03/05/2024
এটি একটি সম্পূর্ণ সাই-কম (সায়েন্টিফিক কমার্শিয়াল) পোস্ট:
আমাদের ছোটবেলায় (মূলত বিশ্ববিদ্যালয় বেলায়) সস্তা, সহজে নষ্ট হয় এমন কিছুকে - চায়না মেড বলার একটা প্রবনতা ছিল। চায়না যদিও এখন আইফোন বানায় কিন্তু শক্তিশালী বাংলা ভাষা এখনো সেই অর্থদ্যোতকতা ধরে রেখেছে। ট্রাস্ট প্যাথলজী, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ বাসীর জন্য একটি ডায়াগনস্টিক সার্ভিস নিয়ে এসেছে যা বস্তুত চায়নার চেয়েও কম খরচে!
এখন নন কমিউনিকেবল রোগের যুগ। অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর অন্যতম বড় কারন ক্যান্সার। পক্ষান্তরে, স্তন বা ব্রেস্ট ক্যান্সার বিশ্বব্যাপী নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর বৃহত্তম কারন।
ট্রাস্ট প্যাথলজী বিগত তিন বছরেরও বেশি বিশ্বস্ততা, সততা ও দক্ষতার সাথে এফএনএসি ও বায়োপসি সেবা দিয়ে যাচ্ছে যা স্তন ক্যান্সার নির্নয়ের অবিচ্ছেদ্য টেস্ট।
অধুনা, ম্যানেজমেন্ট ফ্লো টা এরকম যে, ক্লিনিক্যালি সাস্পেক্টেড কেস প্রথমে এফএনএ, এরপর কোর বায়োপসি বা ইনসিশনাল বায়োপসি করে কনফার্মেশন। অত:পর অনকোলজিস্টের কন্সালটেশন। থেরাপিউটিক কারণে এফএনএসি ও বায়োপসির পর অবশ্য হয়ে দাঁড়ায় ইমিউনোহিস্টোকেমেস্ট্রি পরীক্ষাটি। স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য বিভিন্ন রিসেপটর স্ট্যাটাস দেখা আবশ্যক, যেমন- ইস্ট্রোজেন রিসেপ্টর বা ইআর, প্রোজেস্টেরণ রিসেপটর বা পিআর, হার্সেপটিন ২ রিসেপ্টর বা হার-২ রিসেপ্টর।
বৃহত্তর ময়মনসিংহে আগে কেউ এই পরীক্ষা লোকালি করেছেন বলে আমাদের ডেটাবেইজে তথ্য নেই। সেই দিক থেকে ট্রাস্ট প্যাথলজি ইমিউনোতে এই অঞ্চলে পায়োনিয়ার। যাক, সেটা মূখ্য বিষয় নয়। আমরা লাভের চেয়ে সার্ভিসে বেশি আগ্রহী। যদি প্রশ্ন করা হয় কেন ট্রাস্টে ইমিউনো করাবো। উত্তর খুব সহজ-
১/ সর্বোচ্চ সুলভ, দ্রুততম সময়ে রিপোর্টিং
২/ প্রস্তুতি থেকে শুরু করে রিপোর্টিং -- সম্পূর্ণ প্যাথলজি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত।
৩/ বিশ্বখ্যাত ডাকো-এনভিশন প্রযুক্তির ম্যানুয়েল মেথডে স্লাইড প্রস্তুতি।
৪/ সার্ভিস গ্রহনকারীদের কাছে দায়বদ্ধতাই আমাদের শক্তির উৎস।
সংযুক্ত: ট্রাস্ট প্যাথলজিতে ইমিউনোস্টেইনকৃত কিছু স্লাইডের ছবি।
আমরা স্তন ক্যান্সারের রোগিদের সঠিক চিকিৎসার জন্য সঠিক ইমিউনো রিপোর্টিংএ বদ্ধপরিকর।