Dr. MA Fazal

Dr. MA Fazal Doctor

15/07/2025

আলহামদুলিল্লাহ।
#প্রবাসী #রোগীদের #হোমিও #চিকিৎসা
#বিদেশে #হোমিওমেডিসিন #পাঠানোহয়
দেশের বাহিরেও আমাদের চিকিৎসা সুনাম ছড়িয়ে পড়ছে। #দুবাই প্রবাসী দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কি"ডনি পাথর ও ফ্যা'টিলিভারের সমস্যায় ভুগছিলেন। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় রোগী সুস্থ হয়েছেন। তিনি পবিত্র হজ্জে যাওয়ার পূর্বে আমাদের সাথে সাক্ষাৎ করেন #রিভিউ

বিঃদ্রঃ দেশের যেকোনো জায়গায় এবং প্রবাসীদেরকেও ভিডিও / অডিও মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলার সুযোগ মেডিসিন পাঠানো হয়।
চেম্বার : অধ্যক্ষ ডা. আবদ করিম হোমিও ক্লিনিক। চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন, চকবাজার পোস্ট অফিসের পাশে, চকবাজার বালি আর্কেড এর সামনে , নবাব সিরাজ উদ-দৌলা রোড,
চকবাজার চট্টগ্রাম। 01852-580606 WhatsApp 01958286532

 #আঁচিল   #তিল   #টি়উমার  #সমাধান "নো প্লাস্টিক সার্জারী " ২/৩ দিনের মধ্যে  আঁচিল রিমুভ করুন। আঁচিলের স্থায়ী সমাধান নিত...
14/07/2025

#আঁচিল #তিল #টি়উমার #সমাধান
"নো প্লাস্টিক সার্জারী " ২/৩ দিনের মধ্যে আঁচিল রিমুভ করুন। আঁচিলের স্থায়ী সমাধান নিতে
যোগাযোগ করুন। ডাঃ এম এ ফজল
চেম্বার : অধ্যক্ষ ডাঃ আবদুল করিম হোমিও ক্লিনিক।
চকবাজার পোস্ট অফিসের পাশে, বালি আর্কেডের সামনে,
চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন, নবাব সিরাজ উদ-দৌলা রোড, চকবাজার, চট্টগ্রাম।
01852-580606 WhatsApp

13/07/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

মলম ব্যাবহার বা ঔষধ সেবন করার পর রোগটি চলে গিয়ে কিছুদিন পরে আবারো দেখা দিল। আপনি চিকিৎসা নিচ্ছেন রোগ চাপা পরে আছে চিকিৎস...
13/07/2025

মলম ব্যাবহার বা ঔষধ সেবন করার পর রোগটি চলে গিয়ে কিছুদিন পরে আবারো দেখা দিল। আপনি চিকিৎসা নিচ্ছেন রোগ চাপা পরে আছে চিকিৎসা বন্ধ করছেন রোগটি আবারো হচ্ছে ঠিক এ ধরণের চর্ম রোগকে সম্পূর্ণরূপে আরোগ্য করার জন্য হোমিওপ্যাথিই সেরা

তাই চর্মরোগের জন্য উন্নতমানের অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন
01852580606

হাঁচি হলো এক প্রকার শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে শরীর থেকে উদ্দীপক বা উত্তেজক বস্তু অপসৃত হয়। অ্যালার্জি আক্রান্ত ব্যক্...
12/07/2025

হাঁচি হলো এক প্রকার শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে শরীর থেকে উদ্দীপক বা উত্তেজক বস্তু অপসৃত হয়। অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা উত্তেজক রাসায়নিক পদার্থ যেমন : হিস্টামিন নাক দিয়ে নির্গত হওয়ার সময় হাঁচি দেয়। কিছু স্পর্শকাতর দ্রব্য যেমন ধুলাবালি, পশুপাখি বা ফুলের পরাগের সংস্পর্শে এলে নাকের অ্যালার্জি আক্রান্তদের এ সমস্যাটি হয় এমনকি তীব্র গন্ধ, তাপমাত্রার পরিবর্তনেও। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে ফুলের পরাগের জন্য অ্যালার্জির কারণে হাঁচি হয়। প্রায় যে কোনো জিনিসই যা নাকে উত্তেজনা সৃষ্টি করে তার কারণে হাঁচি হতে পারে।

কিন্তু যখন বারবার হয় তখন স্থানীয় যে কোনো ডাক্তার এবং পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। বিশেষজ্ঞ চিকিৎসক তখন এন্টিহিস্টামিনের পাশাপাশি স্প্রে আকারে স্টেরয়েড নাকের নাসারন্ধ্রে ব্যবহার করতে বলেন। এতে অবশ্য রোগী পূর্বের তুলনায় অনেক বেশি ভালো অনুভব করেন। কিন্তু দুঃখ হলেও বাস্তব সত্য যে যতদিন নেসাল স্টেরয়েড ব্যবহার করেন তত দিনই ভালো থাকেন, যেই নাকের স্প্রে বন্ধ করেন তার সঙ্গে সঙ্গে না হলেও কিছু দিন পরই শুরু হয় তার সেই পূর্বাবস্থা, এগুলো হলে আপনি অ্যালার্জিজনিত রোগে বিশেষত অ্যালার্জিক রাইনাইটিস রোগে ভুগছেন ধরে নিতে হবে। এই রোগের সঠিক চিকিৎসা না নিলে পরবর্তীতে অ্যাজমাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে গড়ে ৭০-৮০ ভাগ।

তাই এ রোগের জন্য হোমিও চিকিৎসাই ভালো একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক রোগীর পুরা লক্ষণ নির্বাচন করে চিকিৎসা দিতে পারলে অল্প সময়ে সুস্থ হওয়া সম্ভব। এ জন্য উন্নতমানের অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন
01852580606

সাইনোসাইটিস দুই ধরনের:কটি তীব্র প্রদাহযুক্ত অন্যটি ক্রনিক দীর্ঘ দিনের প্রদাহ, যা সাধারণত আস্তে আস্তে হয়ে থাকে। সাইনোসাইট...
11/07/2025

সাইনোসাইটিস দুই ধরনের:
কটি তীব্র প্রদাহযুক্ত অন্যটি ক্রনিক দীর্ঘ দিনের প্রদাহ, যা সাধারণত আস্তে আস্তে হয়ে থাকে। সাইনোসাইটিস সাধারণত ঠান্ডা ও ভেজা স্যাঁতসেতে পরিবেশ , ধুলোবালু ও ধোঁয়াযুক্ত পরিবেশ বেশি দেখা যায়। এ ছাড়াও অন্য কারণে সাইনোসাইটিস হতে পারে।

যেমন: নাকের ইনফেকশন, নাকের ভেতর ঝিল্লির প্রদাহ ও নাকের ভেতর মাংশ বৃদ্ধি এবং ব্যাকটেরিয়াজনিত কারণে;
সাধারণ চোখের নিচ ও কপালসহ মাথাব্যাথা, মুখমন্ডল, মাথার পেছন দিকে ব্যাথা, সর্দি, হাচি, নাকে ব্যথা হওয়া এবং আস্তে আস্তে শ্বাসকষ্ট অনুভব হলেই সাইনোসাইটিসের লক্ষন বুঝতে হবে। এ ক্ষেত্রে প্যাথলজিতে পিএনএস এক্স করে আমরা সাইনোসের অবস্থান জানতে পারি।
সাধারণত বেশির ভাগ রোগীকেই দেখো যায় যারা সাইনাসে ভোগেন তাদের নাকের ভেতর মাংস বৃদ্ধি হয়ে থাকে। সে ক্ষে্ত্রে প্রথমে পলিপের চিকিৎসা দিয়ে নাকের দুটি ছিদ্র ব্লক অবস্থা তেকে মুক্ত করে সাইনোসাইটিস চিকিৎসা শুরু করা ভালো। এতে ভালো ফল আশা করা যায়।
সাধারনত অন্য পদ্ধতিতে অপারেশন ও সিরিঞ্জ দিয়ে পানি ঢুকিয়ে ওয়াশের মাধ্যমে সাইনোসাইটিস চিকিৎসা দিয়ে থাকেন। এ ক্ষেত্রে দেখা যায় বছরে কমপক্ষে দুইবার এ ধরনের চিকিৎসা নিতে হয়। এটি রোগীর জন্য দীর্ঘ সময় ও ব্যয়সাপেক্ষ চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসায় যদি প্রথমে লক্ষণ অনুযায়ী অ্যালার্জির ওপর চিকিৎসা দিয়ে তিন থেকে চার মাসে ভালো করা সম্ভব।

