Universal Health Care

Universal Health Care We are committed to promote preventive medicine & provide curative treatment in a caring manner thro

শিশুদের রোগ হোক বা না হোক—শিশুরা অনেক সময় ছোট সমস্যাও বোঝাতে পারে না। বাইরে থেকে সুস্থ মনে হলেও ভেতরে এমন কিছু সমস্যা তৈ...
19/11/2025

শিশুদের রোগ হোক বা না হোক—

শিশুরা অনেক সময় ছোট সমস্যাও বোঝাতে পারে না। বাইরে থেকে সুস্থ মনে হলেও ভেতরে এমন কিছু সমস্যা তৈরি হতে পারে যা আমরা বুঝতেই পারি না। তাই নিয়মিত শিশুদের ডাক্তার চেকআপ এ রাখুন নিজে সুস্থ থাকুন নিজের বাচ্চাদের ও খেয়াল রাখুন

🔹 রেসপিরেটরি ইনফেকশন (সর্দি-কাশি–শ্বাসকষ্ট)
প্রথমে হালকা থাকে, পরে নিউমোনিয়ায় পরিণত হতে পারে। আগে থেকে বোঝা গেলে বড় ঝামেলা এড়ানো যায়।

🔹 ডিহাইড্রেশন ও ডায়রিয়া
অনেক সময় বাচ্চা বলে না, কিন্তু শরীরে পানি কমে বিপদের দিকে যেতে পারে।

🔹 অ্যানিমিয়া (রক্ত কম)
বাহির থেকে বোঝা যায় না—কিন্তু শিশুর বৃদ্ধি, শক্তি, পড়াশোনা সবকিছুতে প্রভাব ফেলে।

🔹 কান-নাক-গলা সংক্রমণ
ব্যথা সহ্য করে থাকে, কিন্তু সময়মতো চিকিৎসা না হলে কানের শ্রবণ শক্তি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।

🔹 গ্রোথ ও ডেভেলপমেন্ট সমস্যা
উচ্চতা, ওজন, কথা বলা, হাঁটা—এসব ঠিকমতো হচ্ছে কি না তা নিশ্চিত করা খুবই জরুরি।

🔹 অ্যালার্জি ও অ্যাজমা
অনেকেই দীর্ঘদিন বুঝতে পারে না—সঠিকভাবে ধরা গেলে জীবন সহজ হয়।

ডাঃ মো. মুরাদ হোসেন মোল্লা

শিশু রোগ -মেডিসিন এ অভিজ্ঞ
নবজাতক থেকে ১৪ বছর বয়সী শিশুদের সমস্যা নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

🏥 ইউনিভার্সাল হেলথ কেয়ার
জে এস সেন্টার (৩য় তলা), ইসলামী ব্যাংকের উপরে (মেয়র গলির পাশে), ২নং গেট, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893 120 120

আমাদের শরীরের ভেতরে অনেক পরিবর্তন হয় যা বাইরে থেকে বোঝা যায় না। তাই নিয়মিত চেক-আপ করলে—লুকানো রোগ আগেভাগে ধরা পড়েঅনেক রো...
18/11/2025

আমাদের শরীরের ভেতরে অনেক পরিবর্তন হয় যা বাইরে থেকে বোঝা যায় না। তাই নিয়মিত চেক-আপ করলে—

লুকানো রোগ আগেভাগে ধরা পড়ে
অনেক রোগ শুরুতে কোনো লক্ষণ দেখায় না—চেক-আপ করলে শুরুতেই শনাক্ত হয়।

জটিল রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা যায়
প্রেশার, সুগার, লিভার-কিডনি সমস্যাগুলো সময়মতো ধরা পড়লে বড় ক্ষতি এড়ানো যায়।

শরীরের বর্তমান অবস্থা জানা যায়
রক্ত, হরমোন, ভিটামিন, ওজন—সবকিছুর আপডেট জানা থাকে।

লাইফস্টাইল ঠিক করা সহজ হয়
খাদ্য, ঘুম, ব্যায়াম—কোথায় সমস্যা, কী ঠিক করতে হবে—চেক-আপে বোঝা যায়।

মানসিক শান্তি থাকে
রিপোর্ট ঠিক থাকলে নিশ্চিন্ত হওয়া যায়, আর সমস্যা থাকলে সময়মতো ব্যবস্থা নেওয়া যায়।

