Charcone

Charcone দেশী পণ্যে, থাকবো বেশ....
গড়বো মোরা, এক্সিলেন্ট বাংলাদেশ....

29/07/2025

✅ নিয়াসিনামাইড এবং কজিক এসিড প্রাকৃতিক এক বিশেষ উপাদান।
✅ যা ত্বক এর ওপেন পোরস, ব্রনের দাগ, মেলানিল কমিয়ে ত্বকে আনবে ব্রাইটনেস।
✅ ধিরে ধিরে ত্বক পাবে নতুন প্রান।
✅ তাই দেরি না করে ত্বক এর যত্ন নিন।
✅ অর্ডার করুন আমাদের website অথবা ফেসবুক অফিসিয়াল পেইজ এ।
✅ Ufeel Advance Brightening 10% Niacinamide, 5% Kojic Acid Serum.

WhatsApp: 01881110007

𝗚𝗲𝘁 𝗿𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗴𝗹𝗼𝘄 𝗶𝗻𝘀𝗶𝗱𝗲 & 𝗼𝘂𝘁 𝘄𝗶𝘁𝗵 𝗨𝗳𝗲𝗲𝗹! 💕
𝗢𝗿𝗱𝗲𝗿 𝗻𝗼𝘄 𝗮𝗻𝗱 𝘂𝗻𝘄𝗿𝗮𝗽 𝘁𝗵𝗲 𝗺𝗮𝗴𝗶𝗰!

#𝗨𝗳𝗲𝗲𝗹𝗛𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀𝗕𝗼𝘅 #𝗚𝗹𝗼𝘄𝗡𝗮𝘁𝘂𝗿𝗮𝗹𝗹𝘆 #𝗨𝗳𝗲𝗲𝗹𝗖𝗼𝘀𝗺𝗲𝘁𝗶𝗰𝘀 #𝗦𝗸𝗶𝗻𝗰𝗮𝗿𝗲𝗔𝗻𝗱𝗛𝗮𝗶𝗿𝗰𝗮𝗿𝗲 #𝗠𝗮𝗱𝗲𝗪𝗶𝘁𝗵𝗟𝗼𝘃𝗲

25/07/2025

✨ মুখের যত্নে এখন প্রকৃতির ছোঁয়া!Ufeel Activated Charcoal Bar – ব্যবহার করুন সঠিক নিয়মে, ফলাফল হোক নিখুঁত ও দীপ্তিময়।🖤ব্...
25/07/2025

✨ মুখের যত্নে এখন প্রকৃতির ছোঁয়া!
Ufeel Activated Charcoal Bar – ব্যবহার করুন সঠিক নিয়মে, ফলাফল হোক নিখুঁত ও দীপ্তিময়।

🖤
ব্যবহারবিধি:
১️⃣ বার ও মুখ ভিজিয়ে নিন
২️⃣ হাতে ঘষে ফেনা তৈরি করুন
৩️⃣ ফোমটি মুখে আলতো করে ১ মিনিট ম্যাসাজ করুন
৪️⃣ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, শেষে ব্যবহার করুন ময়েশ্চারাইজার

🌿 অয়েলি থেকে সেনসিটিভ—সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
উজ্জ্বল ত্বক শুরু হোক ইউফিল এর চারকোল কেয়ারে!

✨ সেলিব্রেটি/ইনফ্লুয়েন্সার /ভোক্তা সবার পছন্দের তালিকার শীর্ষে Ufeel Cosmetics & Nutrition Ltd.  কিন্তু কেনো?✨আপনার ত্ব...
09/07/2025

✨ সেলিব্রেটি/ইনফ্লুয়েন্সার /ভোক্তা সবার পছন্দের তালিকার শীর্ষে Ufeel Cosmetics & Nutrition Ltd. কিন্তু কেনো?✨

আপনার ত্বক ও সৌন্দর্য চর্চার জন্য কি খুঁজছেন প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য আর গুণগত মানের নিশ্চয়তা? তাহলে আপনার অপেক্ষা শেষ! স্বাগতম Ufeel Cosmetics-এর জগতে – যেখানে প্রাকৃতিক উৎকর্ষতা আর আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি হয় আপনার জন্য অনন্য সৌন্দর্য সমাধান। 🌿

**Ufeel Cosmetics - আপনার কেন প্রিয় হবার যোগ্য?

প্রাকৃতিক ও অর্গানিক ফোকাস: Ufeel বিশ্বাস করে প্রকৃতিই সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য চর্চার উৎস। তাই আমাদের প্রোডাক্টে ব্যবহার করা হয় গভীরভাবে গবেষণাকৃত নির্বাচিত প্রাকৃতিক ও অর্গানিক উপাদান। ক্ষতিকর কেমিক্যাল (প্যারাবেন, সালফেট, সিলিকন, কৃত্রিম সুগন্ধি ইত্যাদি) থেকে শতহস্ত দূরে থাকাই আমাদের অঙ্গীকার।

*নিরাপদ ও নৈতিক উৎপাদন:Ufeel-এর সমস্ত পণ্য উৎপাদিত হয় আন্তর্জাতিক মানের (GMP/BSTI) সম্মত আধুনিক ল্যাবে, কঠোর গুণমান নিয়ন্ত্রণ (Quality Control) প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা নিশ্চিত করি প্রতিটি বোতল, টিউব বা জারে রয়েছে নিরাপদ, কার্যকরী এবং স্থায়ী ফলাফলের প্রতিশ্রুতি।

ক্রুয়েলটি-ফ্রি ও টেকসই:Ufeel জীবনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমাদের সমস্ত পণ্য ক্রুয়েলটি-ফ্রি এবং আমরা টেকসই প্যাকেজিং ও পরিবেশবান্ধব প্র্যাকটিসে বিশ্বাসী।

বাংলাদেশের গর্ব, বিশ্বের মান:Ufeel হল একটি **অভিনব বাংলাদেশী ব্র্যান্ড যার লক্ষ্য স্থানীয়ভাবে বিশ্বমানের প্রাকৃতিক সৌন্দর্য পণ্য তৈরি করা। আমাদের গবেষণা ও উন্নয়ন স্থানীয় চাহিদা ও বৈশ্বিক স্ট্যান্ডার্ডের মধ্যে সামঞ্জস্য আনে।

সকল ত্বকের জন্য উপযোগী:শুষ্ক, তৈলাক্ত, সংবেদনশীল, ব্রণপ্রবণ – সব ধরণের ত্বকের জন্যUfeel-এর রয়েছে বিশেষায়িত সলিউশন। আমরা বিশ্বাস করি প্রতিটি ত্বকই অনন্য এবং তার যত্নও হওয়া উচিত তেমন।

Ufeel-এর প্রতিশ্রুতি:
> শুধু পণ্য বিক্রি নয়, আমরা অফার করি ত্বকের জন্য নিরাপদ যত্নের অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে আত্মবিশ্বাসী হওয়ার অনুভূতি। আপনার ত্বকের সুস্থতা ও উজ্জ্বলতাই আমাদের সাফল্যের মাপকাঠি।

30/04/2025
ফ্রুটস এবং নাটস এর মিলিত শক্তিতে সর্বোচ্চ পুষ্টিমানসম্পন্ন ও ভীষণ মজাদার এই মিক্সড ফ্রুটস ও নাটস স্বাদের জন্য অতুলনীয় হল...
30/04/2025

