Nursing Care Zone, Mymensing, Bangladesh.

Nursing Care Zone, Mymensing, Bangladesh. We are with you to ensure all your health rules and all the necessary medical services during this corona period of the world.

06/06/2025

Eid mubarak to all,wishing u a verry enjoyable eid day with full of happiness...❤️❤️❤️

🏵️আসুন জেনে নিই✅ TSH বা Thyroid Stimulating Hormone যা পিটুইটারি নামক থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি এই গ্রন্থিকে T...
06/05/2025

🏵️আসুন জেনে নিই

✅ TSH বা Thyroid Stimulating Hormone যা পিটুইটারি নামক থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি এই গ্রন্থিকে T3, T4 হরমোন তৈরিতে উদ্দীপ্ত করে।

✅ T3 (Triiodothyronine) ও T4 (Thyroxine): এই হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। দেহের মেটাবলিজম, এনার্জি, হার্ট রেট, ওজন ইত্যাদি নিয়ন্ত্রণ করে।

এসব কম-বেশি হলে কী হয়!

🌸হাইপোথাইরয়েডিজম বা Underactive Thyroid

▪️এক্ষেত্রে ওজন বৃদ্ধি, ক্লান্তি, ঠান্ডা সহ্য না হওয়া, কোষ্ঠকাঠিন্য, অবসাদ এসব সমস্যা দেখা দেয়।

▪️ TSH বাড়লে এবং সেই সাথে T3, T4 কমলে হাইপোথাইরয়েডিজম ধরা হয়।

🌸হাইপারথাইরয়েডিজম বা Overactive Thyroid
▪️এক্ষেত্রে ওজন কমা, ঘাম বৃদ্ধি, হৃদস্পন্দন দ্রুত, Anxiety, গরম সহ্য না হওয়া এমন সমস্যা দেখা দেয়।

▪️ TSH এর লেভেল কমলে + T3, T4 বাড়লে হাইপারথাইরয়েডিজম ধরা হয়।

তাই সমস্যা হলে টেস্ট গুলো করে ডাক্তার দেখিয়ে নিবেন।

সুস্থতাই সবচেয়ে বড় নেয়ামত।আলহামদুলিল্লাহ।
21/04/2025

সুস্থতাই সবচেয়ে বড় নেয়ামত।
আলহামদুলিল্লাহ।

14/03/2025

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই।পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন এই কামনা করি।

08/12/2023

#স্বল্প খরচে জয়েন্ট এবং মাংসপেশীর ব্যথায় ফিজিওথেরাপির চিকিৎসা
সর্বোত্তম ও বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা।

জয়েন্ট এবং মাংসপেশির ব্যাথায়, আপনারা আস্থা রাখুন ফিজিওথেরাপি চিকিৎসা সেবার উপর, আমরা আমাদের সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

#যে-সকল রোগের চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
*কোমর ব্যথা
* ঘাঁড় ব্যথা
*সায়াটিকা
*জিবিএস
*মটর নিউরন ডিজিজ
*পেরিফেরাল নিউরোপ্যাথি
* মায়েলোপ্যাথি
*সেরিব্রাল পালসি
*মাংস পেশিতে টান
*লিগামেন্ট ইনজুরি
*ইনজুরি পরবর্তী পুনর্বাসন
*বডি বায়োমেকানিক্স কারেকশন
*ফিটনেস অ্যান্ড স্পোর্টস নিউট্রিশন
*প্রেগনেন্সি ব্যাকপেইন
*এনকাইলোজিং স্পন্ডালাইটিস
*পিঠে ব্যথা
*হাতের কনুইতে ব্যথা
* হাঁটুর ব্যথা ও ফুলে যাওয়া
*মাংসপেশিতে ব্যথা
*কাঁধে ব্যথা/ফ্রোজেন শোল্ডার
*জয়েন্ট শক্ত হওয়া
*প্যারালাইসিস
*মুখ বেকে যাওয়া

06/12/2023

ডিহাইড্রেশনের অন্যতম লক্ষণ মাথা ঘোরা ও মাথাব্যথা করা। তাই, এমন লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন,প্রচুর পানি শরবত ওরস্যালাইন খান হাইড্রেটেড থাকুন।
ডিসক্লেইমার: শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিক বিক্রয়, সেবন বা গ্রহণ করতে হবে। ঔষধ ক্রয়ের সময় মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন।

ছোট বাচ্চাদের পা বাকা হয়ে যাওয়া,বসতে ও হাটঁতে না পারাএসব সমস্যা ফিজিওথেরাপি চিকিৎসায় সম্পূর্ণ ভাল করা সম্ভব। তাই এমন সমস...
29/11/2023

ছোট বাচ্চাদের পা বাকা হয়ে যাওয়া,বসতে ও হাটঁতে না পারা
এসব সমস্যা ফিজিওথেরাপি চিকিৎসায় সম্পূর্ণ ভাল করা সম্ভব।
তাই এমন সমস্যায় অতিদ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা নিন।

25/11/2023

"ফ্রোজেন সোল্ডার"
সহজ ভাষায় কাঁধে ব্যথা ও হাত উপরে উঠাতে না পারা।

ফ্রোজেন শোল্ডারের ঝুঁকির কারণঃ
👉বয়স (৪০-৬০ বছর)
👉লিঙ্গ (পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি হয়)
👉সাম্প্রতিক ট্রমা
👉ডায়াবেটিস
👉স্ট্রোক
👉হাইপারথাইরয়েডিজম
👉হাইপোথাইরয়েডিজম
👉হৃদরোগের
👉পারকিনসন রোগ

যাদের এই সমস্যা আছে তারা ফিজিওথেরাপি সেবা নিতে চলে আসুন।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন। ধন্যবাদ
24/11/2023

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন। ধন্যবাদ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তার দোয়ায় সকলে ভালো আছেন। আমাদের পেইজের নতুন সংযোজন ফিজিওথেরাপি। য...
12/11/2023

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করছি সৃষ্টিকর্তার দোয়ায় সকলে ভালো আছেন।
আমাদের পেইজের নতুন সংযোজন ফিজিওথেরাপি। যারা বাসায় বসে ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে আপনাদের আপনজনদের সেবা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমরা অত্যন্ত যত্নের সাথে বাসায় গিয়ে প্যারালাইজড অথবা যাদের বিভিন্ন ধরনের রোগের কারণে ফিজিওথেরাপি দরকার তাদের ফিজিওথেরাপি দিয়ে থাকি।

অবশ্যই আমরা অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে এই সেবা দিয়ে থাকি।

অন্যান্য জিজ্ঞাসার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।

06/11/2023

আসসালামু আলাইকুম। শুভ সকাল।কেমন আছেন আপনারা? আশা করছি সৃষ্টিকর্তার দোয়ায় সকলে ভালো আছেন 😊

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন সুস্থতা একটি বড় নেয়ামত আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিনই ছোটখাটো ...
12/10/2021

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন সুস্থতা একটি বড় নেয়ামত আলহামদুলিল্লাহ।

আমরা প্রতিদিনই ছোটখাটো অনেক সমস্যায় ভুগতে থাকি। যেমন আমাদের ছেলে মেয়ে বা মা বাবা অসুস্থ -হয়তো ডাক্তার মুখে খাওয়ার ঔষধ এর সাথে ইনজেকশন নেওয়ার কথা বলে দিয়েছেন,
হয়তো পাঁচ থেকে সাত দিন অথবা তিন দিন অথবা একটি নিলেই হবে। এমন অবস্থায় আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। এই সমস্ত দুশ্চিন্তা কমানোর জন্যই আমাদের পথচলা।
আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য।

ধন্যবাদ 😊

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Care Zone, Mymensing, Bangladesh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing Care Zone, Mymensing, Bangladesh.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram