
31/10/2024
আমি সাধারণত চেম্বারে প্রতিদিন গড়ে ১৫-২০জন করে রোগী দেখি ,পাশাপাশি ১৫-১৮টা ইকোকার্ডিওগ্রাম,৩/৪ টা ইটিটি,২০/২৫ টা ইসিজি রিপোর্ট করি।গত ১বছরে নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে আমি এককভাবে প্রায় ১৫০জনের মত ইন্টারভেনশন করেছি,যার মধ্যে প্রাইমারি পিসিআই সহ অনেক গুলো পিসিআই ছিল। বেশিরবাগ সময় দুপুর ২.৩০ এর পর ইন্টারভেনশন শুরু করি এবং ৪টার মধ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শুরু করি।,,,সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি,জীবনে পড়ন্ত বেলায় এসে কারো প্রতি আমার কোন হিংসা-বিদ্বেষ কিছুই নাই,বড়দের সম্মান করা,ছোটদের স্নেহ করা সে যে ঘরনারই হোক এইটাই আমার ভ্রত।কোন কিছু পছন্দ না হলে প্রতিবাদ করি,না হয় চুপ থাকি,,,ভালো মন্দ মিলিয়েত মানুষ আমিও সেইরকম,ভালোও না আবার বেশি খারাপও না।
যেহেতু নেক্সাস হাসপাতালে নিয়মিত এনজিওগ্রাম করতে যাওয়া লাগে তাই মাঝে মাঝে রোগী দেখা লাগে।এই জন্য যারা ইন্টারভেনশনের জনিত সমস্যা নিয়ে পরামর্শ নিতে চান যোগাযোগ করতে পারেন নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে দুপুর তিনটা থেকে ৪টার মধ্যে।
সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।