FALAQ diagnostic and hospital

FALAQ diagnostic and hospital We promise to care

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী Mahmudul Hasan Khan Maruf   স্যারকে IBWF  এর কেন্দ্রীয় কাউন্সিলে আজীবন সদস্য সম্মাননা প্রদ...
24/11/2024

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী Mahmudul Hasan Khan Maruf স্যারকে IBWF এর কেন্দ্রীয় কাউন্সিলে আজীবন সদস্য সম্মাননা প্রদান করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ♥️♥️♥️

IBWF (ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন) এর কেন্দ্রীয় কাউন্সিল ২০২৪, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সফলভাবে সমাপ্ত হয়েছে। এতে কেন্দ্রীয় ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ থেকে শামসুদ্দোহা মাসুম এবং মাহমুদুল হাসান খান মারুফকে আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয় । ময়মনসিংহ থেকে পাঁচজনকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। তারা হলেন- শামসুদ্দোহা মাসুম, মাহবুব আকন্দ, লুৎফুর রহমান স্বপন, সাজেদুল হক এবং মাহমুদুল হাসান খান মারুফ।

ডা. প্রবাল দত্ত অধিকারী   মেডিসিনে এফ সি পি এস ডিগ্রী অর্জন করায় ফালাক ডায়াগনস্টিক  এন্ড হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা ও ...
01/08/2024

ডা. প্রবাল দত্ত অধিকারী মেডিসিনে এফ সি পি এস ডিগ্রী অর্জন করায় ফালাক ডায়াগনস্টিক এন্ড হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ জন্মদিন ডা. এ কে এম জাহিদ হাসান (হিমেল)এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) ডি অর্থো(এনএসএমইউ) রেজিস্টার (অর্থোপেডিক্স)ময়মনস...
10/07/2024

শুভ জন্মদিন
ডা. এ কে এম জাহিদ হাসান (হিমেল)
এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) ডি অর্থো(এনএসএমইউ) রেজিস্টার (অর্থোপেডিক্স)
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ
চেম্বারঃ ফালাক ডায়াগনস্টিক এন্ড হসপিটাল
৫৫/৫ চরপাড়া [ মেডিকেল কলেজের বিপরীতে ]
রোগী দেখার সময়ঃপ্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা।
সিরিয়ালের জন্য: ০১৮৪৭-৫৫৫১৫৫

ফালাক ডায়াগনস্টিক এন্ড হসপিটালের পক্ষ থেকে ডা: কাঞ্চন সরকার এর শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন
06/06/2024

ফালাক ডায়াগনস্টিক এন্ড হসপিটালের পক্ষ থেকে ডা: কাঞ্চন সরকার এর শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

ডায়াবেটিস সেন্টার...আপনার পাশে....
24/05/2024

ডায়াবেটিস সেন্টার...
আপনার পাশে....

রুটিন টেস্ট – জীবনরক্ষাকারী!! হাসপাতালে বসে জরায়ু অপারেশনের আয়োজন করছিলাম,এমন সময় বন্ধুর কল।পেটের ডান পাশে মাঝামাঝি জায়গ...
29/04/2024

রুটিন টেস্ট – জীবনরক্ষাকারী!!
হাসপাতালে বসে জরায়ু অপারেশনের আয়োজন করছিলাম,এমন সময় বন্ধুর কল।
পেটের ডান পাশে মাঝামাঝি জায়গায় ব্যথা কয়দিন যাবত। আগে নিয়মিত ঢাকায় আজগর আলি মেডিকেলে দেখাতো, কয়েকবার এন্ডোস্কোপি করা হয়েছে, সাথে হ্যালিকোব্যাক্ট্র পাইলোরি পজেটিভ পেয়ে কয়েকবার চিকিৎসা তেও সম্পূর্ণ আরাম পাচ্ছে না।
আমি আবার রোগী না দেখে সহজে কোন মন্তব্য করি না, সরাসরি এসে কফি খেতে বললাম, একটু নিজে দেখার পালা।
আসার পর যে জায়গায় ব্যথা দেখাচ্ছে, সেখানে ডান কিডনি!
অন্য কোন সমস্যা হলে মেরুদন্ড হতেও পারে, আর উপরের দিকের সকল পেট ব্যথার সাথে হার্টের ব্যথা মিমিক হতে পারে বলে ৩টি পরীক্ষা করাবো মনস্থির করলাম।
ডাক্তারির পাশাপাশি ক্লিনিক থাকায় টেস্ট দিতে ভয় বেশি, পাছে লাভের জন্য টেস্ট দেই ভাবে।
আসলে এইধরনের সমস্যায় অথবা যেকোন সমস্যায় বেশ কিছু টেস্ট আমরা করাতে হয়, যক অনেক সময় কিছু হিন্ট নিয়ে আসে। একে আমরা রুটিন টেস্ট বলি। এর গুরুত্ব আমি হাড়ে হাড়ে টের পাই।
যেমন: ডায়াবেটিস, রক্তে ক্রিয়েটিনিন,-- কিডনি,লিভার,প্রস্রাব এর চেক আপ,বুকের এক্স রে, ইসিজি
বন্ধুর ইসিজি, এক্স-রে ভালো আসলেও বিপত্তি আল্ট্রাতে!
তার ডান পাশে ব্যথা হলেও বাম পাশের কিডনি সিস্ট হয়ে( পানির ভর্তি টিউমারের মতো) ভরে গেছে... এতোই বড় যে,
গলার খাবার পেটে যাওয়ার সময় সে বাধা দিচ্ছে...
বুক হতে পেটের নিচ আব্দি!!
অথচ ঢাকায় কয়েকবার এন্ডোস্কোপি করালেও কখনো রুটিন টেস্ট করানো হয়নি!!!
হয়তো করলে ২ বছর আগেই এতো বড় সিস্ট হতো না....

ভালো থাকুক।

সাবধান হই।

Dr. Mubin Ahmed

_______পদুরবাড়ী হাই স্কুল (এক্স ব্যাচ)________~~~~~~~~~ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪~~~~~~                                   ...
26/04/2024

_______পদুরবাড়ী হাই স্কুল (এক্স ব্যাচ)________
~~~~~~~~~ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪~~~~~~
সিজন-৩
অফিসিয়াল স্পন্সর: ফালাক ডায়াগনস্টিক এন্ড হসপিটাল

আসছে পবিত্র হজ্জে যাচ্ছেন অনেকে...ভিন্ন দেশ , ভিন্ন আবহাওয়া... হজের পরিশ্রম.... আমাদের কি কি সমস্যা সাধারণত হয়ে থাকে ও স...
24/04/2024

আসছে পবিত্র হজ্জে যাচ্ছেন অনেকে...
ভিন্ন দেশ , ভিন্ন আবহাওয়া...
হজের পরিশ্রম.... আমাদের কি কি সমস্যা সাধারণত হয়ে থাকে ও সমাধান কি?!

মক্কায় প্রচন্ড গরম, মরুরদেশ, বাতাসের আদ্রতা কম।
প্রথমেই সমস্যা হয় গরম ও হাটা নিয়ে...

প্রচুর পানি পান করতে হবে, সাথে বোতল ও ছাতা ( সাদা রঙের+ UV Protected, সাদা ছাতায় গরম কম লাগে ) রাখা বাঞ্চনীয়।
পোর্টেবল কিছু ফ্যান আছে, যা গলায় ঝুলানো যায় তা ব্যবহার করলে আরাম হবে।
চোখের জন্য পোলারাইজড সানগ্লাস ব্যবহার করুন।
চোখ জ্বালাপোড়া করলে -- Drylief/Tearfresh/ Aquafresh eye drop ১ফোটা করে দিনে ৪-৬বার ব্যবহার করতে পারেন।

জুতার মাঝে স্যান্ডেল পড়তে হয়, ধর্মীয় কারণেই, প্রচুর হাটতে হয় ( কখনো কখনো ১৫-২৫ কিলোমিটার), নরম জুতা নিতে হবে। একাধিক নেওয়া গেলে ভালো।

স্বাভাবিক ভাবেই হাটলে ব্যথা হবে, এক্ষেত্রে Tab. Napa 500mg, ২+২+২, খাওয়া যেতে পারে। ( লিভারের সমস্যা না থাকলে)

তাও ব্যথা হলে Kefentech Plaster আক্রান্ত স্থানে ব্যবহার করা যায়, এটি খাওয়া লাগে না, তাই সহজে কিডনির কোন ক্ষতি করে না। ওই দেশেও পাওয়া যায়। অথবা Colfenac Gel দিনে ২-৩ বার।
তবে এই ব্যথার জন্য প্রচুর পানি পান, হালকা ম্যাসেজ উত্তম।

মাথা ব্যথা হতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা পূর্বের ওষুধ নিয়ে নিবেন। সানগ্লাস, পানি উত্তম।
না কমলে-
Cap. Imigra 5mg(1+0+1, ১০দিন)
তাতেও না কমলে--
Tab. Nomi 2.5mg,০+০+১, ১ দিন

ঘামের জন্য শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণে আবারো পানি, প্রয়োজনে ওরস্যালাইন( বেশি না) ,ফলের জুস( অল্প পরিমাণে) খাবেন।

গ্যাস্ট্রিকের সমস্যার জন্য দ্রুত আরাম পাবেন
Tab. Entacyd Plus,২ টি বড়ি একসাথে চুষে খাবেন।
পাশাপাশি Cap. Seclo 20mg( ১+০+১, খাবার আগে, ১০-৩০দিন)
পায়খানা কষা হলে, উত্তম ইসপগুলের ভুষি খাওয়া।
খাবার পরপর ২চামচ ১/২গ্লাস পানিতে গুলে সাথেসাথে খাবেন ৩বেলা করে।
সাথে খেতে পারেন- Tab. Domin 10mg(১+১+১, খাবার আগে,৭দিন)
পাতলা পায়খানা, পেট খারাপ হলে---
Tab. Zithrin 500mg, ২টি বড়ি একসাথে, তারপরদিন হতে ০+০+১, ৫দিন
বেশি হলে সাথে Tab. Filmet 400mg (১+১+১,৫দিন)
সাথে অবশ্যই খাবার স্যালাইন (( ORS))) ( ১টি স্যাচেট ২গ্লাস পানিতে মিশিয়ে) প্রতিবার পায়খানার পির ১গ্লাস করে খাবেন।

বমি হলে – Tab. Emistat 8mg--- ১+১+১, খাবার আগে ২ দিন
কোথাও কেটে গেলে
Povisep 10% sol. দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করবেন,
Bactrocin Oint.দিনে ৩ বার লাগাবেন।
সাথে কিছু ব্যান্ডেজ, ওয়ান টাইম ব্যান্ডেজ নিবেন।
সর্দি হলে Tab. Fenadin 180mg ( ০+০+১, ৭দিন)
নাক বন্ধ হলে – Afrin 0.05% ND, প্রতি নাসারন্ধ্র ৩-৪ ফোটা, ৩-৪ বার ((( সঠিক নিয়মে, নিয়ম আমার অন্য পোস্টে দেওয়া আছে)) ৩-৫ দিন

পেট ব্যথা হলে---- Tab. Algin 50mg(১+১+১, ৩দিন)

এছাড়া---- ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি,ইত্যাদি রোগিরা নিয়মিত ওষুধ নিয়ে যাবেন।

ডায়াবেটিস রোগীদের জন্য সাথে সবসময় অবশ্যই, অবশ্যই কিছু চিনি/ চিনি জাতীয় খাবার রাখবেন, ডায়াবেটিস কমে( হাইপোগ্লাইসেমিয়া) মৃত্যুর হাত থেকে বাচার জন্য।

পারলে একটি গ্লুকোমিটার ও ডিজিটাল প্রেশার মাপার মেশিন নিবেন।

আরো জানার থাকলে কমেন্ট করুন....
হজের মাঝে যেকোন সমস্যায় পেইজে মেসেজ দিতে পারেন।

ধন্যবাদ।
দোয়া রাখবেন।
ডা: মুবীন আহমেদ
ফালাক ডায়াগনস্টিক & হসপিটাল, চরপাড়া, ময়মনসিংহ

 সম্মানিত হজ্বযাত্রী, হজ্বে গমনের সুবিধার্তে FALAQ diagnostic and hospital  নিয়ে এলো হজ্ব পূর্ববর্তী হেল্থ চেক আপ প্যাকে...
23/04/2024



সম্মানিত হজ্বযাত্রী,
হজ্বে গমনের সুবিধার্তে FALAQ diagnostic and hospital নিয়ে এলো হজ্ব পূর্ববর্তী হেল্থ চেক আপ প্যাকেজ মাত্র ১১০০ টাকায়।

এই সুবিধা শুধুমাত্র হজ্বযাত্রীদের জন্য প্রযোজ্য এবং সীমিত সময়ের জন্যে

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন
ফালাক ডায়াগনস্টিক এন্ড হসপিটাল
৫৫/৫ চরপারা, (ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের বিপরীতে)
আমাদের হটলাইনঃ01847555155

10/04/2024

এই ঈদে আছি আপনার সাথে...
সকল ধরনের প্যাথলজি ও রেডিওলজি পরীক্ষা নিয়ে...
ও হাসপাতাল সুবিধা!!!
ইদ হোক আনন্দময়।
ঈদ মোবারক।

হটলাইন ০১৮৪৭ ৫৫৫ ১৫৫

নব-নির্বাচিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র   Ekramul Hoque Titu মহোদয় FALAQ diagnostic and hospital Falaq Hos...
28/03/2024

নব-নির্বাচিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র Ekramul Hoque Titu মহোদয় FALAQ diagnostic and hospital Falaq Hospital এর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

Address

55/5 Charpara ( Opposite Of MMC College Gate)
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when FALAQ diagnostic and hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to FALAQ diagnostic and hospital:

Share