হঠাৎ জরুরি পরিস্থিতি কমে
অনিয়ন্ত্রিত রোগ হঠাৎ বড় সমস্যার দিকে নিয়ে যায়—চেক-আপ এসব ঝুঁকি কমায়।

নিয়মিত চেক-আপ মানে—নিজেকে আগেভাগে সুরক্ষিত রাখা। আজ যত্ন নিলে ভবিষ্যত থাকে নিরাপদ।
সব সময় সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
সুস্থতাই আল্লাহর বড় নিয়ামত 🤲

📍 ঠিকানা: ইউনিভার্সাল হেলথ কেয়ার
( জে এন সেন্টার, ইসলামী ব্যাংকের উপরে, মেয়র গলি ), ষোলো শহর, ৩য় তলা, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893-120120,
01810004574

18/11/2025
সাধারণ স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা *জরায়ুর ফাইব্রয়েড* (Uterine Fibroids): জরায়ুতে অস্বাভাবিক বৃদ্ধি। *ডিম্বাশয়ের সিস্...
18/11/2025

সাধারণ স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা
*জরায়ুর ফাইব্রয়েড* (Uterine Fibroids): জরায়ুতে অস্বাভাবিক বৃদ্ধি।
*ডিম্বাশয়ের সিস্ট* (Ovarian Cysts): ডিম্বাশয়ে তরল-ভরা থলির সৃষ্টি।
*জরায়ু মুখের অস্বাভাবিকতা* (Cervical Dysplasia): জরায়ু মুখের কোষের অস্বাভাবিক পরিবর্তন, যা ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে।
*যৌনবাহিত রোগ (Sexually Transmitted Infections* - STIs):
সিফিলিস (Syphilis)
গনোরিয়া (Gonorrhea)
ক্ল্যামাইডিয়া (Chlamydia)
ট্রাইকোমোনিয়াসিস (Trichomoniasis)
জেনিটাল হার্পিস (Ge***al Herpes)
*পেলভিক অর্গান প্রোল্যাপ্স (Pelvic Organ Prolapse):* পেলভিক অর্গান (যেমন মূত্রথলি, জরায়ু) স্বাভাবিক স্থান থেকে নিচে নেমে আসা।
*এন্ডোমেট্রিওসিস* (Endometriosis): জরায়ুর ভেতরের টিস্যু জরায়ুর বাইরে অন্য কোথাও বেড়ে যাওয়া।
*অনিয়মিত মাসিক ও স্রাব:* মাসিকের অনিয়ম বা অস্বাভাবিক যোনি স্রাবও একটি সাধারণ সমস্যা।

*লক্ষণ* :

তলপেটে বা জরায়ু অঞ্চলে ব্যথা।
অস্বাভাবিক বা ভারী মাসিক রক্তপাত।
অস্বাভাবিক যোনি স্রাব।
মাসিকের সময় অতিরিক্ত ব্যথা বা ক্র্যাম্পিং।
এই সমস্যাগুলোর সঠিক কারণ নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন স্ত্রীরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডা. মুক্তা খানম
গাইনি ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ এবং আলট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ (সনোলজিস্ট)
সময় নিয়ে মনোযোগের সাথে রোগী দেখেন এবং প্রয়োজনীয় সব টেস্ট ও আলট্রাসনো করানো হয় এক জায়গায়ই।

📍 ঠিকানা: ইউনিভার্সাল হেলথ কেয়ার
( জে এন সেন্টার, ইসলামী ব্যাংকের উপরে, মেয়র গলি ), ষোলো শহর, ৩য় তলা, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893-120120
অথবা 0181004574

মাশাল্লাহ আমাদের ফ্রি হেলথ চেকআপ শুরু হলো 🙂৫ম বর্ষপূর্তিতে ইউনিভার্সাল হেলথ কেয়ারের বিশেষ আয়োজন!  একদিনের ফ্রি হেলথ ক্যা...
14/11/2025

মাশাল্লাহ আমাদের ফ্রি হেলথ চেকআপ শুরু হলো 🙂

৫ম বর্ষপূর্তিতে ইউনিভার্সাল হেলথ কেয়ারের বিশেষ আয়োজন!
একদিনের ফ্রি হেলথ ক্যাম্প!

📅 ১৪ নভেম্বর, শুক্রবার
🕘 সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত
📍 ইউনিভার্সাল হেলথ কেয়ার, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম

এই একদিনে —
অভিজ্ঞ ডাক্তারদের ফ্রি পরামর্শ
সকল প্যাথলজিক্যাল টেস্টে ৩০% পর্যন্ত ছাড়
শিশু থেকে বড় — সবার জন্য চিকিৎসা সেবা এক ছাদের নিচে!

