
27/03/2025
পেশেন্ট দেখছিলাম আউটডোরে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন উনি। সাথে আরেকজন উনার বাড়ির লোক। উনাকে দেখামাত্র চিনে ফেললাম, সপ্তাহদুয়েক আগে আমার কাছে এসেছিলেন। কাছে আসতে আসতেই বললাম- 'কেমন আছেন আপনি?'
এসেই সোজা আমার হাত ধরে ফেললেন, বললেন - 'স্যার আপনার সাথে দেখা করার জন্য মঙ্গলবার আসছিলাম, শুনলাম আপনার আব্বা অসুস্থ, আপনি ঢাকা গেছেন গা, আজকে আসছেন শুনে আবার আসলাম'
বললাম -'জ্বি হঠাৎ আব্বুর হার্ট অ্যাটাক হওয়াতে চলে গিয়েছিলাম'
হাত ধরা অবস্থাতেই সামনে গিয়ে বসলেন এর মধ্যেই বলতে শুরু করলেন- 'স্যার, আমি বিগত কয়েকবছর যাবৎ লাখলাখ টাকা খরচ করে চিকিৎসা নিছি, (ময়মনসিংহের বড় বড় ডাক্তারদের নাম বলে) উনাদের দেখাইছি। কখনোই ভালো হইনাই। কাজ কর্ম সব বন্ধ ছিল, রাস্তাও পার হইতে পারতাম না। আপনার থেকে চিকিৎসা নেবার পর থেকে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, স্যার কি খাবেন বলেন কয়েক কেজি দই মিষ্টি আনাই? ঠান্ডা খাবেন?...... ' এভাবে একনাগাড়ে বলেই চললেন।
আমি বললাম- ' আমি কিছুই খাবো না, আপনি যে আমার সাথে দেখা করতে এসেছেন এতেই আমি খুশি, মাঝে মাঝে আসবেন দেখা করতে ভালো লাগবে, আর আমার আব্বার জন্য দোয়া করবেন বেশি বেশি'
বললো- ' স্যার দোয়া তো করেছি-করবোও, কিন্তু আপনাকে কিছু না খাওয়ায়ে আমি যাবো না। বলেন স্যার....'
জোরাজোরি শেষে বললাম- 'আচ্ছা আপনার মানসিক প্রশান্তির জন্য ঠান্ডা কিছু খাওয়া যায়। এর বেশি কিছু না প্লিজ...'
সাথে থাকা বাড়ির লোককে দিয়ে সফট ড্রিংকস আর কেক আনালেন।
খেতে খেতে কিছুক্ষণ গল্প চললো।
যাবার আগে বললেন- 'আপনার আব্বার নাম কি?' নাম বলাতে বললেন- 'কয়েক কেজি দই-মিষ্টি মসজিদ-মাদ্রাসায় দিয়ে আপনার আব্বার নামে দোয়া পড়াবো ইনশাআল্লাহ.......'
আলহামদুলিল্লাহ, আমি সুযোগ পেয়েছি আপনাদের সেবা করার। আপনাদের কাছে পৌঁছাতে পারবো বলেই হয়তো জীবনের এতো এতো সময়-শ্রম সব উৎসর্গ করা। পরম প্রাপ্তি সম্ভবত এগুলোকেই বলে।
বারডেমের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. ইব্রাহিম স্যারের মতো বলা উচিত ছিল উনাকে - 'আপনার সেবা করার সুযোগ দেয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ'
(ফিরে দেখা)