12/10/2025
টাংগাইল এবং কিশোরগঞ্জ কেন ময়মনসিংহের অধীনে???
১/ কিশোরগঞ্জের সড়ক বিভাগ + টাংগাইল সড়ক বিভাগ : ময়মনসিংহ সড়ক জোন+সার্কেলের অধীন
২/ কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি + টাংগাইল পল্লী বিদ্যৎ সমিতি : ময়মনসিংহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন।
৩/ কিশোরগঞ্জ+টাংগাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের অধীন
৪/ কিশোরগঞ্জ+টাংগাইল এলজিআরডি ময়মনসিংহের অধীন।
৫/ দুদক, কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অধীন।
৬/ BSTI বিভাগীয় কার্যালয় ময়মনসিংহে।
৭/ স্বাস্থ্যসেবা ময়মনসিংহ মেডিকেল কেন্দ্রীক। কিশোরগঞ্জ+টাংগাইলের সরকারী হাসপাতালের রোগীদের ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়।
৮/ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের আওতাধীন কিশোরগঞ্জ+টাংগাইল।
৯/ বাংলাদেশ নির্বাচন কমিশন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অধীন কিশোরগঞ্জ+টাংগাইল আঞ্চলিক সার্ভার স্টেশন।
১০/ কর অঞ্চল ময়মনসিংহের অধীনে কিশোরগঞ্জ+টাংগাইল জেলা কার্যালয়।
১১/ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ময়মনসিংহের আওতাধীন কিশোরগঞ্জ+টাংগাইল
১২/ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC), ময়মনসিংহ এর আওতাধীন কিশোরগঞ্জ ও টাংগাইল
১৩/ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অধীন কিশোরগঞ্জ এবং টাংগাইল।
১৪/ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহের অধীন কিশোরগঞ্জ+টাংগাইল জেলা।
১৫/ আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ (RTA), ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন কিশোরগঞ্জ+টাংগাইল জেলা।
১৬/ কিশোরগঞ্জ : ময়মনসিংহ বন বিভাগের অধীন।
ময়মনসিংহ বন বিভাগ ভেঙ্গে টাংগাইল বন বিভাগ তৈরী হয়েছে।
১৭/ কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস : ময়মনসিংহের অধীন
১৮/ নতুন কুঁড়িসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে টাংগাইল ও কিশোরগঞ্জ ময়মনসিংহের অধীনে থাকে।
১৯/ RAB-14, ভৈরব , ময়মনসিংহ RAB-14 সদর দপ্তরের অধীন
২০/ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি, কিশোরগঞ্জ : ময়মনসিংহ জোনাল অফিসের অধীন।
এবার বলুন কিশোরগঞ্জ এবং টাংগাইল আসলে কার অধীন ময়মনসিংহ নাকি ঢাকা ???