Asperia Cancer Care Centre

Asperia Cancer Care Centre Most advance cancer screening and management in Chattogram.

ফুসফুসে ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে কাশি। অনেকেই প্রথম দিকে সাধারণ কাশি ভেবে অবহেলা করেন...
02/11/2023

ফুসফুসে ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে কাশি। অনেকেই প্রথম দিকে সাধারণ কাশি ভেবে অবহেলা করেন। কিন্তু এই কাশি যদি দীর্ঘ সময় ধরে থাকে ও শরীরের ওজন কমে যায় এবং কাশির সাথে রক্ত যায় তাহলে ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল। তাই ফুসফুসের ক্যান্সারের লক্ষণ সমূহ জেনে রেখে এখন থেকে সচেতন হোন, দীর্ঘ সময় ধরে কাশি থাকলে ক্যান্সার নির্ণয়ের জন্য স্ক্রিনিং করুন।

ব্রেস্ট ক্যান্সারেও হবে জয়, যদি সঠিক সময়ে স্ক্রিনিং হয়! একমাত্র সঠিক সময়ে সনাক্তকরণই হতে পারে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক...
20/10/2023

ব্রেস্ট ক্যান্সারেও হবে জয়, যদি সঠিক সময়ে স্ক্রিনিং হয়!

একমাত্র সঠিক সময়ে সনাক্তকরণই হতে পারে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তির উপায়। তাই দেরি না করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন হোন এবং দ্রুত স্ক্রিনিং করাতে চলে আসুন।

এসপেরিয়া ক্যান্সার কেয়ার সেন্টার এ চলছে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ফ্রি কনসালটেন্সি। আপনিও ব...
16/10/2023

এসপেরিয়া ক্যান্সার কেয়ার সেন্টার এ চলছে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ফ্রি কনসালটেন্সি। আপনিও ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হতে কনসালটেন্সি নিতে চলে আসুন এসপেরিয়া ক্যান্সার কেয়ার সেন্টার-এ।

Join us in the fight against breast cancer! October is Breast Cancer Awareness Month, and we are organizing various spec...
11/10/2023

Join us in the fight against breast cancer! October is Breast Cancer Awareness Month, and we are organizing various special program to raise awareness about this critical issue that affects millions of lives. Our last campaign was held on MAS Intimates Bangladesh (Private) Limited. As part of our campaign, our female oncologist Dr. Fahmida Alam offered screening to several participants and also gave speech about symptoms and remedy of breast cancer.
Let's come together, raise awareness, and support those affected by breast cancer. Together, we can make a difference.

স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিন আমাদের সাথে!
অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস। তাই মরণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরী করতে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড পুরো মাসব্যাপী বিভিন্ন কর্মশালার আয়োজন করে যাচ্ছে। সম্প্রতি আমরা MAS Intimates Bangladesh (Private) Limited-এ সফলভাবে স্তন ক্যান্সার এর উপর একটি ক্যাম্পেইন সম্পন্ন করেছি। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে এসপেরিয়া হেলথ কেয়ার- এর মহিলা ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা আলম স্তন ক্যান্সার এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং বেশ কয়েকজন অংশগ্রহণকারীর স্ক্রিনিং সম্পন্ন করেন।
আসুন, একসাথে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াই এবং স্তন ক্যান্সারে আক্রান্তদের সহযোগিতায় এগিয়ে আসি। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবর্তন আসবেই।

বিশ্বজুড়ে প্রতি ৮জনের মধ্যে ১জন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। আন্তর্জাতিক সংস্থা আইএআরসি'র তথ্যমতে, বাংলাদ...
10/10/2023

বিশ্বজুড়ে প্রতি ৮জনের মধ্যে ১জন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। আন্তর্জাতিক সংস্থা আইএআরসি'র তথ্যমতে, বাংলাদেশেও প্রতি বছর ১৩ হাজারের বেশি নারী নতুনভাবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন যা প্রতিনিয়তই বাড়ছে। এর কারণ হিসেবে জানা যায়, বেশীরভাগ রোগী ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন ফলে প্রাথমিক পর্যায়েই চিকিৎসা দেয়া সম্ভব হয় না। পরবর্তীতে এটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়। সঠিক সময়ে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করলে এটি শনাক্তকরণ ও নির্মূল সম্ভব তাই প্রিয়জনের প্রতি সচেতন হয়ে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে আজই চলে আসুন এসপেরিয়া ক্যান্সার কেয়ার সেন্টার- এ।

We are very delighted to announce of completion memorandum of understanding with Pubali Bank Limited. We are excited abo...
08/10/2023

We are very delighted to announce of completion memorandum of understanding with Pubali Bank Limited. We are excited about the opportunities and innovations that this partnership will bring.

"এসপেরিয়া পরিদর্শনে দেশের খ্যাতনামা জীবপ্রযুক্তি বিদগণ"আজ ২ অক্টোবর, ২০২৩ ইং তারিখে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবরেটরি এবং গ...
02/10/2023

"এসপেরিয়া পরিদর্শনে দেশের খ্যাতনামা জীবপ্রযুক্তি বিদগণ"
আজ ২ অক্টোবর, ২০২৩ ইং তারিখে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবরেটরি এবং গবেষণা কার্যক্রম পরিদর্শন করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি বিশেষজ্ঞগণ। এসপেরিয়া হেলথ কেয়ারের ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, মলিকিউলার ও জেনেটিক ল্যাব, ক্যারিওটাইপিং ল্যাব, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ল্যাব, হিস্টোপ্যাথলজি ও ইমিউনো-হিস্টোকেমিস্ট্রি ল্যাব, এবং ক্যান্সার কেয়ার সেন্টার পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড: সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড: শাহেদূর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড: আহসান হাবিব শিমুল, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড: নাজনীন নাহার ইসলাম। পরিদর্শন চলাকালে এসপেরিয়ার অত্যাধুনিক সুযোগ সুবিধা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভিন্ন আধুনিক গবেষণা চালু করার ব্যাপারে এসপেরিয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানান। বিভিন্ন মহামারী মোকাবেলায় এসপেরিয়া চট্টগ্রামে কেন্দ্রীয় গবেষণাগার হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে গবেষণার ভবিষ্যৎ রূপরেখা কেমন হতে পারে সে ব্যাপারে তাদের অভিমত ব্যক্ত করেন। এ সময় এসপেরিয়া হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসপেরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ, চীফ কনসালট্যান্ট ডা: আব্দুর রব এবং পরিচালক জয়নব রুমা।

29/09/2023

দেশের বাইরে নয় এখন চট্টগ্রামেই দেওয়া যাবে বিশ্বমানের কেমোথেরাপি!

বিশেষজ্ঞ ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কেমোথেরাপি সেন্টার রয়েছে এসপেরিয়া ক্যান্সার কেয়ার সেন্টার-এ। যেখানে কেমোথেরাপির চিকিৎসা উন্নত দেশের চেয়ে কোন অংশে কম নয়। আসুন রোগী এমদাদ হোসেন এর কাছ থেকে শুনি কেমোথেরাপির নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে।

গতকাল এসপেরিয়া হেলথ্ কেয়ার এ নক্ষত্রের আলো ছড়াতে এলেন, স্বপ্নচারী এক বিজ্ঞানী, বাংলাদেশে মলিকিউলার জেনেটিক্সের পথিকৃৎ, প...
28/09/2023

গতকাল এসপেরিয়া হেলথ্ কেয়ার এ নক্ষত্রের আলো ছড়াতে এলেন, স্বপ্নচারী এক বিজ্ঞানী, বাংলাদেশে মলিকিউলার জেনেটিক্সের পথিকৃৎ, পাট ও ইলিশের জিনোম সিকোয়েন্স উদ্ভাবন করে বিশ্বে তাক লাগিয়ে দেয়া এক অনন্য প্রতিভা। স্বাধীনতা পদকে ভূষিত ও বর্তমানে ইউজিসি সদস্য ডঃ হাসীনা খাঁন ।
তিনি এসপেরিয়া পরিদর্শন শেষে আবেগ আপ্লুত হলেন, বললেন তার সারাজীবন এর স্বপ্নের কথা। তিনি দেখলেন তার স্বপ্নের শুরুটা হল চট্টগ্রামে। দেখলেন অনন্য এক উদাহরণ, চিকিৎসা বিজ্ঞানী ও জেনেটিক ইন্জিনিয়ারিং এর স্বপ্নীল পদচারণা।
এসপেরিয়ার মলিকিউলার ও জেনেটিক ল্যাব ও ইমিউনোহিস্ট্রোকেমিস্ট্রি ল্যাব দেখে তিনি শুধু এটাই বললেন, এক বছর পর আমি আবার আসবো। দেখব আমার স্বপ্নের বাস্তবায়ন।
এসপেরিয়া হেলথ্ কেয়ার, আরও অনেক দূরে যাবে, এ প্রত্যাশা আমাদের ও।
অশেষ কৃতজ্ঞতা আপনার জন্য, ডঃ হাসীনা খাঁন।

কাশির সাথে রক্ত বমি হওয়া ফুসফুসে ক্যান্সার হওয়ার অন্যতম লক্ষণ। ফুসফুসকে দূষিত হওয়া থেকে রক্ষা করতে ধূমপান, মদ্যপান করা ত...
26/09/2023

কাশির সাথে রক্ত বমি হওয়া ফুসফুসে ক্যান্সার হওয়ার অন্যতম লক্ষণ। ফুসফুসকে দূষিত হওয়া থেকে রক্ষা করতে ধূমপান, মদ্যপান করা ত্যাগ করি। একই সাথে ফুসফুসের ক্যান্সার হতে রক্ষা পাওয়ার সচেতনতা বৃদ্ধি করি।

বিশ্বমানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ডেডিকেটেড কেমোথেরাপি সেন্টারে সুস্থ পরিবেশ বজায় রাখা হয় যাতে করে কেমোথেরাপি নিতে আসা...
14/09/2023

বিশ্বমানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ডেডিকেটেড কেমোথেরাপি সেন্টারে সুস্থ পরিবেশ বজায় রাখা হয় যাতে করে কেমোথেরাপি নিতে আসা রোগীরা মানসিকভাবে সুস্থ এবং চিন্তামুক্ত থাকে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসপেরিয়া ক্যান্সার কেয়ার সেন্টারে, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে কেমোথেরাপি নিতে চলে আসুন নিশ্চিন্তে।

Address

Muradpur

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 10:00 - 10:00
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801810004550

Alerts

Be the first to know and let us send you an email when Asperia Cancer Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asperia Cancer Care Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category