
31/10/2022
#এলার্জি...
মানে চুলকানি ' খাউজানি।
এলার্জি খুব কমন একটা সমস্যা। তবে বয়স বাড়ার সাথে সাথে লক্ষণগুলো কমে যেতে পারে।বা বেড়ে যেতে পারে। আবার অনেকের ছোটোবেলায় এলার্জির সমস্যা না থাকলেও, পরবর্তীতে নতুন করে এলার্জি দেখা দিতে পারে। কিছু বিধিনিষেধ মেনে চললে এলার্জি অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।