Mukit Osman - মুকিত ওসমান

Mukit Osman - মুকিত ওসমান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন | ইএনটি স্পেশালিস্ট | 📍চট্টগ্রাম
সিরিয়াল: +8801866696575 https://www.kaldharaprokashoni.com/sample-page/

12/09/2025

আপনারা খেয়াল করে থাকবেন চেম্বারে আপনাদের নাম, বয়স, কি সমস্যা ইত্যাদির পাশাপাশি ঠিকানা কোথায়- তা জিজ্ঞেস করা হয়। 📇

আমরা মূলত এটা জিজ্ঞেস করি আপনার বাসার আশেপাশে বা কাছাকাছি কোথায় আপনি পরীক্ষানিরীক্ষা ও ফলোআপ করাতে পারেন- তা নির্ণয় করতে। 💫

অনুগ্রহ করে আপনার ঠিকানা ও কাছাকাছি কোন কোন হাসপাতাল, ক্লিনিক ও ল্যাব আছে সেই তথ্য জেনে আমাদের জানানোর প্রস্তুতি নিয়ে চেম্বারে আসবেন। এতে আপনার সেবা গ্রহণ সহজ, সুলভ ও নির্ঝঞ্ঝাট হবে। 🌸

আপনারা ভালো থাকুন। 🤲
জুমার দোয়ায় রাখবেন। 🙏

🌱 সন্তানের মানসিক শক্তি ও আবেগীয় বুদ্ধিমত্তা গড়ে তোলার কিছু সহজ উপায়মাঝে মাঝে চেষ্টা করবেন আপনার সন্তানের সাথে এমন কি...
02/09/2025

🌱 সন্তানের মানসিক শক্তি ও আবেগীয় বুদ্ধিমত্তা গড়ে তোলার কিছু সহজ উপায়

মাঝে মাঝে চেষ্টা করবেন আপনার সন্তানের সাথে এমন কিছু খেলা বা প্রজেক্ট হাতে নিতে যেখানে ভেঙে পড়া, ফেটে যাওয়া, নষ্ট হওয়া, পণ্ড হওয়া বা পরাজিত হওয়ার ব্যাপার থাকে।
যেমন—
🎨 রঙ-তুলি নিয়ে কাজ করতে গিয়ে এলোমেলো হওয়া
🧱 বিল্ডিং ব্লকস দিয়ে খেলতে গিয়ে ভেঙে পড়া
✂️ কাগজ কেটে নকশা করতে গিয়ে পণ্ড হওয়া
🏃 ইচ্ছে করে বারান্দায় বা ছাদে সন্তানের সাথে দৌড়ে হেরে যাওয়া

👉 এতে সন্তানের মাঝে সহনশীলতা ও হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা গড়ে উঠবে। হেরে যাওয়ার মধ্যে অহেতুক লজ্জা পাওয়ার প্রবণতাও দূর হবে।

🕰️ প্রতিদিন অন্তত মিনিট পনেরো থেকে ঘণ্টাখানেক সময় বের করে সন্তানের সাথে বোর্ড গেম খেলুন—Scrabble, Monopoly, Chess, Ludu ইত্যাদি। এতে আপনার ধৈর্য বাড়বে, আর সন্তানের জীবনে আপনার উপস্থিতি গভীরভাবে অনুভূত হবে।

🚶 হাঁটতে গিয়ে বা গাড়িতে করে কোথাও যাওয়ার সময় সন্তানের কাছে জিজ্ঞেস করুন—
“আজ কোন ঘটনা তোমাকে সবচেয়ে হাসিয়েছে?”
“কোন ঘটনা তোমার কাছে কঠিন লেগেছে?”
👉 এতে তার Emotional Intelligence (আবেগীয় বুদ্ধিমত্তা বা অনুভূতির প্রজ্ঞা) বাড়বে।

💚 সপ্তাহে অন্তত একদিন সন্তানের কাছে প্রকাশ করুন কেন আপনি তার প্রতি কৃতজ্ঞ। সেটা হতে পারে—
✔️ আপনার জীবনে তার উপস্থিতির জন্য
✔️ খেলনা গুছিয়ে রাখার জন্য
✔️ পড়তে বসে মনোযোগ দিয়ে শেষ করার জন্য
👉 এতে তার ভেতরও কৃতজ্ঞতাবোধ ও সহমর্মিতা তৈরি হবে।

⭐ সপ্তাহে একদিন সন্তানের একটি ভালো দিক বলুন এবং একটি পরামর্শ দিন। একইভাবে তাকে বলুন আপনাকেও একটি ভালো দিক ও একটি পরামর্শ দিতে। চাইলে ডায়েরিতে লিখে রাখতে পারেন। এতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্পর্কের গভীরতা বাড়বে।

👩‍🏫 মাঝে মাঝে সন্তানের কাছে জানতে চান, সে নতুন কি শিখেছে—এবং তাকে বলুন সেটা আপনাকে শেখাতে। শেখানোর সময় মনোযোগ দিয়ে ছাত্রের মতো শুনুন। টুকটাক ভুল করলে সাথে সাথে শুধরে দেবেন না, দেখবেন সে নিজেই ঠিক করার চেষ্টা করবে। 👉 এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হবে।

✨ আমাদের সন্তানেরা যেন শুধু ভালো ছাত্র বা খেলোয়াড় নয়, বরং ভালো মানুষ হয়—এই ছোট ছোট চর্চাগুলো তাদের মানসিক গঠনে বড় ভূমিকা রাখবে।

লেখাটি পরবর্তীতে কাজে লাগাতে চাইলে সেইভ করে রাখুন। ভালো লাগলে শেয়ার করুন।

পায়োজেনিক গ্র্যানুলোমা নাকের গোড়ায় ছোট দাগ → প্রথমে হালকা চুলকানি, পরে সামান্য ঘষলেই রক্তপাত ও ব্যথা।❌ শুধু ওষুধে পুর...
02/09/2025

পায়োজেনিক গ্র্যানুলোমা

নাকের গোড়ায় ছোট দাগ → প্রথমে হালকা চুলকানি, পরে সামান্য ঘষলেই রক্তপাত ও ব্যথা।

❌ শুধু ওষুধে পুরোপুরি ভালো হয় না।
✅ সামান্য অবশ করে সহজ অপারেশনে স্থায়ীভাবে দূর করা যায়।

একজন ভদ্রমহিলা অনেকদিন ধরে নাকের গোড়ায় ছোট একটি দাগ নিয়ে চিন্তিত ছিলেন। শুরুতে তা তেমন বিরক্তি করত না, মাঝে মাঝে চুলকাতো। কিন্তু সাম্প্রতিক সময়ে সামান্য চুলকালেই রক্ত বের হতো এবং নামাজের সময় সিজদায় কষ্ট দিত।

আমাদের কাছে এসে তিনি জানতে চান, ওষুধে কি এটি ভালো হবে? আমরা বুঝিয়ে বলি—এটি সাধারণত ওষুধে পুরোপুরি ভালো হয় না, তবে খুব সহজ পদ্ধতিতে সামান্য অবশ করে এটি স্থায়ীভাবে দূর করা সম্ভব।

Chattagram Metropolitan Hashpatal Limited এ আমরা এই ছোট অপারেশনটি নিরাপদে ও সাশ্রয়ীভাবে সম্পন্ন করেছি। অপসারণের পর আমরা সবসময়ই এই ধরনের টিস্যু হিস্টোপ্যাথলজিতে পাঠাই, যাতে সঠিক রোগ নির্ণয় নিশ্চিত হয়।

মধ্যপ্রাচ্যে আমার যেসব প্রিয় ভাই কাজ করেন, উনাদের জন্য আমার মায়া লাগে। একে তো ওখানে প্রচণ্ড গরম। তার মধ্যে উনারা করেন ...
30/08/2025

মধ্যপ্রাচ্যে আমার যেসব প্রিয় ভাই কাজ করেন, উনাদের জন্য আমার মায়া লাগে। একে তো ওখানে প্রচণ্ড গরম। তার মধ্যে উনারা করেন কঠোর পরিশ্রম। এদিকে সব খানে আছে এসি। প্রায়ই পান করতে হয় ঠান্ডা পানি, জ্যুস, শরবত বা লবাং। এতে করে উনাদের অনেক সময় নাকে বা গলায় ইনফেকশন হয়। সবচেয়ে বেশি হতে দেখা যায় সাইনাসের সমস্যা আর টনসিলের সমস্যা।

এদিকে উনারা চাইলেই তো আর প্রতি বছর দেশে আসতে পারেন না, কিংবা অসুস্থ হলেই চিকিৎসা করাতে পারেন না।

এরকম এক ভাইয়ের টনসিলের অপারেশন করে দিলাম আমরা কয়েকদিন আগে। অল্প কয়েকদিনের ছুটি ম্যানেজ করে দেশে এসেছিলেন। অপারেশনের পর দেখিয়ে আবার ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।

আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দ্রুত সুস্থ করে দিন।

আপনাদের হাতে আল্লাহ আমার রিজিকের বন্দোবস্ত রেখেছেন, সাপোর্ট করার অনুরোধ থাকলো।

ছোটবেলায় যখন অসুস্থ হতাম, আমার চিকিৎসক বাবা মা চিকিৎসা দেওয়ার চেয়েও যখন মাথায় হাত বুলিয়ে দিতেন, সেটা বেশি শান্তি লা...
26/08/2025

ছোটবেলায় যখন অসুস্থ হতাম, আমার চিকিৎসক বাবা মা চিকিৎসা দেওয়ার চেয়েও যখন মাথায় হাত বুলিয়ে দিতেন, সেটা বেশি শান্তি লাগতো। মনে হতো জ্বরটা বুঝি নেমে গেলো, পেট ব্যথা অনেক কমে গেলো।

আজ অপারেশন থিয়েটারের একজন সম্মানিত স্টাফ খেয়াল করিয়ে দিলেন বলে জানলাম। আমি অজান্তেই অবেদনবিদ চিকিৎসক অজ্ঞান করার আগে, জ্ঞান ফেরানোর পর, পোস্ট-অপ রুমে, রোগীর স্বজনদের সাথে আলাপ করার সময় প্রায়ই আমার অপারেশনের পেশেন্টদের মাথায় হাত বুলিয়ে দেই। এটা নাকি অনেকেই লক্ষ্য করেছেন। এটা যে আমি সচেতনভাবেই দেই, তা না। আমার ছোটবেলার কথা মনে চলে আসে বলে নিজের অজান্তেই করি।

জানি না আমার রোগী বা তার স্বজনদের কেমন লাগে। জানি না এতে আমার রোগীদের কষ্ট একটু হলেও কমে কি না।

আল্লাহ ভালো রাখুন সবাইকে।

25/08/2025

আপনার এলাকার নাম আর আপনার এলাকায় নাক কান গলার চিকিৎসা নিতে গিয়ে কি কি অসুবিধায় পড়েন তা কমেন্ট করে জানান। 🙏

25/08/2025

বাবা হিসেবে সন্তানদের জন্য কিংবা একজন ডাক্তার হিসেবে তার রোগীদের জন্য নিজের সামর্থ্যের মধ্যে সবটুকু করার পরও ঘাটতি রয়ে গেলে যে কষ্টটা হয়….

20/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Shamsul Alam Khan Murad

আমার ভিডিও পোস্টগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখুন। উপকার পেলে আমাকে জানান। আরও কিভাবে ভালো করা যায়, তা নিয়ে পরামর্শ দিন 🫡🙏🤲

20/08/2025

আপনার সন্তানদের যে স্কুলে পাঠাচ্ছেন, সেখানে

১) অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেমন?
২) আপনার সন্তানকে মশা কামড়াচ্ছে না তো?

18/08/2025

চারিপাশে তাকালে মনে হয় সম্পদ মানেই কেবল অর্থ, বিত্ত, প্রাচুর্য!

কিন্তু অনেকের সাথে কথা বলে আমার মনে হয়েছে—
প্রকৃত সম্পদ হলো এমন একটি পরিবার,
যেখানে একে অপরের মুখ দেখে, কথা বলে শান্তি পাওয়া যায়।

প্রকৃত সম্পদ হলো সুস্থ দেহ আর শান্ত মন।

আপনার কি মনে হয়?

বাড়ি ফেরার পথে আজ পরিবারের জন্য কি নিয়ে যাবেন?

18/08/2025

আসসালামু আলাইকুম

আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি… 🙏🤲🫡

এই লেখাটা যদি আপনাদের মধ্যে ৫০ জন শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ একজন শিক্ষার্থীর বই কিনে দেবো। 🌸আপনার জীবনে কি টাকা কারও...
16/08/2025

এই লেখাটা যদি আপনাদের মধ্যে ৫০ জন শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ একজন শিক্ষার্থীর বই কিনে দেবো। 🌸

আপনার জীবনে কি টাকা কারও আসল চরিত্র প্রকাশ করেছে? কমেন্টে জানাতে পারেন।

টাকা আসলে মানুষের ভেতরটা প্রকাশ করে।

আপনি যখন টাকার ঘাটতি বা অভাবে থাকেন, তখন বোঝা যায় আপনি আপনার সীমাবদ্ধতাকে কিভাবে সামাল দিচ্ছেন।

আর যখন প্রাচুর্য আসে বা আপনার টাকা পয়সার কমতি না থাকে, তখন বোঝা যায় আপনি লোভী, কৃপণ না উদার!

আমরা আমাদের পরিবারে, চারপাশে এর অনেক উদাহরণ দেখেছি।

একটা ছোট ঋণ শোধ না হওয়ায়, সামান্য কিছুটা প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাইবোন পর হয়ে যায়।

একটা উত্তরাধিকার ভাগাভাগি করতে গিয়ে চাচাতো-ফুফাতো-মামাতো ভাইয়ে-ভাইয়ে শত্রুতে পরিণত হয়।

একটু সাফল্য পেয়েই অনেকে ভুলে যায়, শুরুতে যাঁরা সাহায্য করেছিলেন তাঁদেরকে!

টাকা কেবল মুখোশ খুলে দেয় তা নয়, এটা মানুষের আসল রূপ বের করে আনে।

টাকা একটা আয়নার মতো, যাতে ঠাহর করে দেখলে আপনি আপনার আসল রূপ দেখতে পাবেন। অন্যরা দেখার বা বলাবলি করার আগেই।

আমরা যদি দয়ালু হই, তাহলে টাকাকে কাজে লাগাই যাদের নিতান্তই প্রয়োজন সেসব পরিচিত/ অপরিচিত মানুষকে সাহায্য করতে। প্রয়োজন হলে ভালোভাবে যাচাই-বাছাই করে। যাতে অপাত্রে খরচ না হয়।

আর আমরা যদি স্বার্থপর হই, তাহলে দেখা যাবে টাকাকে ব্যবহার করছি কেবল বড়াই করতে, অন্যকে ছোট করতে বা স্রেফ ভোগ-বিলাসে!

কেউ লটারি জিতলে , দেখা যায় সে অচেনা মানুষের জন্যও ঘর বানায়। আবার কারও মিললে , দেখা যায় সে সেই মানুষটিকেও ভুলে যায়, যে একদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে খাইয়েছিল, আশ্রয় দিয়েছিল।

আসলেই টাকা মানুষকে বদলায় না, শুধু সবার সামনে আসল চরিত্রটা স্পষ্ট করে দেয়।

চরিত্রের পরীক্ষা হয় আমরা অন্যকে কেমন ব্যবহার করি তাতে, আমাদের মানিব্যাগ ভরা থাকুক বা খালি থাকুক।

কারণ শেষ পর্যন্ত, ব্যাংকে কোটি টাকা জমিয়ে মূল্যবোধে দেউলিয়া হওয়ার চেয়ে, সততার সম্পদে ধনী হওয়াই ভালো।💜

প্রথমে যে কথাটি লিখেছিলাম, তা আসলে লটারি ছিলো। এই লেখা আপনি এতটুক পড়ে থাকলে কমেন্ট বক্সে জানান। আপনি শেয়ার না করলেও একজন শিক্ষার্থীর বইয়ের খরচ দিয়ে দেওয়া হবে।🫡

#টাকারআসলচেহারা #মানবিকতা

Address

Room 4004, Chattogram Metropolitan Hospital Limited, O R Nizam Road
Chittagong
4100

Opening Hours

Monday 19:30 - 21:00
Tuesday 19:30 - 21:00
Wednesday 19:30 - 21:00
Thursday 19:30 - 21:00
Saturday 19:30 - 21:00
Sunday 19:30 - 21:00

Telephone

+8801866696575

Alerts

Be the first to know and let us send you an email when Mukit Osman - মুকিত ওসমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mukit Osman - মুকিত ওসমান:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category