Hamdard Munsiganj Branch

Hamdard Munsiganj Branch • হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?

06/08/2025
18/07/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হামদর্দ ইহরাম সাবান।। ❤️❤️
07/07/2025

হামদর্দ ইহরাম সাবান।। ❤️❤️

17/05/2025

🌿 হামদর্দ কারমিনা: হাইপার-অ্যাসিডিটি, বদহজমসহ পরিপাকতন্ত্রের গোলযোগ নিরাময়ে প্রাকৃতিক সমাধান।
কারমিনা প্রাকৃতিক উপাদান যেমন- ত্রিফলা (আমলকী, হরিতকী, বহেড়া), আদা, গোলমরিচ, দারচিনি, জৈন, লেবু ও সামুদ্রিক লবণের সমন্বয়ে প্রস্তুত । কারমিনা একটি প্রাকৃতিক ইউনানী ওষুধ যা অম্লাধিক্য (হাইপার-অ্যাসিডিটি), বদহজম, পেটফাঁপা, চুকা ঢেকুর, ক্ষুধামান্দ্য, পেটে গ্যাসজনিত পেটব্যথাসহ পরিপাকতন্ত্রের যাবতীয় গোলযোগ দূর করে। কারমিনা মূলত: পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং পাকস্থলী ও লিভারের কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে পরিপাকতেন্ত্রের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনে ও সুস্থ রাখতে সাহায্য করে।

🌱 কারমিনার উপকারিতা:
১. অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক এর সমস্যা দূর করে: পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে।
২. হজমশক্তি বৃদ্ধি করে: খাবার দ্রুত ও সঠিকভাবে হজমে সাহায্য করে।
৩. পেটের ব্যথা উপশম করে: পেটের জ্বালা-পোড়া ও পেটব্যথা কমিয়ে দেয়।
৪. বদহজম দূর করে: পেটের ফোলাভাব, গ্যাস, অস্বস্তি ও চুকা ঢেকুর থেকে মুক্তি দেয়।
৫. সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি: কারমিনাতে কোন ক্ষতিকারক রাসায়নিক উপাদান নেই। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত ও নিরাপদ।

🌿 কারমিনার উপাদান:
কারমিনা প্রাকৃতিক ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত, যেমন:
• আদা (Ginger): আদাতে বিদ্যমান জিনজারোল পাকস্থলী শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে, হজমে সহায়তা করে, অ্যাসিডিটি দূর করে, বাইল উৎপাদন উদ্দীপ্ত করে।
• গোলমরিচ (Black Pepper): খাদ্য হজম ও খাদ্যের পুষ্টি উপাদান শোষনে সহায়তা করে।
• ত্রিফলা (Amlaki, Haritaki and Bahira): পাকস্থলী ও লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে।

এছাড়াও কারমিনাতে অন্যান্য উপাদান রয়েছে যা পরিপাকতন্ত্রের শক্তি ও কার্যক্রম বৃদ্ধিতে সহায়তা করে এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন গোলযোগ দূর করে।

🏥 হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্র:
বিশ্বস্ত ও পরীক্ষিত প্রাকৃতিক সমাধানের জন্য আজই হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্রে আসুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

📦 সহজলভ্যতা:
🛒 হামদর্দ আউটলেট ও স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায়।
🌐 খুব শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে কিনতে পারবেন।
🛡️ সুস্থ জীবন, হামদর্দের নিরাপদ ছায়ায়! 🌿

17/05/2025

🌿 জোশিনা –ঠান্ডা, সর্দি-কাশি, গলা ব্যথার জন্য চমৎকার সমাধান! 🌿
জোশিনা ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি কার্যকর ফর্মূলেশন, যা ঠান্ডা,সর্দি, কাশি, গলাব্যথা, সর্দিজনিত জ্বর ও গায়ে ব্যথা, ব্রংকাইটিস ও শ্বাসতন্ত্রের নানা সমস্যার জন্য অত্যন্ত উপকারী।
✨ জোশিনার বিশেষ উপকারিতা:
✅ ঠান্ডা, সর্দি, কাশি ও গলাব্যথা দ্রুত উপশম করে।
✅ শ্বাসনালী পরিষ্কার করে এবং বুকে জমে থাকা কফ সহজে বের করতে সহায়তা করে।
✅ প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সংক্রমণ দূর করে।
✅ ব্রংকাইটিস ও টনসিলের প্রদাহের ক্ষেত্রে কার্যকর।
🌱 মূল উপাদানসমূহ:
🔹 যষ্টিমধু – গলা ব্যথা, টনসিলের প্রদাহ ও শ্বাসকষ্ট উপশমে কার্যকর।
🔹 সাপেস্তান – জমাট কফ তরল করে বের করতে সাহায্য করে।
🔹 বনফশা, খেতমী ও ওন্নাব – শ্বাসতন্ত্রের প্রদাহ হ্রাস করে।
🔹 গাওজবান ও খোব্বাজী – ঠান্ডাজনিত সংক্রমণ প্রতিরোধ করে।
☕ ১ স্যাচেট জোশিনা ১ কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক ২-৩ বার পান করুন, থাকুন ঠান্ডা, সর্দি-কাশিমুক্ত ও সুস্থ!
🏥 হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্র:
বিশ্বস্ত ও পরীক্ষিত প্রাকৃতিক সমাধানের জন্য আজই হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্রে আসুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
📦 সহজলভ্যতা:
🛒 হামদর্দ আউটলেট ও স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায়।
🌐 খুব শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে কিনতে পারবেন।
🛡️ সুস্থ জীবন, হামদর্দের নিরাপদ ছায়ায়! 🌿