যাঁরা ফ্রি রোগী দেখবেন:

ডা. মুক্তা খানম – গাইনি ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ এবং আলট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ (সনোলজিস্ট)
নারীদের প্রজনন ও গর্ভাবস্থার যত্নে যত্নশীল হাত

ডা. আফসানা হক – অ্যালার্জি ও মেডিসিন
অ্যালার্জি, শ্বাসকষ্ট ও স্কিনের সমস্যায় নির্ভরযোগ্য চিকিৎসা, চর্ম,যৌন রোগে অভিজ্ঞ

ডা. আরবার হাসান – শিশু থেকে বড়, সবার মেডিসিন ও হার্ট অভিজ্ঞ, চর্ম,যৌন, এলাজি অভিজ্ঞ
শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য সম্পূর্ণ চিকিৎসা পরামর্শ একসাথে!

ডা. মুরাদ হোসেন মোল্লা – শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ
আপনার শিশুর সুস্থতায় যত্নশীল সেবা ও নিখুঁত পরামর্শ
একদিনেই ফ্রি চিকিৎসা + টেস্টে ছাড়!
📞 সিরিয়ালের জন্য: 01893-120120

ইউনিভার্সাল হেলথ কেয়ার — সুস্থতার প্রতিশ্রুতি, ভালোবাসার সেবা।

📍 ঠিকানা: ইউনিভার্সাল হেলথ কেয়ার
( জে এন সেন্টার, ইসলামী ব্যাংকের উপরে, মেয়র গলি ), ষোলো শহর, ৩য় তলা, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893-120120

৫ম বর্ষপূর্তিতে ইউনিভার্সাল হেলথ কেয়ারের বিশেষ আয়োজন!  একদিনের ফ্রি হেলথ ক্যাম্প! 📅 ১৪ নভেম্বর, শুক্রবার🕘 সকাল ৯টা থেকে ...
12/11/2025

৫ম বর্ষপূর্তিতে ইউনিভার্সাল হেলথ কেয়ারের বিশেষ আয়োজন!
একদিনের ফ্রি হেলথ ক্যাম্প!

📅 ১৪ নভেম্বর, শুক্রবার
🕘 সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত
📍 ইউনিভার্সাল হেলথ কেয়ার, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম

এই একদিনে —
অভিজ্ঞ ডাক্তারদের ফ্রি পরামর্শ
সকল প্যাথলজিক্যাল টেস্টে ৩০% পর্যন্ত ছাড়
শিশু থেকে বড় — সবার জন্য চিকিৎসা সেবা এক ছাদের নিচে!

যাঁরা ফ্রি রোগী দেখবেন:

ডা. মুক্তা খানম – গাইনি ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ এবং আলট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ (সনোলজিস্ট)
নারীদের প্রজনন ও গর্ভাবস্থার যত্নে যত্নশীল হাত

ডা. আফসানা হক – অ্যালার্জি ও মেডিসিন
অ্যালার্জি, শ্বাসকষ্ট ও স্কিনের সমস্যায় নির্ভরযোগ্য চিকিৎসা, চর্ম,যৌন রোগে অভিজ্ঞ

ডা. আরবার হাসান – শিশু থেকে বড়, সবার মেডিসিন ও হার্ট অভিজ্ঞ, চর্ম,যৌন, এলাজি অভিজ্ঞ
শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য সম্পূর্ণ চিকিৎসা পরামর্শ একসাথে!

ডা. মুরাদ হোসেন মোল্লা – শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ
আপনার শিশুর সুস্থতায় যত্নশীল সেবা ও নিখুঁত পরামর্শ
একদিনেই ফ্রি চিকিৎসা + টেস্টে ছাড়!
📞 সিরিয়ালের জন্য: 01893-120120

ইউনিভার্সাল হেলথ কেয়ার — সুস্থতার প্রতিশ্রুতি, ভালোবাসার সেবা।

📍 ঠিকানা: ইউনিভার্সাল হেলথ কেয়ার
( জে এন সেন্টার, ইসলামী ব্যাংকের উপরে, মেয়র গলি ), ষোলো শহর, ৩য় তলা, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893-120120

12/11/2025
10/11/2025

৫ম বর্ষপূর্তি উপলক্ষে “ইউনিভার্সাল হেলথ কেয়ার” আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প!
চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে অভিজ্ঞ ও দক্ষ ডাক্তারদের টিম পুরো দিন রোগী দেখবেন—পুরোপুরি ফ্রি।

সঙ্গে আছে—
✅ সব ধরনের প্যাথলজিক্যাল টেস্টে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট
✅ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা

ডাঃ মুক্তা খানম
গাইনি ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ এবং আলট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ (সনোলজিস্ট)
নারীদের প্রজনন স্বাস্থ্য, প্রেগনেন্সি জটিলতা—সব কিছুর জন্য অভিজ্ঞ হাতে পরামর্শ।

— রোগী দেখার সময়: বিকাল ৬টা থেকে রাত ৮টা

ডাঃ আফসানা হক

চর্ম, যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ
চুল–ত্বকের সমস্যা, স্কিন ইনফেকশন, অ্যালার্জি, স্পেশাল চর্ম চিকিৎসায় দক্ষ।

— রোগী দেখার সময়: বিকাল ৪টা–সন্ধ্যা ৬টা

ডাঃ আববার হাসান

মেডিসিন বিষয়ে অভিজ্ঞ
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, হার্ট ও লাং রোগসহ সকল ধরনের মেডিসিন সমস্যায় অভিজ্ঞ।

— রোগী দেখার সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০

ডাঃ মো. মুরাদ হোসেন মোল্লা

শিশু রোগ বিশেষজ্ঞ
নবজাতক থেকে ১৪ বছর বয়সী শিশুদের সমস্যা নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

— রোগী দেখার সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০

🏥 ইউনিভার্সাল হেলথ কেয়ার
জে এস সেন্টার (৩য় তলা), ইসলামি ব্যাংকের উপরে (মেয়র গলির পাশে), ২নং গেট, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893 120 120

গর্ভাবস্থায় TT ভ্যাকসিন—এটা শুধু নিয়ম না, এটা মা ও শিশুর নিরাপত্তার ঢাল।অনেকে ভাবে “একটা ইনজেকশন না নিলেই বা কী হবে?”আসল...
09/11/2025

গর্ভাবস্থায় TT ভ্যাকসিন—এটা শুধু নিয়ম না, এটা মা ও শিশুর নিরাপত্তার ঢাল।
অনেকে ভাবে “একটা ইনজেকশন না নিলেই বা কী হবে?”
আসলে TT ভ্যাকসিন মায়ের শরীরকে টিটেনাস থেকে বাঁচায় এবং নবজাতককে সেই মারাত্মক সংক্রমণ থেকে রক্ষা করে, যা জন্মের পর সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করে।

ডেলিভারির সময় যতটুকু ঝুঁকি থাকে—TT ভ্যাকসিন সেই ঝুঁকির বড় অংশ কমিয়ে দেয়।
এটা শুধু ডাক্তারদের কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থারও জোরালো সুপারিশ।

একটি ছোট ইনজেকশন—কিন্তু সুরক্ষা অসীম।
গর্ভকালীন যত্ন মানে শুধু আলট্রাসনো বা চেকআপ না, বরং সময়মতো TT নেওয়াও মা–শিশুর সুরক্ষার অপরিহার্য অংশ।
মা সুস্থ থাকলে—শিশু নিরাপদ থাকে।
তাই দেরি নয়, সময়মতো TT ভ্যাকসিন নিন, সুস্থ গর্ভধারণ নিশ্চিত করুন। গর্ভবতী মায়েদের প্রতি অনুরোধ
অনেক সময় আমরা ভাবি – “সব ঠিকই আছে, ডক্টর দেখানোর দরকার নেই।”
কিন্তু মনে রাখবেন, টাকা বড় নয়, সুস্থতা বড়।
অনেকেই চেষ্টা করেও মাতৃত্বের সুখ পান না, আর আপনি পেয়ে অবহেলা করবেন না।
নিয়মিত ডক্টর দেখান, নিজের ও সন্তানের সুস্থতার জন্য সতর্ক থাকুন।

👩‍⚕ ডা. মুক্তা খানম
গাইনি ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ এবং আলট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ (সনোলজিস্ট)
সময় নিয়ে মনোযোগের সাথে রোগী দেখেন এবং প্রয়োজনীয় সব টেস্ট ও আলট্রাসনো করানো হয় এক জায়গায়ই।

📍 ঠিকানা: ইউনিভার্সাল হেলথ কেয়ার
( জে এন সেন্টার, ইসলামী ব্যাংকের উপরে, মেয়র গলি ), ষোলো শহর, ৩য় তলা, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893-120120

09/11/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

গর্ভবতী মায়েদের প্রতি অনুরোধ অনেক সময় আমরা ভাবি – “সব ঠিকই আছে, ডক্টর দেখানোর দরকার নেই।”কিন্তু মনে রাখবেন, টাকা বড় নয়, ...
05/11/2025

গর্ভবতী মায়েদের প্রতি অনুরোধ
অনেক সময় আমরা ভাবি – “সব ঠিকই আছে, ডক্টর দেখানোর দরকার নেই।”
কিন্তু মনে রাখবেন, টাকা বড় নয়, সুস্থতা বড়।
অনেকেই চেষ্টা করেও মাতৃত্বের সুখ পান না, আর আপনি পেয়ে অবহেলা করবেন না।
নিয়মিত ডক্টর দেখান, নিজের ও সন্তানের সুস্থতার জন্য সতর্ক থাকুন।

👩‍⚕️ ডা. মুক্তা খানম
গাইনী, প্রসূতি, শিশুরোগ, আলট্রাসনোগ্রাফি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
সময় নিয়ে মনোযোগের সাথে রোগী দেখেন এবং প্রয়োজনীয় সব টেস্ট ও আলট্রাসনো করানো হয় এক জায়গায়ই।

গর্ভবতী মহিলাদের চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মা ও শিশু উভয়ের স্বাস্থ্য নিশ্চিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গর্ভাবস্থায় অন্তত আটবার চেকআপ করানো উচিত, তবে কমপক্ষে চারটি চেকআপ করানো জরুরি।
নিয়মিত চেকআপের মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যুঝুঁকি কমে

🩺 গর্ভাবস্থায় ডক্টর না দেখালে যেসব ক্ষতি হতে পারে

মায়ের স্বাস্থ্যের সমস্যা ধরা না পড়া:
রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যা অনেক সময় বোঝা যায় না, যেগুলো মা ও শিশুর জন্য বিপদজনক।

১.শিশুর বৃদ্ধি ঠিকভাবে না হওয়া:
আলট্রাসাউন্ড বা নিয়মিত চেকআপ ছাড়া বোঝা যায় না শিশুর ওজন, অবস্থান বা হার্টবিট ঠিক আছে কিনা।

২.জরুরি জটিলতা বুঝতে দেরি হওয়া:
যেমন — প্রি-এক্ল্যাম্পসিয়া, রক্তপাত, অল্প পানি হওয়া ইত্যাদি সমস্যা সময়মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

৩.ভুল খাবার বা ওষুধ খাওয়া:
ডক্টরের পরামর্শ ছাড়া অনেক সময় মা এমন কিছু খাবার বা ওষুধ খেয়ে ফেলেন যা শিশুর জন্য ক্ষতিকর।

৪.প্রসবের সময় জটিলতা:
যদি আগে থেকে ডক্টর মা ও শিশুর অবস্থান না জানেন, তবে প্রসবের সময় হঠাৎ বিপদ হতে পারে (যেমন — নাভির প্যাঁচ, শিশুর অবস্থান উল্টো হওয়া ইত্যাদি)।

৫.টিকা ও প্রয়োজনীয় টেস্ট বাদ পড়ে যাওয়া:
টিটেনাস টিকা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ইত্যাদি না করালে সংক্রমণ বা অন্য সমস্যা হতে পারে।

তাই কী করা উচিত:গর্ভাবস্থায় প্রতি মাসে অন্তত একবার ডক্টর দেখানো দরকার।নির্ধারিত টেস্ট ও টিকা সময়মতো করা।ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ বা সাপ্লিমেন্ট না খাওয়া
📍 ঠিকানা: ইউনিভার্সাল হেলথ কেয়ার
( জে এন সেন্টার, ইসলামী ব্যাংকের উপরে, মেয়র গলি ), ষোলো শহর, ৩য় তলা, চট্টগ্রাম।
📞 সিরিয়ালের জন্য: 01893-120120

Address

J M Center (2nd Floor), Beside Mayor Goli, 147 Bayazid Bostami Road, 2 No Gate
Muradpur
4203

Opening Hours

Monday 09:00 - 23:30
Tuesday 09:00 - 23:30
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Universal Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram