Hoglagaon village

Hoglagaon village হোগলাগাঁও একটি শান্তি পূর্ণ ও আদর্শ গ্রাম

1. শক্তি যোগায় – প্রাকৃতিক চিনি (গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ) থাকার কারণে দ্রুত শক্তি দেয়।2. হজমে সহায়ক – ফাইবার আছে যা ...
19/09/2025

1. শক্তি যোগায় – প্রাকৃতিক চিনি (গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ) থাকার কারণে দ্রুত শক্তি দেয়।

2. হজমে সহায়ক – ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে।

3. হৃদপিণ্ডের জন্য ভালো – পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

4. মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় – ভিটামিন বি৬ মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকারী।

5. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে।

6. ওজন নিয়ন্ত্রণে সহায়ক – পেট ভরাট রাখে, অতিরিক্ত খাবার খাওয়া কমায়।

7. চামড়ার সৌন্দর্য বৃদ্ধি করে – ভিটামিন এ ও সি ত্বককে সতেজ রাখে।

সারাদেশে অপরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুন, আপনার এলাকায় নম্বর মোবাইলে সেভ করে রাখুন। সারা বাংলাদেশে  সেনাবাহিনী ক্...
04/06/2025

সারাদেশে অপরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুন, আপনার এলাকায় নম্বর মোবাইলে সেভ করে রাখুন।
সারা বাংলাদেশে সেনাবাহিনী ক্যাম্প এর যোগাযোগের নাম্বার।
____
📌রাজশাহী বিভাগ
১। রাজশাহী- ০১৭৬৯১১২৩৮৬, ০১৭৬৯১১২৩৮৮।
২। চাঁপাইনবাবগঞ্জ- ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২৩৭২। ৩। পাবনা- ০১৭৬৯১২২৪৭৮, ০১৭৬৯১১২৪৮০।
৪। সিরাজগঞ্জ- ০১৭৬৯১২২৪৬২, ০১৭৬৯১২২২৬৪।
৫। নাটোর- ০১৭৬৯১১২৪৪৬, ০১৭৬৯১১২৪৪৮।
৬। নওগাঁ- ০১৭৬৯১২২১১৫, ০১৭৬৯১২২১০৮।
৭। জয়পুরহাট- ০১৭৬৯১১২৬৩৪।
৮। বগুড়া- ০১৭৬৯১১২৫৯৪, ০১৭৬৯১১২১৭০।
📌বরিশাল বিভাগ
১। বরিশাল- ০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬ ২। পটুয়াখালী- ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২। ৩। ঝালকাঠি- ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২। ৪। পিরোজপুর- ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮।
📌চট্টগ্রাম বিভাগ
১। নোয়াখালী-০১৬৪৪৪৬৬০৫১, ০১৭২৫০৩৮৬৭৭। ২। চাঁদপুর- ০১৮১৫৪৪০৫৪৩, ০১৫৬৮৭৩৪৯৭৬। ৩। ফেনী- ০১৭৬৯৩৩৫৪৬১, ০১৭৬৯৩৩৫৪৩৪। ৪। লক্ষ্মীপুর- ০১৭২১৮২১০৯৬,০১৭০৮৭৬২১১০। ৫। কুমিল্লা- ০১৩৩৪৬১৬১৫৯, ০১৩৩৪৬১৬১৬০। ৬। ব্রাক্ষণবাড়িয়া- ০১৭৬৯৩২২৪৯১, ০১৭৬৯৩৩২৬০৯ ৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা-০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২। ৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতীত)-০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪।
📌ঢাকা বিভাগ
