আয়েশা হেলথ ফাউন্ডেশন

আয়েশা হেলথ ফাউন্ডেশন Ayesha Health Foundation
Founder: Md. Mojibur Rahman Sheikh
This organization will provide free med

প্রতিবছর যেখানে ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন সেখানে আমাদের সংগ্রহীত হয় ছয় থেকে সাত লাখ ব্যাগ ।আসুন সবাইকে রক্তদানে উৎস...
03/12/2020

প্রতিবছর যেখানে ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন সেখানে আমাদের সংগ্রহীত হয় ছয় থেকে সাত লাখ ব্যাগ ।

আসুন সবাইকে রক্তদানে উৎসাহিত করি। এক ব্যাগ রক্ত পারে একটা জীবনকে বাঁচিয়ে দিতে।

https://youtu.be/GpQSSj9fM9U

প্রতিবছর যেখানে ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন সেখানে আমাদের সংগ্রহীত হয় ছয় থেকে সাত লাখ ব্যাগ । আসুন সবাইকে রক্ত.....

14/11/2019

কারো হার্ট অ্যাটাক হয়ে হার্টবিট ও শ্বাস বন্ধ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দিয়ে জীবন বাঁচাতে পারে যে কেউ।

বি.দ্র.: মাত্র এক মিনিটের ভিডিও, হয়তো এই এক মিনিটের শিক্ষাই আশেপাশের এক জন মানুষের জীবন বাচিঁয়ে দিতে পারেন আপনি নিজেই।

ব্রাহ্মণবাড়িয়ার কাসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামন করছি। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুন।
12/11/2019

ব্রাহ্মণবাড়িয়ার কাসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামন করছি। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুন।

02/11/2019
ধন্যবাদ মানব কন্ঠ, সভ্যতার আলো, দৈনিক অধিকার,বাংলাদেশের খবর - পত্রিকাকে।স্বাস্থ্য সেবায় সকলের পাশে  #আয়েশা_হেলথ_ফাউন্ডেশ...
02/11/2019

ধন্যবাদ মানব কন্ঠ, সভ্যতার আলো, দৈনিক অধিকার,বাংলাদেশের খবর - পত্রিকাকে।স্বাস্থ্য সেবায় সকলের পাশে #আয়েশা_হেলথ_ফাউন্ডেশন ।ইনশাআল্লাহ আগামীতে আমাদের কার্যকম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় আয়েশা হেলথ ফাউন্ডেশনের আজ প্রথম মেডিকেল ক্যাম্পেইনে চরকুন্দলিয়া, বাসাইল, সিরাজদিখান মুন্সিগ...
01/11/2019

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় আয়েশা হেলথ ফাউন্ডেশনের আজ প্রথম মেডিকেল ক্যাম্পেইনে চরকুন্দলিয়া, বাসাইল, সিরাজদিখান মুন্সিগঞ্জের প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে ব্লাড প্রেসার নির্ণয় , ডায়াবেটিস নির্ণয় , ব্লাড গ্রুপ নির্ণয় এবং তাদের শারিরীক সকল সম্যসার চিকিৎসা সেবা দেয়া হয়।
ধন্যবাদ গ্রেট বিক্রমপুরকে সার্বিক সহযোগিতার জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় ক্যাম্পের সময় এবং স্থান জানিয়ে দেয়া হবে।
সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

14/10/2019

আয়েশা হেলথ ফাউন্ডেশন

প্রতিষ্ঠাতাঃ মোঃ মজিবুর রহমান শেখ
প্রতিষ্ঠাঃ ২০১৯
ঠিকানাঃ বালিগাও, মুন্সিগঞ্জ ( বিক্রমপুর) , বাংলাদেশ।

গঠনতন্ত্র

ধারাঃ১
সংস্থার নামঃ আয়েশা হেলথ ফাউন্ডেশন (AYESHA Health Foundation )

ধারাঃ২
ঠিকানাঃ বালিগাও,মুন্সিগঞ্জ ( বিক্রমপুর) , বাংলাদেশ।

ধারাঃ৩
কার্য এলাকাঃ সমগ্র বাংলাদেশ
এই প্রতিষ্ঠানের কার্য পরিধি প্রাথমিকভাবে ঢাকা,নারায়নগঞ্জ,মুন্সিগঞ্জ এবং ঢাকার আশেপাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ধারাঃ৪
সংস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য : প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে নিয়ন্ত্রন, অধ্যাদেশ মোতাবেক সমাজের স্বাস্থ্য উন্নয়ন কাজ করবে। বিশেষত সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা মূলক কর্মসূচী গ্রহন করবে ।

ধারাঃ৫
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য .
স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকার জনগোষ্ঠীকে মৌলিক অধিকার চিকিৎসা প্রদান করে সুস্বাস্থ্য নিঞ্চিত করতে কাজ করা।

ধারাঃ৬
প্রতিষ্ঠাকালীন সদস্য ও নীতি নির্ধারনী ফোরামঃ
ক) প্রতিষ্ঠাতাঃ মোঃ মজিবুর রহমান শেখ

খ)উপদেষ্টাঃ
আয়েশা বেগম
হাবিবুর রহমান সুমন

গ) প্রতিষ্ঠাতা সদস্যগনঃ
ডাঃ মোঃ শামীম
ডাঃ সায়মা আকতার পানসি
মোঃ সাইফুল আলাম
মোঃ মিজানুর রহমান আকাশ

ধারাঃ৭
প্রতিষ্ঠান পরিচালনার অর্থ নীতি নির্ধারনী ফোরাম কর্তৃক সংগ্রীত হবে।

ধারাঃ৮
সাধারন সদস্য হওয়ার যোগ্যতা :
জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক নিম্নে বর্ণিত শর্তে এ সংস্থার সদস্য হতে পারবেন।

ক) অবশ্যই মেডিকেল শিক্ষার্থী হতে হবে।
খ) উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে (আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নহে)।
গ) সুস্থ্য মস্তিষ্কের অধিকারী হতে হবে (পাগল ও উম্মাদ নহে)।
ঘ) সংস্থার আদর্শ ও উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের প্রতি অনুগত হতে হবে।
ঙ) সংস্থার অর্পিত দায়িত্ব সক্রিয় ভাবে পালন করতে হবে।
চ) সমাজকল্যাণ ও মানব সেবায় নিবেদিত প্রান হতে হবে।

ধারাঃ৯
সদস্য পদ বাতিল :
ক) কোন ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ করলে এবং তা নীতি নির্ধারনী ফোরাম কর্তৃক অনুমোদিত হলে।
খ) মৃত্যু হলে বা আদালতে নৈতিক অপরাধে অভিযুক্ত হলে।
গ) প্রতিষ্ঠানের স্বার্থ ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হলে।
ঘ) গ্রহণযোগ্য কারন ছাড়া পর পর ৩টি নীতি নির্ধারনী ফোরাম সভায় উপস্থিত না থাকলে।
ঙ) প্রতিষ্ঠানের কাজে পর পর ৬ (ছয়) মাস নিষ্ক্রিয় ও অকর্মন্য হয়ে পড়লে।
চ) সদস্যের স্বভাব, আচরন, মনোবৃত্ত্বি ও কর্মকান্ড প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী হলে।
ছ) পাগল ও উম্মাদ প্রমানিত হলে।
জ) আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে।
ঝ) মস্তিষ্ক বিকৃতি ও নৈতিক স্খলনের কারনে ফৌজদারী আদালত কর্তৃক দন্ডিত হলে।
ঞ) সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ক্রিয় হয়ে পড়লে।
ট) তহবিল তছরুপ করলে এবং অবৈধ চাঁদাবাজি করলে।
ঠ) গঠনতন্ত্র পরিপন্থী কাজ করলে।
ড) সংস্থার পক্ষ হয়ে সংস্থার বিষয়ে কোন সদস্য পত্র-পত্রিকায়, সভা-সমিতি, সেমিনারে বিবৃতি প্রদানের পূর্বে নীতি নির্ধারনী ফোরামের অনুমতি গ্রহন না করলে।
ঢ) সংস্থার স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক ভাবমূর্তি ক্ষুন্ন করলে।
ণ) সংস্থার নামে কোন সদস্য গঠনতন্ত্র বহির্ভূত ও অবৈধভাবে চাঁদাবাজি ও জনগণের কাছ থেকে ডোনেশন/ অনুদান গ্রহন করলে।
ত) সংস্থার মূল্যবান রেকর্ডপত্র স্বেচ্ছাচারীভাবে কুক্ষিগত করে সংস্থার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে।

ধারাঃ৯
প্রাথমিকভাবে এটি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সদস্য দ্বারা পরিচালিত হলেও পরবর্তীতে সাধারন সদস্যপদ সংযুক্ত করা হবে।

Address

বালিগাও, মুন্সিগঞ্জ (বিক্রমপু
Munshiganj

Opening Hours

08:00 - 13:00

Telephone

+8801677513738

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়েশা হেলথ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আয়েশা হেলথ ফাউন্ডেশন:

Share

Nearby clinics


Other Medical & Health in Munshiganj

Show All