Mymensingh Doctors Helpline

Mymensingh Doctors Helpline ░S░h░a░r░e░ ░Y░o░u░r░ ░E░x░p░e░r░i░e░n░c░e░ ░W░i░t

ময়মনসিংহ বিভাগের যে কেউ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য চলে আসেন ময়মনসিংহ শহর পাণে। বিভাগীয় শহরের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিয়ে হতে চান সুস্থ, পরিপূর্ণ। কিন্তু সেই বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, সিরিয়াল নেওয়ার মোবাইল নম্বর এবং রোগী দেখার সময়সূচি সম্পর্কে জানা না থাকলে তো মহাবিপদ। এ বিপদ কাটাতেই ময়মনসিংহ বিভাগবাসীর সুবিধার্থে আমরা ময়মনসিংহের সকল ডাক্তারের চেম্বারের ঠিকানা, ডাক্তারের সিরিয়াল নেওয়ার মোবাইল নম্বর এবং ডাক্তারদের রোগী দেখার সময় এখানে উপস্থাপন করেছি। এখন থেকে আর কারো কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করতে হবে না আপনার। ঘরে বসেই এক ক্লিকে পেয়ে যাবেন ময়মনসিংহের সকল বিশেষজ্ঞ ডাক্তার, তাদের চেম্বার, সিরিয়াল নেওয়ার মোবাইল নম্বর এবং রোগী দেখার সঠিক সময়। যেকোনো মুহূর্তে ময়মনসিংহের যেকোনো ডাক্তারের চেম্বার, মোবাইল নম্বর ও রোগী দেখার সময় সম্পর্কে জানতে কল করুন।

A𝐥𝐥 𝐭𝐡𝐞 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 𝐢𝐬 𝐩𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐝 𝐢𝐧 𝐠𝐨𝐨𝐝 𝐟𝐚𝐢𝐭𝐡 & 𝐟𝐨𝐫 𝐠𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞 𝐨𝐧𝐥𝐲. 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐢𝐬 𝐧𝐨 𝐚𝐟𝐟𝐢𝐥𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐚𝐧𝐲 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥, 𝐝𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐭𝐢𝐜 𝐨𝐫 𝐝𝐨𝐜𝐭𝐨𝐫 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐢𝐬 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞. 𝐀𝐥𝐥 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 𝐢𝐬 𝐜𝐨𝐥𝐥𝐞𝐜𝐭𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥, 𝐝𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐭𝐢𝐜 & 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞. 𝐖𝐞 𝐝𝐨 𝐧𝐨𝐭 𝐠𝐮𝐚𝐫𝐚𝐧𝐭𝐞𝐞 𝐭𝐡𝐞 𝐪𝐮𝐚𝐥𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐦𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐭𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐚 𝐝𝐨𝐜𝐭𝐨𝐫 & 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥. 𝐘𝐨𝐮 𝐦𝐮𝐬𝐭 𝐬𝐞𝐥𝐞𝐜𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐢𝐬𝐭 𝐝𝐨𝐜𝐭𝐨𝐫 𝐚𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐨𝐰𝐧.

কোন রোগের কোন ডাক্তার দেখাবেন?🔴 মেডিসিন বিশেষজ্ঞ : একজন মেডিসিন বিশেষজ্ঞ যেকোনো সমস্যার প্রাথমিক জ্ঞান রাখেন। রোগ জটিল হ...
24/09/2024

কোন রোগের কোন ডাক্তার দেখাবেন?

🔴 মেডিসিন বিশেষজ্ঞ : একজন মেডিসিন বিশেষজ্ঞ যেকোনো সমস্যার প্রাথমিক জ্ঞান রাখেন। রোগ জটিল হলে সুনির্দিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন।

🟠কার্ডিওলজিস্ট: হার্ট বা হৃৎপিণ্ডের যেকোনো সমস্যার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। যেমন হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন), হার্ট ফেইলিওর, বুক ধড়ফড় করা ইত্যাদি।

🔵অর্থোপেডিক্স বিশেষজ্ঞ: হাড় সম্পর্কিত রোগের জন্য যেমন পা ভাঙা, হাড় জোড়া, হাড় ক্ষয়, হাড়ের জয়েন্টে ব্যথা এছাড়াও হাঁটুতে ব্যথা, পঙ্গুত্ব, বাত ব্যথাসহ শরীরের হাড়ের সব ধরনের চিকিৎসার জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যেতে পারেন।

⚫অপথালমোলজিস্ট: চক্ষু বিশেষজ্ঞ। চোখ দিয়ে পানি পড়া, চোখে কম দেখা, ছানি পড়া সমস্যার জন্য আপনি এই বিশেষজ্ঞ দেখাবেন।

🟣গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ : মুখ থেকে পায়ু পর্যন্ত কোন সমস্যা, হ
জমে সমস্যা, গ্যাস্ট্রিকে সমস্যা, বমি বমি ভাব এই ধরনের সমস্যায় আপনি এই বিশেষজ্ঞ দেখাবেন।

🟡নিউরোলজিস্ট: একজন নিউরোলজিস্ট মস্তিষ্ক ও স্নায়ু বিশেষজ্ঞ। আপনার মাথা ব্যথা, মৃগীরোগ, মুভমেন্ট ডিসঅর্ডার (চলাচলে অসুবিধা), স্ট্রোক, স্মৃতিশক্তি লোপ, ঘুম না হওয়া, পার্কিনসন রোগ হলে আপনি একজন নিউরোলজিস্ট দেখাতে পারেন।

🔴পালমাটোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ : এ্যাজমা, হাপানি, ফুসফুসে পানি জমা, নিউমোনিয়া, ফুসফুসজনিত বুকে ব্যথা হলে আপনি এই বিশেষজ্ঞ দেখাবেন।

🟢নাক, কান, গলা বিশেষজ্ঞ( ইএনটি স্পেশালিষ্ট) : নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি হওয়া, কানে কম শোনা, কান দিয়ে পানি পড়া, গলা ও মুখে ঘা ইত্যাদি অর্থাৎ নাক, কান ও গলা সম্পর্কিত রোগের জন্য এই বিভাগের ডাক্তারের কাছে যেতে পারেন।

🟠গাইনোকোলজিস্ট: মেয়েদের সকল প্রকার রোগের চিকিৎসায় এ ডাক্তারের কাছে যেতে পারেন। যেমন অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সমস্যা ও জরায়ু টিউমার, স্তনে সমস্যা, বন্ধ্যাত্ব ও বাচ্চা ধারণে অক্ষমতা, গর্ভবতী অবস্থায় সেবা ও ডেলিভারি ইত্যাদির জন্য।

🔵হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞ- রক্ত ও অস্থিমজ্জা সম্পর্কিত রোগের জন্য এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।

⚫রিউমাটোলজিস্ট: বাত রোগ( জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা, পেশিতে ব্যথা) হলে আপনি একজন রিউমাটোলজিস্ট দেখাতে পারেন।

🟢এন্ডোক্রিনোলজিস্ট: আপনার ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, হরমোনজনিত সমস্যা হলে এই বিশেষজ্ঞ দেখাবেন।

🔴পেডিয়াট্রিশিয়ান: শিশুরোগ বিশেষজ্ঞ। নবজাতক এর জন্মের পর যেকোনো সমস্যায় আপনি এই বিশেষজ্ঞ দেখাবেন।

🟡সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ: বিভিন্ন মানসিক সমস্যার চিকিৎসা ও পরামর্শ নেওয়্যার ক্ষেত্রে এই চিকিৎসকের কাছে যেতে পারেন।

🔵নেফ্রোলজিস্ট ও ইউরোলজিস্ট : কিডনিতে পাথর, মূএনালী সমস্যা, প্রসাবে সমস্যা, পুরুষ প্রজনন সমস্যা হলে এই বিশেষজ্ঞ দেখাতে পারেন ।
🔴 ডার্মাটোলজিস্ট ও ভেনেরোলজিস্ট : ত্বক, চুল ও নখ বিশেষজ্ঞ। ব্রণ, চুলকানি, ত্বকের ক্যান্সার হলে এই বিশেষজ্ঞ দেখাবেন। তাছাড়া আপনার যৌনবাহিত কোন সমস্যা হলেও এই বিশেষজ্ঞ দেখাতে পারবেন।

🟢অনকোলজিস্ট: ক্যান্সার বিশেষজ্ঞ। অবশ্য প্রত্যেক অঙ্গের ক্যান্সার বিশেষজ্ঞ আলাদা, আলাদা।

⚫ সার্জারি বিশেষজ্ঞ: যিনি অপারেশনের মাধ্যমে অস্ত্রোপচার করেন তাকে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বলা হয়। যেমন পিত্তথলির অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, পাইলস ও ফিস্টুলা অপারেশন এমন সকল সমস্যার জন্য সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।

🟡দন্ত বিশেষজ্ঞঃ যিনি দাঁতও মারির চিকিৎসা করেন।যেমন দাতে ব্যথা,দাঁত ভেঙ্গে যাওয়া,দাতে পোকা ধরা,মারি ফুলে যাওয়া।

🔴শিশু সার্জারি বিশেষজ্ঞঃশিশুদের অপারেশন করতে হয়,এমন চিকিৎসায় শিশু সার্জারির কাছে যেতে পারেন।যেমন শিশুদের মুসলামি করা,শিশুদের হানির্য়ার অপারেশন।

🔵ফুড এন্ড নিউটিশন বিশেষজ্ঞঃস্বাস্হসম্মত জীবণ যাপন করতে তাদের সাথে পরামর্শ করতে পারেন।যেমন খাবারের রুটিন তৈরি করে আনতে পারেন।

⚫ইউরোলজী বিশেষজ্ঞঃ মুত্রথলী,মুত্রনালী,প্রসাবের প্রবলেম হলে এবং কিডনী পাথর,মুত্রতলীর যেকোন অপারেশন করতে তাদের সাথে পরামর্শ নিতে পারেন।

🟢নিউরোসার্জারী বিশেষজ্ঞঃ মাথার অপারেশন রক্তলানী অপারেশন করতে নিউরোসার্জন এর সাথে পরামর্শ করতে পারেন।

🟡কার্ডিওলজী সার্জনঃ হার্টের অপারেশন,বাল্বের অপরেশন,হার্টে রিং লাগাতে তাদের সাথে পরামর্শ করতে পারেন।

🟣প্লাস্টিক ও বার্ণ সার্জারি বিশেষজ্ঞঃআগুনে পুড়লে উনাদের সাথে পরামর্শ নিতে পারেন।

🔴হেপাটোলজী বিশেষজ্ঞঃলিভারের কোন প্রবলেম হলে তাদের পরামর্শ নিতে পারেন
যেমন জন্ডিস,এইচভিএস পজেটিভ।

Address

ময়মনসিংহ জেলা
Mymensingh

Telephone

+8801720351608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Doctors Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mymensingh Doctors Helpline:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category