AK Homeo Clinic

AK Homeo Clinic A K homeo Clinic Institute is working to bring a neo-revolutionary change in the world

সবরকম সৌন্দর্যের সমাবেশ ঘটানোর উদ্দেশ্যকে সামনে নিয়ে, সৌন্দর্য পিপাসু মানুষের সুন্দরের তৃষ্ণা মেটাতে, ডিজাইন ও প্রিন্টিং এর জগতে এক নববৈপ্লবিক পরিবর্তন আনতে মুদ্রণে শৈল্পিকতার ছোঁয়া নিয়ে কাজ করে যাচ্ছে সাইনটেক্স ফ্লাশ।

26/05/2025
With Dr. MA Fazal – I just got recognised as one of their top fans! 🎉
20/05/2025

With Dr. MA Fazal – I just got recognised as one of their top fans! 🎉

20/05/2025

18/02/2025

#কিডনি #পাথর বের হয়েছে।
হোমিওপ্যাথিক চিকিৎসায়।
ডা. এম এ ফজল।
চেম্বার : অধ্যক্ষ ডা. আবদুল করিম হোমিও ক্লিনিক। চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন,
(চকবাজার পোস্ট অফিসের পাশে)
নবাব সিরাজ উদ-দৌলা রোড, চকবাজার, চট্টগ্রাম।
০১৮৫২৫৮০৬০৬

মানুষ অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার জন্য হযরত মোহাম্মদ (সা.) উৎসাহিত করেছেন।তিনি নিজে অসুস্থ হলেও চিকিৎসা করতেন।রাসুল (স...
18/02/2025

মানুষ অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার জন্য হযরত মোহাম্মদ (সা.) উৎসাহিত করেছেন।তিনি নিজে অসুস্থ হলেও চিকিৎসা করতেন।রাসুল (সা.) এরশাদ করেন 'হে আল্লাহ বান্দাগণ! তোমরা চিকিৎসা গ্রহণ করো,কেননা আল্লাহতালা এমন কোন রোগ সৃষ্টি করেননি
যার প্রতিষেধক তিনি
সৃষ্টি করেননি;
শুধু বার্ধক্যরোগ ব্যতীত।'
(সুনানে আবু দাউদ,
হাদিস নং- ৩৮৫৫)

আলহামদুলিল্লাহ।
চিকিৎসক হিসাবে আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চিকিৎসা সেবা দিতে পেরে মহান আল্লাহ প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সমস্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করি মহান আল্লাহ নিকট।
আমিন।
"''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ডা. এম এ ফজল একজন অভিজ্ঞ ও জনপ্রিয় ক্ল্যাসিক্যাল হোমিও ডাক্তার, যিনি প্রায় ১১ বছর ধরে সফলভাবে বিজ্ঞান সম্মত উপায়ে বিনা যন্ত্রনায় সুক্ষ পদ্ধতিতে কম্পিউটারাইজ ও রেপাটরি মাধ্যমে রোগীদের হিস্ট্রি সংগ্রহ করে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে আসছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় ডাক্তার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি, প্রায় ৫১ বছরের উর্ধ্বে অভিজ্ঞ প্রবীন হোমিও চিকিৎসক আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রান্তন অধ্যক্ষ ডা. আবদুল করিমের স্যারের সুযোগ্য শির্ষ্য যার কাছে তিনি হাতে কলমে শিক্ষা নিয়েছেন এবং একসাথে রোগীদের চিকিৎসা করেছেন। শিক্ষাগুরুর নামে প্রতিষ্ঠিত করেন অধ্যক্ষ ডা.আবদুল করিম হোমিও ক্লিনিক।

ডা. এম এ ফজল একজন রেজিষ্ট্রার্ড চিকিৎসক, চিফ মেডিকেল অফিসার: অধ্যক্ষ ডা. আবদুল করিম হোমিও ক্লিনিক এন্ড মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র।

ডা. এম এ ফজল শুধু চিকিৎসক নয় তিনি একজন শিক্ষকও। যিনি কর্মরত রয়েছেন চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজ। তিনি শিক্ষাঙ্গনে অবদান রাখায় বিভিন্ন সম্মাননা পদক ও পুরস্কার অর্জন করেছেন।
ডা. এম এ ফজল চিকিৎসা ও শিক্ষায় অবদান রাখার পাশাপাশি সামাজিক কর্ম কান্ডেও
অবদান রাখেন।

চট্টগ্রামে বেস্ট ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে সুনাম অর্জন করেছেন।
প্রভাষক,
ডা. এম. এ. ফজল
ডি.এইচ. এম. এস ;বি. এইচ. বি (ঢাকা)
বি. এইচ. এম.এস (স্টাডি)
(ঢাকা বিশ্ববিদ্যালয়)
এইচ. আর. এম; (বি. আই. এম)
রেজিষ্ট্রার্ড চিকিৎসক
গভ: রেজিস্ট্রেশন নং- ৩৪৪১২
কনসালটেন্ট (হোমিও মেডিসিন)
01852-580606 Imo,WhatsApp
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
শিক্ষা, স্বাস্থ্য, মানবিকতায়
(বিভিন্ন পদক ও সম্মাননা)

*শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২
তারিখ- ২৮ অক্টোবর ২০২২

*সার্ক আউটস্ট্যান্ডিং সীস অ্যাওয়ার্ড-২০২২
তারিখ- ১৮ এপ্রিল ২০২২

*ইন্টারন্যাশনাল এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২২
২৯ জুলাই ২০২২

*অধ্যক্ষ আবদুল করিম ফাউন্ডেশন সুর্বণ জয়ন্তী সম্মাননা ২০২০
১১ ফেব্রুয়ারি ২০২০

*অধ্যক্ষ আবদুল করিম ফাউন্ডেশনের মানবিক চিকিৎসক সম্মাননা ২০২১
২৫ অক্টোবর ২০২১

*উখিয়া সমিতির পক্ষে - সম্মাননা
২৩ এপ্রিল ২০১৯

*হোমিও স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষে সম্মাননা স্মারক
১০ এপ্রিল ২০১৮
"""'"""""""""""""""""""""""""""""""""""""""
নিয়মিত রোগী দেখার
সময় ও চেম্বার

চট্টগ্রাম চেম্বার : ১
শনিবার -বৃহস্পতিবার
বিকাল ৫টা- রাত ৯ টা
স্থান:
চকবাজার পোস্ট অফিসে পাশে, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন, চকবাজার, চট্টগ্রাম।

সিরিয়াল :
চট্টগ্রাম চেম্বার
+8801958286532
Website :wwwdrmafazal.com
Youtube :Dr MA Fazal
Page : AK Homeo Clinic
Page:Dr. MA Fazal

26/09/2024

#ক্যান্সার #বান্দরবান #এলাকার
#রোগী #সুস্থহওয়ার #রিভিউ
দীর্ঘদিন ধরে,,,বান্দরবান এলাকার,,, হোয়াই নুচিং মারমা,,, পাকস্থলী ক্যা'ন্সারের সমস্যায় ভুগছিলেন।
ফেইসবুকে আমাদের রোগীদের রিভিউ দেখে ১৬ মার্চ ২০২৪ তারিখে চিকিৎসা শুরু করেন।
আলহামদুলিল্লাহ,,,, রোগী সুস্থ হওয়ায়
নিজ মুখে রিভিউ দিচ্ছেন।

চট্টগ্রামের বেস্ট ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক প্রভাষক ডা.এম এ ফজল।

চেম্বার ঠিকানা :
অধ্যক্ষ ডা.আবদুল করিম হোমিও ক্লিনিক।
চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন
(চকবাজার পোস্ট অফিসের পাশে) নবাব সিরাজ উদ-দৌলা রোড, চকবাজার, চট্টগ্রাম।
০১৮৫২৫৮০৬০৬ imo/ WhatsApp
০১৯৫৮২৮৬৫৩২

