25/08/2024
★বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেল্থ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের সহযোগিতায় সংগৃহীত আজকের ফান্ড কালেকশনের আপডেট।
আজ ২৫-০৮-২০২৪ তারিখ।
সময়: রাত ১০ টা পর্যন্ত।
আমাদের প্রাপ্ত অর্থের বিবরন নিম্নে দেওয়া হলো।।
আজ আমরা আমাদের কলেজ, স্টুডেন্ট, বেজগাও, জয়পাড়া বাজার থেকে ফান্ড কালেক্ট করেছি।
যেখান থেকে হাতে নগদ টাকা উত্তোলনের পরিমান হলো- ৩৩,৫০১ টাকা।
আর অনলাইনে বিকাশ এবং নগদ থেকে প্রাপ্ত অর্থের পরিমান হলো- ৫,৫৮০ টাকা।
আমাদের আজকের প্রাপ্ত মোট অর্থের পরিমান হলো- ৩৯,০৮১ টাকা।
আমাদের গত (২৩-০৮-২৪,(২৪-০৮-২৪) এবং আজ ২৫-০৮-২১ এই ৩ দিনে সংগ্রহকৃত ( ১,৩৬,৮১৭ + ৮২,৪৮১ + ৩৯০৮১ টাকা)
মোট অর্থের পরিমান - ২,৫৮,৩৭৯ টাকা ( ২ লক্ষ ৫৮ হাজার ৩৭৯ টাকা)
★সাইয়ারা ফাউন্ডেশন আমাদের কে গতকাল (২৪-০৮-২৪) তাদের সংগৃহীত - ১,২০,০০০ টাকা যোগ করেছে।
বর্তমানে আমাদের সর্বমোট টাকা সংগ্রহের পরিমান - ২,৫৮,৩৭৯ + ১,২০,০০০ = ৩,৭৮,৩৭৯ টাকা ( ৩ লক্ষ ৭৮ হাজার ৩৭৯ টাকা)
আমাদের ফান্ড কালেকশন সোমবার সন্ধা পর্যন্ত অব্যাহত থাকবে।
অনুদান পাঠানোর বিকাশ / নগদ -
নাম -ডা:হাশামি রাফসান জানি শাওন ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01627004954 (বিকাশ ও নগদ, পার্সোনাল)
নাম - মুজাহিদুল ইসলাম আবিদ, (সহ সভাপতি,বিবিএমসি হেল্থ ফাউন্ডেশন , ৪র্থ বর্ষ)
নাম্বার -01703900250 (বিকাশ ও নগদ, পার্সোনাল)
নাম - ডা: মিজানুর রহমান ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01748220666 (বিকাশ ও নগদ, পার্সোনাল)
নাম - ডা:সাইফুল ইসলাম ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01890935558 (বিকাশ, পার্সোনাল)
নাম - শাহেদ ইসলাম শুভ ( ৪র্থ বর্ষ)
নাম্বার- 01734914958 ( বিকাশ, পার্সোনাল)।