Home Lab Test

Home Lab Test Home Lab Test: Home collection of the pathological sample ( Blood/Urine/ Others )to renowned Diagnostic center in Chattogram Metropolitan area.

We DO care about your health, we value your time. Home Lab Test provides lab services for patients who face difficulty for travelling to healthcare facilities for inaccessible transport, disability, old age or busy schedules. With the first of its kind attempt in Chottogram Metropolitan Area , people do not need to travel to and wait at diagnostic centers for medical tests. Enjoy diagnostic servi

ces at your own home with Home Lab Test ! How does Home Lab Test Works ?

1. Patients place orders for tests by calling 01755018330.
2. Home lab Test medical technologist goes directly to the patient's house and collects the test samples (blood/urine/others).
3. Home Lab Test delivers test samples in certified storage kits to diagnostic center selected by patients.
4. Once reports are ready, Home Lab Test delivers results directly to patients !

বয়স্কদের স্বাস্থ্যসেবায় এখন আরও সুবিধা ও নিশ্চিন্ততা!ট্রাফিক জ্যাম, ল্যাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা—এসব ঝামেলাকে বিদায় দি...
14/07/2025

বয়স্কদের স্বাস্থ্যসেবায় এখন আরও সুবিধা ও নিশ্চিন্ততা!
ট্রাফিক জ্যাম, ল্যাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা—এসব ঝামেলাকে বিদায় দিন। হোম ল্যাব টেস্ট দিচ্ছে বয়স্কদের জন্য স্বাস্থ্য পরীক্ষার সহজ সমাধান, কম খরচে, আপনার সুবিধামতো সময়েই।
আপনার পছন্দের ল্যাব থেকে টেস্ট অর্ডার করুন, রিপোর্ট পেয়ে যান ঘরে বসেই।
বুকিং ও বিস্তারিত জানতে:
হোম ল্যাব টেস্টের ফেসবুক পেইজে ইনবক্স করুন , কল করুন: ০১৭৫৫০১৮৩৩০ অথবা ০১৮৪১৮৫৫৩৩৫

29/06/2025

সম্প্রতি দেশে কোভিড‑১৯ সংক্রমণের হার একটু বেড়েছে। তাই নিচের সতর্কতা গ্রহণ করুন:

1️⃣ মাস্ক পরুন—বিশেষ করে ভিড়-জমায়েতে
2️⃣ হাত পরিষ্কার—সাবান বা স্যানিটাইজার দিয়ে
3️⃣ দুই হাত দূরত্ব বজায় রাখুন
4️⃣ ভেন্টিলেটেড জায়গায় থাকুন (বাড়িতে জানালা ও ফ্যান খোলা রাখুন)
5️⃣ কাশি, জ্বর, শ্বাসকষ্ট বা সর্দি হলে দ্রুত পরীক্ষা করুন
6️⃣ ইমিউনিটি বুস্ট করতে ঘরোয়া পুষ্টিকর খাবার—ফল, শাকসবজি, ডিম, মাছ যুক্ত করুন
7️⃣ যদি ওমিক্রন বা তার সাব-স্ট্রেন আছে, তবে তেমন ভয় বিস্তার করছে না—তবে সতর্কতা জরুরি

নিজেকে এবং সমাজকে নিরাপদ রাখতে এগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি। 🙏

চট্টগ্রাম শহরে ঘরে বসে চট্টগ্রামের স্বনামধন্য সকল ল্যাব থেকে প্যাথলজি টেস্ট করতে এখনি কল করুন ০১৭৫৫০১৮৩৩০ অথবা ০১৮৪১৮৫৫৩৩৫ নাম্বারে ।

ডেঙ্গু আক্রান্ত হলে আতংকিত না হয়ে  প্রয়োজনীয় টেস্ট করান হোম ল্যাব টেস্টের মাধ্যমে চট্টগ্রামের যে কোন স্বনামধন্য ল্যাব থে...
21/06/2025

ডেঙ্গু আক্রান্ত হলে আতংকিত না হয়ে প্রয়োজনীয় টেস্ট করান হোম ল্যাব টেস্টের মাধ্যমে চট্টগ্রামের যে কোন স্বনামধন্য ল্যাব থেকে। বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ঘরে বসেই ডেঙ্গু টেস্টের স্যাম্পল প্রদান করতে আজই বুকিং করুন।
আপনার একটি ফোন কলে আমাদের দক্ষ মেডিকেল টেকনোলযিস্ট পৌঁছে যাবে আপনার বাসায় এবং যথাযথ মানদণ্ড মেনে আপনার প্যাথলজি স্যাম্পল কালেকশান করে পৌঁছে দিবে আপনারই পসন্দের ল্যাবে। ল্যাব রিপোর্ট প্রকাশ করার পর আমাদের প্রতিনিধি সেই রিপোর্ট ও পৌঁছে দিবে আপনার বাসায়।
ডেঙ্গু টেস্ট বুক করতে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা সরাসরি কল করুন আমাদের হটলাইন নাম্বারে +8801755018330 ( Whatsapp ) / +8801841855335




কোরবানির আগে ও পরে লিপিড প্রোফাইল (Lipid Profile) টেস্ট করানো কেন গুরুত্বপূর্ণ?লিপিড প্রোফাইল হচ্ছে এক ধরনের রক্ত পরীক্ষ...
02/06/2025

কোরবানির আগে ও পরে লিপিড প্রোফাইল (Lipid Profile) টেস্ট করানো কেন গুরুত্বপূর্ণ?

লিপিড প্রোফাইল হচ্ছে এক ধরনের রক্ত পরীক্ষা, যা রক্তে চর্বি বা ফ্যাটের পরিমাণ নির্ধারণ করে, যেমন:
টোটাল কোলেস্টেরল
এলডিএল (LDL – "খারাপ" কোলেস্টেরল)
এইচডিএল (HDL – "ভালো" কোলেস্টেরল)
ট্রাইগ্লিসারাইড (Triglycerides)

🟡 কোরবানির আগে লিপিড প্রোফাইল করার কারণ:
বর্তমান চর্বির মাত্রা জানা – কারো যদি ইতিমধ্যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, তাহলে অতিরিক্ত মাংস খাওয়ার ফলে আরও ঝুঁকি তৈরি হতে পারে।
সতর্কতা অবলম্বন – কোরবানির সময় অনেকেই লাল মাংস বেশি খান, যা উচ্চ কোলেস্টেরল বাড়াতে পারে। আগে পরীক্ষা করলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েট কন্ট্রোল করা সহজ হয়।

🟢 কোরবানির পরে লিপিড প্রোফাইল করার কারণ:
প্রভাব মূল্যায়ন – কোরবানির সময় অতিরিক্ত মাংস খাওয়ার ফলে লিপিড লেভেলে কী পরিবর্তন এসেছে, তা বোঝা যায়।

ভবিষ্যতের জন্য সতর্কতা – যদি দেখা যায় মাংস খাওয়ার ফলে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, তাহলে ভবিষ্যতে খাবারে নিয়ন্ত্রণ আনা সহজ হয়।

হৃদরোগ বা ডায়াবেটিস ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা – অনিয়ন্ত্রিত চর্বি শরীরে জমে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। নিয়মিত মনিটরিং তাই গুরুত্বপূর্ণ।

✅ কারা অবশ্যই করাবেন:
যাদের আগে থেকেই কোলেস্টেরল সমস্যা আছে
উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে
অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে
পরিবারে হৃদরোগের ইতিহাস আছে
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও জীবনধারা নিয়ন্ত্রণ করে এই সময়টাতে স্বাস্থ্য রক্ষা করা সম্ভব।
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।

এজন্যই কোরবানির আগে ও পরে লিপিড প্রোফাইল করানো স্বাস্থ্যকর সিদ্ধান্ত।

গরমকালে অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে হারিয়ে যেতে পারে প্রয়োজনীয় পানি ও ইলেক্ট্রোলাইট।এই ঘাটতি অনেকেই টের পান না, কিন...
22/05/2025

গরমকালে অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে হারিয়ে যেতে পারে প্রয়োজনীয় পানি ও ইলেক্ট্রোলাইট।
এই ঘাটতি অনেকেই টের পান না, কিন্তু ধীরে ধীরে শরীরে দেখা দেয় দুর্বলতা, মাথা ঘোরা (ভার্টিগো), মাংসপেশিতে টান বা ক্লান্তিভাব।

এই লক্ষণগুলো নিয়মিত হলে অবহেলা না করে ইলেক্ট্রোলাইট পরীক্ষা করিয়ে দেখা জরুরি —বিশেষ করে যারা বেশি সময় গরমে বাইরে থাকেন, বা বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।

Home Lab Test-এর মাধ্যমে এখন ঘরে বসেই করিয়ে ফেলুন সিরাম ইলেক্ট্রোলাইট টেস্ট।

প্রয়োজনীয় সকল টেস্ট অর্ডার করতে;
✅ Home Lab Test ফেসবুক পেইজে ইনবক্স করুন
✅ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.homelabtestbd.com
✅ কল করুন 01755018330 / 01841855335

ঘরে বসেই টেস্ট করুন, সহজে ও নিশ্চিন্তে!

বৃষ্টির দিনে বাইরে বের হওয়া অনেক সময় ঝামেলার হতে পারে, বিশেষ করে যদি কোনো ল্যাব টেস্ট করার প্রয়োজন হয়। কিন্তু আধুনিক প্র...
03/05/2025

বৃষ্টির দিনে বাইরে বের হওয়া অনেক সময় ঝামেলার হতে পারে, বিশেষ করে যদি কোনো ল্যাব টেস্ট করার প্রয়োজন হয়। কিন্তু আধুনিক প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবা খাতের উন্নতির কারণে এখন অনেক ল্যাব টেস্ট ঘরে বসেই করা সম্ভব। Home Lab Test এখন বাসায় নমুনা সংগ্রহের সেবা প্রদান করে, যা বিশেষজ্ঞদের দ্বারা সঠিকভাবে পরিচালিত হয়। এই সেবার মাধ্যমে আপনি সহজেই আপনার দরজায় ল্যাব টেকনিশিয়ানকে পেয়ে যাবেন, যিনি আপনার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন এবং ল্যাবে পাঠাবেন। পরবর্তীতে আপনার টেস্টের রিপোর্ট অনলাইনে পাওয়া যাবে ও পরবর্তীতে বাসায় পৌঁছে দিবে , যা আপনার চিকিৎসকের সাথে শেয়ার করা যাবে। এই সেবা কেবলমাত্র বৃষ্টির দিনেই নয়, বরং যেকোনো সময় স্বাস্থ্য পরীক্ষা সহজ এবং ঝামেলামুক্ত করে তোলে।

হোম ল্যাব টেস্টের মাদ্ধমে বাসা থেকে প্রয়োজনীয় টেস্ট বুকিং করতে যোগাযোগ করুন ০১৭৫৫০১৮৩৩০ অথবা ০১৮৪১৮৫৫৩৩৫ নাম্বারে ।




চট্টগ্রাম শহরে ঘরে বসে স্বনামধন্য সকল ল্যাব থেকে টেস্ট করার সহজ সমাধান হল হোম ল্যাব টেস্ট !!!!!!!!!!!!!!!!!!!!🏠 ঘরে বসেই...
29/04/2025

চট্টগ্রাম শহরে ঘরে বসে স্বনামধন্য সকল ল্যাব থেকে টেস্ট করার সহজ সমাধান হল হোম ল্যাব টেস্ট !!!!!!!!!!!!!!!!!!!!

🏠 ঘরে বসেই স্বাস্থ্য পরীক্ষা
— হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার ঝামেলা নেই।

⏱️ সময় ও ভিড়ের ঝামেলা থেকে মুক্তি
— আপনার সুবিধামত সময়ে আমাদের প্রতিনিধি পৌঁছে যাবে।

👩‍⚕️ প্রশিক্ষিত ফ্লেবোটোমিস্ট দ্বারা নমুনা সংগ্রহ
— অভিজ্ঞ ও পেশাদার টেকনিশিয়ান দ্বারা সেবা নিশ্চিত।

🧊 সঠিকভাবে নমুনা সংরক্ষণ ও পরিবহন
— আধুনিক কোল্ড চেইন মেইনটেইন করে পরীক্ষাগারে পৌঁছানো হয়।

🔐 সম্পূর্ণ গোপনীয়তা ও নিরাপত্তা
— আপনার তথ্য ও রিপোর্ট নিরাপদ রাখা হয়।

📄 অনলাইন রিপোর্ট ডেলিভারি
— রিপোর্ট হোয়াটসঅ্যাপ/ইমেইল/অ্যাপে পাওয়া যাবে, সহজে দেখা ও ডাউনলোড করা যাবে।

💰 সাশ্রয়ী মূল্য এবং প্যাকেজ অফার
— বিভিন্ন হেলথ চেকআপ প্যাকেজে বিশেষ ছাড়।

📞 সহজ বুকিং সিস্টেম
— ফোন, মেসেঞ্জার বা ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম।

এখনই কল করুন 📞 ০১৭৫৫০১৮৩৩০ বা ইনবক্স করুন!"

হোম ল্যাব টেস্টের পক্ষ থেকে থেকে সবাইকে জানাই  ঈদুল ফিতরের শুভেচ্ছা !!!!!
30/03/2025

হোম ল্যাব টেস্টের পক্ষ থেকে থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা !!!!!


এই পবিত্র মাহে রামজানে  হোম ল্যাব টেস্টের বিশেষ অফার !!!!! ২৫% ছাড়ে সম্পূর্ণ হেল্‌থ চেকআপ । বাড়িতে কিনবা অফিসে বসে করুন ...
25/02/2025

এই পবিত্র মাহে রামজানে হোম ল্যাব টেস্টের বিশেষ অফার !!!!! ২৫% ছাড়ে সম্পূর্ণ হেল্‌থ চেকআপ । বাড়িতে কিনবা অফিসে বসে করুন টেস্ট আমাদের তালিকাভুক্ত আপনার পসন্দের যে কোন ল্যাব থেকে এবং রিপোর্ট ও পেয়ে যান বাসায় বসে । তাই আর দেরি নাহ করে আজই বুকিং করুন আপনার টেস্টটি ।

কিভাবে বুকিং করবেন ?
# হোম ল্যাব টেস্টের ফেসবুক পেইজে ইনবক্স করুন
# কল করুন ০১৭৫৫০১৮৩৩০ /০১৮৪১৮৫৫৩৩৫ এই নাম্বারে ।

ঘরে বসে টেস্ট করুন , সহজে ও নিশ্চিন্তে !!!

19/02/2025

আমাদের শরীরের যে কোনো স্থানে হঠাৎ করেই চুলকানি শুরু হয়। পরে সেই জায়গাটাতে চাকাচাকা বা ফুসকুড়ি জাতীয় কিছু উঠতে দেখা যায়। কয়েক ঘণ্টা ভোগান্তি দিয়ে সেটা আবার ঠিক হয়ে যায়। অনেকেই ভাবে হয়ত কিছু কামড়ানোর কারণেই এমন হতে পারে। চুলকানির সমস্যা যে কোনো সময় শুরু হতে পারে। তাই ফুসকুড়ি ওঠার পর এবং ঠিক হওয়ার আগে যে চুলকানিটা হয় সেটা অনেকেই সহ্য করে নেন। কিন্তু এটা সহ্য করতে করতে একসময় দেখা গেছে তীব্র আকার ধারণ করেছে চুলকানি।

এলার্জি থেকে মুক্তি পাওয়ার উপায়
অনেকেই এই চুলকানির হাত থেকে রক্ষা পেতে নানা ধরনের ওষুধ বা মলম ব্যবহার করে থাকেন। এর ফলে কেউ কেউ এ সমস্যা থেকে মুক্তি পান আবার কারও ক্ষেত্রে মুক্তি মেলে না। তবে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলে চুলকানি দূর করা সম্ভব।
১. টি-ট্রি অয়েল
এলার্জি থেকে পরিত্রাণ পাওয়ার দুর্দান্ত উপাদান টি-ট্রি অয়েল। এটি ত্বকের এলার্জিতে খুব সহায়ক। এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিআইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা অনেক ত্বককে এলার্জি থেকে মুক্তি দেয়। তাই ত্বকের লালচেভাব এবং চুলকানি থেকে মুক্তি পেতে এটি ভালো কাজ করে।
২. আপেল সিডার ভিনেগার
ওজন হ্রাস এবং হজমজনিত সমস্যা দূর করতেই যে শুধু অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করা হয় বিষয়টা একদমই তেমন নয়। এটি ত্বকের ক্ষেত্রে দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যা ত্বকে চুলকানি এবং অ্যালার্জির প্রভাব কমিয়ে দেয়। তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি ব্যবহার না করাই ভালো।
৪. নারকেল তেল
স্কিন কেয়ারের জন্য নারকেল তেল সবচেয়ে সেরা। এতে রয়েছে ময়েশ্চারাইজিং যা এলার্জির ক্ষেত্রে ত্বককে সুরক্ষা দেয়। এ ছাড়াও নারকেল তেল চুলকানি কমায়।
যেভাবে ব্যবহার করবেন
৫. অ্যালোভেরা জেল
ত্বকের এলার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হলো অ্যালোভেরা জেল। এলার্জির কারণে যদি ত্বকের চুলকানি এবং শুকনো সমস্যা হয় তাহলে অ্যালোভেরার ঔষধি গুণ দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয়।

৬. বেকিং সোডা
ত্বকের এলার্জি দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তবে এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, এটি ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

সুস্থতা বিধাতার এক অশেষ নিয়ামক । সুস্বাস্থ্য কখনো কাউকে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি দিতে পারবে না এটা সত্য, কিন্তু তার চেয়ে...
03/12/2024

সুস্থতা বিধাতার এক অশেষ নিয়ামক । সুস্বাস্থ্য কখনো কাউকে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি দিতে পারবে না এটা সত্য, কিন্তু তার চেয়েও বেশি কিছু দিতে পারে যেমন সুস্বাস্থ্য হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ । তাই আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা এটা জানার জন্য বছরে একবার চেক আপ করা জরুরী ।

হোম ল্যাব টেস্ট এর মাদ্ধমে খুব সহজেই বাসায় কিনবা অফিসে বসে চট্টগ্রাম শহরের স্বনামধন্য সকল ল্যাব থেকে টেস্ট করানো যায় মাত্র একটি ফোন কলের মাদ্ধমে । আপনার একটি ফোন কলে আপনার প্রতিনিধি সরাসরি পৌঁছে যাবে আপনার বাসায় এবং যথাযথ নিয়ম মেনে স্যাম্পল কালেক্সান করে পৌঁছে দিবে আপনার পছন্দের ল্যাবে । সাথে থাকবে ১০-২৫ % আকর্ষণীয় ডিসকাউন্ট ( ল্যাব ভেদে ) ।

বাসায় বসে আপনার প্রয়োজনীয় টেস্ট আপনার পছন্দের ল্যাব থেকে কল করুন ০১৭৫৫০১৮৩৩০ / ০১৮৪১৮৫৫৩৩৫ নাম্বারে ।




আপনি কি বাসায় বসে প্যাথলজি টেস্ট করার কথা ভাবছেন ????বাসায় বসে চট্টগ্রামের স্বনামধন্য সকল ল্যাব থেকে প্যাথলজি টেস্ট করা ...
07/11/2024

আপনি কি বাসায় বসে প্যাথলজি টেস্ট করার কথা ভাবছেন ????

বাসায় বসে চট্টগ্রামের স্বনামধন্য সকল ল্যাব থেকে প্যাথলজি টেস্ট করা এখন সময়ের ব্যাপার মাত্র । আপনার একটি ফোন কলে হোম ল্যাব টেস্ট এর দক্ষ স্যাম্পলে কালেক্টর পৌঁছে যাবে আপনার বাসায় এবং যথাযথ মানদণ্ড মেনে আপনার স্যাম্পলে পৌঁছে দিবে আপনার ই পছন্দের ল্যাবে এবং ল্যাব রিপোর্ট প্রকাশ করার পর আমাদের ডেলিভারি ম্যান সেই রিপোর্ট সময়মত আপনার বাসায় পৌঁছে দিবে।

বাসায় বসে আপনার প্রয়োজনীয় টেস্ট আপনার পছন্দের ল্যাব থেকে কল করুন ০১৭৫৫০১৮৩৩০ / ০১৮৪১৮৫৫৩৩৫ নাম্বারে ।



Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Home Lab Test posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Home Lab Test:

Share