02/11/2024
নিজের যাবতীয় দুঃখ সারিয়ে তুলতে নিজেকেই ভালোবাসার তুমুল চেষ্টা করতে হয়! পুরো জীবনের সমস্ত ক্ষত লুকিয়ে নিয়ে নিজেকেই বুঝাতে হয় আমিই আমার সবসময়ের বন্ধু। সেইসাথে এই বিচিত্র যন্ত্রণার দেশে একটা যুদ্ধ জানা মানুষ হতে হয়। যাতে সুন্দর ধৈর্য্য নিয়ে নিজের খেয়াল রাখা যায়। মোট কথা নিজেকে সুখী ও শান্ত রাখার উপায় জানলে, বিষন্ন অনুভূতি আমাদের ছোঁতে পারে না! তাই শত কষ্ট দমিয়ে নিজেকেই ভালোবাসা বড্ড জরুরি।
—কাজী সুমাইয়া