
29/04/2025
Scabies!!⁉️
বর্তমানে দেশে এই ভাইরাস একরকম মহামারী আকার ধারণ করেছে| মোটামুটি সবাই এই রোগ বা চুলকানির সাথে পরিচিত| আমার প্রশ্ন হল- শরীরের সব জায়গায় এই ভাইরাস আক্রমণ করে এবং চুলকায়| কিন্তু মুখমন্ডলে এসব হয়না কেন বা চুলকায়না কেন? শুধু এই চুলকানি বা Scabies ভাইরাসই নয়| আরও যে বিভিন্ন ত্বকের রোগ বা সমস্যা আছে সেক্ষেত্রেও দেখা যায় পুরো শরীরে সমস্যা হলেও মুখমন্ডলে কিছুই হয়না|
অনেক ক্ষেত্রে আবার ক্যান্সারে পুরো শরীর পঁচে গেলেও মুখমন্ডল অক্ষত থাকে|
স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ যা Sarcoptes scabei নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়।এর প্রধান লক্ষণ হল শরীরে চুলকানি ও গুটি গুটি র্যাশ ওঠা। স্পর্শের মাধ্যমে সাধারণত এ রোগ হয়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় গামছা, বিছানার চাদরও বালিশ ব্যবহার করলে এ রোগ হতে পারে। বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে। প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলি ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে। এই উপসর্গগুলি শরীরের বেশিরভাগ অংশে, যেমন-কব্জি, আঙ্গুলের ভিতর বা কোমরের আশেপাশে উপস্থিত হতে পারে। রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে।
স্ক্যাবিসের জন্য কোন টিকা পাওয়া যায় না। সংক্রমণের লক্ষণ না দেখা সত্ত্বেও রোগীর সংস্পর্শে যারা থাকেন, সবারই চিকিৎসা করা বাঞ্ছনীয়।পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই স্ক্যাবিস রোধের মোক্ষম উপায়।
সুত্র:উইকিপিডিয়া---