26/01/2024
https://www.facebook.com/share/p/xbeyZ2WdHH6jVr9g/?mibextid=ZbWKwL
মনের লিঙ্গ
মোফাজ্জল আনসারী
অস্ত্রোপচার এবং হরমোন পুশ করে লিঙ্গ পরিবর্তনকারীদের বলা হয় - ট্রান্সজেন্ডার।
এটি বেশ ব্যয়বহুল এবং ঝুকিপূর্ণ। তাছাড়া ফলাফলও খুব সন্তোষজনক নয়। তাহলে উপায় কী?
শয়তান বললো - চিন্তা করিস না,
বুদ্ধি একটা আছে। এতো ঝামেলার দরকার কী? অঙ্গ পরিবর্তন না করে, সংজ্ঞা পরিবর্তন করে দিলেই হয়!
যেমন - কেউ যদি মনে করে সে পুরুষ- তাহলে পুরুষ। আবার কেউ নিজেকে নারী মনে করলে - সে নারী । বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক, তাতে কিছু আসে যায় না। মনের লিঙ্গ-ই আসল লিঙ্গ !
গতবছর স্কটল্যান্ডের জেলখানায় এক পুরুষ কয়েদি নিজেকে নারী বলে দাবি করে। অতঃপর তাকে মহিলা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। কিছুদিন পর দেখা গেলো ঐ ওয়ার্ডের একজন অন্তঃসত্ত্বা।
১৯৭৩ সালে আমেরিকা সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি দেয়। ১৯৯০ সালে জাতিসংঘ এটাকে বৈধ বলে ফতোয়া দেয়। এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থা ( WHO) সমকামিতাকে রোগের তালিকা থেকে বাদ দেয়। এই মুহূর্তে পৃথিবীতে অন্তত ৩০ টি দেশে এই প্রথা স্বীকৃত।
আমরা স্বাধীনতার দাবিদার হলেও, কার্যত এটি একটি কলোনি রাস্ট্র মাত্র । যা দীর্ঘদিন যাবত বাইরের অপশক্তি দ্বারা নিয়ন্ত্রিত।
পাঠ্যপুস্তকে হঠাৎ করেই এগুলো চলে আসেনি। বীজ থেকে মাটির উপর অংকুর প্রকাশিত হবার অনেক আগেই মাটির নীচে শিকড় গজায়।
এতোদিনে বিষ বৃক্ষের শেকড় অনেক গভীরে চলে গেছে। যা আমাদের ধারণার চাইতেও অনেক অনেক গুণ বেশি।