05/09/2024

#ভেরিকোসিল (Varicocele) হল এমন একটি অবস্থা যেখানে অণ্ডকোষের ভিতরের শিরাগুলি বড় হয়ে যায়। ভেরিকোসিল এর ফলে শুক্রাণুর উৎপাদন কমে যেতে পারে এবং সময়ের সাথে সাথে বন্ধ্যাত্বের সমস্যার দিকে ধাবিত হয়।

ভেরিকোসিলের লক্ষণসমূহঃ
ভেরিকোসিলের প্রথম সূচকটি স্ত্রীকে গর্ভধারণ করতে সাহায্য করতে অক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়। এই রোগের লক্ষণ প্রত্যেকের মধ্যে আলাদাভাবে বিকাশ লাভ করে। ক্ষেত্র বিশেষে কোন লক্ষণ নাও দেখা দিতে পারে।

Varicocele এর সাধারণ লক্ষণসমূহঃ

১। শারীরিক পরিশ্রমের সময় ব্যথা অনুভূত হওয়া।
২। অণ্ডকোষে নিস্তেজ ব্যথা।
৩। পিঠের উপর শুয়ে থাকলে ব্যথা কমে যায়, দাঁড়ালে ব্যথা বেড়ে যায়।
৪। অণ্ডকোষের আকার এবং চেহারা পরিবর্তন ।
৫। অণ্ডকোষে ফোলা ভাব ।

ভেরিকোসিলের কেন হয়?
মূলত স্ক্রোটামেরর স্পার্মাটিক কর্ডের মাধ্যমে রক্ত অণ্ডকোষে প্রবাহিত হয়ে থাকে। কোন কারণ বশতঃ যদি টেস্টিকিউলার ভেইনের ভিতরের ভাল্ভ ঠিক ঠাক ভাবে কাজ করতে না পারে তাহলেই ভেরিকোসিল সৃষ্টি হয়। মূলত এখানে স্ক্রোটামের ভেতরে Pampiniform Plexus নামক কিছু ভেইনের মধ্যেই রক্ত জমে গিয়ে সেগুলি অর্থাৎ শিরাগুলো প্রসারিত হয়ে যায় এবং ফুলে যায়। যেহেতু সেখানে দূষিত রক্ত জমা হতে থাকে তাই অনেকের ক্ষেত্রেই শিরা বা তার আশেপাশের অঞ্চলে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়।

ঠিক কি কারণে ভ্যারিকোসিল হয় তা নিশ্চিত করে অনেক ক্ষেত্রেই বলা যায় না। তবে নিম্নুক্ত কিছু কারণে ভেরিকোসিল সৃষ্টি হতে প্রায়ই দেখা যায়

১। স্ক্রোটাম এবং টেস্টিসে আঘাত পাওয়া
২। যৌন বাহিত রোগে আক্রান্ত হওয়া
৩। যৌন বাহিত রোগে তীব্র এন্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া
৪। যক্ষা এবং এই সংক্রান্ত এলোপ্যাথিক চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া
৫। তীব্র যৌন উত্তেজক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
৬। তীব্র হস্তমৈথন আসক্তি এবং এক সময় হঠাৎ ছেড়ে দেয়া
৭। ভারী জিনিস উত্তোলনের কাজ করা
৮। দীর্ঘদিন যাবৎ ক্রমাগত দাঁড়িয়ে কাজ করা
৯। দীর্ঘদিন যাবৎ ক্রমাগত গরম পরিবেশে কাজ করা
এছাড়াও অনেক অজানা কারণেও ভেরিকোসিল হতে পারে।

বিনা অপারেশনে,
#ভেরিকোসিল এর সঠিক চিকিৎসা
হোমিওপ্যাথি চিকিৎসায় সমাধান হয়।

"""""""""""""""""""""""""""""""""""""""""""
ডা. এম এ ফজল একজন অভিজ্ঞ ও জনপ্রিয় ক্ল্যাসিক্যাল হোমিও ডাক্তার, যিনি প্রায় ১১ বছর ধরে সফলভাবে বিজ্ঞান সম্মত উপায়ে বিনা যন্ত্রনায় সুক্ষ পদ্ধতিতে কম্পিউটারাইজ ও রেপাটরি মাধ্যমে রোগীদের হিস্ট্রি সংগ্রহ করে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে আসছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় ডাক্তার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি, প্রায় ৫১ বছরের অভিজ্ঞ প্রবীন হোমিও চিকিৎসক আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রান্তন অধ্যক্ষ ডা. আবদুল করিমের স্যারের সুযোগ্য শির্ষ্য যার কাছে তিনি হাতে কলমে শিক্ষা নিয়েছেন এবং একসাথে রোগীদের চিকিৎসা করেছেন। শিক্ষাগুরুর নামে প্রতিষ্ঠিত করেন অধ্যক্ষ ডা.আবদুল করিম হোমিও ক্লিনিক।

প্রভাষক,
নাজিরহাট শহিদুল আজম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ডা. এম এ ফজল একজন রেজিষ্ট্রার্ড চিকিৎসক, চিফ মেডিকেল অফিসার: অধ্যক্ষ ডা. আবদুল করিম হোমিও ক্লিনিক এন্ড মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র।

চট্টগ্রামের বেস্ট ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে সুনাম অর্জন করেছেন।
প্রভাষক ডা. এম. এ. ফজল
ডি.এইচ. এম. এস ;বি. এইচ. বি (ঢাকা)
বি. এইচ. এম.এস (স্টাডি)
(ঢাকা বিশ্ববিদ্যালয়)
এইচ. আর. এম; (বি. আই. এম)
রেজিষ্ট্রার্ড চিকিৎসক
গভ: রেজিস্ট্রেশন নং- ৩৪৪১২
কনসালটেন্ট (হোমিও মেডিসিন)
01852-580606 Imo,WhatsApp
"""""""""""""""""""""""""""""""""""""""""""""

"""'"""""""""""""""""""""""""""""""""""""""
নিয়মিত রোগী দেখার
সময় ও চেম্বার

চট্টগ্রাম চেম্বার :
শনিবার -বৃহস্পতিবার
বিকাল ৫টা- রাত ৯ টা
স্থান:
চকবাজার পোস্ট অফিসে পাশে, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন, নবাব সিরাজ উদ-দৌলা রোড, চকবাজার, চট্টগ্রাম।

সিরিয়াল :
চট্টগ্রাম চেম্বার :01852-580606
+8801958286532
Website :wwwdrmafazal.com

03/09/2024

#অর্শ #পাইলস #ফিশার #ফিস্টুলা #চিকিৎসা
চট্টগ্রামের বেস্ট ক্লাসিকাল হোমিওপ্যাথিক চিকিৎসক, প্রভাষক ডাঃ এম এ ফজল
কনসালটেন্ট (হোমিও মেডিসিন)
"অপারেশন ছাড়া "
জার্মানি ঔষধ দ্বারা স্থায়ী সমাধান পেতে যোগাযোগ করুন।
চেম্বারের ঠিকানা : অধ্যক্ষ ডা.আবদুল করিম
হোমিও ক্লিনিক। চকবাজার পোস্ট অফিস পাশে, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন, নবাব সিরাজ উদ-দৌলা রোড, চকবাজার, চট্টগ্রাম।
01958286532 /
🆑01852-580606 WhatsApp /Imo

Address

170, Nawab Siraj Ud Dawla Road, Biggyan Parishad Bhaban, Chawkbazar, Chattogram
Muradpur
4203

Telephone

+8801852580606

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Homeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AK Homeo Clinic:

Share

Category