
16/07/2024
ট্রাস্ট প্যাথলজি তার সেবাগ্রহীতাদের মান সম্পন্ন সার্ভিস দিতে দৃড়প্রতিজ্ঞ। বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পরীক্ষা নীরিক্ষা করার সকল উপাদান সহ ল্যাবরেটরী চালানোর খরচ প্রায় দ্বিগুন হয়ে গেলেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি পরীক্ষামূল্য নিয়ন্ত্রনে রাখার।
স্তন ক্যান্সার চিকিৎসার জন্য অপরিহার্য পরীক্ষা Immunohistochemistry for ER, PR & HER2 বা রিসেপ্টর স্ট্যাটাস পরীক্ষার জন্য আমরা খুব সম্ভবত দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য রাখছি। সরকারি সাবসিডাইজড বিশেষায়িত হাসপাতাল ছাড়া যেটা প্র্যাক্টিক্যালি অসম্ভব। করছি শুধুমাত্র সাধারন মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রত্যাশায়। এই পরীক্ষার জন্য সকল স্টেপ বিশেষজ্ঞ ডাক্তাররা করে থাকেন, অন্য কারো হাতে কাজ দেওয়া হয় না শুধুমাত্র রিপোর্টের মান বজায় রাখার জন্য। কারন আমরা আমাদের নামের যথার্থতা প্রমান করতে চাই। ট্রাস্ট মানে আপনার আস্থা।