সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড

সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড "Serve with humanity"
Safe ideal health care ltd has 24 hrs hospital & diagnostic service to serve

স্বাধীন বাংলাদেশের প্রথম এবং চট্টগ্রামের প্রধান দৈনিক পত্রিকা দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামের প্রধান মানবিক...
13/09/2025

স্বাধীন বাংলাদেশের প্রথম এবং চট্টগ্রামের প্রধান দৈনিক পত্রিকা দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামের প্রধান মানবিক হাসপাতাল "আইডিয়াল হাসপাতালের" পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়।

২৪ ঘন্টা যেকোনো ধরনের সেবা পেতে কল করুন @01969 908 808

' সম্পূর্ণ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার, অভিজ্ঞ ডেলিভারি নার্স, মহিলা স্টাফ দিয়ে পরিচালিত সেইফ আইডিয়াল মেটারনিটি হাসপাতাল- স...
12/09/2025

' সম্পূর্ণ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার, অভিজ্ঞ ডেলিভারি নার্স, মহিলা স্টাফ দিয়ে পরিচালিত সেইফ আইডিয়াল মেটারনিটি হাসপাতাল- সাশ্রয়ী প্যাকেজে চলমান এই অফারটি আজি গ্রহণ করুন '

চট্টগ্রাম শহরে প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি করানোর প্রচেষ্টার জগতে আস্থা অর্জনকারী সেইফ আইডিয়াল হাসপাতালে আসা সকল প্রসূতি মায়ের ও তাদের স্বজনদের অনুভূতি অত্যন্ত সন্তোষজনক এবং উৎসাহমূলক।

মানুষের একটি ধারণা ক্লিনিক এ রোগী ভর্তি করালেই সিজার করা হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সকলের আস্থা অর্জনকারী বহদ্দারহাটের সেইফ আইডিয়াল হাসপাতালে ডেলিভারির জন্য আগত রোগীর মধ্যে নরমাল ডেলিভারির সংখ্যা বেশি।

চট্টগ্রামের প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা বাশির FCPS, ডাক্তার সামিরা আমির FCPS, ডাক্তার মরিয়ম সুলতানা FCPS, ডাক্তার নিলুফার ইয়াসমিন FCPS, ডাক্তার শারমিন শামসুদ্দিন এনি FCPS, ডাক্তার আরিফা জামিল MS, এবং ডাক্তার জান্নাত রিয়াজী ম্যাডাম এর ২৪ ঘন্টা তত্ত্বাবধানে ডেডিকেটেড বিশেষজ্ঞ ডাক্তার ও নরমাল ডেলিভারিতে অভিজ্ঞ অভিজ্ঞ নার্স সমৃদ্ধ টীম নিয়ে আমাদের রয়েছে নরমাল ডেলিভারির বিশেষায়িত টিম।

নরমাল ডেলভারির সর্বোচ্চ চেষ্টার পর সিজার এর কোনো উপসর্গ দেখা দিলে তবেই মা ও বাচ্চার সুস্থতার বিবেচনায় রোগীর পরিবার এর সাথে পরামর্শক্রমে সিজার করা হয়।
দেখা গেছে গত মাসে আমাদের হাসপাতালে অর্ধেকেরও বেশি নরমাল ডেলিভারি হয়েছে। এমনকি যমজ বাচ্চা ও নরমাল এর মাধ্যমে ডেলিভারি করানো হয়েছে কনসালট্যান্ট দের সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে।

তাই নিশ্চিদ্র পর্দা ও নিরাপদ ব্যবস্থায় ডেলিভারি সম্পন্ন করতে আইডিয়াল ম্যাটারনিটি হাসপাতালে আসুন ও নিরাপদ মাতৃসেবা গ্রহণ করুন।
আপনাদের সুস্বাস্থ্যই আমাদের কাম্য।

#সেইফ আইডিয়ালের
সাথেই থাকুন। সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড #
CALL @ 01969 908 808

https://www.facebook.com/share/p/17SPLuTbJB/
10/09/2025

https://www.facebook.com/share/p/17SPLuTbJB/

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নুর
MBBS, MD (Medicine), CCD (BIRDEM), BCS সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেডে নিয়মিত চেম্বার শুরু করছেন।

স্যার প্রতি শনিবার সোমবার বুধ বার বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চেম্বার করবেন।
সিরিয়াল নিতে ফোন করুন
01969 908 808 নাম্বারে।

সুখে অসুখে সেইফ আইডিয়াল আছে আপনার পাশে।

মৌসুম বদলাচ্ছে, এই সময়টায় আপনার শিশুর যত্ন নিন বিশেষভাবে। যেকোনো অসুখে আতঙ্কিত না হয়ে চলে আসুন সেইফ আইডিয়ালে। আমরা আপ...
05/09/2025

মৌসুম বদলাচ্ছে, এই সময়টায় আপনার শিশুর যত্ন নিন বিশেষভাবে। যেকোনো অসুখে আতঙ্কিত না হয়ে চলে আসুন সেইফ আইডিয়ালে। আমরা আপনার সোনামণির সেবা দিতে প্রস্তুত সবসময়, সব বিষয়ে।

চট্টগ্রামের সুপরিচিত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত প্রসূতি ...
24/08/2025

চট্টগ্রামের সুপরিচিত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালের সম্মানিত পরিচালক ডা মরিয়ম সুলতানা Dr Morium Sultana MBBS, MCPS, FCPS
ম্যাডাম নিয়মিত ভাবে চেম্বার করছেন এবং সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টা প্রসূতি ও স্ত্রী রোগের যেকোনো জটিল অপারেশন সহ আপনাদের প্রয়োজনীয় অপারেশন করছেন।

আপনার যে কোন প্রয়োজনে অনলাইন এপয়েন্টমেন্ট নিতে বারকোড স্ক্যান করুন অথবা এখনই কল করুন
@ 01969 908 808

সেইফ আইডিয়াল, ডেলিভারির জগতে এক আস্থার নাম

'আস্থাভাজন আইডিয়াল হাসপাতাল প্রতিষ্ঠায় ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশ"'আসসালামু আলাইকুম...
24/08/2025

'আস্থাভাজন আইডিয়াল হাসপাতাল প্রতিষ্ঠায় ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশ"'

আসসালামু আলাইকুম

সেইফ আইডিয়াল হেলথকেয়ার লিমিটেড হাসপাতালের ফ্লোর ওটি নার্স ও ফার্মেসি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে 'মাসিক মিটিং' হাসপাতালে অনুষ্ঠিত হয়।

সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সোহেল মফিজ স্যারের সুযোগ্য নেতৃত্বে আপনার প্রিয় প্রতিষ্ঠানকে রোগীবান্ধব হাসপাতালে পরিণত করতে ও স্টাফদের রোগীর সেবা প্রদানে আরো নিখুঁত করতে সার্বক্ষণিক করছে টিম আইডিয়াল।

এতে ফার্মেসি, ফ্লোর ও ওটি সিস্টার, ব্রাদার, একাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সুপারভাইজার, ম্যানেজার উপস্থিত ছিলেন।

আস্থার প্রতীক এ হাসপাতালে আগত সম্মানিত রোগীর আরও উন্নত সেবা প্রদানে সকল স্টাফ একতাবদ্ধ হয়ে দূঢ় সংকল্প নিয়ে কাজ করতে ওয়াদাবদ্ধ হয়ে সেরা হাসপাতালে পরিণত করতে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন মিটিং এর সভাপতি হাসপাতালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ডাইবেটোলজিস্ট ও ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডা এম ওয়াই এফ পারভেজ।

প্রতিটি স্টাফের ডিপার্টমেন্টের কার্য বিবরণী বর্ণনা করে হাসিমুখে রোগীকে ভর্তি থেকে চিকিৎসা পাওয়া পরীক্ষাসহ ডিসচার্জ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে উন্নত সেবা প্রদানে সব স্টাফদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন ।

