Tarakanda UHC Hospital, Mymensingh

Tarakanda UHC Hospital, Mymensingh উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারাকান্দা, ময়মনসিংহ

27/03/2025

পেশেন্ট দেখছিলাম আউটডোরে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন উনি। সাথে আরেকজন উনার বাড়ির লোক। উনাকে দেখামাত্র চিনে ফেললাম, সপ্তাহদুয়েক আগে আমার কাছে এসেছিলেন। কাছে আসতে আসতেই বললাম- 'কেমন আছেন আপনি?'

এসেই সোজা আমার হাত ধরে ফেললেন, বললেন - 'স্যার আপনার সাথে দেখা করার জন্য মঙ্গলবার আসছিলাম, শুনলাম আপনার আব্বা অসুস্থ, আপনি ঢাকা গেছেন গা, আজকে আসছেন শুনে আবার আসলাম'
বললাম -'জ্বি হঠাৎ আব্বুর হার্ট অ্যাটাক হওয়াতে চলে গিয়েছিলাম'
হাত ধরা অবস্থাতেই সামনে গিয়ে বসলেন এর মধ্যেই বলতে শুরু করলেন- 'স্যার, আমি বিগত কয়েকবছর যাবৎ লাখলাখ টাকা খরচ করে চিকিৎসা নিছি, (ময়মনসিংহের বড় বড় ডাক্তারদের নাম বলে) উনাদের দেখাইছি। কখনোই ভালো হইনাই। কাজ কর্ম সব বন্ধ ছিল, রাস্তাও পার হইতে পারতাম না। আপনার থেকে চিকিৎসা নেবার পর থেকে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, স্যার কি খাবেন বলেন কয়েক কেজি দই মিষ্টি আনাই? ঠান্ডা খাবেন?...... ' এভাবে একনাগাড়ে বলেই চললেন।
আমি বললাম- ' আমি কিছুই খাবো না, আপনি যে আমার সাথে দেখা করতে এসেছেন এতেই আমি খুশি, মাঝে মাঝে আসবেন দেখা করতে ভালো লাগবে, আর আমার আব্বার জন্য দোয়া করবেন বেশি বেশি'
বললো- ' স্যার দোয়া তো করেছি-করবোও, কিন্তু আপনাকে কিছু না খাওয়ায়ে আমি যাবো না। বলেন স্যার....'
জোরাজোরি শেষে বললাম- 'আচ্ছা আপনার মানসিক প্রশান্তির জন্য ঠান্ডা কিছু খাওয়া যায়। এর বেশি কিছু না প্লিজ...'
সাথে থাকা বাড়ির লোককে দিয়ে সফট ড্রিংকস আর কেক আনালেন।

খেতে খেতে কিছুক্ষণ গল্প চললো।

যাবার আগে বললেন- 'আপনার আব্বার নাম কি?' নাম বলাতে বললেন- 'কয়েক কেজি দই-মিষ্টি মসজিদ-মাদ্রাসায় দিয়ে আপনার আব্বার নামে দোয়া পড়াবো ইনশাআল্লাহ.......'

আলহামদুলিল্লাহ, আমি সুযোগ পেয়েছি আপনাদের সেবা করার। আপনাদের কাছে পৌঁছাতে পারবো বলেই হয়তো জীবনের এতো এতো সময়-শ্রম সব উৎসর্গ করা। পরম প্রাপ্তি সম্ভবত এগুলোকেই বলে।

বারডেমের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. ইব্রাহিম স্যারের মতো বলা উচিত ছিল উনাকে - 'আপনার সেবা করার সুযোগ দেয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ'

(ফিরে দেখা)

এইচপিভি ভাইরাস যা জরায়ুমুখ ক্যান্সার তৈরি করতে পারে, তার বিরুদ্ধে সমগ্র দেশের মেয়েদের বিনামূল্যে টিকা দেয়া  আজ থেকে শ...
24/10/2024

এইচপিভি ভাইরাস যা জরায়ুমুখ ক্যান্সার তৈরি করতে পারে, তার বিরুদ্ধে সমগ্র দেশের মেয়েদের বিনামূল্যে টিকা দেয়া আজ থেকে শুরু হয়েছে। চলবে কেবল ১৮ কার্যদিবস!

মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন ক্যান্সারের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার ৪র্থ,
ক্যান্সারে নারীদের মৃত্যুর কারণসমূহের মধ্যে এটি ২য়।‼️

আপনার মেয়েকে ফ্রি টিকা দিতে vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।✅

রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা ওয়েবসাইটে ঢুকলে পেয়ে যাবেন। ওয়েব সাইটে আপনাকে অবশ্যই চারটি ধাপ অতিক্রম করতে হবে।
প্রথম ধাপ, ওয়েবসাইটের রেজিস্ট্রেশন
দ্বিতীয় ধাপ, নির্দিষ্ট টিকা জন্য রেজিস্ট্রেশন
তৃতীয় ধাপ, টিকা কার্ড সংগ্রহ
চতুর্থ ধাপ, সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেওয়া।

ছবিতে: তারাকান্দা উপজেলার স্বাস্থ্য সহকারী Shifun Nahar Kochi Rummana Tanfuz, Shajahan Kabir কিশোরীদের টিকা প্রদান করছেন।

13/10/2024
এক ডোজ এইচপিভি টিকা নিনজরায়ুমুখ ক্যান্সার রুখে দিন।https://vaxepi.gov.bd/registration
11/10/2024

এক ডোজ এইচপিভি টিকা নিন
জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন।

https://vaxepi.gov.bd/registration

09/10/2024
07/10/2024

(স্কুলের শিক্ষকদের জন্য বার্তা)
সম্মানিত শিক্ষক, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে আসন্ন HPV টিকা ক্যাম্পেইন ২০২৪ এর অনলাইনে টিকা নিবন্ধন চলছে। আপনার প্রতিষ্ঠানের ৫ম শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত সকল ছাত্রীদের টিকা নিবন্ধন সম্পন্ন করে, টিকার কার্ড সংগ্রহ করুন। নিবন্ধন লিংক- https://vaxepi.gov.bd/registration
(বি.দ্র. অনলাইন রেজিস্ট্রেশন এ প্রাপ্ত টিকাকার্ড ব্যতীত কোনোভাবেই টিকা গ্রহণ করা যাবে না)

প্রচারে: উপজেলা স্বাস্থ্য বিভাগ, তারাকান্দা,ময়মনসিংহ।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন সম্মানিত উপজেলা স্বাস...
30/05/2024

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু মহোদয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওয়াজেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব জীবন আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আসমাউল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস সহ স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।

আজ তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিদর্শন করেন সম্মান...
19/05/2024

আজ তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত উপ-পরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) ডা.পরিমল কুমার পাল।
এ সময় ইউএইচএফপিও তারাকান্দা ডা. ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু ও ইউএইচএফপিও ফুলপুর ডা. মোঃ হুমায়ুন কবির মহোদয় উপস্থিত ছিলেন।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মা...
10/05/2024

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু ও সঞ্চালনায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দিবাকর ভাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ফাহমিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসার ছাড়াও এতে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীগণ ও স্থানীয় পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় ও
02/05/2024

জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় ও

10/04/2024

Address

Tarakanda
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when Tarakanda UHC Hospital, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram