Dr.Md. jahir uddin akand 01711337019

Dr.Md. jahir uddin akand 01711337019 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md. jahir uddin akand 01711337019, Doctor, Street Drive jahir akand, 16/1 padri mission Road Kristopur Mymensingh alia madrasa More , 01711337019, Mymensingh Baghara.

Dr Md.jahir uddin akand
B.Sc- BHMS-MD.MPH-PGD- LLB.LL.M
হোমিও মেডিসিন কনসালটেন্ট ও জনস্বাস্হ্য বিশেষজ্ঞ

চেম্বার ঢাকা উত্তরা
বাড়ী ১২ রোড ৩৩ সেক্টর ৭
মোবাইল ০১৭১১৩৩৭০১৯

ময়মনসিংহ অফিস
১৬/১ পাদরি মিশন রোড
০১৭১১৩৩৭০১৯

সিলেট আম্বরখানা
০১৭১১৩৩৭০১৯

✔️🎍১০টি ভিন্ন ভিন্ন রোগের জন্য ৩টি করে হোমিও ঔষধ এবং তাদের প্রধান কাজ (লক্ষণ) সাজিয়ে দিলাম:Homeopathic Combined Practice...
20/09/2025

✔️🎍১০টি ভিন্ন ভিন্ন রোগের জন্য ৩টি করে হোমিও ঔষধ এবং তাদের প্রধান কাজ (লক্ষণ) সাজিয়ে দিলাম:
Homeopathic Combined Practice of Medicine By Dr Jahir Akand Mob:01711337019

১. জ্বর (Fever)

1. Aconite – হঠাৎ ঠান্ডা লাগার পর জ্বর, অস্থিরতা, ভয়।

2. Belladonna – হঠাৎ উচ্চ জ্বর, লালচে চোখ-মুখ, মাথা ব্যথা।

3. Arsenicum Album – জ্বরের সাথে তীব্র দুর্বলতা, তৃষ্ণা, উদ্বেগ।

---

২. কাশি (Cough)

1. Drosera – দীর্ঘক্ষণ কাশি, রাতে বেশি, বমি পর্যন্ত হয়।

2. Spongia – শুকনা কাশি, শ্বাসে বাঁশির মত শব্দ।

3. Antimonium Tart – বুক ভরা কফ, উঠাতে কষ্ট হয়।

---

৩. ডায়রিয়া (Diarrhoea)

1. Podophyllum – সকালে পাতলা, ঝর্ণার মত পায়খানা।

2. Arsenicum Album – ডায়রিয়ার সাথে দুর্বলতা ও তীব্র তৃষ্ণা।

3. China – বেশি পরিমাণ ডায়রিয়ার পর দুর্বলতা।

---

৪. মাথা ব্যথা (Headache)

1. Belladonna – হঠাৎ মাথা ব্যথা, লাল চোখ, আলো সহ্য হয় না।

2. Nux Vomica – কাজের চাপ বা বদহজমে মাথা ব্যথা।

3. Glonoinum – রোদে হাঁটার পর মাথা ব্যথা।

---

৫. পেট ব্যথা (Abdominal Pain)

1. Colocynth – ক্রোধ বা দুঃখের পর তীব্র পেট ব্যথা, হাঁটু মুড়ে শোয়ার ইচ্ছে।

2. China – গ্যাস জমে পেট ফাঁপা, চাপ দিলে আরাম।

3. Carbo Veg – অতিরিক্ত গ্যাস, ডাকার পর আরাম।

---

৬. ত্বকের সমস্যা (Skin Diseases)

1. Sulphur – পুরনো চুলকানি, গরমে বাড়ে, রাতে বেশি।

2. Graphites – ত্বক ফেটে যায়, আঠালো স্রাব বের হয়।

3. Rhus Tox – চুলকানি, ফোস্কা, গরমে আরাম লাগে।

---

৭. বমি (Vomiting)

1. Ipecac – অবিরাম বমি বমি ভাব, কিছু খেলেই বমি।

2. Nux Vomica – অতিভোজন বা মদ্যপানের পর বমি।

3. Arsenicum Album – খাবার-পানির সাথে বমি, দুর্বলতা।

---

৮. মূত্র সমস্যা (Urinary Disorders)

1. Cantharis – ঘন ঘন প্রস্রাব, জ্বালা, অল্প অল্প প্রস্রাব।

2. Apis Mellifica – প্রস্রাব আটকে থাকে, জ্বালা, ফুলে যাওয়া।

3. Sarsaparilla – প্রস্রাবের শেষে জ্বালা, কিডনির সমস্যা।

---

৯. অ্যাজমা / শ্বাসকষ্ট (Asthma)

1. Arsenicum Album – রাতে শ্বাসকষ্ট, শুতে পারা যায় না।

2. Ipecac – কাশি ও শ্বাসকষ্ট একসাথে, কফ ওঠে না।

3. Antimonium Tart – বুক ভরা কফ, শ্বাসকষ্টে হাঁপ ধরা।

---

১০. স্নায়বিক দুর্বলতা (Nervous Weakness)

1. Phosphoric Acid – দুঃখ বা চিন্তার পর দুর্বলতা।

2. Kali Phos – অতিরিক্ত পড়াশোনা বা কাজের পর স্নায়বিক দুর্বলতা।

3. Ignatia – মানসিক আঘাত বা দুঃখে দুর্বলতা, হঠাৎ কান্না।

🩺 Dr.Md. jahir uddin akand 01711337019
Consultant:Homoeopathic Medicine
Helpline 01711337019

05/05/2025

Dr.Md. jahir uddin akand 01711337019

05/05/2025
29/04/2025

"প্রশিক্ষন নিন,বদলে যাবে আপনার দিন" ময়মনসিংহ বিভাগের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠানে, ফাষ্ট এইড -গ্রাম/ পল্লী চিকিৎসক প্রশিক্ষণে অংশ গ্রহণের সুবর্ণ সুযোগ। সর্বনিন্ম খরচে প্রশিক্ষণ নিয়ে, আপনি হতে পারেন এলাকার স্বনামধন্য পল্লী চিকিৎসক। আপনি বেকার বা চাকুরীজীবি যেই হউন, অতিরিক্ত সম্মান ও কর্মসংস্হানের লক্ষ্যে, এই মান সম্মত পেশাকে বেচে নিতে পারেন। সিদ্ধান্ত আপনার, সঠিক প্রশিক্ষণের দায়িত্ব আমাদের। আপনার এলাকার প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে,পৌরসভা ও উপজেলায় আমাদের সদস্য রয়েছে। ভর্তির শেষ তারিখঃ ১৫ই মে ২০২৫ ইং,ক্লাস শুরু : ৩০শে মে ২০২৫ইং রোজঃ শুক্রবার । আসন সংখ্যা সীমিত, বিস্তারিত জানতে যোগাযোগ : গ্রাম ডাক্তার ও দেশীয় কল্যান সমিতি কল্যাণ সমিতি ১৬/১ পাদ্রি মিশন রোড ২য় তলা ময়মনসিংহ। ফোন করুনঃ জহির স্যার 01711337019

28/04/2025

Chikisa Foundation. Com

28/04/2025

"পুরুষের ক্যান্সার রোগের সচেতনতা মূলক ফ্রী অনলাইন কোর্স"
Men’s Oncology Introduction Course(MOIC)
এই কোর্সটি সকল স্মার্ট মানুষের জন্য উন্মুক্ত।

💌কোর্সের বিবরণ:
✅ আসন সংখ্যাঃ ২০০ টি।
✅কোর্সের মেয়াদঃ ৩০ দিন(১ মাস)।
✅ক্লাসের সময়ঃ সন্ধ্যা ৭:৩০ মিনিটে থেকে শুরু, সপ্তাহে চার দিন।
✅ভর্তি শুরুঃ ২৬ এপ্রিল শনিবার ২০২৪ তারিখ থেকে ভর্তি শুরু হবে, ২৯ এপ্রিল মঙ্গলবার ভর্তির শেষ দিন।
✅ক্লাস শুরুঃ ৩০ এপ্রিল বুধবার থেকে।
✅ক্লাসের শিডিউলঃ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত সাতটা ত্রিশ (০৭.৩০) থেকে। মোট ১৬ টি ক্লাস হবে।
✅মূল্যায়নঃ গুগল ফর্মে এম,সি,কিউ পদ্ধতিতে ক্লাসটেস্ট ও ফাইনাল পরীক্ষা হবে সাথে থাকবে অনলাইনে ভিডিও প্রেজেন্টেশন ও ক্লাসে উপস্থিতি অনুযায়ী মার্কস দেওয়া হবে।
✅পরীক্ষার নম্বর বন্টনঃ
ক্লাস টেস্ট ২০ মার্কস, উপস্থিতি ২০ মার্কস, ফাইনাল ৮০ মার্কস, অনলাইন ভিডিও প্রেজেন্টেশন ৩০ মার্কস, মোট ১৫০ মার্কসের পরীক্ষা।
✅স্টাডি মেটেরিয়ালঃ সকল ক্লাসের লেকচার বাংলাতে দেওয়া হবে এবং সকল ক্লাসের শেষে বাংলা পিডিএফ দেওয়া হবে।
✅ভর্তি ফিঃ এই কোর্সটি সম্পূর্ণ ফ্রী।
✅সার্টিফিকেট ও মার্কসশিটঃ সফলভাবে কোর্স সম্পূর্ণ করা সকল শিক্ষার্থী মার্কশিট ও সনদের ভেরিফাইড হার্ড কপি নিতে আগ্রহী হলে শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে।
✅ভর্তির যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ হতে হবে এবং অনলাইনে ক্লাস করার মতো জ্ঞান থাকতে হবে।

📑কোর্সে যা থাকছে;
১। শুধুমাত্র পুরুষদের হয়ে থাকে এমন ক্যান্সার:
প্রোস্টেট ক্যান্সার (Prostate Cancer)
অবস্থান: প্রোস্টেট গ্রন্থি (মূত্রাশয়ের নিচে অবস্থিত)
শুধুমাত্র পুরুষদের শরীরে থাকে।
২। টেস্টিকুলার ক্যান্সার (Testicular Cancer)
অবস্থান: অণ্ডকোষে (testicles/testes)
তরুণ ও মধ্যবয়সী পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।
৩। পেনাইল ক্যান্সার (Pe**le Cancer)
অবস্থান: পুরুষের লিঙ্গে
তুলনামূলকভাবে বিরল ক্যান্সার।
৪। স্ক্রোটাল ক্যান্সার (Scrotal Cancer)
অবস্থান: অণ্ডথলি বা স্ক্রোটামে
পুরুষদের ক্ষেত্রে বিরল কিন্তু হতে পারে।
৫। অ্যান্ড্রোজেন উৎপাদনকারী অঙ্গের ক্যান্সার (Cancer of Male Reproductive Glands)
যেমন: Cowper’s gland, seminal vesicles ইত্যাদি।
৬। Bladder Cancer: পুরুষদের মধ্যে নারীদের তুলনায় তিনগুণ বেশি।
৭। পুরুষের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক আলোচনা।
৮। ক্যান্সার আক্রান্ত পুরুষের খাদ্য ও পুষ্টি বিষয়ে আলোচনা।
৯। ক্যান্সার প্রতিরোধে ফাংশনাল মেডিসিন।
১০। কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি বিষয়ে আলোচনা।
১১। কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি চলাকালীন রোগীর খাদ্য ও পুষ্টি বিষয়ে আলোচনা।
১২। ক্যান্সার মুক্ত নতুন জীবন বিষয়ে আলোচনা।

🇧🇩 বাংলাদেশের জন্য এই কোর্সটি কেন জরুরি?
❗ বাংলাদেশে অনেক পুরুষ ক্যান্সার সম্পর্কে জানেন না, আর সেই কারণে দেরিতে রোগ ধরা পড়ে এবং চিকিৎসা জটিল হয়ে পড়ে।
🔬 ক্যান্সার যেমন—প্রোস্টেট ক্যান্সার, অণ্ডকোষের ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার প্রভৃতি পুরুষদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।
⚠️ সচেতনতার অভাবে অনেকেই সময়মতো চিকিৎসা নেন না, ফলে মৃত্যুহার বেড়ে যায়।
🧑‍⚕️ এই কোর্সটির মাধ্যমে আমরা পুরুষদের ও তাদের পরিবারকে ক্যান্সার বিষয়ে সময়োপযোগী জ্ঞান ও সচেতনতা দিতে পারব।

🎯 এই কোর্সের উপকারিতা কী?
✅ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ চিনতে শেখা।
✅ প্রতিরোধমূলক জীবনযাপনের কৌশল জানা।
✅ ক্যান্সার নিয়ে ভুল ধারণা দূর করা।
✅ সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব বোঝা।
✅ পরিবার ও সমাজে সচেতনতা ছড়াতে সক্ষমতা অর্জন

👥 কে এই কোর্সে ভর্তি হতে পারেন?
🔹 ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ।
🔹 স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সমাজসেবক।
🔹 পরিবারের সদস্য যারা ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে আছেন। 🔹 যে সকল পুরুষ নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে চান।
🔹 মেডিকেল শিক্ষার্থী ও প্যাথলজি-অনিয়ন্ত্রিত রোগে আগ্রহী জনসাধারণ।

✍️ কেন একজন এই কোর্সে ভর্তি হবেন?
🧠 নিজেকে ও পরিবারকে ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচাতে।
👨‍⚕️ একজন ক্যান্সার সচেতন কর্মী হিসেবে কাজ করতে।
🎤 ক্যাম্পেইন, সেমিনার ও মিডিয়া কমিউনিকেশনে দক্ষতা অর্জনের জন্য।
📄 কোর্স শেষে আপনি চাইলে সার্টিফিকেট ও মার্কশীটের জন্য আবেদন করতে পারবেন।
🌱 সমাজের জন্য একটি সচেতন ভবিষ্যৎ গড়তে।

🎓 কোর্সের উদ্দেশ্য
১. পুরুষদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি।
২. প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে সহায়তা করা।
৩. জীবনের মান উন্নয়নে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলা।
৪. সামাজিক উদ্যোগে অংশগ্রহণ ও নেতৃত্ব গড়ে তোলা।
৫. গবেষণামূলক ও বাস্তবভিত্তিক স্বাস্থ্য কার্যক্রমে উৎসাহ দেওয়া

✨ আপনি যদি একজন সচেতন নাগরিক হন, নিজের ও সমাজের স্বাস্থ্য নিয়ে ভাবেন, তাহলে এই কোর্স আপনার জন্য। চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের বেসিক মেডিকেল এডুকেশন প্রজেক্টের এই যুগান্তকারী উদ্যোগে যুক্ত হোন — নিজে জানুন, অন্যকে জানান।
✍️ এখনই রেজিস্টার করুন — সীমিত আসন! 👉

🙏কীভাবে ভর্তি হবেন?
ধাপ ১ঃ পেইজটি ফলো করুন এবং স্কিনশট সংগ্রহ করুন।

ধাপ ২ঃ আপনার পেইজ ফলো করার স্কিনশট, আপনার নামঃ
জন্ম তারিখঃ
হোয়াটসঅ্যাপ নাম্বারঃ
মোবাইল নম্বরঃ

ইংরেজিতে লিখে আমাদের পেইজের হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে দিন এবং ভর্তি ফরম সংগ্রহ করুন।

ধাপ ৩ঃ মনোযোগ সহকারে ভর্তি ফরম পূরণ করুন।

ধাপ ৪ঃ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করুন।

ফরম পূরণ করে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করবেন। ফরম পূরণ না করলে ভর্তি অসম্পূর্ণ থাকবে।

সার্টিফিকেটের গুরুত্ব;
🏅 এই কোর্স শেষে আপনি পাবেন:
✔️ অনলাইন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জনের সুযোগ।
✔️ স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধির স্বীকৃতি।
✔️ জরুরী স্বাস্থ্যসেবার সচেতনতা প্রচারে ভূমিকা রাখার প্রমাণপত্র।

সার্টিফিকেট ফি: পরীক্ষায় পাশ করা সকল শিক্ষার্থীদের জন্য কুরিয়ার সার্ভিসে সার্টিফিকেট পাঠানোর ব্যবস্থা আছে।
কুরিয়ার ফিঃ ৫০ টাকা,
প্যাকিং ও প্লাস্টিক ফাইলঃ ৫০ টাকা।
সার্ভিস চার্জ ও আনুষঙ্গিক ফি: ৫৫ টাকা।
সার্টিফিকেট : ১০০ টাকা।
মার্কশিট: ১০০ টাকা।
মোটঃ ৩৫৫ টাকা, পেমেন্ট বিকাশ করতে হবে, এর বাইরে আর এক টাকাও খরচ লাগবে না।

বিঃদ্রঃ চিকিৎসা ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানের সার্টিফিকেট সংগ্রহ করা কোন শিক্ষার্থীর জন্যই বাধ্যতামূলক নয়। কোন অনলাইন সার্টিফিকেট দেওয়া হবে না।

✅ এই সার্টিফিকেট স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা কার্যক্রমে ভূমিকা রাখবে এবং আপনার সিভি কে সমৃদ্ধ করবে।

📢 👉 এখনই ভর্তি হন! জীবন বাঁচানোর সঠিক তথ্য জানার এই সুযোগ হাতছাড়া করবেন না!

📞যোগাযোগ করুন:
চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ ও বেসিক মেডিকেল এডুকেশন পেইজ
➡️আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন। অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ।
🗣️মোবাইলঃ0171121416
Whatsapp 01711337019

Address

Street Drive Jahir Akand, 16/1 Padri Mission Road Kristopur Mymensingh Alia Madrasa More , 01711337019
Mymensingh Baghara
2200

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md. jahir uddin akand 01711337019 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category