
09/09/2025
🦵 হাঁটু ব্যথায় ফিজিওথেরাপির গুরুত্ব 🦵
হাঁটু ব্যথা একটি খুবই সাধারণ সমস্যা, যা বয়সজনিত হাড় ক্ষয়, আর্থ্রাইটিস, আঘাত, অতিরিক্ত ওজন অথবা দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করার কারণে হতে পারে। অনেক সময় এই ব্যথা দৈনন্দিন কাজকে কঠিন করে তোলে।
👉 শুধু ওষুধ নয়, ফিজিওথেরাপি হাঁটু ব্যথার কার্যকর সমাধান দিতে পারে। নিয়মিত থেরাপি ও ব্যায়ামের মাধ্যমে হাঁটুর জয়েন্ট শক্তিশালী হয়, ব্যথা কমে, প্রদাহ নিয়ন্ত্রণে আসে এবং চলাফেরার স্বাভাবিকতা ফিরে আসে। এতে রোগী সহজে হাঁটতে, সিঁড়ি উঠতে বা দৈনন্দিন কাজ করতে সক্ষম হন।
🌿 মবিলিটি বাংলাদেশ-এ আমরা আধুনিক ফিজিওথেরাপি ও বিশেষায়িত ব্যায়ামের মাধ্যমে হাঁটু ব্যথার স্থায়ী সমাধান দিয়ে থাকি।
📍 ঠিকানা: ৯ সাহেব আলী রোড, নতুন বাজার, ময়মনসিংহ
📞 হটলাইন: 01821-465619
✨ হাঁটু ব্যথা আর নয়—আজই আসুন মবিলিটি বাংলাদেশে।