নির্ভুল রিপোর্টের মাধ্যমে ইতিমধ্যে আস্থা অর্জনকারী আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ক্রমবর্ধমান সেবার মানকে উন্নত করতে ও সমুন্নত রাখতে বিশেষ জোর দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন
সহকারী অধ্যাপক ডাক্তার এম এস মুস্তাকিম, ডিরেক্টর ল্যাব কনসালটেন্ট বাইকেমিস্ট সহকারী অধ্যাপক ডাক্তার নুরুল আফসার মামুন, ডিরেক্টর অপারেশন হাসান মুরাদ চৌধুরী মামুন।

নিজে সেবা নিন।
রোগী পাঠান।।
হাসপাতাল অগ্রযাত্রায় এগিয়ে আসুন।।।

"২৪ ঘন্টা যেকোনো সার্জারি সহ ইমারজেন্সি তে আইডিয়াল জেগে থাকে"নিয়মিত রোগী দেখছেন চেম্বার করছেন ও অপারেশন করতেছেন আইডিয়...
23/08/2025

"২৪ ঘন্টা যেকোনো সার্জারি সহ ইমারজেন্সি তে আইডিয়াল জেগে থাকে"

নিয়মিত রোগী দেখছেন চেম্বার করছেন ও অপারেশন করতেছেন আইডিয়াল হাসপাতালের সম্মানিত পরিচালক চট্টগ্রামের প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রহিম স্যার।

এখনো রাতেও জটিল রোগীর অপারেশন করছেন স্যার।

নিয়মিত অপারেশনও করেছেন।

নিয়মিত এসে চেম্বারে এবং ভর্তি রোগী দেখে চিকিৎসা দিয়ে আল্লাহর দয়ায় রোগী সুস্থ করতে সহায়তা করার জন্য আলহামদুলিল্লাহ

আল্লাহ উনাকে হায়াতে তাইয়েবা দান করুন

২৪ ঘন্টা যেকোনো ইমারজেন্সি তে আইডিয়াল জেগে থাকে

লেপারোস্কপি সহ যে কোন ধরনের সার্জারি করাতে ফোন করুন
01969 908 808

"সংকটাপন্ন চিকিৎসায় আইডিয়াল এক আস্থার নাম"সেইফ আইডিয়াল হাসপাতালের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রামের প্রখ্যাত মেডিসিন ...
20/08/2025

"সংকটাপন্ন চিকিৎসায় আইডিয়াল এক আস্থার নাম"

সেইফ আইডিয়াল হাসপাতালের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রামের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সোহেল মফিজ স্যার সংকটাপন্ন ১৬ বছরের এক রুগীকে সেইফ আইডিয়াল হাসপাতালে ভর্তি করান এবং স্যারের আন্ডারে বিশেষজ্ঞ চিকিৎসা নিয়ে এখন ভর্তি আছে । আলহামদুলিল্লাহ।।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা @⁨Drshohel mofiz⁩ FCPS স্যারের প্রতি

এভাবেই ম্যানেজমেন্ট এ সেইফ আইডিয়াল হাসপাতাল এখন একটি আস্থার নাম।

আপনার নিজের বা পরিবারের ডেঙ্গু সহ যেগুলো রোগের বা অপারেশনের চিকিৎসায় সেইফ আইডিয়াল হাসপাতালে জাস্ট একটু ফোন করুন@ 01969 908808

ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেইফ আইডিয়াল হাসপাতালের  সম্মানিত  পরিচালক চট্টগ্রামের প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রহি...
17/08/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেইফ আইডিয়াল হাসপাতালের সম্মানিত পরিচালক চট্টগ্রামের প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রহিম স্যার কে।

