19/11/2025
শিশুদের রোগ হোক বা না হোক—
শিশুরা অনেক সময় ছোট সমস্যাও বোঝাতে পারে না। বাইরে থেকে সুস্থ মনে হলেও ভেতরে এমন কিছু সমস্যা তৈরি হতে পারে যা আমরা বুঝতেই পারি না। তাই নিয়মিত শিশুদের ডাক্তার চেকআপ এ রাখুন নিজে সুস্থ থাকুন নিজের বাচ্চাদের ও খেয়াল রাখুন
🔹 রেসপিরেটরি ইনফেকশন (সর্দি-কাশি–শ্বাসকষ্ট)
প্রথমে হালকা থাকে, পরে নিউমোনিয়ায় পরিণত হতে পারে। আগে থেকে বোঝা গেলে বড় ঝামেলা এড়ানো যায়।
🔹 ডিহাইড্রেশন ও ডায়রিয়া
অনেক সময় বাচ্চা বলে না, কিন্তু শরীরে পানি কমে বিপদের দিকে যেতে পারে।
🔹 অ্যানিমিয়া (রক্ত কম)
বাহির থেকে বোঝা যায় না—কিন্তু শিশুর বৃদ্ধি, শক্তি, পড়াশোনা সবকিছুতে প্রভাব ফেলে।
🔹 কান-নাক-গলা সংক্রমণ
ব্যথা সহ্য করে থাকে, কিন্তু সময়মতো চিকিৎসা না হলে কানের শ্রবণ শক্তি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
🔹 গ্রোথ ও ডেভেলপমেন্ট সমস্যা
উচ্চতা, ওজন, কথা বলা, হাঁটা—এসব ঠিকমতো হচ্ছে কি না তা নিশ্চিত করা খুবই জরুরি।
🔹 অ্যালার্জি ও অ্যাজমা
অনেকেই দীর্ঘদিন বুঝতে পারে না—সঠিকভাবে ধরা গেলে জীবন সহজ হয়।
ডাঃ মো. মুরাদ হোসেন মোল্লা
শিশু রোগ -মেডিসিন এ অভিজ্ঞ
নবজাতক থেকে ১৪ বছর বয়সী শিশুদের সমস্যা নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ।
🏥 ইউনিভার্সাল হেলথ কেয়ার
জে এস সেন্টার (৩য় তলা), ইসলামী ব্যাংকের উপরে (মেয়র গলির পাশে), ২নং গেট, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893 120 120