,খেয়েই মানুষ মরে "।বেশি দিন বাঁচতে হলে, পরিমিত পরিমানে...
24/01/2022

স্বাস্থ্য টিপস ৬ঃ (স্বাস্থ্যকর খাবার)

কথায় আছে, "না খেয়ে কেউ মরে না,খেয়েই মানুষ মরে "।

বেশি দিন বাঁচতে হলে, পরিমিত পরিমানে স্বাস্থ্যকর খাবার খান।

স্বাস্থ্য টিপস ঃ (ডায়াবেটিস কমে যাওয়া) আপনি জানেন কি? ডায়াবেটিস মারাত্মক কমে যেয়ে কেউ অজ্ঞান হয়ে গেলে, খুব অল্প সময়ের মধ...
17/01/2022

স্বাস্থ্য টিপস ঃ (ডায়াবেটিস কমে যাওয়া)

আপনি জানেন কি?
ডায়াবেটিস মারাত্মক কমে যেয়ে কেউ অজ্ঞান হয়ে গেলে, খুব অল্প সময়ের মধ্যে রুগীর অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকি রুগী মারা যেতেও পারে।

মারাত্মক ভাবে ডায়াবেটিস কমে যাওয়ায় আগে কিছু লক্ষন দেখা যায় সাধারণত, সেগুলো নিচের ছবিতে দেয়া আছে।

ডায়াবেটিস কমে গেলে করনীয় ঃ
১.রুগী মুখে খেতে পারলে মিষ্টি জাতীয় কিছু যেমন চিনির সরবত বা মিষ্টি অথবা মিষ্টি জাতীয় যে কোন খাবার খাওয়াবেন।
২.অজ্ঞানের মত হয়ে গেলে,মুখে কিছু খেতে না পারলে মিষ্টি জাতীয় জেলি, জিহবা এবং গালের ভিতরের দিকে হাল্কা করে মেখে দিন আর দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ডায়াবেটিস কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার লক্ষ্মণ অনেকটা একই রকম।

কিন্তু ডায়াবেটিস কমে যাওয়ার ক্ষতি, ডায়াবেটিস বেড়ে যাওয়ার ক্ষতির চেয়ে অনেক বেশি মারাত্মক হয়।

তাই,নিচের লক্ষন গুলি দেখা দিলে, যদি বাসায় ডায়াবেটিস মাপার মেশিন থাকে,দ্রুত ডায়াবেটিস মাপুন। আর মেশিন না থাকলে মিষ্টি জাতীয় কিছু খেয়ে নিন।আর ডাঃ এর পরামর্শ নিন।

পোস্টটি সেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

স্বাস্থ্য টিপস ঃ৪ (হাত ধোয়ার গুরুত্ব) ৮০ % মানে ৮০ ভাগ রোগ হতে মুক্ত হতে পারবেন, শুধু মাত্র..১. খাবার আগে ও পরে। ২. টয়লে...
16/01/2022

স্বাস্থ্য টিপস ঃ৪ (হাত ধোয়ার গুরুত্ব)

৮০ % মানে ৮০ ভাগ রোগ হতে মুক্ত হতে পারবেন, শুধু মাত্র..

১. খাবার আগে ও পরে।
২. টয়লেট থেকে আসার পর সঠিক ভাবে সাবান দিয়ে হাত ধোলে।

তাই নিয়মিত সঠিক ভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন,রোগ বালাই হতে মুক্ত থাকুন।

🙏সেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

স্বাস্থ্য টিপস ঃ৩ (কৃমি)আপনি জানেন কি? আপনি খাবার যে পুষ্টি পান, সেই পুষ্টির ৫০ ভাগ আপনার দেহে বসবাস করা কৃমিরা খেয়ে ফেল...
15/01/2022

স্বাস্থ্য টিপস ঃ৩ (কৃমি)

আপনি জানেন কি? আপনি খাবার যে পুষ্টি পান, সেই পুষ্টির ৫০ ভাগ আপনার দেহে বসবাস করা কৃমিরা খেয়ে ফেলে।

অনেকে বলে আমার বাচ্চা খায় কিন্তু ও শুকায়ই যাচ্ছে। আপনি কি আপনার বাচ্চাকে ৬ মাস পর পর সঠিক নিয়মে কৃমির ওষুধ খাওয়াচ্ছেন?

পেটে কৃমি থাকার লক্ষনগুলিঃ
১.পর্যন্ত খাওয়ার পরও আপনার বাচ্চা অপুষ্টি তে ভুগা।
২.মাঝে মাঝে পেট ব্যথা করা
৩.এপেন্ডিসাইটিস ও হতে পারে।

প্রতিকার ঃ
১.খাবার আগে এবং টয়লেট থেকে আসার পর ভালো করে হাত ধোয়া
২.খালি পায়ে না হাটা।

চিকিৎসা ঃ
১.এলবেন্ডাজল ৪০০। ১ম দিন ও ৭ দিন পর।
অথবা
২.মেবেনডাজল ১০০।একটা সকাল ও রাত, পর পর ৩ দিন।

প্রতি ৬ মাস পর পর সবার কৃমির ওষুধ খাওয়া উচিত, বিশেষ করে গ্রামের মানুষ দের এবং বাচ্চাদের।

*বাচ্চাদের চিকিৎসার জন্যে MBBS ডাঃ এর পরামর্শ নিন কারন বাচ্চাদের ওজনের সাথে মিল রেখে ওষুধ দেয়া লাগে ।

🙏 সেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

স্বাস্থ্য টিপস ঃ২ ( হার্ট অ্যাটাক) হঠাৎ যদি  বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন, তবে দ্রুত ডাঃ এর পরামর্শ নিন।গ্যাস্টিকের ব্য...
13/01/2022

স্বাস্থ্য টিপস ঃ২ ( হার্ট অ্যাটাক)

হঠাৎ যদি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন, তবে দ্রুত ডাঃ এর পরামর্শ নিন।

গ্যাস্টিকের ব্যথা বলে এড়িয়ে যাবেন না।

হার্টের ব্যথা অনেকের ক্ষেত্রে গ্যাস্টিকের ব্যথার মত হয়।

বড় ধরনের হার্ট অ্যাটাক হলে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। কারন এই সব রুগীর ৫০ ভাগ হাসপাতালে আসার আগেই রাস্তায় মারা যায়।

হার্ট অ্যাটাকের লক্ষন গুলিঃ
১.বুকে প্রচন্ড ব্যথা অনুভব করা বিশেষ করে বুকের বাম পাশে।

২.এই ব্যথা চোয়াল এবং বাম হতের দিকে আসা

৩. শরীর ঘামানো এবং বমি ভাব

৪.গ্যাস্টিকের ওষুধ খেলেও ব্যথা না কমা।

এসব উপসর্গ দেখা দিলে অতি দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে যান।

আপনার কি উচ্চ রক্তচাপ (পেসার) আছে? তাইলে নিচের পরামর্শ গুলি মেনে চলুন। প্রতি মাসে কমপক্ষে একবার ডা.এর পরামর্শ নিন।আর যাদ...
11/01/2022

আপনার কি উচ্চ রক্তচাপ (পেসার) আছে? তাইলে নিচের পরামর্শ গুলি মেনে চলুন।

প্রতি মাসে কমপক্ষে একবার ডা.এর পরামর্শ নিন।

আর যাদের উচ্চ রক্তচাপ নেই, তাদের ৬ মাসে কমপক্ষে একবার পেসার চেক করুন।

কারো স্বাস্থ্যসেবা বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট এ বলতে পারেন।

09/01/2022

ইনশাআল্লাহ, স্বাস্থ্যসেবা বিষয়ে নিয়মিত পোস্ট করা হবে এই পেজ থেকে।

Address

Kamar Khara, Tongibari
Munshiganj
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Kamal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Kamal Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category