গতকাল গভীর রাত একটায় এবং আজকে এখনো সংকটাপন্ন রোগীকে চিকিৎসা দিতে উনি ওটি করার জন্য হাসপাতালে ছুটে আসেন আলহামদুলিল্লাহ।

নিয়মিত রোগীকে এখানে আগেও অপারেশন করেছেন।

নিয়মিত এসে চেম্বারে এবং ভর্তি রোগী দেখে চিকিৎসা দিয়ে আল্লাহর দয়ায় রোগী সুস্থ করতে সহায়তা করার জন্য আলহামদুলিল্লাহ

আল্লাহ উনাকে হায়াতে তাইয়েবা দান করুন

২৪ ঘন্টা যেকোনো ইমারজেন্সি তে আইডিয়াল জেগে থাকে

লেপারোস্কপি সহ যে কোন ধরনের সার্জারি করাতে ফোন করুন
01969 908 808

"রোগীর সেবার পরিপূর্ণতা আনতে দিনরাত কাজ করছে টিম আইডিয়াল" আসসালামু আলাইকুম হাসপাতালে প্রতি রোগীদের আস্থা আরও বাড়াতে হা...
16/08/2025

"রোগীর সেবার পরিপূর্ণতা আনতে দিনরাত কাজ করছে টিম আইডিয়াল"

আসসালামু আলাইকুম হাসপাতালে প্রতি রোগীদের আস্থা আরও বাড়াতে হাসপাতালের ওয়ার্ড বয় ও cleaner দের কাজের প্রতি আরো মনোযোগী করতে আজ অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম ওয়াই এফ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক মনিটরিং এ মিটিংয়ে রোগীর সন্তুষ্টি নিশ্চিত করতে রুট লেভেলের ওয়ার্ড বয় এবং আয়া দেরকে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম ওয়াই এফ পারভেজ, ডিরেক্টর এডমিন সহকারী অধ্যাপক ডাক্তার এম এস মুস্তাকিম, ডিরেক্টর ল্যাব সহকারি অধ্যাপক ডাক্তার নুরুল আফসার মামুন, হাসপাতালের ডিরেক্টর অপারেশন হাসান মুরাদ চৌধুরী মামুন।

আইডিয়াল এর সেবার পরিধি এবং রোগীর সন্তুষ্টিকরণ সর্বোচ্চ লেবেলে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আইডিয়াল টিম
আলহামদুলিল্লাহ

সম্মানিত রোগীদের সেবা দিতে মুখিয়া আছে আইডিয়াল হাসপাতাল ইনশাআল্লাহ।

মেডিসিন সার্জারি গাইনি নাক কান গলা ল্যাপরোস্কপিক বা যেকোনো ধরনের রোগী পাঠিয়ে সহযোগিতা একান্তভাবে কাম্য।

24 hrs hotline call @ 01958 908 808

যেকোনো পরিস্থিতিতে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে কল করুন 01958 39 29 13

অভিনন্দন ও অভিবাদন চট্টগ্রামের মানবিক হাসপাতাল সেইফ আইডিয়াল হাসপাতালের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও নিয়মিত কনসালটেন্ট ডা...
07/08/2025

অভিনন্দন ও অভিবাদন

চট্টগ্রামের মানবিক হাসপাতাল সেইফ আইডিয়াল হাসপাতালের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও নিয়মিত কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ আব্দুল কাদের স্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করায় আইডিয়াল পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রখ্যাত অর্থোপেডিক কনসালট্যান্ট ডাক্তার আহমেদ রহিম, সম্মানিত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফজলুল ওয়াহাব চৌধুরী, ডেন্টাল সার্জন ডাক্তার মহিম উদ্দিন সহ সম্মানিত কনসালটেন্টবৃন্দ ও বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ।

স্যারের উত্তরোত্তর সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

স্যার প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড হাসপাতালে রোগী দেখছেন এবং ২৪ ঘন্টা রোগীর ট্রিটমেন্ট দিচ্ছেন

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 01969 908 808

Address

Bahaddarhat
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category