১। মাদারীপুর-০১৭৬৯০৭২১০২, ০১৭৬৯০৭২১০৩। ২। কিশোরগঞ্জ- ০১৭৬৯১৯২৩৮২, ০১৭৬৯২০২৩৬৬। ৩। টাঙ্গাইল- ০১৭৬৯২১২৬৫১, ০১৭৬৯২১০৮৭০। ৪। গোপালগঞ্জ- ০১৭৬৯৫৫২৪৩৬, ০১৭৬৯৫৫২৪৪৮। ৫। রাজবাড়ী-০১৭৬৯৫৫২৫১৪, ০১৭৬৯৫৫২৫২৮। ৬। গাজীপুর- ০১৭৮৫৩৪৯৮৪২, ০১৭৬৯০৯২১০৬। ৭। মুন্সিগঞ্জ- ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪। ৮। মানিকগঞ্জ- ০১৭৬৯০৯২৫৪০, ০১৭৬৯০৯২৫৪২। ৯। নারায়ণগঞ্জ- ০১৭৩২০৫১৮৫৮। ১০। নরসিংদী- ০১৭৬৯০৮২৭৬৬, ০১৭৬৯০৮২৭৭৮। ১১। শরীয়তপুর- ০১৭৬৯০৯৭৬৬০,০১৭৬৯০৯৭৬৫৫। ১২। ফরিদপুর- ০১৭৬৯০৯২১০২, ০১৭৪২৯৬৬১৬২।
📌ঢাকা মহানগর
১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন-০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯। ২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী- ০১৭৬৯০১৩১০২, ০১৭৬৯০৫৩১৫৪। ৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ০১৭৬৯০২৪২১০, ০১৭৬৯০২৪২১১। ৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা- ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫৪১৯।
📌ময়মনসিংহ বিভাগ
১। শেরপুর- ০১৭৬৯২০২৫১৬, ০১৭৬৯২০২৫২৪। ২। নেত্রকোণা-০১৭৬৯২০২৪৭৮, ০১৭৬৯২০২৪৪৮। ৩। জামালপুর- ০১৭৬৯১৯২৫৪৫, ০১৭৬৯১৯২৫৫০। ৪। ময়মনসিংহ- ০১৭৬৯২০৮১৫১, ০১৭৬৯২০৮১৬৫।
📌খুলনা বিভাগ
১। বাগেরহাট- ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬। ২। কুষ্টিয়া- ০১৭৬৯৫৫২৩৬২, ০১৭৬৯৫৫২৩৬৬। ৩। চুয়াডাঙ্গা- ০১৭৬৯৫৫২৩৮০, ০১৭৬৯৫৫২৩৮২। ৪। মেহেরপুর- ০১৭৬৯৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩। ৫। নড়াইল- ০১৭৬৯৫৫২৪৫৬, ০১৭৬৯৫৫২৪৫৭। ৬। মাগুরা- ০১৭৬৯৫৫৪৫০৫,০১৭৬৯৫৫৪৫০৬। ৭। ঝিনাইদহ- ০১৭৬৯৫৫২১৫৮, ০১৭৬৯৫৫২১৭২। ৮। যশোর- ০১৭৬৯৫৫২৬১০, ০১৭৬৯০০৯২৪৫। ৯। খুলনা- ০১৭৬৯৫৫২৬১৬, ০১৭৬৯৫৫২৬১৮। ১০। সাতক্ষীরা- ০১৭৬৯৫৫২৫৩৬, ০১৭৬৯৫৫২৫৪৮।
📌রংপুর বিভাগ
১। রংপুর-০১৭৬৯৬৬২৫৫৪, ০১৭৬৯৬৬২৫১৬। ২। দিনাজপুর- ০২৫৮৯৯২১৪০০, ০২৫৮৯৬৮২৪১৪। ৩। নীলফামারী- ০১৭৬৯৬৮২৫০২, ০১৭৬৯৬৮২৫১২। ৪। লালমনিরহাট- ০১৭৬৯৬৮২৩৬৬, ০১৭৬৯৬৮২৩৬২। ৫। কুড়িগ্রাম- ০১৭৬৯৬৬২৫৩৪, ০১৭৬৯৬৬২৫৩৬। ৬। ঠাকুরগাঁও- ০১৭৬৯৬৬৬০৬২, ০১৭৬৯৬৭২৬১৬। ৭। পঞ্চগড়- ০১৯৭৩০০০৬৬২, ০১৭৬৯৬৬২৬৬১। ৮। গাইবান্ধা- ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬।
📌সিলেট বিভাগ
১। সিলেট- ০১৭৬৯১৭৭২৬৮, ০১৯৮৭৮৩৩৩০১। ২। হবিগঞ্জ- ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬১৬। ৩। সুনামগঞ্জ- ০১৭৬৯১৭২৪২০, ০১৭৬৯১৭২৪৩০। ৪। মৌলভীবাজার- ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০।

Scabies!!⁉️বর্তমানে দেশে এই ভাইরাস একরকম মহামারী আকার ধারণ করেছে| মোটামুটি সবাই এই রোগ বা চুলকানির সাথে পরিচিত|  আমার প্...
29/04/2025

Scabies!!⁉️

বর্তমানে দেশে এই ভাইরাস একরকম মহামারী আকার ধারণ করেছে| মোটামুটি সবাই এই রোগ বা চুলকানির সাথে পরিচিত| আমার প্রশ্ন হল- শরীরের সব জায়গায় এই ভাইরাস আক্রমণ করে এবং চুলকায়| কিন্তু মুখমন্ডলে এসব হয়না কেন বা চুলকায়না কেন? শুধু এই চুলকানি বা Scabies ভাইরাসই নয়| আরও যে বিভিন্ন ত্বকের রোগ বা সমস্যা আছে সেক্ষেত্রেও দেখা যায় পুরো শরীরে সমস্যা হলেও মুখমন্ডলে কিছুই হয়না|
অনেক ক্ষেত্রে আবার ক্যান্সারে পুরো শরীর পঁচে গেলেও মুখমন্ডল অক্ষত থাকে|

স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ যা Sarcoptes scabei নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়।এর প্রধান লক্ষণ হল শরীরে চুলকানি ও গুটি গুটি র‍্যাশ ওঠা। স্পর্শের মাধ্যমে সাধারণত এ রোগ হয়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় গামছা, বিছানার চাদরও বালিশ ব্যবহার করলে এ রোগ হতে পারে। বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে। প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলি ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে। এই উপসর্গগুলি শরীরের বেশিরভাগ অংশে, যেমন-কব্জি, আঙ্গুলের ভিতর বা কোমরের আশেপাশে উপস্থিত হতে পারে। রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে।

স্ক্যাবিসের জন্য কোন টিকা পাওয়া যায় না। সংক্রমণের লক্ষণ না দেখা সত্ত্বেও রোগীর সংস্পর্শে যারা থাকেন, সবারই চিকিৎসা করা বাঞ্ছনীয়।পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই স্ক্যাবিস রোধের মোক্ষম উপায়।

সুত্র:উইকিপিডিয়া---

"শুভ সকাল, আমার গ্রামের প্রিয় গ্রামবাসি গণ! আজকের দিনটা তোমাদের সবার জন্য সুখ, শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক। সূর্যের প্...
05/04/2025

"শুভ সকাল, আমার গ্রামের প্রিয় গ্রামবাসি গণ! আজকের দিনটা তোমাদের সবার জন্য সুখ, শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক। সূর্যের প্রথম আলোয় তোমাদের মুখে হাসি ফুটুক, আর প্রতিটি মুহূর্ত ভরে উঠুক আনন্দে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো—এই কামনা করি। শুভ দিন!"

শুভ রাত্রি! রাতের নিস্তব্ধতায় শান্তি পাও এবং সকালে নতুন উদ্যমে জেগে ওঠো।
04/04/2025

শুভ রাত্রি! রাতের নিস্তব্ধতায় শান্তি পাও এবং সকালে নতুন উদ্যমে জেগে ওঠো।

17/11/2024

ইসলামের আলোকে কুরআন ও সুন্নাহ

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)

৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)

১১.“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

The smile of a young girl wounded by the criminal zionist aggression this week in Dar Al-Amel Hospital near Baalbek, Leb...
06/11/2024

The smile of a young girl wounded by the criminal zionist aggression this week in Dar Al-Amel Hospital near Baalbek, Lebanon. Her smile is victory.

"Our revenge will be the laughter of our children."

28/05/2024

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন
হোগলাগাওঁ মধ্যের হাটি ছাবেদ আলী মেম্বার বাড়ি নিবাসী আব্দুল কাদের ইন্তেকাল করেছেন

এক হাজারবার গালি দিলেও তার কোনো লস নেই। সে যা চাইতো তা পেয়ে গেছে। তার পে.ইজে আপনারা রাতারাতি লাখ লাখ ভিউ, রি.য়েক্ট দিয়ে ...
13/08/2023

এক হাজারবার গালি দিলেও তার কোনো লস নেই। সে যা চাইতো তা পেয়ে গেছে। তার পে.ইজে আপনারা রাতারাতি লাখ লাখ ভিউ, রি.য়েক্ট দিয়ে আংগুল ফুলিয়ে কলাগাছ বানিয়েছেন। যাইহোক; সম্মিলিত রি.পোর্ট করে আবার তার এই পে.ইজ ডাউন করে দেওয়া যাবে। এবং এটি ফলপ্রসূও হবে।

তবে হ্যাঁ রিপোর্ট টা অবশ্যই মেরে যাবেন।

লিং.ক 👇👇👇

https://www.facebook.com/AsadNoor.V?mibextid=ZbWKwL

–  যে শহোরে মসজিদের দান বক্সে তালা দিয়ে রাখতে হয় 🙂–  সেই শহোরে বিশ্বাস করবেন কাকে  🙂💔
30/10/2022

– যে শহোরে মসজিদের দান বক্সে
তালা দিয়ে রাখতে হয় 🙂

– সেই শহোরে বিশ্বাস করবেন কাকে 🙂💔

হোগলাগাঁও বাইতুল আমান জামে মসজিদ ❤️
10/10/2022

হোগলাগাঁও বাইতুল আমান জামে মসজিদ ❤️

09/08/2022

হাসবিয়াল্লা-হু লা-ইলাহা ইল্লা-হু আ’লাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। (যাদুল মাআদ) অর্থাৎ- আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তারই উপর নির্ভর করছি, আর তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি।ফজিলত : যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এ দুআ’টি ৭ বার পড়বে, দুনিয়া ও আখিরাতের সব চিন্তা-ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন।

Address

Hoglagonj
Munshiganj
1550

Alerts

Be the first to know and let us send you an email when Hoglagaon village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hoglagaon village:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram