মাটির মায়া মেডিকেল সেন্টার, মাহমুদপুর- ভালুকা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • মাটির মায়া মেডিকেল সেন্টার, মাহমুদপুর- ভালুকা

মাটির মায়া মেডিকেল সেন্টার, মাহমুদপুর- ভালুকা মাটির টানে, মাটির মানুষের সেবায়, সততা? ডায়াবেটিস সেন্টার এর সদস্যদের ভিজিট ১০০৳

21/08/2025
14/07/2025

অর্থোপেডিক্স ডাক্তার রোগীকে বলছেনঃ পরবর্তী সময়ে আসার সময় এক্সরে সাথে নিয়ে আসবেন।
রোগীঃ স্যার,এক্সরে সাথে আনলে বৌ আমাকে আস্ত রাখবেনা !

মাহমুদপুর মাটিরমায়া মেডিকেল সেন্টারে রোগী দেখবেনঃ শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
11/06/2025

মাহমুদপুর মাটিরমায়া মেডিকেল সেন্টারে

রোগী দেখবেনঃ শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

05/06/2025

🩸 "চুপিসারে জমে যাচ্ছে মৃত্যু... নাম তার কোলেস্টেরল!"

রাত ৩টা। ঘুম ভেঙে যায় সামিদের। বুকের মাঝখানে একরকম চাপ, অস্থিরতা। ভাবেন, গ্যাস হয়েছে বুঝি। কিন্তু পরদিন অফিসে উঠতে গিয়ে দেখলেন, সিঁড়ি বেয়ে উঠতেই দম আটকে আসছে।

দিন দুয়েক পর, এক বন্ধুর চোখে তাকিয়ে হঠাৎ বলেন,
“তোর চোখের নিচে কী হল রে? চর্বি জমেছে নাকি?”
বন্ধু অবাক হয়—অথচ সামিদ টেরই পাননি!

📍 বাড়তি কোলেস্টেরল শরীরে এমন কিছু লক্ষণ সৃষ্টি করে, যেগুলো আমাদের অনেকেই অবহেলা করি?

🔴 ৫টি প্রধান লক্ষণ যেগুলোকে অবহেলা করলে হতে পারে ভয়ংকর বিপদ:

1️⃣ বুক ধড়ফড় বা বুকে চাপ/ব্যথা – হার্টের রক্তনালীতে চর্বি জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে।
2️⃣ হাত-পা দুর্বল লাগা বা অসাড়তা – স্নায়ুতে সঠিকরক্ত সরবরাহ না হলে এমন হতে পারে।
3️⃣ চোখের চারপাশে হলদেটে চর্বি জমা (Xanthelasma) – এটা বাড়তি কোলেস্টেরলের দৃশ্যমান ইশারা।
4️⃣ দৃষ্টিশক্তি ঝাপসা – চর্বি জমে রেটিনায় রক্তপ্রবাহ কমে গেলে এমন হয়।
5️⃣ সামান্য কাজেই ক্লান্তি বা শ্বাসকষ্ট – হার্ট ঠিকমতো কাজ না করলে শরীর অক্সিজেন পায় না।

🛑 এই উপসর্গগুলো হলে গ্যাস, বয়স বা ক্লান্তি বলে ভুল করবেন না!
👉 সময়মতো ব্লাড টেস্ট করে দেখে নিন লিপিড প্রোফাইল (Cholesterol level)
👉 ডাক্তারের পরামর্শে শুরু করুন জীবনধারা পরিবর্তন ও প্রয়োজনে ওষুধ

---

✅ কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন কোলেস্টেরল?

ঘি, তেল, ভাজাপোড়া কমান
দিনে অন্তত ৩০ মিনিট হাঁটুন
ভেজালমুক্ত, ফাইবার সমৃদ্ধ খাবার খান
ধূমপান, মদ্যপান বন্ধ করুন
নিয়মিত মেডিকেল চেকআপ করুন

---👨‍⚕️ ডা. আব্দুর রহমান
MBBS – Shaheed Suhrawardy Medical College,Dhaka.
FCPS (Orthopedics) – FP
PGT (Surgery)
CCD (BIRDEM)
Mymensingh Medical College & Hospital.

📍 চেম্বার ১: ত্রিশাল সরকার ডায়াগনস্টিক
🕒 সোম ও বৃহস্পতিবার: বিকেল ৩টা – রাত ৮টা

📍 চেম্বার ২: মাটিরমায়া মেডিকেল সেন্টার,মাহমুদপুর,ভালুকা।
🕒 শনিবার: বিকেল ৩টা – রাত ৭টা
যোগাযোগঃ ০১৭২৭-৫০ ২৩ ৩৯

---

❤️ হৃদয় থামার আগেই সচেতন হোন। জীবন একটাই—তাকে ভালোবেসে যত্ন নিন।
📤 শেয়ার করুন পোস্টটি, হয়তো আপনি কারো জীবন বাঁচাতে পারেন।
.

04/06/2025

আগামী ১৪ই জুন,শনিবার দুঃ ২টা থেকে বিঃ ৭ টা পর্যন্ত মাটিরমায়া মেডিকেল সেন্টারে হাড়জোড়া, বাত ব্যথা,কোমড় ব্যথা,হাঁটু ব্যথা,বাতজ্বর,শরীরের গিরায় গিরায় ব্যথা,আধুনিক ডিভাইসে মুসলমানি করণ সহ যাবতীয় ব্যথায় রোগী দেখবেনঃ
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ -- ডাঃ মোঃ আবদুর রহমান।
এম,বি,বি,এস( শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ,ঢাকা),এফ,সি,পি,এস(অর্থোপেডিক্স) এফপি,
পিজিটি(সার্জারী), সিসিডি (বারডেম),সিসিজিপি ( মেডিসিন,ঢাকা)।
মেডিকেল অফিসার,
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ।

বিঃদ্রঃ রোগী দেখেনঃ শনিবার দুঃ ২টা থেকে সন্ধ্যাঃ ৭ টা পর্যন্ত।

30/04/2025

আসছে পবিত্র হজ্জে যাচ্ছেন অনেকে...
ভিন্ন দেশ , ভিন্ন আবহাওয়া...
হজের পরিশ্রম.... আমাদের কি কি সমস্যা সাধারণত হয়ে থাকে ও সমাধান কি?!

মক্কায় প্রচন্ড গরম, মরুরদেশ, বাতাসের আদ্রতা কম।
প্রথমেই সমস্যা হয় গরম ও হাটা নিয়ে...

প্রচুর পানি পান করতে হবে, সাথে বোতল ও ছাতা ( সাদা রঙের+ UV Protected, সাদা ছাতায় গরম কম লাগে ) রাখা বাঞ্চনীয়।
পোর্টেবল কিছু ফ্যান আছে, যা গলায় ঝুলানো যায় তা ব্যবহার করলে আরাম হবে।
চোখের জন্য পোলারাইজড সানগ্লাস ব্যবহার করুন।
চোখ জ্বালাপোড়া করলে -- Drylief/Tearfresh/ Aquafresh eye drop ১ফোটা করে দিনে ৪-৬বার ব্যবহার করতে পারেন।

জুতার মাঝে স্যান্ডেল পড়তে হয়, ধর্মীয় কারণেই, প্রচুর হাটতে হয় ( কখনো কখনো ১৫-২৫ কিলোমিটার), নরম জুতা নিতে হবে। একাধিক নেওয়া গেলে ভালো।

স্বাভাবিক ভাবেই হাটলে ব্যথা হবে, এক্ষেত্রে Tab. Napa 500mg, ২+২+২, খাওয়া যেতে পারে। ( লিভারের সমস্যা না থাকলে)

তাও ব্যথা হলে Kefentech Plaster আক্রান্ত স্থানে ব্যবহার করা যায়, এটি খাওয়া লাগে না, তাই সহজে কিডনির কোন ক্ষতি করে না। ওই দেশেও পাওয়া যায়। অথবা Colfenac Gel দিনে ২-৩ বার।
তবে এই ব্যথার জন্য প্রচুর পানি পান, হালকা ম্যাসেজ উত্তম।

মাথা ব্যথা হতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা পূর্বের ওষুধ নিয়ে নিবেন। সানগ্লাস, পানি উত্তম।
না কমলে-
Cap. Imigra 5mg(1+0+1, ১০দিন)
তাতেও না কমলে--
Tab. Nomi 2.5mg,০+০+১, ১ দিন

ঘামের জন্য শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণে আবারো পানি, প্রয়োজনে ওরস্যালাইন( বেশি না) ,ফলের জুস( অল্প পরিমাণে) খাবেন।

গ্যাস্ট্রিকের সমস্যার জন্য দ্রুত আরাম পাবেন
Tab. Entacyd Plus,২ টি বড়ি একসাথে চুষে খাবেন।
পাশাপাশি Cap. Seclo 20mg( ১+০+১, খাবার আগে, ১০-৩০দিন)

পায়খানা কষা হলে, উত্তম ইসপগুলের ভুষি খাওয়া।
খাবার পরপর ২চামচ ১/২গ্লাস পানিতে গুলে সাথেসাথে খাবেন ৩বেলা করে।
সাথে খেতে পারেন- Tab. Domin 10mg(১+১+১, খাবার আগে,৭দিন)

পাতলা পায়খানা, পেট খারাপ হলে---
Tab. Zithrin 500mg, ২টি বড়ি একসাথে, তারপরদিন হতে ০+০+১, ৫দিন
বেশি হলে সাথে Tab. Filmet 400mg (১+১+১,৫দিন)
সাথে অবশ্যই খাবার স্যালাইন (( ORS))) ( ১টি স্যাচেট ২গ্লাস পানিতে মিশিয়ে) প্রতিবার পায়খানার পির ১গ্লাস করে খাবেন।

বমি হলে – Tab. Emistat 8mg--- ১+১+১, খাবার আগে ২ দিন

জ্বর আসলে(১০১•ফারেনহাইট এর উপর) , Tab. Napa 500mg, ১+১+১, ৩ দিন
*** ব্যথার জন্য, Napa(( Paracetamol)) সবচেয়ে সেইফ,কিডনির ক্ষতি হয় না।

কোথাও কেটে গেলে
Povisep 10% sol. দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করবেন,
Bactrocin Oint.দিনে ৩ বার লাগাবেন।
সাথে কিছু ব্যান্ডেজ, ওয়ান টাইম ব্যান্ডেজ নিবেন।

সর্দি হলে Tab. Fenadin 180mg ( ০+০+১, ৭দিন)
নাক বন্ধ হলে – Afrin 0.05% ND, প্রতি নাসারন্ধ্র ৩-৪ ফোটা, ৩-৪ বার ((( সঠিক নিয়মে, নিয়ম আমার অন্য পোস্টে দেওয়া আছে)) ৩-৫ দিন

পেট ব্যথা হলে---- Tab. Algin 50mg(১+১+১, ৩দিন)

এছাড়া---- ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি,ইত্যাদি রোগিরা নিয়মিত ওষুধ নিয়ে যাবেন।

ডায়াবেটিস রোগীদের জন্য সাথে সবসময় অবশ্যই, অবশ্যই কিছু চিনি/ চিনি জাতীয় খাবার রাখবেন, ডায়াবেটিস কমে( হাইপোগ্লাইসেমিয়া) মৃত্যুর হাত থেকে বাচার জন্য।

পারলে একটি গ্লুকোমিটার ও ডিজিটাল প্রেশার মাপার মেশিন নিবেন।

আরো জানার থাকলে কমেন্ট করুন....
হজের মাঝে যেকোন সমস্যায় পেইজে মেসেজ দিতে পারেন।

ধন্যবাদ।
দোয়া রাখবেন।
ডা: মুবীন আহমেদ
ফালাক ডায়াগনস্টিক & হসপিটাল, চরপাড়া, ময়মনসিংহ

23/04/2025

গ্যাস্ট্রিক বা এসিডিটি: সচেতনতাই প্রতিরোধের মূল চাবিকাঠি

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা যেন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হচ্ছেন, কিন্তু সচেতনতার অভাবে সমস্যাটি আরও জটিল রূপ নিচ্ছে।

গ্যাস্ট্রিক বা এসিডিটি কী?
আমাদের পাকস্থলীতে হজমের জন্য একটি বিশেষ অ্যাসিড নিঃসরণ হয়। এই অ্যাসিড অতিরিক্ত পরিমাণে তৈরি হলে তা পাকস্থলীর ভিতরে জ্বালাপোড়া, বুকজ্বালা, অম্বল বা পেটব্যথার সৃষ্টি করে। একেই সাধারণ ভাষায় আমরা ‘গ্যাস্ট্রিক’ বা ‘এসিডিটি’ বলি।

কারণসমূহ:
অনিয়মিত খাবার খাওয়া
অতিরিক্ত ঝাল, তেল ও ভাজাপোড়া খাবার
দীর্ঘ সময় খালি পেটে থাকা
অতিরিক্ত চা, কফি বা কোল্ড ড্রিংকস পান
মানসিক চাপ ও উদ্বেগ
ধূমপান ও অ্যালকোহল

প্রতিরোধে করণীয়:
প্রতিদিন নিয়ম করে খাবার গ্রহণ করা
সহজপাচ্য ও স্বাস্থ্যকর খাবার খাওয়া
পর্যাপ্ত পানি পান করা
অতিরিক্ত ঝাল, তেল ও ফাস্টফুড এড়িয়ে চলা
মানসিক চাপ কমানো
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া

গ্যাস্ট্রিক বা এসিডিটি সাময়িক মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আলসার, গ্যাস্ট্রাইটিস বা আরও জটিল রোগের দিকে নিয়ে যেতে পারে। তাই সময় থাকতেই সচেতন হোন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন।

ডা: মূবীন আহমেদ

মাটিরমায়া মেডিকেল সেন্টারের কৃষি ও কৃষক, যখন শুরু হয় শেষ থেকে-
16/04/2025

মাটিরমায়া মেডিকেল সেন্টারের কৃষি ও কৃষক, যখন শুরু হয় শেষ থেকে-

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছাঃ
14/04/2025

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছাঃ

ডেড হর্স থিওরি: আমাদের চারপাশের বাস্তবতাধরুন, আপনি একটা ঘোড়ায় চড়েছেন। কিছুক্ষণ পর বুঝলেন — ঘোড়াটা মারা গেছে।এমন পরিস্থিত...
04/03/2025

ডেড হর্স থিওরি: আমাদের চারপাশের বাস্তবতা

ধরুন, আপনি একটা ঘোড়ায় চড়েছেন। কিছুক্ষণ পর বুঝলেন — ঘোড়াটা মারা গেছে।
এমন পরিস্থিতিতে করণীয় কী?
বুদ্ধিমান হলে আপনি ঘোড়া বদলাবেন, নয়তো হাঁটবেন।
কিন্তু বাস্তবে আমরা কী করি?
• নতুন ডিজাইনের আসন (saddle) আনি, যেন মরা ঘোড়ায় বসতে সুবিধা হয়।
• ঘোড়ার খাবারে উন্নতি আনি, যেন মৃত শরীরটা একটু ভাল থাকে।
• ঘোড়ার চালক বদলাই, মনে করি হয়তো নতুন চালকই জাদু দেখাবে।
• কমিটি গঠন করে মিটিং করি, মাসের পর মাস আলোচনায় ডুবে থাকি — কীভাবে মরা ঘোড়ার গতি বাড়ানো যায়!
• শেষে কমিটি রিপোর্ট দেয় — হ্যাঁ, ঘোড়াটা আসলেই মরে গেছে!
এই থিওরি আমাদের শেখায় সমস্যার সত্যিকার কারণ এড়িয়ে অযথা সময়, অর্থ আর শক্তি নষ্ট করে কোনো লাভ নেই। বরং প্রথমেই বাস্তবতা মেনে নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিলেই সাফল্য সম্ভব।

বাস্তবতা মানতে হবে....
আবেগ নয় বিবেক কাজে লাগাতে হবে...
আশেপাশের মরা ঘোড়াগুলো চিনুন,
মরা ঘোড়ার মায়া ত্যাগ করে এগিয়ে যেতে হবে....বহুদূর....

Address

Mymensingh
2230

Alerts

Be the first to know and let us send you an email when মাটির মায়া মেডিকেল সেন্টার, মাহমুদপুর- ভালুকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category