02/10/2023
"এসপেরিয়া পরিদর্শনে দেশের খ্যাতনামা জীবপ্রযুক্তি বিদগণ"
আজ ২ অক্টোবর, ২০২৩ ইং তারিখে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবরেটরি এবং গবেষণা কার্যক্রম পরিদর্শন করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি বিশেষজ্ঞগণ। এসপেরিয়া হেলথ কেয়ারের ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, মলিকিউলার ও জেনেটিক ল্যাব, ক্যারিওটাইপিং ল্যাব, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ল্যাব, হিস্টোপ্যাথলজি ও ইমিউনো-হিস্টোকেমিস্ট্রি ল্যাব, এবং ক্যান্সার কেয়ার সেন্টার পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড: সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড: শাহেদূর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড: আহসান হাবিব শিমুল, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড: নাজনীন নাহার ইসলাম। পরিদর্শন চলাকালে এসপেরিয়ার অত্যাধুনিক সুযোগ সুবিধা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভিন্ন আধুনিক গবেষণা চালু করার ব্যাপারে এসপেরিয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানান। বিভিন্ন মহামারী মোকাবেলায় এসপেরিয়া চট্টগ্রামে কেন্দ্রীয় গবেষণাগার হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে গবেষণার ভবিষ্যৎ রূপরেখা কেমন হতে পারে সে ব্যাপারে তাদের অভিমত ব্যক্ত করেন। এ সময় এসপেরিয়া হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসপেরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ, চীফ কনসালট্যান্ট ডা: আব্দুর রব এবং পরিচালক জয়নব রুমা।