Bikrampur Bhuiyan Medical College Health Foundation

Bikrampur Bhuiyan Medical College Health Foundation এই প্রতিষ্ঠানটি বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী দ্বারা পরিচালিত।

বিজয় দিবস উপলক্ষে আজ বিবিএমসি হেলথ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।উক্ত মেডিকেল ক্যাম্প...
16/12/2024

বিজয় দিবস উপলক্ষে আজ বিবিএমসি হেলথ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনের উল্যেখযোগ্য সেবাসমূহের মধ্যে ছিলো,
১. ডায়াবেটিস পরিক্ষা।
২. ব্লাড গ্রুপিং।
৩. ব্লাড প্রেশার নির্নয়।
৪. ফ্রি স্বাস্থ পরামর্শ।

08/09/2024

আলহামদুলিল্লাহ।
বন্যায় ক্ষতিগ্রস্থ ❝ আল জামিয়াতুল আরাবিয়াতুল আহলিয়া দারুল উলুম ও দারুল আইতাম হোসাইনিয়া মাদ্রাসা।মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ নোয়াখালী ❞র মাদ্রাসায় ৮৭ টি কোরআন শরীফ উপহার দেয়া হয়েছে।
Bikrampur Bhuiyan Medical College health foundation ও সাইয়ারা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আমরা এই উপহার পৌঁছে দিয়েছি।

বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেল্থ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত লক্ষীপুরে  খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরন কর্মসূচ...
30/08/2024

বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেল্থ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত লক্ষীপুরে খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরন কর্মসূচির সংক্ষিপ্ত ধারাবিবরনী নিম্নে দেওয়া হলো।

আমাদের মালামাল বহনকারী ট্রাক পরিপূর্ন রুপে রেডি হয়ে গিয়েছে।। আমরা কিছুক্ষনের মধ্যে রওনা হবো।আমাদের গন্তব্য এখন লক্ষীপুর।
27/08/2024

আমাদের মালামাল বহনকারী ট্রাক পরিপূর্ন রুপে রেডি হয়ে গিয়েছে।। আমরা কিছুক্ষনের মধ্যে রওনা হবো।
আমাদের গন্তব্য এখন লক্ষীপুর।

আজকে আরো ৫০০ পরিবারের জন্য ২.৫ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবন এবং ৫০০ গ্রাম সয়াবিন তেল এর ৫০০ টি প্যাকেট বানানো হয়...
27/08/2024

আজকে আরো ৫০০ পরিবারের জন্য ২.৫ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবন এবং ৫০০ গ্রাম সয়াবিন তেল এর ৫০০ টি প্যাকেট বানানো হয়েছে।
মোট ১০০০ হাজার পরিবারের জন্য ত্রান সামগ্রী দুই ভাগে ভাগ করা হয়েছে।

আজ আরও ৫০০ পরিবারের জন্য চাল ২.৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ গ্রাম, লবন ১ কেজি করে মোট ৫০০ প্যাকেট সম্পূর্ন হয়েছ...
27/08/2024

আজ আরও ৫০০ পরিবারের জন্য চাল ২.৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ গ্রাম, লবন ১ কেজি করে মোট ৫০০ প্যাকেট সম্পূর্ন হয়েছে।
ইতোমধ্যে আমরা ১০০০ হাজার পরিবারের জন্য শুকনা খাবার এবং রান্না করে যেনো খেতে পারে সেই খাবার আলাদা করে প্রস্তুত করেছি।
ইনশা-আল্লাহ, আজ রাতেই আমরা রওনা হবো লক্ষীপুরের উদ্যেশ্যে।।।

আমাদের খাদ্য সামগ্রী পরিদর্শনকালে বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া স্যার ...
27/08/2024

আমাদের খাদ্য সামগ্রী পরিদর্শনকালে বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া স্যার এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. বদিউজ্জামান ভূঁইয়া স্যার।
ইনশা-আল্লাহ, আজই আমরা লক্ষীপুরের উদ্যেশ্যে রওনা হবো।
সকলের নিকট দোআ কামনা করছি।।

বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেলথ ফাউন্ডেশন বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে  গতোকাল ৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী (চি...
27/08/2024

বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেলথ ফাউন্ডেশন বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গতোকাল ৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী (চিড়া, বিস্কুট,গুড়, খাবার স্যালাইন, মশার কয়েল, মোমবাতি, সাবান, লাইটার, বাচ্চাদের জন্য দুধ, বিশুদ্ধ খাবার পানি, কেক)এবং ঔষধ সামগ্রী সরবরাহ করে প্যাকেটজাত করা হয়েছে। এই সকল সামগ্রী প্যাকেট জাত সম্পন্ন হয়েছে।
ইনশাআল্লাহ এগুলো নিয়ে বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেলথ ফাউন্ডেশন এর প্রতিনিধি দল আজকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। মহান আল্লাহ তা'আলা এই কাজ সততা, সফলতা এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ করার তৌফিক দান করুন।

আজকে থেকে বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজে হেলথ ফাউন্ডেশন এর সকল ধরনের অনুদান গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকিবে। পরবর্তীতে প্রয়োজন হলে আবার এই অনুদান প্রক্রিয়া চালু করা হবে এবং আশা করি আপনারা সহযোগিতা করবেন। পরবর্তী অনুদান প্রক্রিয়া চালু করার ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা আর কোন অর্থ অনুদান দিবেন না।

বি:দ্র:গতোকাল আমাদের সকলের এই শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততার জন্য অনুদানকৃত অর্থের আয় এবং ব্যয় হিসাব দেওয়া হয়নি। আজকে অনুদানকৃত সকল অর্থের আয় এবং ব্যয় হিসাব আপনাদের মাঝে তুলে ধরা হবে। এই সাময়িক বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ধন্যবাদ। দোয়া করবেন যেন আমরা সততা সফলতার সাথে কাজটি সম্পন্ন করতে পারি। আর আমাদের সকল প্রকার অনুদানকৃত অর্থের আয় এবং ব্যয় এর হিসাব আমাদের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ হেলথ ফাউন্ডেশনে পেজে দেওয়া থাকবে। আপনি চাইলে যেকোনো সময় সেগুলো দেখতে পারেন এবং আপনার কোন জিজ্ঞাসা থাকলে সরাসরি করতে পারেন সেখানে।
ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। 😍😍😍😍

★বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেল্থ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের সহযোগিতায় সংগৃহীত আজকের ফান্ড কালেকশনের আপডেট।আজ ২৫-...
25/08/2024

★বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেল্থ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের সহযোগিতায় সংগৃহীত আজকের ফান্ড কালেকশনের আপডেট।

আজ ২৫-০৮-২০২৪ তারিখ।
সময়: রাত ১০ টা পর্যন্ত।

আমাদের প্রাপ্ত অর্থের বিবরন নিম্নে দেওয়া হলো।।

আজ আমরা আমাদের কলেজ, স্টুডেন্ট, বেজগাও, জয়পাড়া বাজার থেকে ফান্ড কালেক্ট করেছি।

যেখান থেকে হাতে নগদ টাকা উত্তোলনের পরিমান হলো- ৩৩,৫০১ টাকা।

আর অনলাইনে বিকাশ এবং নগদ থেকে প্রাপ্ত অর্থের পরিমান হলো- ৫,৫৮০ টাকা।

আমাদের আজকের প্রাপ্ত মোট অর্থের পরিমান হলো- ৩৯,০৮১ টাকা।

আমাদের গত (২৩-০৮-২৪,(২৪-০৮-২৪) এবং আজ ২৫-০৮-২১ এই ৩ দিনে সংগ্রহকৃত ( ১,৩৬,৮১৭ + ৮২,৪৮১ + ৩৯০৮১ টাকা)
মোট অর্থের পরিমান - ২,৫৮,৩৭৯ টাকা ( ২ লক্ষ ৫৮ হাজার ৩৭৯ টাকা)

★সাইয়ারা ফাউন্ডেশন আমাদের কে গতকাল (২৪-০৮-২৪) তাদের সংগৃহীত - ১,২০,০০০ টাকা যোগ করেছে।

বর্তমানে আমাদের সর্বমোট টাকা সংগ্রহের পরিমান - ২,৫৮,৩৭৯ + ১,২০,০০০ = ৩,৭৮,৩৭৯ টাকা ( ৩ লক্ষ ৭৮ হাজার ৩৭৯ টাকা)

আমাদের ফান্ড কালেকশন সোমবার সন্ধা পর্যন্ত অব্যাহত থাকবে।

অনুদান পাঠানোর বিকাশ / নগদ -

নাম -ডা:হাশামি রাফসান জানি শাওন ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01627004954 (বিকাশ ও নগদ, পার্সোনাল)