17/05/2025

🌿 হামদর্দ ছাফী- রক্ত পরিশোধন ও সুস্থতার জন্য প্রাকৃতিক সমাধান 🌿
ছাফী সিরাপ ও ক্যাপসুল সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি একটি প্রাকৃতিক রক্ত পরিশোধক, যা রক্ত পরিশোধনের মাধ্যমে শরীর হতে বিষক্রিয়া অপসারণে সহায়তা করে, চর্মরোগ দূর করে এবং উজ্জ্বল ত্বক নিশ্চিত করে।
ছাফীর কার্যকারিতা:
✅ রক্ত দূষণ রোধ: শরীর থেকে দূষিত উপাদান বের করে রক্তকে বিশুদ্ধ রাখে।
✅ ত্বকের যত্ন: ছাফী রোগমুক্ত উজ্জ্বল ত্বক নিশ্চিত করে।
✅ চর্মরোগ দূর করে: ছাফী ব্রণ, ফোঁড়া, ফুসকুড়ি, খোঁস-পাচড়াসহ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাকৃতিক নিরাময়।
✅ ওজন নিয়ন্ত্রণ: ছাফী শরীর হতে অতিরিক্ত মেদ কমিয়ে স্লীম ও স্মার্ট রাখে।
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ছাফী দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সংক্রমণ হতে দেহকে সুরক্ষিত রাখে।
✅ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট: ছাফী শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেহের কোষ-কলাকে ফ্রি-রেডিকেলের ধ্বংস হতে সুরক্ষা করে।
✅ এছাড়াও ছাফী জ্বর, হাম, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবকালীন জ্বালা-পোড়া এর চিকিৎসায় অত্যন্ত উপকারী।

🏥 হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্র:
বিশ্বস্ত ও পরীক্ষিত প্রাকৃতিক সমাধানের জন্য আজই হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্রে আসুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

📦 সহজলভ্যতা:
🛒 হামদর্দ আউটলেট ও স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায়।
🌐 খুব শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে কিনতে পারবেন।
🛡️ সুস্থ জীবন, হামদর্দের নিরাপদ ছায়ায়! 🌿

#সাফি

24/04/2025

🧠✨ ব্রেনুলা–স্মরণশক্তি, বুদ্ধিমত্তা ও মনোযোগ বৃদ্ধির অনন্য প্রাকৃতিক উৎস!

📖 ব্রেনুলা সিরাপ পুষ্টিদায়ক ও কার্যকরী প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি আয়ুর্বেদিক ফর্মূলেশন। ব্রেনুলা সিরাপের অন্যতম প্রধান উপাদান ব্যাকোপা মনিরি। এটি মূলত: ব্রাহ্মী নামে পরিচিত, যা ব্রেন টনিক, নিউরোপ্রোটেকটিভ (স্নায়ু সুরক্ষাকারক) হিসেবে কাজ করে এবং মানসিক চাপ, স্মরণশক্তি হ্রাস, ভুলে যাওয়ার প্রবণতা বা ডিমেনশিয়া, বয়সজনিত স্মৃতি বৈকল্য ও মনোযোগের ঘাটতিতে দূর করে।

🔹 ব্রেনুলা সিরাপের কার্যকারিতা
✅ স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করে
✅ মানসিক চাপ ও উদ্বেগ দূর করে
✅ মনোযোগ ও শিক্ষণ ক্ষমতা বাড়ায়
✅ স্নায়ুর সুরক্ষা নিশ্চিত করে (নিউরোপ্রোটেকটিভ)
✅ শিশুদের অস্থিরতায় শান্তকারক হিসেবে অত্যন্ত কার্যকরী
👶 বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য সমানভাবে নিরাপদ ও কার্যকর
🌿 সম্পূর্ণ প্রাকৃতিক, আয়ুর্বেদিক ও পার্শ্ব-প্রতিক্রিয়াহীন

🏥 হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্র:
বিশ্বস্ত ও পরীক্ষিত প্রাকৃতিক সমাধানের জন্য আজই হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্রে আসুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
📦 সহজলভ্যতা:
🛒 হামদর্দ আউটলেট ও স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায়।
🌐 খুব শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে কিনতে পারবেন।
🛡️ সুস্থ জীবন, হামদর্দের নিরাপদ ছায়ায়! 🌿

24/04/2025

🌿 এলভাসিন – প্রাকৃতিক হার্বাল কাশির সিরাপ! 🩺
শুকনো কাশি ও সর্দি দূর করতে এলভাসিন!
এলভাসিন বাসক, যষ্টিমধু, খেতমী, খোব্বাজী ও সাপেস্তানসহ কার্যকরী হার্বাল উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এলভাসিন কাশি নিবারক, অ্যালার্জি প্রতিরোধক এবং শ্বাসনালী সম্প্রসারক।

✅ শুকনো কাশি-সর্দি, ফুসফুস ও নাকের আবদ্ধতা নিরাময়ে কার্যকর।
✅ নিরাপদ, সুসহনীয় ও তন্দ্রাচ্ছন্নতা মুক্ত।
✅ শিশু ও বয়স্কদের জন্য সমান কার্যকর।
💚 প্রাকৃতিক যত্নে থাকুন সুস্থ!

🏥 হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্র:
বিশ্বস্ত ও পরীক্ষিত প্রাকৃতিক সমাধানের জন্য আজই হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্রে আসুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
📦 সহজলভ্যতা:
🛒 হামদর্দ আউটলেট ও স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায়।
🌐 খুব শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে কিনতে পারবেন।
🛡️ সুস্থ জীবন, হামদর্দের নিরাপদ ছায়ায়! 🌿

24/04/2025

🌿 মারবেলাস-প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি কার্যকরী হারবাল সিরাপ 🌿
মারবেলাস হামদর্দ বাংলাদেশের তৈরি একটি কার্যকরী হারবাল সিরাপ, যা কুড়চি ছালের সমন্বয় ও কাঁচা বেলের মজ্জা থেকে প্রস্তুত। এটি ডায়রিয়া, এবং পরিপাকতন্ত্রের যাবতীয় গোলযোগ নিরাময়ের প্রাকৃতিক সমাধান।

মারবেলাস সিরাপ এর কার্যকারিতা:
✅ ডায়রিয়া ও আমাশয় নিরাময়: মারবেলাস দ্রুত ডায়রিয়া ও আমাশয় এর লক্ষণসমূহ দূর করে।
✅ ব্যাকটেরিয়া ও পরজীবি ধ্বংস করে: মারবেলাস সিগেলা ব্যাকটেরিয়া, ই. কোলাই, সালমোনেলা এবং অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া ইত্যাদি ক্ষতিকর পরজীবি ধ্বংসে সহায়ক।
✅ ক্রিমি নির্মূল করে: এটি বিভিন্ন প্রকার ক্রিমি যেমন- অ্যাসকারিস লুম্ব্রিকোয়েড্স (গোল ক্রিমি), অ্যানকাইলোস্টোমা ডিওডেনাল (বক্র ক্রিমি), টিনিয়া সোলিয়াম (ফিতা ক্রিমি) দ্বারা সৃষ্ট সংক্রমণ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🌱 মারবেলাসন-এ বিদ্যমান প্রাকৃতিক উপাদানের গুণাগুণ:
🌸 বেল: কাঁচা বেল হজমকারক, পাকস্থলীর শক্তিবর্ধক। এটি ডায়ারিয়া ও আমাশয়ের জন্য দায়ী জীবাণুর সংক্রমণ দূর করে।
🌸 কুড়চি: কুড়চি ছাল আমাশয় নিরাময়ে বিশেষভাবে উপকারী। এটি তীব্র ও দীর্ঘমেয়াদী অ্যামিবিক ডিসেন্ট্রির চিকিৎসায় অত্যন্ত কার্যকরী।

✨ কেন মারবেলাস বেছে নেবেন?
• এতে প্রাকৃতিক উপাদান বিদ্যমান ও নিরাপদ।
• ডায়রিয়া ও আমাশয়ের কারণ নির্মূলে সরাসরি কাজ করে।
• পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে।

🏥 হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্র:
বিশ্বস্ত ও পরীক্ষিত প্রাকৃতিক সমাধানের জন্য আজই হামদর্দ হলিস্টিক চিকিৎসা কেন্দ্রে আসুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
📦 সহজলভ্যতা:
🛒 হামদর্দ আউটলেট ও স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায়।
🌐 খুব শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে কিনতে পারবেন।
🛡️ সুস্থ জীবন, হামদর্দের নিরাপদ ছায়ায়! 🌿

13/04/2025
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ মুন্সিগঞ্জ শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন এবং রুহ আফজা...
21/02/2025

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ মুন্সিগঞ্জ শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন এবং রুহ আফজা শরবত আপ্যায়ন।।

Address

Munshiganj Plaza, Room # 11-12, Sadar Road, Kacharipara
Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when Hamdard Munsiganj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hamdard Munsiganj Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category