হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া

হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া, Medical and health, B. A. U sheshmor, Mymensingh.

09/10/2025
31/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম।।

ঈদুল ফিতরের এই পবিত্র দিনে, আল্লাহর অশেষ রহমত সবার জীবনে ভরিয়ে দিক। সবার মন ও হৃদয় শান্তিতে পূর্ণ থাকুক, আর প্রতিটি মুহূর্তে সুখ ও সফলতা সবার সঙ্গী হোক। ঈদ হোক আনন্দ, ভালোবাসা, এবং মিলনের এক সুন্দর উৎসব। ঈদ মোবারক!

❣️❣️♥️♥️❣️❣️
হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া
ডায়নামিক হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট সেন্টার ,ময়মনসিংহ।
01703-509575

10/04/2024

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
(আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।)

❤️ঈদ মোবারক❤️

প্রতিনিয়ত হাত ও পায়ের নখগুলো নষ্ট হয়ে উঠে যাচ্ছিলো ৩বছরের শিশুটির।টোটালিটি ধরে চিকিৎসা দেয়ার পর তার নখগুলো স্বাভাবিক অবস...
18/03/2024

প্রতিনিয়ত হাত ও পায়ের নখগুলো নষ্ট হয়ে উঠে যাচ্ছিলো ৩বছরের শিশুটির।
টোটালিটি ধরে চিকিৎসা দেয়ার পর তার নখগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবংদ সুস্থ হওয়ার পর এখনো তার নতুন করে কোন সমস্যা ফিরে আসেনি। সে শারিরিক মানসিকভাবে সুস্থ আছে এখনো।

হোমিওপ্যাথির নাম শুনলেই যারা প্লাসিবো ইফেক্ট, বা মনের জোরে, শান্তনায় ভালো হয়ে যায় এসব বলেন তারা একটা এমন রোগী (শিশু/ বৃদ্ধ) প্লাসিবো ইফেক্টে বা মনের জোরে ভালো করে দেখান।

সম্পূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসায় দূরনিয়ন্ত্রিত রিমুট কন্ট্রোলিং পদ্ধতিতে Afjal Vibration and frequency system এ চিকিৎসার মাধ্যমে আল্লাহ তায়ালা শিশুটিকে সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ।।

[সম্পুর্ন কেসটেকিং দেয়ার ইচ্ছা আছে, লিখার সময় পেলে দিব ইংশাআল্লাহ্।। ]

হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া
০১৭০৩৫০৯৫৭৫

29/03/2023

প্রত্যেকটা রোগীই স্বতন্ত্র/ইউনিক।
রোগীর বৈশিষ্ট্য/লক্ষণ রোগীর কাছ থেকে জানার আগেই তার উপর পূর্বানুমানকৃত লক্ষন ধরে তার উপর মেডিসিন চাপিয়ে দেয়া কোন চিকিৎসকের বড়ত্ব জাহির করে না।
কারন, প্রকৃত চিকিৎসকেরা স্বাধীন, নিরপেক্ষ বিবেচক, রোগীকে উপলব্ধি করবে, রোগীকে গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করবে।

২.নরমাল ডেলিভারির জন্য প্র্যাগনেন্সির শুরু থেকেই পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন।।
10/08/2022

২.নরমাল ডেলিভারির জন্য প্র্যাগনেন্সির শুরু থেকেই পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন।।

১.আমার কাছে অনেকেই জানতে চান,নরমাল ডেলিভারি চাই এখন কি করতে হবে?আমি প্রথমতই সবাইকে যেটা বলি সেটা হচ্ছে,,,,আপনার মন থেকে ...
10/08/2022

১.আমার কাছে অনেকেই জানতে চান,
নরমাল ডেলিভারি চাই এখন কি করতে হবে?
আমি প্রথমতই সবাইকে যেটা বলি সেটা হচ্ছে,,,,
আপনার মন থেকে চিন্তাভাবনা থেকে সিজার শব্দটা দূর করে দিন এমনকি যারা নরমাল ডেলিভারি সম্পর্কে খুব সামান্যও নেগেটিভ কথা বলে তাদের কাছ থেকে দূরে থাকুন।।

বাসে বমি হলে কি পরিমান কষ্ট তা আমার চেয়ে ভালো কারো কমই জানার কথা। যাই হোক,কাজিন: ফোন দিয়েই শুরু করছে আমি রাজশাহী যেতে বা...
30/07/2022

বাসে বমি হলে কি পরিমান কষ্ট তা আমার চেয়ে ভালো কারো কমই জানার কথা। যাই হোক,
কাজিন: ফোন দিয়েই শুরু করছে
আমি রাজশাহী যেতে বাসে উঠেছি😴
উঠে ত দেখি এসি বাস,,,😴
আগে ত জানতামনা 😴
এখনই শরীর খারাপ লাগতেছে, মাথা ঘুরাচ্ছে,,,পুরো পথ কিভাবে যাব😴আমি ত শেষ😴 রেখে দিই পৌছে ফোন দিব.......

★★★আমি রোগীটাকাকে ফিল করার চেষ্টা না করে অনেকের মত ইপিকাক এপ্লাই করে দিলাম ৩০শক্তি ২ডোজ। মেডিসিন পদ্ধতিটা মুখে সেবন করা ছিলো না। আমাদের Afjal Vibration and frequency system সিষ্টেমে এপ্লাই করেছি।
সারারাতের জার্নিতে তার খারাপ লাগা কিছুটা কমলেও খারাপ লাগা ছিলো, বমিও হয়েছে ১বার।
তার কথাবার্তায় এটুকু পরিবর্তনে আমি সন্তুষ্ট ছিলাম না, যদিও সে অনেক জর্নির তুলনায় ভালো ফিল করায় সন্তুষ্ট ছিলো।
পরদিন আবার একই জার্নি। পরীক্ষা দিয়ে সারাদিন পর সন্ধায় ফিরবে। আবার সন্ধায় আমাকে জানায়, মেডিসিন দিও বাসে উঠেছি।
তখন তার আগের দিনের কথাগুলো ইমাজিন করলাম, তাকে ফিল করার চেষ্টা করলাম...
সর শারিরীকভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত, তার মাঝে শূন্যতা, ফাঁকা।
আর তাকে যেহেতু আমি সবসময় অবজার্ভ করি তার অনেকিছু আমার জানা,,,,
রাত জাগা, মানসিক দুশ্চিন্তা, দুর্বলতা অবশতা, মানসিক ক্লান্তি,
আমি তাকে পুরোপুরি ফিল করে -30 একডোজ এপ্লাই করলাম দূর নিয়ন্ত্রিত #আফজাল_ভাইব্রেশন_এন্ড_ফ্রিকোয়েন্সি_পদ্ধতিতে (ময়মনসিংহ - রাজশাহীতে মেডিসিন এপ্লাই করা হয়েছে )।।

আলহামদুলিল্লাহ পরেরদিন তার পরিবর্তন দেখে নিন।

রোগী এসে বলছে উনার এক কলিগ কুঁচকির ব্যাথায় অনেক চিকিৎসা করেছে, বিভিন্ন টেষ্টকরে বিভিন্ন ডাক্তার দেখিয়ে ঔষধপত্র খেয়েও সুস...
23/07/2022

রোগী এসে বলছে উনার এক কলিগ কুঁচকির ব্যাথায় অনেক চিকিৎসা করেছে, বিভিন্ন টেষ্টকরে বিভিন্ন ডাক্তার দেখিয়ে ঔষধপত্র খেয়েও সুস্থ হয়নি। শেষ পর্যন্ত চাকুরী ছেড়ে দিয়েছে।
এখন আমারও একই জায়গায় একই ব্যাথা, আমারও মনে হয় ওর মত অবস্থা হবে।

রোগীকে সার্বিক পর্যবেক্ষনের পর মেডিসিন নির্বাচন করে আমাদের দূর নিয়ন্ত্রিত পদ্ধতি Afjal Vibration and frequency system -এ নির্বচিত মেডিসিনের ৩০শক্তি এক ডোজ প্রয়োগ করা হয় বিকেল ৩:৩০মিঃ সময়ে।
সন্ধা ৭:মিঃ সময়ে রোগী জানায় তার কোন ব্যাথা নেই।... আলহামদুলিল্লাহ্।।

Address

B. A. U Sheshmor
Mymensingh

Telephone

+8801703509575

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথিস্ট আফসানা পারভীন সোনিয়া:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram