আমরা করবো জয় সংগঠন-We shall Overcome Organization

আমরা করবো জয় সংগঠন-We shall Overcome Organization মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

16/12/2021
লাইভ করোনা ঝুঁকি টেস্ট করুন।লিঙ্ক https://livecoronatest.com
31/03/2020

লাইভ করোনা ঝুঁকি টেস্ট করুন।

লিঙ্ক https://livecoronatest.com

29/03/2020

হ্যালো বন্ধুরা,
কোভিড ১৯ নিয়ে আমরা অনেক আতংকের ভিতর আছি। অনেকেই বলছেন এটাকে ভয় পাওয়ার কিছু নেই, শুধু মাত্র সাবধানে থাকতে পারলেই এই ভাইরাস থেকে বেচে থাকা সম্ভব। আমরা চেষ্টা করছি কিন্তু কিছু মানুষ তা গুরুত্ব দিচ্ছে না। তারা ছুটি পেয়ে মনে হচ্ছে বাহিরে ঘুরাঘুরি ও আড্ডা দেয়া তাদের প্রতি দিনের কাজ। তারা যে কেনো বুঝতেছে না তাও বুঝতেছি না। টিভিতে খবর দেখে তারা কি বুঝে না? পৃথিবীর পরিস্থিতি কতটা খারাপের দিকে যাচ্ছে? আমরা আমাদের অবস্থান থেকে যদি একটু কষ্ট করে সাবধান থাকি তাহলে আমি, আমার পরিবার ও দেশেকে সুস্থ রাখতে পারবো। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি। আরেকটা কথা যদি সম্ভব হয় তাহলে কিছু গরিব ও অসহায় মানুষকে সাহায্য করেন। একা যদি না পারেন কয়েক জন মিলে সাহায্য করেন। অনন্ত একবেলা খাবারের ব্যবস্থা করেদেন। কে কি করলো সেইটা না ভেবে আপনি এগিয়ে আসুন।

ভাল থাকুক বাংলাদেশ
সবাই দোয়া করি

18/03/2020

করোনা ভাইরাস প্রতিরোধে,
নিজের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা করবেনঃ

১. ধূমপান বাদ দিন।
২. অ্যালকোহল পান করবেন না।
৩. প্রতিদিন গোসল করুন। সম্ভব হলে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান কিংবা বডিওয়াস (ডেটল, লাইফবয়) ব্যবহার করুন।
৪. ঠাণ্ডা-জাতীয় খাবার থেকে দূরে থাকুন যেমন : আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জুস।
৫. ভিটামিন সি যুক্ত খাবার/ফল খান। যেমন : অরেঞ্জ জুস, লেবু।
৬. সূর্যের আলো ত্বকে নিন। (ভিটামিন ডি)
৭. ঘনঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন।
৮. ভালভাবে সেদ্ধ করা খাবার খান। যেমন : ডিম, মুরগির মাংস।
৯. অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি নিয়ন্ত্রণে রাখুন।
১০. আদা চা, তুলশী চা, মধু ইত্যাদি পান করুন।
১১. ইয়োগা বা ব্যায়াম করুন।

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এটা সবাইকে আক্রমণ করতে পারলেও সবার মৃত্যু ঘটাতে পারবে না। আপনার শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। তাই আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হোন। জনসমাগম এড়িয়ে চলুন, বাসায় থাকুন। লেখাটি কপি-পেস্ট করে সবাইকে জানার সুযোগ করে দিন।

Pls wish করবেন না
এখন corona নিয়ে কথা বলুন।

পরামর্শঃ
Dr. Tamanna Tabassum
MBBS (DMC), FCPS ( Medicine)

05/06/2019

Eid Mubarak

সবাইকে ঈদ মোবারাক🎆🎇🎉 কুরবানীর পশুর রক্ত ও বর্জ্য নিধারিত স্থানে ফেলবেন। যেখানে সেখানে ফেলে দেশ ও পরিবেশ নষ্ট করবেন না দয়...
22/08/2018

সবাইকে ঈদ মোবারাক🎆🎇🎉
কুরবানীর পশুর রক্ত ও বর্জ্য নিধারিত স্থানে ফেলবেন।
যেখানে সেখানে ফেলে দেশ ও পরিবেশ নষ্ট করবেন না দয়া করে।

---------আমরা করবো জয় সংগঠন

17/04/2018
16/12/2017

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

অনুপ্রেরণার বাস্তব উদাহরণ !দু-হাত নেই, তবু থেমে থাকেনি পড়াশুনা, মুখ দিয়ে লিখেই সে এখন চট্টগ্রাম ভার্সিটির স্টুডেন্ট । বা...
02/04/2017

অনুপ্রেরণার বাস্তব উদাহরণ !
দু-হাত নেই, তবু থেমে থাকেনি পড়াশুনা, মুখ দিয়ে লিখেই সে এখন চট্টগ্রাম ভার্সিটির স্টুডেন্ট । বাহার উদ্দিন রায়হান, বাড়ি কক্সবাজার জেলায়, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে ।
বাবার মুখ দেখার সুযোগ হয়নি তার, মায়ের গর্ভে থাকার সময়ই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে । কেবল মা-ই আছে, আর কোন ভাই বোন নেই । সেই ছোট বেলা থেকেই অনেক কষ্টে লালন পালন করেছেন রায়হানকে, বাড়ির পাশে খেত-খামার করে সংসারের খরচ জুগিয়েছেন ।
জন্ম থেকেই এমন প্রতিবন্ধকতা ছিলো না রায়হানের। ২০০৪ সালের ঘটনা, সে তখন ক্লাস ফাইভে পড়ে। বাড়ির সামনে তখন বিদ্যুতের নতুন খুঁটি লাগানো হচ্ছিলো। সেই খুঁটিগুলো ছিলো তার বাড়ির সামনে গাছের পাশ দিয়েই। একদিন সকালে গাছে একটি পাখি আটকে যেতে দেখে সে। বিকেল পর্যন্ত অপেক্ষা করে। কিন্তু’ পাখিটি বের হতে পারেনা। এ অবস্থা দেখে সন্ধ্যার দিকে সে নিজেই গাছে উঠে গেল পাখিটিকে ছাড়িয়ে দিতে। গাছে চড়ার পর হাত দিতেই হঠাৎ বিকট শব্দ শুনতে পায় সে। এরপর আর কিছু মনে নেই । হুঁশ ফিরতে নিজেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে আবিষ্কার করে সে।
দুর্ঘটনার কারণে ছয় মাস হাসপাতালে পড়ে থাকতে হয় তাকে, পুরোপুরি সেরে উঠতে এরপর আরো দুই বছর চলে যায়।
এসময়টায় অন্যেরাই সব কাজে তাকে সহায়তা করতেন। কিন্তু এভাবে নিজেকে পরনির্ভরশীল দেখতে খুব বাঁধে ছোট রায়হানের। নিজে নিজে সব কিছু করার দিকে মনোযোগ দেয় সে। ২০০৬ সালে ভর্তি হয় তৃতীয় শ্রেণিতে। কনুই দিয়ে লিখতে তখনো ভালোমতো অভ্যস্ত হতে না পারায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়নি। তখন থেকেই শুরু তার পথচলা।
মুখ দিয়ে লিখে একে একে পাশ করেছে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এবং অবশেষে পাবলিক ভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়া ।
শারীরিক অক্ষমতাকে জয় করার চেষ্টা করেছে সে প্রতিটি ক্ষেত্রে । পড়ালেখার অদম্য ইচ্ছা তাকে নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে । এত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত আছে রায়হান, নিজগ্রামে নেতৃত্ব দিচ্ছে ইয়ূথ হাঙ্গারসহ বিভিন্ন সমাজ সেবা সংগঠনের। মাদকমুক্ত সমাজ গড়তে তৈরি করছে জনসচেতনতা। সে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিতে চায় শিক্ষার আলো। ভবিষ্যতেও হতদরিদ্র মানুষের জন্য কিছুর করার স্বপ্ন তার।
বর্তমান সময়ে মানুষ মানুষের জন্যই দয়া দেখায় না , সেখানে এই মানুষটি একটি পাখীর জন্য নিজের অঙ্গ খুঁয়েছেন ! তাকে কি স্যালুট না দিয়ে পারা যায় ! বেঁচে থাকুক ভালবাসা ! সবাই দোয়া করবেন এই অদম্য মেধাবী ভাইটার জন্য !
-Collected

Amader new logo. kemon holo logo ta..........?
02/03/2017

Amader new logo. kemon holo logo ta..........?

31/12/2016

Address

MNG27 Munshiganj
Munshiganj
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা করবো জয় সংগঠন-We shall Overcome Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share