ফ্রুটস এবং নাটস এর মিলিত শক্তিতে সর্বোচ্চ পুষ্টিমানসম্পন্ন ও ভীষণ মজাদার এই মিক্সড ফ্রুটস ও নাটস স্বাদের জন্য অতুলনীয় হলেও ভিন্ন ভিন্ন বাদামের রয়েছে দারুণ সব পুষ্টি গুণ। কোন বাদাম ওজন কমাতে সাহায্য করে, কোন বাদাম হৃদরোগের ঝুঁকি কমায়, কিছু বাদাম রয়েছে যা ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করে আবার কিছু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে omega-3 যা একটি মাছের বিকল্প হিসেবেও কাজ করতে সক্ষম।"

গর্ভবতী নারীদের জন্য এই খাবারটি দারুন উপকারী। এতে উপস্থিত ফলিক অ্যাসিড গর্ভবতী মায়েদের শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিয়া সীড কি ? কেন খাবেন ? চিয়া সিড বা চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপানিকা (Salvia Hispanica) উদ্ভিদের বীজ। এই অ...
28/04/2025

চিয়া সীড কি ? কেন খাবেন ?

চিয়া সিড বা চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপানিকা (Salvia Hispanica) উদ্ভিদের বীজ। এই অতি উপকারি বীজটির আদি জন্মস্থান সেন্ট্রাল আমেরিকা এবং সেখানকার প্রাচীন আদিবাসি অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় এই বীজ অন্তর্ভুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।

প্রাচীন মায়ান এবং অ্যাজটেক জাতির মানুষ চিয়া সিডকে সোনার থেকেও মূল্যবাণ মনে করত।
তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহস জোগাবে।

চিয়া সীডের পুষ্টিগুণ

দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম
কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি
পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন (লোহ)
কলার চেয়ে ২ গুণ পটাশিয়াম
স্যালমন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩

এক আউন্স (২৮ গ্রাম) চিয়া সিডে আছে :

ফাইবার- ১১ গ্রাম
প্রোটিন- ৪ গ্রাম
ফ্যাট- ৯ গ্রাম (যার ৫ গ্রাম আবার Omega-3s)
ক্যালসিয়াম- RDA (Recommended Dietary Allowance) এর ১৮%
ম্যাঙ্গানিজ- RDA এর ৩০%
ম্যাগনেসিয়াম- RDA এর ৩০%
ফসফরাস- RDA এর ২৭%
সমুচিত পরিমাণে জিঙ্ক, ভিটামিন বি৩ (নায়াসিন), পটাশিয়াম, ভিটামিন বি১ (থায়ামিন) ও ভিটামিন বি২

এনার্জি – ১৩৭ ক্যালোরি,
কার্বোহাইড্রেড – ৩ গ্রাম
জিঙ্ক – ১ মিলিগ্রাম
তামা – ১ মিলিগ্রাম,
পটাশিয়াম – ৮ মিলিগ্রাম,

♻️ চিয়া সীডের ১৪ টি উল্লেখযোগ্য উপকারিতা
১। এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে
২। চিয়া সীড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
৩। চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে
৪। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
৫। চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি
৬। চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়
৭। চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়
৮। চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে
৯। চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে
১০। চিয়া বীজ ক্যান্সার রোধ করে
১১। চিয়া সিড হজমে সহায়তা করে
১২। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
১৩। চিয়া সীড এটেনশান ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসর্ডার (Attention deficit hyperactivity disorder ADHD) দূর করে
১৪। চিয়া সিড ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

সর্বচ্চো খুচরা মূল্য : ৫৫০/- [ ৩০ টি স্যাচেট]
EV : 02 [ Excellent value / পয়েন্ট ভাউচার ]

বিঃদ্রঃ ৫০ EV সমপরিমাণ যেকোন পণ্য ক্রয় করলে আমাদের মার্কেটিং কনসেপ্ট অনুযায়ী একজন ক্রেতাকে রেজিস্ট্রার কাস্টমার হিসাবে নিবন্ধিত করা হয় এবং প্রদান করা হয় সকল পণ্যে সবখান থেকে আজীবন ১০-২৫% ডিসকাউন্ট কার্ড..!!! এবং ক্রয়কৃত পণ্যের লভ্যাংশের ক্ষুদ্র অংশীদারত্বও

✅১০% নিয়াসিনামাইড + কোজিক অ্যাসিড সিরাম (উজ্জ্বলতা):বয়স: ২০+ (বিশেষত যাদের ত্বকে দাগ, মেলাসমা বা ট্যানিং আছে)।লাভ: ত্ব...
28/04/2025

✅১০% নিয়াসিনামাইড + কোজিক অ্যাসিড সিরাম (উজ্জ্বলতা):
বয়স: ২০+ (বিশেষত যাদের ত্বকে দাগ, মেলাসমা বা ট্যানিং আছে)।
লাভ: ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দাগ ও অসম রঙ কমায়।

✅৫% নিয়াসিনামাইড + হায়ালুরনিক অ্যাসিড সিরাম (এন্টি-এজিং ও উজ্জ্বলতা):
বয়স: ২৫+ (যারা প্রথমবার এজিং রোধ করতে চায় বা শুষ্ক ত্বক)।
লাভ: ত্বকের আর্দ্রতা বজায় রাখে, বলিরেখা কমায় ও হালকা উজ্জ্বলতা দেয়।

🔴Excellent Triphala Powder 🔴Benefits:–Supports digestion and cleanses the digestive tract.–Acts as a natural laxative an...
24/04/2025

🔴Excellent Triphala Powder

🔴Benefits:
–Supports digestion and cleanses the digestive tract.
–Acts as a natural laxative and helps relieve constipation.
–Rich in antioxidants and Vitamin C, boosting immunity.
–May help lower blood sugar and cholesterol levels.
–Has anti-inflammatory and antimicrobial properties.

🔴How to use:
–Mix 1 teaspoon of powder in a glass of water twice a day.

🔴Net Weight: 150 grams.

দীর্ঘস্থায়ী শক্তি, আত্মবিশ্বাসে ভরপুর!পরিচিত হন – Excellent Power Source Kingএখন আর ক্লান্তি নয়!Excellent Power Source...
24/04/2025

দীর্ঘস্থায়ী শক্তি, আত্মবিশ্বাসে ভরপুর!
পরিচিত হন – Excellent Power Source King

এখন আর ক্লান্তি নয়!
Excellent Power Source King আপনার শরীরকে চাঙ্গা করে, বাড়ায় সহ্যশক্তি ও কর্মক্ষমতা।

উপকারিতা:
– শরীর ও মনে শক্তি বৃদ্ধি
– দুর্বলতা দূর করে
– প্রাকৃতিক উপাদানে প্রস্তুত
– সম্পূর্ণ হারবাল, পার্শ্বপ্রতিক্রিয়া নেই
– শুক্রাণু বৃদ্ধি করে।

বিশেষভাবে প্রস্তুত পুরুষদের জন্য শক্তির অনন্য সমাধান!

  Aloe Tulsi Facewash 🪴কার্যকারিতা:১. ত্বকে বলিরেখা রোধ করে ও পিম্পল দূর করে।২. মেকআপ উঠাতে ব্যবহার হয়। ৩.জীবাণুর আক্রমণ...
22/04/2025

Aloe Tulsi Facewash 🪴
কার্যকারিতা:
১. ত্বকে বলিরেখা রোধ করে ও পিম্পল দূর করে।
২. মেকআপ উঠাতে ব্যবহার হয়।
৩.জীবাণুর আক্রমণ থেকে ত্বককে রক্ষা করে, মসৃণ, কোমল ও উজ্জ্বল করে।
০৪.টোনার হিসেবে কাজ করে এবং ইনফেকশন, চুলকানি ও অ্যালার্জিদূর করে।
০৫. মুখের ক্ষত চিহ্ন ও মুখের কালো দাগ দূর করে।
⚜️ব্যবহার বিধিঃ
মুখ এবং ঘাড় ভিজিয়ে নিন,ভেজা ত্বকে নিম-এ্যলো-তুলসি ফেস ওয়াশ অল্প পরিমানে নিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

Orange Face Wash 🍁
কার্যকারিতাঃ
০১. ব্রণকে শুকিয়ে ফেলতে সিটিরিক এসিড উপাদান রয়েছে।
০২. ভিটামিন “সি” র সমৃদ্ধ উৎস যা ত্বকের গঠন এবং রঙকে উন্নত করে।
০৩.মুখের ভিতরের ছিদ্র পরিমার্জন এবং তৈলাক্ততা নিয়ন্ত্রণ করবে।
০৪. অ্যালনটাইন চামড়া ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্যে করে।
০৫. বিভিন্ন স্থানে পোড়া, ক্ষত এমনকি ব্রণ দূর করে।
⚜️ব্যবহার বিধিঃ ইহা মহিলা ও পুরুষ উভয়ের জন্য উপযোগী, সকাল ও রাতে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন।

Cucumber Face Wash 🍀
কার্যকারিতাঃ
০১ঃ মেকআপ উঠাতে ব্যবহার হয়।
০২ঃ ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
০৩ঃত্বকের বলিরেখা দূর করে এবং পিম্পাল দূর করে।
০৪ঃ টোনার হিসেবে কাজ করে এবং ইনফেকশন, চুলকানি ও এলার্জি দূর করে।
০৫ঃ মুখের ক্ষত চিহ্ন ও মুখের কালো দাগ দূর করে।
⚜️ব্যবহার বিধিঃ ঘার ও মূখমন্ডল পানিতে ভিজিয়ে নিন, ভেজা ত্বকে এক্সিলেন্ট কিউকামবার ফ্রেস ওয়াশ অল্প পরিমাণ নিয়ে ভালো ভাবে ম্যাসাজ করুন। পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন। ইহা মহিলা ও পুরুষ উভয়ের জন্য উপযোগী, সকাল ও রাতে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।প্রতিদিন দুই বার ব্যবহার করুন, নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব কমবে। চোখের
সংস্পর্শ এড়িয়ে চলুন।
📌নেট ওজনঃ ১০০ গ্রাম।




আমরা ৭ দিনে ফর্সা করার ওয়াদা করিনা ইউফীল এর ক্রীম ত্বকের দাগ দুর করে ,মেছতা কমায়, মেলানিন প্রডাকশন কমায় , বলিরেখা পড়তে দ...
15/04/2025

আমরা ৭ দিনে ফর্সা করার ওয়াদা করিনা

ইউফীল এর ক্রীম ত্বকের দাগ দুর করে ,মেছতা কমায়, মেলানিন প্রডাকশন কমায় , বলিরেখা পড়তে দেয় না ,এই কাজগুলোর মাধ্যমে আপনাকে উজ্জ্বল দেখাতে সাহায্য করে

ইউফিল হোয়াইটনিং ক্রিমের ৫টি উপকারিতা :
১. নিয়াসিনামাইড ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও দাগ-ছোপ কমায়।
২. কোজিক ডিপালমিটেট মেলানিন কমিয়ে ত্বককে ফর্সা ও সমতল করে।
৩. মোম (বিজওয়াক্স) ও জোজোবা অয়েল ত্বককে আর্দ্র রাখে ও প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
৪. স্টিয়ারিক অ্যাসিড ত্বকের মসৃণতা বৃদ্ধি করে ও প্রতিরক্ষা স্তর শক্তিশালী করে।
৫. সকল উপাদান মিলে ত্বকের টোন সমান করে এবং ক্ষতিকর পরিবেশের প্রভাব থেকে রক্ষা করে।

যোগাযোগ নাম্বার : 01881110007

Address

Munshiganj
MUNSHIGANJ 1500

Alerts

Be the first to know and let us send you an email when Charcone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Charcone:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram