07/09/2025
ইসলামে সূর্যগ্রহণ (كُسوف - কুসুফ) এবং চন্দ্রগ্রহণ (خُسوف - খুসুফ) – উভয়ই আল্লাহর নিদর্শন (آية من آيات الله) হিসেবে বিবেচিত।
📖 হাদিসে রাসূল ﷺ বলেছেন:
> "সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। কারো মৃত্যু বা জন্মের কারণে এগুলো গ্রহণ করে না। যখন তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখ, তখন নামাজের জন্য আল্লাহর দিকে রুজু কর।"
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
ইসলামে নির্দেশনা
1. বিশেষ নামাজ (সালাতুল কুসুফ/খুসুফ):
সূর্য ও চন্দ্রগ্রহণের সময় মুসলমানদের জন্য বিশেষ নামাজ পড়া মুস্তাহাব (খুবই সুন্নাত)।
এটি দুই রাকাত।
প্রতিটি রাকাতে দু’বার কিরআত, রুকু ও সেজদা করা যায়।
2. দোয়া ও ইস্তিগফার:
গ্রহণের সময় বেশি বেশি দোয়া করা, আল্লাহর মহিমা স্মরণ করা, দান-সদকা করা সুন্নাত।
3. অন্ধবিশ্বাস থেকে বিরত থাকা:
জাহেলিয়াতের যুগে মানুষ বিশ্বাস করত গ্রহণ হলো কারো মৃত্যু বা জন্মের কারণে। ইসলাম এ ধারণা নাকচ করেছে।
মূল শিক্ষা
সূর্য-চন্দ্রগ্রহণ কোনো অশুভ লক্ষণ নয়।
বরং এটি আল্লাহর কুদরতের নিদর্শন।
এ সময় আল্লাহর দিকে মনোযোগী হওয়া, নামাজ, দোয়া ও ক্ষমা প্রার্থনা করা উচিত।