
11/06/2025
দেশে নতুন করে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট যেমন: LF.7, XFG, JN-1 ও NB 1.8.1 ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
🔍 বিমানবন্দর ও স্থলবন্দরে বাড়ানো হয়েছে সতর্কতা। স্ক্রিনিংয়ের মাধ্যমে ঝুঁকি কমাতে চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অনেকেই বলছেন, এখনো কার্যকর ব্যবস্থার অভাব রয়েছে।
📍 শুধু গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষা করা হয়েছিল ১০১ জনের। শনাক্তের হার ১২.৮৭% — যা ভাবনার বিষয়।
📢 স্বাস্থ্য অধিদপ্তর বলছে:
🔸 প্রয়োজনে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন
🔸 উপসর্গ থাকলে দ্রুত পরীক্ষা করুন
🔸 মাস্ক পরুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
🔸 সচেতন হোন, গুজবে কান দেবেন না
একসময় গোটা পৃথিবীকে থমকে দেওয়া এই ভাইরাস আবারও হুমকি হয়ে দেখা দিতে পারে। তাই সময় থাকতে সতর্ক হই, নিজের পরিবার ও চারপাশের মানুষকে সুরক্ষিত রাখি। ❤️🩹