নাম - মুজাহিদুল ইসলাম আবিদ, (সহ সভাপতি,বিবিএমসি হেল্থ ফাউন্ডেশন , ৪র্থ বর্ষ)
নাম্বার -01703900250 (বিকাশ ও নগদ, পার্সোনাল)

নাম - ডা: মিজানুর রহমান ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01748220666 (বিকাশ ও নগদ, পার্সোনাল)

নাম - ডা:সাইফুল ইসলাম ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01890935558 (বিকাশ, পার্সোনাল)

নাম - শাহেদ ইসলাম শুভ ( ৪র্থ বর্ষ)
নাম্বার- 01734914958 ( বিকাশ, পার্সোনাল)।

24/08/2024

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, "সাইয়ারা ফাউন্ডেশন" আমাদের সাথে একাত্নতা প্রকাশ করেছে এবং আমাদের তহবিলে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা অনুদান দিয়েছেন। তাদের ৪জন প্রতিনিধি আমাদের সাথে যাবেন এবং একজন ডাক্তার থাকবেন।

আশা করি, আপনাদের সকলের সহযোগিতায় আমরা কিছু বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাড়াতে পারব।

★বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেল্থ ফাউন্ডেশনের উদ্যোগে নেওয়া আজকের ফান্ড কালেকশনের আপডেট।আজ ২৪-০৮-২০২৪ তারিখ। সময়: রাত ...
24/08/2024

★বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হেল্থ ফাউন্ডেশনের উদ্যোগে নেওয়া আজকের ফান্ড কালেকশনের আপডেট।

আজ ২৪-০৮-২০২৪ তারিখ।
সময়: রাত ১০ টা পর্যন্ত।

আমাদের প্রাপ্ত অর্থের বিবরন নিম্নে দেওয়া হলো।।

আজ আমরা শ্রীনগর, ছনবাড়ি, বেজগাও, বালাশুর ডাক বাংলো , মাওয়া নতুন ঘাট, মাওয়া পুরাতন ঘাট, এই এলাকা গুলো থেকে ফান্ড কালেক্ট করেছি।

যেখান থেকে হাতে নগদ টাকা উত্তোলনের পরিমান হলো- ৬৭,০৯১ টাকা।

আর অনলাইনে বিকাশ এবং নগদ থেকে প্রাপ্ত অর্থের পরিমান হলো- ১৫,৩৯০ টাকা।

আমাদের আজকের প্রাপ্ত মোট অর্থের পরিমান হলো- ৮২,৪৮১ টাকা।

আমাদের গতকাল (২৩-০৮-২৪) ও আজকের (২৪-০৮-২৪) এই ২ দিনে সংগ্রহকৃত
মোট অর্থের পরিমান - ২,১৯,২৩৮ টাকা ( ২ লক্ষ ১৯ হাজার ২৩৮ টাকা)
আমাদের ফান্ড কালেকশন রবিবার এবং সোমবার সন্ধা পর্যন্ত অব্যাহত থাকবে।

অনুদান পাঠানোর বিকাশ / নগদ -

নাম -ডা:হাশামি রাফসান জানি শাওন ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01627004954 (বিকাশ ও নগদ, পার্সোনাল)

নাম - মুজাহিদুল ইসলাম আবিদ, (সহ সভাপতি,বিবিএমসি হেল্থ ফাউন্ডেশন , ৪র্থ বর্ষ)
নাম্বার -01703900250 (বিকাশ ও নগদ, পার্সোনাল)

নাম - ডা: মিজানুর রহমান ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01748220666 (বিকাশ ও নগদ, পার্সোনাল)

নাম - ডা:সাইফুল ইসলাম ( ইন্টার্ন ডাক্তার )
নাম্বার -01890935558 (বিকাশ, পার্সোনাল)

নাম - শাহেদ ইসলাম শুভ ( ৪র্থ বর্ষ)
নাম্বার- 01734914958 ( বিকাশ পারসোনাল)।

আজকে আমাদের ফান্ড উত্তোলন কার্যক্রমের কিছু অংশ।
23/08/2024

আজকে আমাদের ফান্ড উত্তোলন কার্যক্রমের কিছু অংশ।

Address

Munshiganj
1550

Telephone

+8801703900250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bikrampur Bhuiyan Medical College Health Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bikrampur Bhuiyan Medical College Health Foundation:

Share