তাই দেরি না করে অভিজ্ঞ হোমিও চিকিৎসক ডা. এম এ ফজল এর উন্নত চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন 01852580606

10/07/2025
10/07/2025

Live
#হেপাটাইটিসবি রোগী #রাঙামাটি
আঁখি তালুকদার সাথে সরাসরি লাইভে... সত্যটা তুলে ধরলাম। হেপাটাইটিস বি পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার গল্প
Date: 10/08/25

নাকের পলিপাস এর হোমিওপ্যাথিক চিকিৎসা।বিনা অপারেশনে স্থায়ী সমাধান!! #জার্মানি ঔষধ দ্বারা স্থায়ী সমাধান নিতে যোগাযোগ করুন।...
10/07/2025

নাকের পলিপাস এর হোমিওপ্যাথিক চিকিৎসা।
বিনা অপারেশনে স্থায়ী সমাধান!!
#জার্মানি ঔষধ দ্বারা স্থায়ী সমাধান নিতে যোগাযোগ করুন।
চেম্বার ঠিকানা :
অধ্যক্ষ ডা.আবদুল করিম হোমিও ক্লিনিক
চকবাজার পোস্ট অফিসের পাশে
চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন,
নবাব সিরাজউদ্দোলা রোড, চকবাজার চট্টগ্রাম
সিরিয়াল দিতে :
01852-580606
Dr.Ma Fazal
WWW.drmafazal.com
#চট্টগ্রাম #চকবাজার

 #কিডনিপাথর  #হোমিওপ্যাথি  #চিকিৎসা কিডনিতে পাথর হওয়া একথাটা বর্তমানে শুনলে আঁতকে ওঠার কিছু মনে করারও নয়। কিডনি মানবদেহে...
09/07/2025

#কিডনিপাথর #হোমিওপ্যাথি #চিকিৎসা
কিডনিতে পাথর হওয়া একথাটা বর্তমানে শুনলে আঁতকে ওঠার কিছু মনে করারও নয়। কিডনি মানবদেহের অন্যতম প্রধান অংশ। বেঁচে থাকার জন্য যেমন মস্তিষ্ক ও হূদযন্ত্র জরুরি, ঠিক তেমনি জরুরি হলো কিডনি। কিডনি না থাকলে মানুষের জীবন ধারণ অসম্ভব! সাধারণত মানুষের পেটের ভেতর মেরুদণ্ড বা শিরদাঁড়ার উভয় পাশে একটি করে দুটি কিডনি থাকে।

কিডনিগুলো দেখতে অনেকটা সিমের মতো। কিডনির রোগগুলোর মধ্যে স্টোন বা পাথর হওয়া অন্যতম। কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণগুলো নির্ভর করে কিডনির কোথায় স্টোন আছে এবং কীভাবে আছে।

স্টোনের আকার আকৃতিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পাথর খুব ছোট হলে সেটি কোনো ব্যথা ছাড়াই দীর্ঘদিন এমনকি কয়েক বছর পর্যন্ত শরীরে সুপ্তভাবে থাকতে পারে! স্টোনটি বড় হলে বা বড় হতে শুরু করলে এটি কিডনির ভেতরে ক্ষতের সৃষ্টি করে এবং ব্যথা অনুভূত হয়।

কিডনির মধ্যে শক্তদানার মতো কঠিন পদার্থ বা স্টোনের মতো জমা হলে তাকে রোনাল স্টোন বা কিডনি পাথর বলা হয়। এ পাথর কখনো মূত্রগ্রস্থি, কিডনি, মূত্র নালি, আবার কখনো মূত্রথলিতে এসে জমা হয়। ফলে বিভিন্ন সমস্যাসহ প্রস্রাব বন্ধ বা অবরোধ হতে পারে।

একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসককে রোগীর পুরা লক্ষণ নির্বাচন করে চিকিৎসা দিতে পারলে। পিত্ত পাথরের রোগীর চেয়ে কিডনি পাথর রোগীর চিকিৎসা দেয়া অল্প সময়ে সম্ভব।

তাই আপনি উন্নতমানের অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন
01852-580606

 #রাঙামাটি থেকে আসেন-  আঁখি চাকমার  #হেপাটাইটিস B পজিটিভ থেকে নেগেটিভ হওয়া পর সোনালী চাকমা, প্রিয়ন্তী চাকমা দু'জন রেফারে...
08/07/2025

#রাঙামাটি থেকে আসেন- আঁখি চাকমার #হেপাটাইটিস B পজিটিভ থেকে নেগেটিভ হওয়া পর সোনালী চাকমা, প্রিয়ন্তী চাকমা দু'জন রেফারেন্স পেয়ে হেপাটাইটিস বি চিকিৎসা নিতে আসেন। চট্টগ্রামের বেস্ট ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এম এ ফজল স্যারের কাছে।

যেকোনো জটিল ও ক্রনিক রোগী চিকিৎসা নিতে যোগাযোগ করুন।

চট্টগ্রাম চেম্বার :
অধ্যক্ষ ডা.আবদুল করিম হোমিও ক্লিনিক। চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন
(চকবাজার পোস্ট অফিসে পাশে)
নবাব সিরাজ উদ-দৌলা রোড,
চকবাজার, চট্টগ্রাম।
01852-580606 WhatsApp
সিরিয়াল 01958286532

টনসিলের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা।বিবিসির তথ্য মতে হোমিওপ্যাথি একটি জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা। সম্পূর্ণ লক্ষণ সংগ্রহের মা...
07/07/2025

টনসিলের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা।

বিবিসির তথ্য মতে হোমিওপ্যাথি একটি জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা। সম্পূর্ণ লক্ষণ সংগ্রহের মাধ্যমে, স্বতন্ত্র ওষুধ নির্বাচন করে অবশ্যই টনসিল প্রদাহ আরোগ্য করা সম্ভব। সঠিক চিকিৎসার জন্য রোগীর অবশ্যই একজন যোগ্য ও দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারে সঙ্গে পরামর্শ করা উচিত।

সাধারণ চিকিৎসায় সামগ্রিক ভাবে লক্ষণ গুলি থেকে আরাম পেলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। হোমিওপ্যাথি রোগের মূল কারণকে খুঁজে বের করে তার চিকিৎসা করে এবং অন্যান্য লক্ষণগুলিরও চিকিৎসা করে। হোমোওপ্যাথি আপনার সব রোগকে নির্মূল করে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।

টনসিলের লক্ষণসমূহ:
গিলতে কষ্ট হয়,
কানে ব্যথা,
জ্বর এবং ঠাণ্ডা অনুভূত হওয়া,
মাথা ব্যথা,
গলায় ক্ষত,
চোয়াল এবং গলায় স্পর্শকাতরতা,
গলার দুই পাশের গ্রন্থি বা লিম্ফনোড বড় হয়ে যাওয়া,
গলায় সাদা বা হলুদ দাগ থাকতে পারে,
শিশুদের মধ্যে ক্ষুধামন্দা থাকা দেখা দিতে পারে,
নিঃশ্বাস নিতে সমস্যা ও
টনসিল খুব বড় হলে খাবার খেতে বা পান করতে সমস্যা
হতে পারে।

চেম্বারের ঠিকানা :
অধ্যক্ষ ডাঃ আবদুল করিম হোমিও ক্লিনিক।
চকবাজার পোস্ট অফিস পাশে, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন, নবাব সিরাজ উদ্দৌলা রোড,চকবাজার, চট্টগ্রাম

তাই আপনি অভিজ্ঞ হোমিও চিকিৎসক ডা. এম এ ফজল এর উন্নত চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন
01852-580606

Address

Muradpur

Opening Hours

Monday 09:00 - 13:00
17:00 - 21:00
Tuesday 09:00 - 13:00
17:00 - 21:00
Wednesday 09:00 - 13:00
17:00 - 21:00
Thursday 09:00 - 13:00
17:00 - 21:00
Saturday 09:00 - 13:00
17:00 - 21:00
Sunday 09:00 - 13:00
17:00 - 21:00

Telephone

+8801852580606

Alerts

Be the first to know and let us send you an email when Dr. MA Fazal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. MA Fazal:

Share

Category