Living Foundation-Product

Living Foundation-Product প্রাকৃতিক খাদ্য ও পুষ্টি পণ্য দিয়ে মানুষের স্বাস্থ্য সেবা প্রদান ।

লিভিং ফাউন্ডেশন  –বিনামুল্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি  ও স্বাস্থ্য সেবা প্রদানে নিবেদিত স্বাস্থ্য সেবামুলক একটি বিশেষ এন...
28/09/2024

লিভিং ফাউন্ডেশন –
বিনামুল্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদানে নিবেদিত স্বাস্থ্য সেবামুলক একটি বিশেষ এনজিও ।

সেবা কাজের কর্ম পরিকল্পনা সম্প্রসারণ প্রক্রিয়া –

==>> সাধারন ক্রেতা – অফিস থেকে মুল্য দিয়ে পরামর্শ নিবে আর কার্যকরী সদস্যদের থেকে গায়ের দামে সেবা পণ্য কিনবে ।

==>> জেনারেল মেম্বার বা সাধারণ সদস্য বা সেবা সদস্য -
# # সাধারণ সদস্য - ১০০ টাকায় অনলাইন/অফলাইনে ফরম ফিলাপ করে সদস্যপদ নিবে, যা পূর্বের কোন সাধারণ সদস্য থেকে করতে হবে এবং সেই ফরমে তার সুপারিশ লাগবে।
সাধারণ সদস্য হলে কি কি সুবিধা প্রাপ্ত হবেন -
১। একজন সাধারন সদস্য তার সদস্য প্রাপ্তির মাধ্যমে পরবর্তী এক সপ্তাহের মধ্যে/ প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত সকল ধরনের স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা সৃষ্টিমূলক আলোচনা, স্বাস্থ্য সেবা মূলক আলোচনা, আর তার প্রেক্ষিতে নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্বন্ধীয় সকল ধরনের সুপরামর্শ এক মাসের জন্য ফ্রিতে পাবে।
২। অন্য সাধারন মানুষকে সাধারন সদস্য বানানোর মাধ্যমে প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত পরিমান সদস্য ফি সংগ্রহ করে নিজে আয় করতে পারবে ।
৩। নিজের সদস্য পদের কোড নাম্বার ব্যাবহার করে নিজের বা পরিবারের বা আশেপাশের মানুষের জন্য কেনা সকল সেবা পণ্যে বিশেষ ছাড় সুবিধা ভোগ করবে যা তার বাড়তি আয়ের উপায়/পথ ।

==>> একটিভ মেম্বার বা কার্যকরী সদস্য বা কর্মী সদস্য -
# # কার্যকরী সদস্য- নির্ধারিত মূল্যের সেবা পণ্য প্যাকেজ ক্রয় বা গ্রহনের মাধ্যমে একজন সাধারন সদস্য কার্যকরী সদস্য হতে পারে ।
কার্যকরী সদস্য হলে কি কি সুবিধা প্রাপ্ত হবে্ন -
১। একজন সাধারন সদস্য কার্যকরী সদস্য এর সকল সুবিধা পাবে, তার পাশাপাশি তার সুপারিশকৃত সাধারন সদস্যদের সেবা পণ্য প্যাকেজ ক্রয় বা গ্রহন করানোর মাধ্যমে কার্যকরী সদস্য বানাতে পারবে ।
২। প্রতিটি সাধারন সদস্যকে কার্যকরী সদস্যে উন্নীত করনের মাধ্যমে অতিরিক্ত বা বাড়তি আয় করতে পারবে ।
৩। প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত পরিমান কার্যকরী সদস্য উন্নীত করনের পর নিজেকে কার্যকরী সদস্য উন্নীত করনে যে মূল্যের সেবা পণ্য প্যাকেজ ক্রয় করা হয়েছে তার ৩ গুন পরিমান ফেরত পাবে পরবর্তী এক বছরে শর্ত সাপেক্ষে ।
৪। প্রতিজন কার্যকরী সদস্য দ্বারা নতুন কার্যকরী সদস্য করতে জনে জনে যে স্বাস্থ্য সেবা পণ্য প্যাকেজ বিক্রয় বা সাধারন ক্রেতার ক্রয় বা সাধারন সদস্যদের ক্রয় বা নিজের ও পরিবারের জন্য ক্রয় কৃত পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার অংশ বিশেষ আবার সকল কার্যকরী সদস্যদের মাঝে বণ্টন করা হবে ।
৫। প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে এলাকা ভিত্তিক সেবা সংঘ বা পণ্য প্রাপ্তিস্থান স্থাপনের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ পাবে ।

==>> আজীবন সদস্য বা সেবা সংঘ তত্ত্বাবধায়ক সদস্য –
পরবর্তীতে খুব শীঘ্রই প্রকাশ পাবে ।

শর্ত সমুহ ঃ- .
১। সাধারন সদস্য ১০০ টাকার বিনিময়ে প্রথম ১ মাসের জন্য শুধুমাত্র নিজের সকল স্বাস্থ্য পরামর্শ নিতে পারবে ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সকল আলোচনা বা সেমিনার এ যুক্ত হতে পারবে ।
২। সাধারন সদস্যকে অবশ্যই ২য় মাস শেষ হবার আগেই স্বাস্থ্য পণ্য প্যাকেজ নিয়ে নিজেকে কার্যকরী সদস্য বানাতে হবে , নইলে সদস্য পদ ও অন্যান্য সকল সুবিধা ফ্রিজ বা স্থবির হয়ে যাবে । যা পরবর্তীতে নির্ধারিত শর্ত পুরন করে চালু করতে হবে ।
৩। একজন সাধারন সদস্য তার সদস্য পদ কার্যকরী সদস্য বানাবার আগে তার কোন সাধারন সদস্য কার্যকরী সদস্য হয়ে গেলে তার থেকে কার্যকরী সদস্য হওয়া বাবদ কোন ডিসকাউন্ত, সেবা বোনাস, মাস জোরে ক্যাশ ব্যাক সে পাবে না । তবে পরবর্তীতে তাদের দ্বারা নিজ ক্রয় ও পুনঃ বিক্রয় কমিশন জমা হবে কিন্তু তুলতে পারবে না । যা পরবর্তীতে নির্ধারিত শর্ত পুরন করে চালু করতে হবে ।
৪। একজন সাধারন সদস্য তার সদস্য পদ কার্যকরী সদস্য হবার ১২ মাসের মধ্যে নির্ধারিত শর্ত মত ৫গুন সুবিধা ভোগের জন্য সর্ব নিম্ন ১২ জনের মধ্যে যে কয়জনকে কার্যকরী সদস্য বানাবে তাদের থেকে বোনাস, ক্যাশ ব্যাক সবই পাবে , কিন্তু ১২ মাস সময় শেষ হয়ে গেলে পরে বাকিদের থেকে সেবা বোনাস পাবে ঠিক কিন্তু মাস জোরে ক্যাশ ব্যাক পাবে না। তবে পরবর্তীতে তাদের দ্বারা নিজ ক্রয় ও পুনঃ বিক্রয় কমিশন জমা হবে ।
৫। একজন তার কার্যকরী সদস্য ১২ পূর্ণ হবার পর যদি তার অধিনের কোন কার্যকরী সদস্যকে সরাসরি কোন সদস্য দেয় তবে সেই সাধারন সদস্য বাবদ সদস্য ফি ১ম জন বা সংযুক্ত জন পাবে , কিন্তু সেই সাধারন সদস্য কার্যকরী সদস্য হলে তার থেকে সেবা বোনাস ও মাস জোরে যে ক্যাশ ব্যাক সেটা আগের জন বা দাতা সদস্য পাবে । তবে পরবর্তীতে তাদের দ্বারা নিজ ক্রয় ও পুনঃ বিক্রয় কমিশন প্রথম জনের নামে জমা হবে ।

দাঁতের সমস্যা ব্যথা যন্ত্রণা মুখে দুর্গন্ধ, মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া, মাড়ি ও হাড় ক্ষতিগ্রস্ত হওয়া, দাঁতের শিকড় উ...
15/10/2023

দাঁতের সমস্যা ব্যথা যন্ত্রণা মুখে দুর্গন্ধ, মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া, মাড়ি ও হাড় ক্ষতিগ্রস্ত হওয়া, দাঁতের শিকড় উন্মুক্ত হয়ে শিরশির অনুভূতি, ব্যথা, খাবারের স্বাদ নষ্ট, দাঁতের ফাঁকে পকেট তৈরি, দাঁতের মজ্জা ক্ষতিগ্রস্ত, দাঁত নড়া, দাঁত পড়ে যাওয়া থেকে নানা জটিলতার তৈরি হয়।

সঠিক সময়ে চিকিৎসা না নিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদানে উৎপাদিত পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত –
MOUTH CLEANSER - মাউথ ক্লিনজার -

* মুখের জীবাণু ধ্বংস করে জিব্বার প্রদাহ দূর করে এন্টিসেপটিক লালা উপাদান বাড়ায়
* দাঁত শিরশির অনুভব করে কমপক্ষে ১২ ঘণ্টা পর্যন্ত মুখের ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে সুরক্ষিত রাখে
* দাঁত ও মাড়ির ব্যথা দূর করে,
* ঠোঁট জিহ্বা তালু দাঁতের কোনায় লুকিয়ে থাকা জীবাণু ধ্বংস করে,
* সারাদিন মুখ ফ্রেশ ও প্রাণবন্ত থাকে, উজ্জ্বল সাদা দাঁত ও মুখের ন্যাচারাল সুরক্ষা নিশ্চিত করে,

=> ব্যবহারবিধি - মুখকে প্রাকৃতিক ভাবে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন ২ বার আপনার টুথপেস্ট এর সাথে মিশ্রিত করে ব্যবহার করুন ।
( সেনসোডাইন টুথপেস্ট এর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে় )

(Ingredients - Fennel seeds, Cardamon, Coriander, Ginger Powder, Cinnamon, Jeera, Cumincows Cloves, Peppermints, etc etc)

তাহলে প্রাকৃতিক উপাদানের ক্যালসিয়াম উৎস থেকে উৎপাদিত পণ্য ব্যবহার করুন... পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত--CALMIX POWDER - ক...
15/10/2023

তাহলে প্রাকৃতিক উপাদানের ক্যালসিয়াম উৎস থেকে উৎপাদিত পণ্য ব্যবহার করুন... পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত--
CALMIX POWDER - ক্যাল মিক্স

* হাড়ের ক্ষয় রোধ করে, হাড়ের ব্যথা বেদনা কমায়,
* রুগ্ন স্বাস্থ্য পুনর্গঠন করে, বয়সের ছাপ কমায়, চুল পড়া কমায়,
* মাতৃদুগ্ধ বৃদ্ধি করে, হার্টকে শক্তিশালী করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে,
* খারাপ কোলেস্টেরল কমায়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর করে,

=> খাবারের নিয়মঃ- সকালে ও রাতে ১ + ১ প্যাকেট পাউডার ১ গ্লাস নরমাল পানিতে মিশিয়ে খেতে হবে।
(Ingradients -Soyabean, Roasted Flower, Skimmed Milk, Molt Powder, Flaxseed, Almond, Oats, Stevia, etc etc)

আপনার কি ডায়াবেটিস, সুগার অনিয়ন্ত্রণ সমস্যায় ভুগছেন, অনেক রকম ঔষধ খাচ্ছেন কিন্তু সুগার নিয়ন্ত্রণে আসছে না, তবে ব্যবহ...
04/08/2023

আপনার কি ডায়াবেটিস, সুগার অনিয়ন্ত্রণ সমস্যায় ভুগছেন, অনেক রকম ঔষধ খাচ্ছেন কিন্তু সুগার নিয়ন্ত্রণে আসছে না, তবে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদানে উৎপাদিত...
পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত --
গ্যানো ডায়া -
* রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ভেষজ উপাদানে ভরপুর,
* টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী,
* প্রতিদিন নিয়মিত এ ক্যাপসুল খেলে শারীরিক গঠন পুনর্বিন্যাস্ত হয়,
* সুগার প্রেসার কমানো, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে, রক্তের দূষণ রোধ করে,
* অগ্নাশয়কে ইনসুলিন উৎপাদনের জন্য উদ্দীপ্ত করে।

=> খাবারের নিয়মঃ- সকালে এবং রাতে ১ করে ক্যাপসুল খাবেন।
সর্বোত্তম ফলাফলের জন্য আপনার কি ডায়াবেটিস, সুগার অনিয়ন্ত্রণ সমস্যায় ভুগছেন, অনেক রকম ঔষধ খাচ্ছেন কিন্তু সুগার নিয়ন্ত্রণে আসছে না, তবে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদানে উৎপাদিত...
পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত --
গ্যানো ডায়া -
* রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ভেষজ উপাদানে ভরপুর,
* টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী,
* প্রতিদিন নিয়মিত এ ক্যাপসুল খেলে শারীরিক গঠন পুনর্বিন্যাস্ত হয়,
* সুগার প্রেসার কমানো, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে, রক্তের দূষণ রোধ করে,
* অগ্নাশয়কে ইনসুলিন উৎপাদনের জন্য উদ্দীপ্ত করে।
=> খাবারের নিয়মঃ- সকালে এবং রাতে ১ করে ক্যাপসুল খাবেন।
সর্বোত্তম ফলাফলের জন্য আপনার কি ডায়াবেটিস, সুগার অনিয়ন্ত্রণ সমস্যায় ভুগছেন, অনেক রকম ঔষধ খাচ্ছেন কিন্তু সুগার নিয়ন্ত্রণে আসছে না, তবে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদানে উৎপাদিত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত --

গ্যানো ডায়া -
* রক্তের গ্লোকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ভেষজ উপাদানে ভরপুর,
* টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী,
* প্রতিদিন নিয়মিত এ ক্যাপসুল খেলে শারীরিক গঠন পুনর্বিন্যাস্ত হয়,
* সুগার প্রেসার কমানো, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে, রক্তের দূষণ রোধ করে,
* অগ্নাশয়কে ইনসুলিন উৎপাদনের জন্য উদ্দীপ্ত করে।

=> খাবারের নিয়মঃ- সকালে এবং রাতে ১ করে ক্যাপসুল খাবেন।
সর্বোত্তম ফলাফলের জন্য গ্লোকো কন্ট্রোল পাউডারের সাথে খাওয়া উত্তম।
বিশেষ নির্দেশনা :- ডায়াবেটিক রোগীরা নিয়মিত অন্য কোন ঔষধ সেবন করলে এই ক্যাপ গ্রহণ না করা উচিত ।
(Ingredients - Ganodarma, Jambubeej, Neem bark, Methi seed, Karela, Kariyatu, Mamejava, Saptarangi, Sagargota, Harde, Nagod mul, Gokshur, Jethimadh, Kalijira, Black salt, Shuddha shilajit etc etc) কন্ট্রোল পাউডারের সাথে খাওয়া উত্তম।
বিশেষ নির্দেশনা :- ডায়াবেটিক রোগীরা নিয়মিত অন্য কোন ঔষধ সেবন করলে এই ক্যাপ গ্রহণ না করা উচিত ।
(Ingredients - Ganodarma, Jambubeej, Neem bark, Methi seed, Karela, Kariyatu, Mamejava, Saptarangi, Sagargota, Harde, Nagod mul, Gokshur, Jethimadh, Kalijira, Black salt, Shuddha shilajit etc etc) কন্ট্রোল পাউডারের সাথে খাওয়া উত্তম।

বিশেষ নির্দেশনা :- ডায়াবেটিক রোগীরা নিয়মিত অন্য কোন ঔষধ সেবন করলে এই ক্যাপ গ্রহণ না করা উচিত ।

(Ingredients - Ganodarma, Jambubeej, Neem bark, Methi seed, Karela, Kariyatu, Mamejava, Saptarangi, Sagargota, Harde, Nagod mul, Gokshur, Jethimadh, Kalijira, Black salt, Shuddha shilajit etc etc)

আপনার ডায়াবেটিস দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছেন, কোনভাবেই সুগার নিয়ন্ত্রণে আসছে না, আপনার কি অনিয়ন্ত্রণের কারণে শরীরের অন্যা...
04/08/2023

আপনার ডায়াবেটিস দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছেন, কোনভাবেই সুগার নিয়ন্ত্রণে আসছে না, আপনার কি অনিয়ন্ত্রণের কারণে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হচ্ছে, তবে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদানে উৎপাদিত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত --

গ্লোকো কন্ট্রোল -

* রক্তে সুগার নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস প্রতিরোধ করে,
* কোলন পরিষ্কার করে, রক্ত দূষণ রোধ করে, অতিরিক্ত মেদ যমাতে বাধাগ্রস্ত করে, শরীরের খারাপ কোলেস্টেরল কমায়,
* পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়,
* প্রাকৃতিক ভিটামিন ও মিনারেলের যোগান দেয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয় সুস্থ অবস্থায় ফিরে ফিরিয়ে আনে, হৃদপিণ্ড ভালো রাখে ।

=> খাবারের নিয়মঃ- নিয়মিত ইনসুলিন নেয়া রোগীদের ক্ষেত্রে খালি পেটে অর্থাৎ নাস্তার ৩০ মিনিট পূর্বে ২ থেকে ৪ চা চামচ গ্লুকো কন্ট্রোল পাউডার ১ গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে সেবন ও রাতের খাবারের ৩০ মিনিট পরে অনুরূপভাবে সেবন উত্তম।
ডায়াবেটিস প্রতিরোধে - সপ্তাহে অন্তত ৩ দিন সকালে এবং রাতে ১ চা-চামচ হালকা গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যায়।

বিশেষ নির্দেশনাঃ- নিরাময়ের জন্য প্রথমদিকে অন্যান্য ওষুধের পাশাপাশি গার্ড ব্যবহার করা উচিত। দীর্ঘদিনের ঔষধ সেবন কারী ও ইনসুলিন গ্রহণকারীদের কোন অবস্থাতেই একেবারেই ঔষধ বা ইনসুলিন বাদ দেওয়া উচিত না। ঔষধ ছাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসক এর পরামর্শ নেবেন। তবে নিয়মিত ঔষধ বা ইনসুলিন এর পাশাপাশি গ্রহণ করলে দ্রুত আরোগ্য ও দীর্ঘস্থায়ী সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকতে সহযোগিতা করে।

(Ingredients - Soya Protien powder, Amloki, Korela, Garlic, Methi seed, Chirota, Kalijira, etc etc )

আপনি কি শারীরিক বিভিন্ন প্রকার ব্যথায় আক্রান্ত  , কোনোভাবেই সেই ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না,  দিনের পর দিন ঔষধ খেয়ে য...
04/08/2023

আপনি কি শারীরিক বিভিন্ন প্রকার ব্যথায় আক্রান্ত , কোনোভাবেই সেই ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না, দিনের পর দিন ঔষধ খেয়ে যাচ্ছেন তবুও ব্যথা কমছে না, কেমিক্যাল যুক্ত ঔষধ খেয়ে কিডনি ড্যামেজ হবার আশঙ্কায় ব্যথায় ভোগে যাচ্ছেন, ব্যথার ঔষধের সাথে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে ক্যালসিয়ামের ঘাটতি করছেন, হাড়ের ক্ষয় বাড়াচ্ছেন , তাহলে আর নয় ব্যথা আর নয় যন্ত্রনা ,ব্যবহার করুন ।।
প্রাকৃতিক উপায় তৈরি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত--

জিরো পেইনঃ -

জিরো পেইন প্রাকৃতিক ব্যথা নাশক ও ব্যথা প্রতিরোধক হিসেবে দারুণ কার্যকরী, হাজার বছরের পরীক্ষিত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আধুনিক পুষ্টিবিজ্ঞানের সর্বশেষ তথ্য ভিত্তিক উপাদান এবং স্বাস্থ্যবিজ্ঞান সম্মত এই সাপ্লিমেন্ট ব্যবহারে আপনার শরীরের---

* শারীরিক, স্নায়ু, মাংসপেশি, হাড়, অস্থিমজ্জার পুষ্টি ঘাটতি জনিত ব্যথা সমূহ দূর করে,
* কোষের সেলকে গভীর থেকে পরিপুষ্ট করে এবং দেহের হরমোনের কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতা থেকে যে ব্যথার উদ্রেক হয় তা দূর করতে জিরোপেইন প্রাকৃতিক ব্যথানাশক ও ব্যথা প্রতিরোধক হিসেবে দারুণ কার্যকরী।
* মাংসপেশি সুসংহত রাখবে স্নায়ু গুলো পরিপুষ্ট রাখবে ও হাড়ের গঠন ও ক্ষয় রোধ করে শারীরিক দুর্বলতা দূর করবে ।
* আর্থাইটিস, ঘাড়, জয়েন্ট, বাতের ব্যথা, মেরুদন্ড ও হাঁটুর ব্যথা, সিজারিয়ান ব্যথা, পেশিতে ব্যথা, কোমরে ব্যথা দূর করবে।

=> খাবারের নিয়মঃ- সকালে ও রাতে ভরা পেটে ১ করে ট্যাবলেট খাবেন ।

(Ingredient -Ginger, Turmeric, Capsaicin, Valerian root, Boswellia, White willow Bark, Cloves, Garlic, etc etc )

আপনার কি গ্যাস গ্যাস্ট্রিক বদহজম, কোষ্ঠকাঠিন্য ও বায়ু সমস্যায় ভুগছেন,  সব ধরনের ঔষধ খেয়ে কোন ফল হচ্ছে না  , মলত্যাগ থ...
04/08/2023

আপনার কি গ্যাস গ্যাস্ট্রিক বদহজম, কোষ্ঠকাঠিন্য ও বায়ু সমস্যায় ভুগছেন, সব ধরনের ঔষধ খেয়ে কোন ফল হচ্ছে না , মলত্যাগ থেকে কষ্ট, দুই বা তিনদিন পর পর পায়খানা হয় , যন্ত্রণা হয়, তবে ব্যবহার করতে পারেন ...।

প্রাকৃতিক উপাদানে উৎপাদিত...পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত --

ডেইলি ক্লিনজার --

* কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া নিরাময় করে,
* হজম শক্তি বৃদ্ধি করে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবেও কাজ করে,
* দেহে রক্তসঞ্চালন বাড়ায় , শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে,
* রক্তচাপ ও হৃদরোগ কমায়, রক্তের খারাপ কোলেস্টেরলের কমায়,
* যকৃত বা লিভারের রোগ প্রতিরোধ করে, লিভারের পিত্ত নিঃসরণ বাড়ায়,
* অতিরিক্ত ওজন হ্রাস করে। ব্যাকটেরিয়া প্রতিরোধ সহ এলার্জি ও বহু জটিল সমস্যার সহায়ক একটি খাদ্য ।

=> খাবারের নিয়মঃ- ১ প্যাক পরিমাণ পাউডার ১ গ্লাস সমপরিমাণ কুসুম গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে কিংবা রাতে খাবার একঘন্টা পরে সেবন করুন।

বিশেষ নির্দেশনাঃ- গর্ভকালীন ও মাতৃদুগ্ধ প্রধান কালীন সময়ে পাউডার ব্যবহার না করা উত্তম।

(Ingredients - Zingiber Offinale, Piper Nigrum, Phyllanthusemblica, Terminalia, Chebula, Terminalia Belerice , etc etc )

অনিয়মিত পিরিয়ড , পিরিয়ডকালীন তীব্র পেটব্যথা, সাদা স্রাব ও অতিরিক্ত রক্তক্ষরণ - নতুন ঋতুবতি কম বয়সি ও মাঝ বয়সি নারীদ...
04/08/2023

অনিয়মিত পিরিয়ড , পিরিয়ডকালীন তীব্র পেটব্যথা, সাদা স্রাব ও অতিরিক্ত রক্তক্ষরণ - নতুন ঋতুবতি কম বয়সি ও মাঝ বয়সি নারীদের মাঝে বিভিন্ন কারণে এই রোগ যেন দেশজুড়ে আজকাল মহামারী ...

প্রাকৃতিক উপাদানে উৎপাদিত…পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত –

বিউটি কুইন -

* অনিয়মিত পিরিয়ড নিয়মিত করে, পিরিয়ডকালীন তীব্র পেটব্যথা, পিঠে ব্যথা, মাথা ব্যথা উপশম করে,
* সাদা স্রাব ও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে,
* স্তনে ব্যথা চাকা ভাব, জরায়ুর প্রদাহ ও স্ত্রী প্রজনন তন্ত্রের সমস্যা দূর করে,
* পেটে গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে,
* মেনোপজ পরবর্তী শারীরিক জটিলতা দূর করে নারী দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়,
* হরমোনাল কারণে সৃষ্ট নানাবিধ সমস্যা যেমন ফুসকুড়ি অতিরিক্ত তৈলাক্ত ভাব শারীরিক দুর্বলতা, যৌন অনীহা, মানসিক অস্থিরতা বন্ধ্যাত্ব, বমি বমি ভাব দূর করে।
* এটি এন্টি এজিং বিধায় সুন্দর ত্বক ও দৈহিক গঠন সুন্দর রাখতে সহায়তা করে।

=> খাবারের নিয়মঃ- রাতে, দুপুরে এবং সকালে নাস্তার ৩০ মিনিট পরে হালকা গরম পানি/মধু অথবা দুধের সাথে অর্ধেক চা চামচ পাউডার মিশিয়ে খাবেন।

বিশেষ নির্দেশনাঃ- গর্ভকালীন সময়ে ও মাতৃ দুগ্ধ প্রদানকারী সময়ে ব্যবহার না করা উত্তম।

(Ingredients -Garlic, Ginkgo Biloba, Saw Palmetto. Gymnema, Bitter Melon, Soy Powder, White Oats, Peanut, etc etc )

আপনার কি যৌন  মিলনে অনিচ্ছা  বা আগ্রহ কমে যাচ্ছে, দীর্ঘদিন যাবত অনাগ্রহ সমস্যায় ভুগছেন ...প্রাকৃতিক উপাদানে উৎপাদিত.. প...
04/08/2023

আপনার কি যৌন মিলনে অনিচ্ছা বা আগ্রহ কমে যাচ্ছে, দীর্ঘদিন যাবত অনাগ্রহ সমস্যায় ভুগছেন ...
প্রাকৃতিক উপাদানে উৎপাদিত.. পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত -

ভাইমেক্স -

* যৌন ইচ্ছা জাগ্রত করে, পুরুষাঙ্গে সঠিকভাবে রক্ত প্রবাহ বৃদ্ধি করে,
* লিঙ্গ উত্থান বা ইরেকশন সঠিক মাত্রায় কার্যকর করে,
* বীর্য উৎপাদন বৃদ্ধি করে, বীর্য ঘন ও গাঢ় করে, দ্রুত বীর্যপাত প্রতিরোধ করে মিলনের সময় বৃদ্ধি করে,
* নারী পুরুষের যৌন ক্ষমতা পরিমিত মাত্রায় বৃদ্ধি করে এবং দেহের প্রাণ শক্তি বাড়ায়,
* অপুষ্ট স্পারম পুষ্ট করে সেক্স হরমোনকে শক্তিশালী করে, ফলে নারীর বন্ধ্যাত্ব মুক্তি এবং পুরুষের পুরুষত্বহীনতা থেকে মুক্তি দেয়,
* দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এর শক্তি বৃদ্ধি ও হরমোনের নিঃসরণ স্বাভাবিক করে,
* দুর্বল ও অক্ষম নার্ভ সমূহকে সতেজ সবল ও কর্মক্ষম করে।

= > খাবারের নিয়মঃ- দৈহিক মিলনের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে এক কাপ হালকা গরম দুধ বা এক চামচ মধু মিশ্রিত কুসুম গরম পানিতে মিশিয়ে পান করলে এর কার্যকারিতা দীর্ঘস্থায়ী ও বৃদ্ধি পায়।

বিশেষ নির্দেশনাঃ- অতিরিক্ত ব্লাড প্রেসার, হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, কিডনি রোগী, গর্ভবতী মহিলাদের ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া অনুচিত।

(Ingredients - Rich with Vitamins, Minerals and others)

ফেসিয়াল ওয়াশ - হারিয়ে যাওয়া ন্যাচারাল স্কিন ফিরে  পাবেন ।১০০ % পার্সেন্ট প্রাকৃতিক ও ক্ষারমুক্ত ফেসিয়াল ওয়াশ,  প্রাক...
04/08/2023

