Nurul Amin Eye Hospital

Nurul Amin Eye Hospital আপনি সন্তোষজনক সেবা এবং কম খরচে এখানে

Safety first....
19/12/2020

Safety first....

06/12/2020

ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নবজাতকের ছবি তোলা থেকে বিরত থাকুন।

ক্যামেরার ফ্ল্যাশলাইটে চোখের গুরুত্বপূর্ণ কোষ ঝলসে যাওয়ায় চিরদিনের মতো অন্ধ হয়ে গেল ছোট্ট প্রাণ।

পারিবারিক জমায়েতে ছবি তুলছিলেন এক বন্ধু। মায়ের কোলে শুয়ে থাকা খুদে শিশুর ছবিও তোলেন তিনি। কিন্তু অসাবধানে ক্যামেরার ফ্ল্যাশলাইট অফ করতে ভুলে যান। তার মুখ থেকে মাত্র ১০ ইঞ্চি দূর থেকে ক্যামেরা তাক করে শাটার টিপতেই ফ্ল্যাশের তীব্র আলো জ্বলে ওঠে। ছবি তোলার পর শিশুর মধ্যে অস্বস্তি লক্ষ্য করেন তার বাবা-মা। বোঝা যায়, তার দেখতে অসুবিধা হচ্ছে।

চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলে দেখা যায়, ফ্ল্যাশের ঝলকে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখের ভিতরে থাকা ম্যাকিউলা-র কোষ। উল্লেখ্য, এই ম্যাকিউলা অংশেই বাইরের আলোকরশ্মি প্রথম ফোকাস করে। এর সাহায্যেই সমান্তরাল দৃষ্টি ক্ষমতা তৈরি হয়। চিকিত্‍সকদের মতে, শিশুটির ডান চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বাঁ চোখের দৃষ্টিশক্তিও যথেষ্ট ক্ষীণ। জানা গিয়েছে, সার্জারির সাহায্যেও এই ক্ষতি মেরামত করা সম্ভব নয়।

প্রসঙ্গত, শিশুর ৪ বছর বয়স না হওয়া পর্যন্ত ম্যাকিউলার গঠন সম্পূর্ণ হয় না। এই কারণে অতি উজ্জ্বল আলোর নীচে অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে শিশু। বিশেষজ্ঞদের সতর্কবাণী: জোরালো আলোর সামনে নিজে থেকেই শিশু চোখ বন্ধ করে নিলেও সেকেন্ডের ভগ্নাংশ সময়েও সেই আলো প্রবেশ করলে চোখ পাকাপাকি ভাবে নষ্ট হতে পারে। তাঁরা জানিয়েছেন, সমস্যা এড়াতে শিশুকে স্নান করানোর সময় শৌচালয়েও উজ্জ্বল আলো ব্যবহার করা অনুচিত।

লেখাঃ সংগৃহীত

03/09/2020
31/08/2020
আসসালামু আলাইকুম,  নুরুল আমিন চক্ষু হাসপাতাল এর পেজে আপনাদের স্বাগতম। এখানে কম খরচে সুনামধন্য চিকিৎসকদের দ্বারা ভালো মান...
28/08/2020

আসসালামু আলাইকুম,
নুরুল আমিন চক্ষু হাসপাতাল এর পেজে আপনাদের স্বাগতম। এখানে কম খরচে সুনামধন্য চিকিৎসকদের দ্বারা ভালো মানের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। চোখ এর যেকোনো ধরনের সমস্যার সমাধান এবং অপারেশন এর সুব্যবস্থা রয়েছে ।
যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭৪৯৯৬৩১৭৭ এই নম্বরে। ধন্যবাদ
বিদ্রঃ চশমা এবং ঔষধ এর ব্যবস্থা রয়েছে।

আপনি সন্তোষজনক সেবা এবং কম খরচে এখানে

Address

Mymensingh
2240

Telephone

+8801749963177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Amin Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category