28/09/2024
লিভিং ফাউন্ডেশন –
বিনামুল্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদানে নিবেদিত স্বাস্থ্য সেবামুলক একটি বিশেষ এনজিও ।
সেবা কাজের কর্ম পরিকল্পনা সম্প্রসারণ প্রক্রিয়া –
==>> সাধারন ক্রেতা – অফিস থেকে মুল্য দিয়ে পরামর্শ নিবে আর কার্যকরী সদস্যদের থেকে গায়ের দামে সেবা পণ্য কিনবে ।
==>> জেনারেল মেম্বার বা সাধারণ সদস্য বা সেবা সদস্য -
# # সাধারণ সদস্য - ১০০ টাকায় অনলাইন/অফলাইনে ফরম ফিলাপ করে সদস্যপদ নিবে, যা পূর্বের কোন সাধারণ সদস্য থেকে করতে হবে এবং সেই ফরমে তার সুপারিশ লাগবে।
সাধারণ সদস্য হলে কি কি সুবিধা প্রাপ্ত হবেন -
১। একজন সাধারন সদস্য তার সদস্য প্রাপ্তির মাধ্যমে পরবর্তী এক সপ্তাহের মধ্যে/ প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত সকল ধরনের স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা সৃষ্টিমূলক আলোচনা, স্বাস্থ্য সেবা মূলক আলোচনা, আর তার প্রেক্ষিতে নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্বন্ধীয় সকল ধরনের সুপরামর্শ এক মাসের জন্য ফ্রিতে পাবে।
২। অন্য সাধারন মানুষকে সাধারন সদস্য বানানোর মাধ্যমে প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত পরিমান সদস্য ফি সংগ্রহ করে নিজে আয় করতে পারবে ।
৩। নিজের সদস্য পদের কোড নাম্বার ব্যাবহার করে নিজের বা পরিবারের বা আশেপাশের মানুষের জন্য কেনা সকল সেবা পণ্যে বিশেষ ছাড় সুবিধা ভোগ করবে যা তার বাড়তি আয়ের উপায়/পথ ।
==>> একটিভ মেম্বার বা কার্যকরী সদস্য বা কর্মী সদস্য -
# # কার্যকরী সদস্য- নির্ধারিত মূল্যের সেবা পণ্য প্যাকেজ ক্রয় বা গ্রহনের মাধ্যমে একজন সাধারন সদস্য কার্যকরী সদস্য হতে পারে ।
কার্যকরী সদস্য হলে কি কি সুবিধা প্রাপ্ত হবে্ন -
১। একজন সাধারন সদস্য কার্যকরী সদস্য এর সকল সুবিধা পাবে, তার পাশাপাশি তার সুপারিশকৃত সাধারন সদস্যদের সেবা পণ্য প্যাকেজ ক্রয় বা গ্রহন করানোর মাধ্যমে কার্যকরী সদস্য বানাতে পারবে ।
২। প্রতিটি সাধারন সদস্যকে কার্যকরী সদস্যে উন্নীত করনের মাধ্যমে অতিরিক্ত বা বাড়তি আয় করতে পারবে ।
৩। প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত পরিমান কার্যকরী সদস্য উন্নীত করনের পর নিজেকে কার্যকরী সদস্য উন্নীত করনে যে মূল্যের সেবা পণ্য প্যাকেজ ক্রয় করা হয়েছে তার ৩ গুন পরিমান ফেরত পাবে পরবর্তী এক বছরে শর্ত সাপেক্ষে ।
৪। প্রতিজন কার্যকরী সদস্য দ্বারা নতুন কার্যকরী সদস্য করতে জনে জনে যে স্বাস্থ্য সেবা পণ্য প্যাকেজ বিক্রয় বা সাধারন ক্রেতার ক্রয় বা সাধারন সদস্যদের ক্রয় বা নিজের ও পরিবারের জন্য ক্রয় কৃত পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার অংশ বিশেষ আবার সকল কার্যকরী সদস্যদের মাঝে বণ্টন করা হবে ।
৫। প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে এলাকা ভিত্তিক সেবা সংঘ বা পণ্য প্রাপ্তিস্থান স্থাপনের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ পাবে ।
==>> আজীবন সদস্য বা সেবা সংঘ তত্ত্বাবধায়ক সদস্য –
পরবর্তীতে খুব শীঘ্রই প্রকাশ পাবে ।
শর্ত সমুহ ঃ- .
১। সাধারন সদস্য ১০০ টাকার বিনিময়ে প্রথম ১ মাসের জন্য শুধুমাত্র নিজের সকল স্বাস্থ্য পরামর্শ নিতে পারবে ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সকল আলোচনা বা সেমিনার এ যুক্ত হতে পারবে ।
২। সাধারন সদস্যকে অবশ্যই ২য় মাস শেষ হবার আগেই স্বাস্থ্য পণ্য প্যাকেজ নিয়ে নিজেকে কার্যকরী সদস্য বানাতে হবে , নইলে সদস্য পদ ও অন্যান্য সকল সুবিধা ফ্রিজ বা স্থবির হয়ে যাবে । যা পরবর্তীতে নির্ধারিত শর্ত পুরন করে চালু করতে হবে ।
৩। একজন সাধারন সদস্য তার সদস্য পদ কার্যকরী সদস্য বানাবার আগে তার কোন সাধারন সদস্য কার্যকরী সদস্য হয়ে গেলে তার থেকে কার্যকরী সদস্য হওয়া বাবদ কোন ডিসকাউন্ত, সেবা বোনাস, মাস জোরে ক্যাশ ব্যাক সে পাবে না । তবে পরবর্তীতে তাদের দ্বারা নিজ ক্রয় ও পুনঃ বিক্রয় কমিশন জমা হবে কিন্তু তুলতে পারবে না । যা পরবর্তীতে নির্ধারিত শর্ত পুরন করে চালু করতে হবে ।
৪। একজন সাধারন সদস্য তার সদস্য পদ কার্যকরী সদস্য হবার ১২ মাসের মধ্যে নির্ধারিত শর্ত মত ৫গুন সুবিধা ভোগের জন্য সর্ব নিম্ন ১২ জনের মধ্যে যে কয়জনকে কার্যকরী সদস্য বানাবে তাদের থেকে বোনাস, ক্যাশ ব্যাক সবই পাবে , কিন্তু ১২ মাস সময় শেষ হয়ে গেলে পরে বাকিদের থেকে সেবা বোনাস পাবে ঠিক কিন্তু মাস জোরে ক্যাশ ব্যাক পাবে না। তবে পরবর্তীতে তাদের দ্বারা নিজ ক্রয় ও পুনঃ বিক্রয় কমিশন জমা হবে ।
৫। একজন তার কার্যকরী সদস্য ১২ পূর্ণ হবার পর যদি তার অধিনের কোন কার্যকরী সদস্যকে সরাসরি কোন সদস্য দেয় তবে সেই সাধারন সদস্য বাবদ সদস্য ফি ১ম জন বা সংযুক্ত জন পাবে , কিন্তু সেই সাধারন সদস্য কার্যকরী সদস্য হলে তার থেকে সেবা বোনাস ও মাস জোরে যে ক্যাশ ব্যাক সেটা আগের জন বা দাতা সদস্য পাবে । তবে পরবর্তীতে তাদের দ্বারা নিজ ক্রয় ও পুনঃ বিক্রয় কমিশন প্রথম জনের নামে জমা হবে ।