ফেসিয়াল ওয়াশ -
হারিয়ে যাওয়া ন্যাচারাল স্কিন ফিরে পাবেন ।

১০০ % পার্সেন্ট প্রাকৃতিক ও ক্ষারমুক্ত ফেসিয়াল ওয়াশ,
প্রাকৃতিক উপাদানে উৎপাদিত… পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত –

* এটি ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে
* ত্বককে মোলায়েম রাখে বিশেষ করে এলার্জি ও সেনসিটিভ ত্বকের জন্য কার্যকরী
* নিয়মিত ব্যবহারে এটি ত্বকে বয়সের ছাপ কমায়
* অ্যালকোহল প্যারাবেন ও কেমিক্যালমুক্ত ফেসিয়াল পণ্য
* ত্বকের মৃত কোষ দূর করে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে ।

=>ব্যবহার বিধিঃ- প্রতিদিন সাধারন ফেস ওয়াশ এর মতই ব্যবহার করা যাবে, এছাড়া নিয়মিত ২ বেলা ব্যবহারে ত্বকের কালো দাগ, মেছতা, ফুসকুড়ি, ব্রন, চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বকে লাবণ্যতা ফিরিয়ে আনে ।

(Ingredients- Honey, Chandon, Turmeric, Alovera, etc etc)

প্রাকৃতিক তেল -হেড মাস্টার --চুল পড়ে যাচ্ছে, খুশকি , মাথা গরম, ঘুম হচ্ছে না, উচ্চ রক্তচাপ, ..প্রাকৃতিক উপাদানে উৎপাদিত…...
04/08/2023

প্রাকৃতিক তেল -হেড মাস্টার --

চুল পড়ে যাচ্ছে, খুশকি , মাথা গরম, ঘুম হচ্ছে না, উচ্চ রক্তচাপ, ..
প্রাকৃতিক উপাদানে উৎপাদিত…পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত –
হেড মাস্টার - অলরাউন্ডার -
*এই তেল মাথা ঠান্ডা রাখে ও প্রশান্তিময় ঘুম আনে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে,
* চুল পড়া নিয়ন্ত্রণ করে ও চুলের গোড়া শক্ত করে, চুল উজ্জ্বল ঘন কালো করে ও অকালপক্কতা প্রতিরোধ করে,
* ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে
* মাথার উকুন বিনাশ করে,
* মাথার ত্বকের এলার্জি ও খুশকি দূর করে,
* ব্রণও এলার্জি মুক্ত করে,
* রোদে পোড়া ভাব দূর করে,
* ন্যাচারাল এন্টিসেপটিক এর কাজ করে,
* ক্ষতিকর ব্যাকটেরিয়া ও প্রদাহ জনিত সমস্যা দূর করে,
* কাটা জায়গায় রক্ত পড়া তাৎক্ষণিকভাবে বন্ধ করে,
* আগুনে পোড়া ফুসকা দূর করে,
* মশা ও অন্যান্য পোকামাকড় এর ক্ষতিকর প্রভাব থেকে দেহের অঙ্গ কে সুরক্ষা দেয়,
* বাচ্চাদের ত্বকের সেনসিটিভিটি রক্ষা করে শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখে
* ন্যাচারাল অলিভ অয়েল এর কাজ করে

=> ব্যবহার প্রণালীঃ-
> ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য গোসলের পর শুষ্ক করে পুরো শরীরে বেবি লোশন এর বিকল্প হিসেবে ব্যবহার করা উত্তম।
> মাথার ত্বক ও চুলের বৃদ্ধিতে প্রতিদিন নিয়মিত ব্যবহার করে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে দ্রুত কার্যকর ফলাফল পাওয়া যায়।
> তেল হাতের তালুতে নিয়ে মাথার তালুতে ৩০ থেকে ৪৫ মিনিট রাখলে উপকার পাওয়া যায়।

বিশেষ নির্দেশনাঃ- লো প্রেসার বেশি ও যাদের অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা বেশি তারা হালকা গরম করে ব্যবহার করলে সুফল পাবেন।

( Ingredients -Amla, Sesame, Tishi, Fenugreek, Golden Vine, Jaba Flower, Henna, Aloe Vera, Bringoraj, etc etc )

Address

Dhaka
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Living Foundation-Product posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category