11/08/2025
📢 সচেতনতামূলক বার্তা
🛡️ টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম ২০২৫
📅 শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫
👶 বয়স: ৯ মাস – ১৫ বছর
📍 সারা বাংলাদেশে
💡 আগস্ট মাসেই রেজিস্ট্রেশন করুন!
🌐 vaxepi.gov.bd
📲 রেজিস্ট্রেশন করা যাবে:
📌 মোবাইল 📌 কম্পিউটার 📌 নিকটস্থ কম্পিউটার দোকান
🔍 রেজিস্ট্রেশনে যা লাগবে:
✅ শিশুর ১৭ সংখ্যার ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর
✅ অভিভাবকের মোবাইল নম্বর
📌 রেজিস্ট্রেশন ধাপ:
1️⃣ ওয়েবসাইটে গিয়ে "টাইফয়েড ভ্যাকসিন" সিলেক্ট করুন
2️⃣ জন্মতারিখ ও বয়স লিখুন
3️⃣ জন্মনিবন্ধন নম্বর ও মোবাইল নম্বর দিন
4️⃣ বর্তমান ঠিকানা দিন
5️⃣ ক্যাপচা পূরণ করে সাবমিট করুন
6️⃣ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিন
7️⃣ পছন্দমতো টিকাকেন্দ্র নির্বাচন করুন
8️⃣ PDF ডাউনলোড করে টিকার দিনে সঙ্গে আনুন
💬 মনে রাখবেন:
আপনার সচেতনতাই আপনার শিশুর সুরক্ষা!
💉 টাইফয়েড ভ্যাকসিন দিন — নিশ্চিত করুন সুস্থ আগামী।
📣 প্রচারে: স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ
#স্বাস্থ্যসেবা #বাংলাদেশস্বাস্থ্য