Rumdo Nursing College

Rumdo Nursing College স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল অধিভুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভূক্ত ও বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, সাইক গ্রুপ পরিচালিত সর্ব বৃহৎ প্রাইভেট রুমডো কলেজ, ঢাকা।

জার্নি টু ক্যারিয়ার-এ অংশগ্রহণ করতে হলে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।রেজিস্ট্রেশন প্রক্রিয়া: যদি আপনার বিডিজবস অ্...
09/10/2025

জার্নি টু ক্যারিয়ার-এ অংশগ্রহণ করতে হলে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া: যদি আপনার বিডিজবস অ্যাকাউন্ট না থাকে, তাহলে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে খুব সহজেই একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই আপনার ইভেন্ট রেজিস্ট্রেশনও সম্পন্ন হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া: আর যদি আগে থেকেই আপনার বিডিজবস অ্যাকাউন্ট থাকে, তবে শুধু অ্যাকাউন্টে লগইন করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

রেজিস্ট্রেশন লিংক: https://www.bdjobs.com/jobfair/new_reg/fair_reg.asp?Fair_Id=12904

🎓 বি.এস.সি ইন নার্সিং (পোস্ট বেসিক) এ ভর্তি চলছে!🌸 Rumdo Nursing College, Mymensingh 🌸👩‍⚕️ আপনি কি একজন নিবেদিতপ্রাণ নার...
09/10/2025

🎓 বি.এস.সি ইন নার্সিং (পোস্ট বেসিক) এ ভর্তি চলছে!
🌸 Rumdo Nursing College, Mymensingh 🌸

👩‍⚕️ আপনি কি একজন নিবেদিতপ্রাণ নার্স হিসেবে নিজের ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান?
তাহলে এখনই যোগ দিন রুমডো নার্সিং কলেজে – যেখানে মানসম্মত শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আপনাকে গড়ে তুলবে একজন দক্ষ প্রফেশনাল নার্স হিসেবে।

✨ কোর্সের বিশেষ দিকসমূহ:

✅ বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) – ২ বছর মেয়াদি কোর্স
✅ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) অনুমোদিত
✅ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত ক্লাস ও ক্লিনিক্যাল ট্রেনিং
✅ উন্নত ল্যাব ও আধুনিক শিক্ষার পরিবেশ
✅ নিরাপদ হোস্টেল ও সুবিধাজনক অবস্থান

📞 ভর্তি চলছে – আসন সীমিত!
📍 ঠিকানা: মধ্য বাড়েরা বাইপাস রোড, ময়মনসিংহ ।
📲 যোগাযোগ: 01936-002864

💬 “নিজেকে গড়ে তুলুন একজন দক্ষ ও মানবসেবায় নিবেদিত নার্স হিসেবে।”
রুমডো নার্সিং কলেজ – যেখানে শিক্ষা, সেবা ও সাফল্য একসূত্রে গাঁথা 💙

🌿 নার্সিং এডুকেশন কেমন? – পড়াশোনার ধাপ ও সুযোগ👩‍⚕️ নার্সিং শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা আর সেবার সমন্বয়।✅ প্রথমে বেসিক তত্ত্...
08/10/2025

🌿 নার্সিং এডুকেশন কেমন? – পড়াশোনার ধাপ ও সুযোগ
👩‍⚕️ নার্সিং শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা আর সেবার সমন্বয়।
✅ প্রথমে বেসিক তত্ত্ব শেখা হয় (বই ও ক্লাসের মাধ্যমে)।
✅ এরপর আসে প্র্যাকটিকাল ক্লাস ও ল্যাব ট্রেনিং।
✅ সর্বশেষ হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস – যেখানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
🎯 সুযোগ: পড়াশোনা শেষে দেশে-বিদেশে চাকরির সুযোগ, উচ্চশিক্ষার পথ ও সমাজে সম্মানজনক ক্যারিয়ার।

💻 নার্সিং ও আধুনিক প্রযুক্তি: ডিজিটাল হেলথ কিভাবে কাজ সহজ করছে
🌐 আজকের নার্সরা শুধু স্টেথোস্কোপ নয়, প্রযুক্তিও ব্যবহার করছেন রোগীর সেবায়।
✅ ই-হেলথ রেকর্ড – রোগীর তথ্য সহজে সংরক্ষণ ও ব্যবহারের সুবিধা।
✅ টেলিমেডিসিন – দূর থেকে চিকিৎসা ও রোগীর খোঁজখবর নেওয়া।
✅ ডিজিটাল মনিটরিং ডিভাইস – রোগীর অবস্থা তাৎক্ষণিক জানা যায়।
🎯 এতে নার্সদের কাজ হয় আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর।

🌸 রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ
👉 আমরা বিশ্বাস করি, আধুনিক শিক্ষার সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়েই তৈরি হয় একজন সফল নার্স।

✨🏥 কমিউনিটি নার্সিং – সমাজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া 🏥✨শুধু হাসপাতালের ভেতরেই নয়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া স্বাস্...
08/10/2025

✨🏥 কমিউনিটি নার্সিং – সমাজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া 🏥✨

শুধু হাসপাতালের ভেতরেই নয়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া স্বাস্থ্যসেবার অন্যতম মূল চাবিকাঠি হলো কমিউনিটি নার্সিং। সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি ও প্রাথমিক সেবা নিশ্চিত করতে কমিউনিটি নার্সরা কাজ করেন নিরলসভাবে।

👩‍⚕️ কমিউনিটি নার্সদের ভূমিকা
✅ গ্রামীণ ও শহুরে এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
✅ টিকাদান কর্মসূচি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
✅ গর্ভবতী ও নবজাতকের যত্নে সচেতনতা বৃদ্ধি করা।
✅ রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যশিক্ষা ছড়িয়ে দেওয়া।
✅ মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে জরুরি স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখা।

🌸 রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ বিশ্বাস করে—
👉 স্বাস্থ্যসেবা শুধু হাসপাতালের ভেতর সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ঘরে পৌঁছানোই প্রকৃত স্বাস্থ্যসেবার সফলতা।

💚 কমিউনিটি নার্সিং মানেই—মানুষের কাছে, মানুষের জন্য স্বাস্থ্যসেবা। 💚
— রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ

✨🩺 হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণে নার্সদের করণীয় 🩺✨হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে চিকিৎসার পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বেশি...
08/10/2025

✨🩺 হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণে নার্সদের করণীয় 🩺✨

হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে চিকিৎসার পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে। তাই রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ দায়িত্বে নার্সরা থাকেন সবসময় প্রথম সারিতে।

👩‍⚕️ সংক্রমণ নিয়ন্ত্রণে নার্সদের করণীয়:
✅ নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া (Hand Hygiene)।
✅ রোগীর সেবায় জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার।
✅ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (PPE) যেমন মাস্ক, গ্লাভস, এপ্রোন ব্যবহার।
✅ বর্জ্য ও ব্যবহৃত উপকরণ সঠিকভাবে নিষ্পত্তি করা।
✅ সংক্রমণ শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও রিপোর্ট করা।
✅ রোগী ও তার পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

🌸 রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ বিশ্বাস করে—
হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ শুধু একটি দায়িত্ব নয়, এটি রোগীর নিরাপদ চিকিৎসা ও সুস্থতার অন্যতম শর্ত।

💚 নার্সদের সচেতনতা = রোগীর সুরক্ষা 💚
— রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ

✨👩‍⚕️ রোগীর প্রতি সহমর্মিতা ও নার্সদের মানসিক শক্তি 👩‍⚕️✨রোগ শুধু শরীরকে নয়, অনেক সময় মানুষকে মানসিকভাবেও ভেঙে দেয়। এ...
08/10/2025

✨👩‍⚕️ রোগীর প্রতি সহমর্মিতা ও নার্সদের মানসিক শক্তি 👩‍⚕️✨

রোগ শুধু শরীরকে নয়, অনেক সময় মানুষকে মানসিকভাবেও ভেঙে দেয়। এ সময় একজন নার্সের সহমর্মিতা, মমতা ও মানসিক শক্তি রোগীর জন্য আশার আলো হয়ে ওঠে।

👩‍⚕️ নার্সদের সহমর্মিতা—

রোগীর কষ্ট উপলব্ধি করে পাশে থাকা।

হাসিমুখে সাহস যোগানো ও মানসিক সমর্থন দেওয়া।

রোগী ও তার পরিবারের সঙ্গে আন্তরিক যোগাযোগ বজায় রাখা।

💪 নার্সদের মানসিক শক্তি—

প্রতিদিন অসংখ্য রোগীর যন্ত্রণা দেখেও দৃঢ় মনোবল রাখা।

নিজের আবেগ নিয়ন্ত্রণ করে রোগীকে সাহস জোগানো।

পেশার প্রতি দায়িত্ববোধ ও সেবার মনোভাব অটুট রাখা।

🌸 রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ বিশ্বাস করে—
👉 রোগীর প্রতি সহমর্মিতা শুধু চিকিৎসারই অংশ নয়, বরং এটি সুস্থতার পথকে আরও দ্রুত ও সহজ করে তোলে।

💚 নার্স মানেই সেবা, সহমর্মিতা ও মানসিক শক্তির প্রতীক। 💚
— রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ

✨🧠 বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ 🧠✨প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছরের প্...
08/10/2025

✨🧠 বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ 🧠✨

প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছরের প্রতিপাদ্য—
👉 “মানসিক স্বাস্থ্য সবার জন্য: সচেতনতা, সহমর্মিতা ও সহায়তা।”

মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। দুঃখ, চাপ, উদ্বেগ কিংবা হতাশা—এসব আমাদের জীবনের অংশ হলেও সঠিক সচেতনতা, চিকিৎসা ও সহমর্মিতা মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে পারে।

👩‍⚕️ নার্সরা মানসিক স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—

রোগীর কথা শোনা ও মানসিক সমর্থন দেওয়া।

প্রয়োজনীয় কাউন্সেলিং ও গাইডলাইন প্রদান।

কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া।

মানসিক রোগীদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ নিশ্চিত করা।

🌸 রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ বিশ্বাস করে—
মানসিকভাবে সুস্থ মানুষই পারে সুস্থ সমাজ গড়তে।
চলুন সবাই মিলে গড়ে তুলি মানসিকভাবে শক্তিশালী, সহমর্মিতায় ভরা একটি সমাজ।

💚 শুভ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 💚
— রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ

30/09/2025

✨🌸 শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা 🌸✨

রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ-এর পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏🌺

মা দুর্গার আশীর্বাদে সবার জীবনে আসুক শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। 🪔
একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই এগিয়ে যাই একটি সুন্দর ভবিষ্যতের পথে। 🌼

🌸 শুভ শারদীয়া দুর্গোৎসব 🌸
— রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ 🎉

🌿 নার্সিং প্র্যাকটিকাল ক্লাসে শিক্ষার্থীদের অভিজ্ঞতা: হাতে-কলমে শেখার গুরুত্ব 🌿👩‍⚕️ নার্সিং শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমা...
27/09/2025

🌿 নার্সিং প্র্যাকটিকাল ক্লাসে শিক্ষার্থীদের অভিজ্ঞতা: হাতে-কলমে শেখার গুরুত্ব 🌿

👩‍⚕️ নার্সিং শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। একজন দক্ষ নার্স হয়ে উঠতে হলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা অপরিহার্য। আর সেই সুযোগ তৈরি হয় প্র্যাকটিকাল ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে।

✨ হাতে-কলমে শেখার গুরুত্ব:

✅ বাস্তব পরিস্থিতিতে দক্ষতা অর্জন – শিক্ষার্থীরা রোগীর যত্ন নেওয়ার কৌশল সরাসরি অনুশীলন করে।
✅ আত্মবিশ্বাস বৃদ্ধি – প্র্যাকটিকাল ক্লাসে শিখে শিক্ষার্থীরা নিজেদের দায়িত্ব নিতে প্রস্তুত হয়।
✅ দলগত কাজ শেখা – সহপাঠীদের সাথে কাজ করার মাধ্যমে টিমওয়ার্কের অভ্যাস তৈরি হয়।
✅ তত্ত্ব ও বাস্তবতার সমন্বয় – বই থেকে শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করে আরও সুদৃঢ় হয়।
✅ পেশাগত দক্ষতা বৃদ্ধি – ভবিষ্যতে হাসপাতালের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরি হয়।

💡 প্র্যাকটিকাল ক্লাস শিক্ষার্থীদের শুধু শিখতে নয়, বরং একজন দায়িত্বশীল ও দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

🌸 রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ
👉 আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব ও প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করেছি, যাতে তারা হাতে-কলমে শিখে হয়ে উঠতে পারে আগামী দিনের স্বাস্থ্যসেবার মূলভিত্তি।

🌟 কঠোর পরিশ্রম, ধৈর্য ও সেবার মনোভাব – সফল নার্স হওয়ার মূল চাবিকাঠি 🌟👩‍⚕️ নার্সিং একটি পেশা নয়, এটি এক মহান সেবার অঙ্গীক...
27/09/2025

🌟 কঠোর পরিশ্রম, ধৈর্য ও সেবার মনোভাব – সফল নার্স হওয়ার মূল চাবিকাঠি 🌟

👩‍⚕️ নার্সিং একটি পেশা নয়, এটি এক মহান সেবার অঙ্গীকার। একজন নার্স শুধু রোগীর শারীরিক সুস্থতার জন্য কাজ করেন না, বরং তার মানসিক শক্তি, আত্মবিশ্বাস ও জীবনের প্রতি আশাও ফিরিয়ে দেন।

✅ সফল নার্স হওয়ার জন্য যে গুণগুলো জরুরি:

🔹 কঠোর পরিশ্রম – প্রতিদিন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হয়।
🔹 ধৈর্য – অসুস্থ ও দুর্বল রোগীর পাশে থেকে সঠিক যত্ন দেওয়ার জন্য অসীম ধৈর্য প্রয়োজন।
🔹 সেবার মনোভাব – অর্থ বা সুবিধার বাইরে গিয়ে নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা।

💡 একজন নার্সের হাতের ছোঁয়া শুধু চিকিৎসা নয়, অনেক সময় তা রোগীর জীবনে নতুন আশার আলো হয়ে ওঠে।

🌿 রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ
👉 আমরা বিশ্বাস করি, আগামী দিনের প্রতিটি সফল নার্স গড়ে উঠবে কঠোর পরিশ্রম, ধৈর্য ও সেবার মনোভাবকে ভিত্তি করে।

ডিপ্লোমা কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফরম পূরন সংক্রান্ত
25/09/2025

ডিপ্লোমা কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফরম পূরন সংক্রান্ত

25/09/2025

আগামীকাল যারা কমপ্রিয়েন্সিভ পরীক্ষা দিবে তাদের সবার জন্য রইলো দোয়া ও শুভকামনা

Address

Modhyo Barera, Bypass Road, (Near To Patrol Pump)Mymensingh
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Rumdo Nursing College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rumdo Nursing College:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram